অবহেলার কষ্টের স্ট্যাটাস

অবহেলার কষ্টের স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, কবিতা

অবহেলার কষ্টের স্ট্যাটাস | মানুষ কখনোই কারো কাছে অবহেলিত হতে চায় না। বরং আমরা আমাদের প্রিয়জনদের কাছে সর্বদাই ভালো কিছু প্রত্যাশা করি। কিন্তু যখন কেউ অবহেলা করে বা এড়িয়ে চলে, তখন যেনো জীবনটা অন্ধকার মনে।

মনে হতে থাকে, যেনো হেরে গেলাম। এমন সময় আমরা মনের বেদনাদায়ক অবস্থা সকলের কাছে শেয়ার করতে চাই। তাই এই লেখাতে অবহেলার কষ্টের স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, কবিতার তালিকা তুলে ধরা হলো।

মন খারাপের অবহেলা নিয়ে স্ট্যাটাস

অবহেলার কষ্টের স্ট্যাটাস

(১)

মরিচা আর অবহেলার মাঝে ব্যাপক মিল রয়েছে,,

মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে,,

অন্যদিকে, অবহেলা ক্ষয় করে মানুষ এবং তার প্রশান্তিকে।

(২)

আপনি একা থাকলেই সেটাকে একাকিত্ব বলা হয় না।

বরং সকলের কাছে অবহেলিত হয়ে খেয়াল রাখার

কাউকে না পেলে, সেটাকেই একাকিত্ব বলে।

(৩)

আমাকে নিয়ে তুমি শুধুই করেছো অবহেলা,,

তাই ভিজে যাওয়া এই চোখের জ্বলে বেড়েছে বুকের জ্বালা।

(৪)

যে মানুষটা সর্বদাই আপনার খোঁজ নেয়, আপনাকে মিস করে,,

তারও তো মাঝে মাঝে ইচ্ছে হয় যে, আপনিও তাকে মিস করুন, তার খোঁজ নিন।

তাই কাউকে খুব বেশি অবহেলা করা উচিত নয়।

কারন তারও মন আছে।

(৫)

আজ আমি নিজেকে লুকাতে শিখে গেছি;;

কারো অবহেলায় এখন আর আমার কিছু যায় আসে না,

মানুষ এভাবে তখনই পাল্টায়, যখন সে কষ্ট পেতে পেতে পাথর হয়ে যায়।

তখন কারোর অবহেলায়ই তার কিছু আসে যায় না। 

পরিবারের অবহেলা নিয়ে উক্তি

(১)

অধিকাংশ সময় পরিবারের থেকে ভালোবাসা পাওয়াটা ব্যক্তির উপার্জনের উপর নির্ভর করে।

আপনার উপার্জন কম হলে অবশ্যই আপনি আপনার পরিবারের কাছ থেকে অবহেলা পেতে পারেন। 

(২)

পরিবার থেকে ভরসা পাওয়ার বদলে,,

যখন কোন মানুষ অবহেলা পায়।

তার শুধুমাত্র তার হৃদয়ই ভেঙ্গে পড়ে না,,,

বরং তার পুরো পৃথিবীটাই যেনো ভেঙে পড়ে।

(৩)

এই পৃথিবী মানুষগুলোই এমন।

কাউকে খুব বেশী গুরুত্ব দিলে অবহেলা করবে,

আর যদি গুরুত্ব না দেই,, তাহলে বলবে স্বার্থপর।

পৃথিবীর নিয়মটাই এমন হয়ে গেছে।

(৪)

কারো কাছে একবার অবহেলিত হওয়ার পর তাদেরকে আর ২য় বার বিরক্ত করো না।

(কার্ল ম্যাক্স)

(৫)

কারো অবহেলা পাওয়া মানেই জীবন শেষ নয়;;!

কারন আপনি একজনের কাছে মূল্যহীন হতে পারেন,

কিন্তু সবার কাছে নয়।

যে মানুষটা আপনাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে,

একমাত্র সেই বুঝে অবহেলা কতটা ভয়াবহ হতে পারে।

আরও পড়ুন: বন্ধুদের সাথে কাটানো সময় নিয়ে স্ট্যাটাস

খুব কাছের মানুষের অবহেলা নিয়ে ক্যাপশন 

(১)

কাউকে অবহেলা করে হয়তো অল্প কিছুদিন ভালো থাকতে পারবে।

কিন্তু সারাজীবন ভালো থাকা সম্ভব হবে না।

বরং সারাজীবন তোমাকে এর মাসুল গুনতে হবে।

(২)

কিছু মানুষ আঘাত করে কথার মাধ্যমে,,

কিছু মানুষ আঘাত করে কাজের মাধ্যমে।

কিন্তু সবচেয়ে বেশি আঘাত তখনই লাগে,,

যখন প্রিয় মানুষটি অবহেলা করে।

(এডাম স্মিথ)

(৩)

আমি তোমার জন্য সব কিছু ছেড়ে দিলাম,,,

আর তুমি সব কিছুর জন্য আমাকেই অবহেলা করলে!!

(জর্জ বার্কলে)

(৪)

কাছে টেনে নিয়ে অবহেলা পাত্র বানানোর চেয়ে,,

আগে থেকে ফিরিয়ে দেওয়াও অনেক ভালো।

এতে করে, যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবেসেছে,,

সে অবহেলার তীব্র যন্ত্রনাটা পাবে না।

(৫)

জীবনে কেউ কেউ পেয়েও অবহেলা করে,

আবার কেউ পাবে না জেনেও অপেক্ষা করে।

যে নিজে নিজে ধরা দেয় সে কখনো সুখ পায়না

বরং পাবেনা জেনেও তার জন্যেই অপেক্ষার প্রহরই গনে যায়।

অবহেলা নিয়ে উক্তি | অবহেলার কষ্টের স্ট্যাটাস

(১)

পৃথিবীতে আমরা কেউই অবহেলিত হতে চাই না,,,

কারণ মানুষের সহজাত প্রবৃত্তিই হলো অন্যের দৃষ্টিতে আসতে চাওয়া।

(উইলিয়াম জেমস)

(২)

প্রথমে তারা তোমাকে অবহেলা করে,,,

তারপর তোমাকে নিয়ে হাসি তামাশা করে।

তাওপর তারা তোমার বিরুদ্ধে লড়ে,,

তবুও তুমি জিতে যাও।

(৩)

মানুষের জীবন একটাই,

এই জীবনে যদি খারাপ জিনিসগুলো অবহেলা করে বাচতে শেখা যায়,,

তাহলে একটি জীবনই যথেষ্ট।

(মে ওয়েস্ট)

(৪)

পৃথিবীতে সবচেয়ে অবহেলিত ব্যাক্তিরাই মাঝে মাঝে সবচেয়ে উদার ব্যাক্তি হিসেবে পরিচিত হয়।

সে অবহেলা পেলেও সেটার জন্য লড়াই করতে চায় না।

শেষে দেখা যায়, তাকেই লড়াই করতে হচ্ছে।

(থমাস হোবস)

(৫)

মানুষের সমালোচনা এড়িয়ে চলাই উত্তম,,,

মূল লক্ষ্য থাকা উচিত নিজের গন্তব্য স্থলের দিকে।

(ক্রিস পাইন)

প্রিয় মানুষের অবহেলা কবিতা

(১)

চোখের কোনের পানি হয়ত দেখতে পারো,,

তবে দেখতে পাওনা মনের গহীনে কালো মেঘের বৃষ্টি।

সেই মেঘ কখনো স্পর্শ করতে পারবে না তুমি,,

কারন তোমারই অবহেলায় সেই মেঘের যে সৃষ্টি।

(২)

তুমি দিয়েছিলে ভালোবাসার ইশারা

তবু হলে সময়ের ঘড়িতে অচেনা,

মিথ্যে ইশারায় দিলে কেবল উপেক্ষা

আমায় দিয়ে গেলে কেবল অবহেলা আর অপেক্ষা।

(৩)

নেতিবাচক চিন্তাধারার মানুষের এরিয়ে চলাই ভালো, কেননা তাদের কাছে সকল সমাধানের একটি সমস্যা আছে।

তাদেরকে আপনি যতই কাছের মনে করবেন না কেন,,,

সে আপনাকে ঠিকই কষ্ট দেবে।

(আলবার্ট আইনস্টাইন)

(৪)

শেষ করে সব অবাঞ্চনীয় অবহেলা,,,

আকাশে ভেসে বেড়াবে ভালোবাসা ভেলা।

ভুলের খাতাটা ধুলোয় মিশিয়ে দিও,

মিথ্যে হলেও আরো একবার আমায় ডেকো প্রিয়।

(৫)

তোমার এই অবহেলার লেনাদেনা,,,

আমার জন্য চিরন্তর চিরচেনা।

রাস্তাগুলো যেনো তোমার অচেনা

আমায় চেনালে মিথ্যে প্রেমের খেলা,

তোমার জন্য তবুও পাঠালাম ভালোবাসা,

সেই ভালোবাসার নাম ও তোমার কাছে অবহেলা।

প্রিয় মানুষের অবহেলা নিয়ে উক্তি

(১)

কাউকে অবহেলা করলে যে কতোটা কষ্ট হয়,,,

তা তুমি সেদিনই বুঝবে-

যেদিন কেউ তোমাকে অবহেলা করবে,,

হয়তো সেদিনই তোমার মনে পড়বে আমাকে দেওয়া কষ্টগুলোর কথা।

(২)

তোমাকে ভালোবাসি জেনেও অবহেলা করছো তুমি,

অবহেলা করছো জেনেও ভালোবেসে গেছি আমি,,

এটাই হয়তো তোমার প্রতি আমার ভালোবাসার।

(৩)

সবকিছু সহ্য করা গেলেও প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না।

প্রিয় মানুষের অবহেলা কতটা কষ্টকর,,

সেটা শুধু যে ভোগ করে সেই বুঝতে পারে।

(৪)

এমন সম্পর্ক রাখাটাই কষ্টকর, যেখানে ভালোবাসার থেকে অবহেলা বেশি।

কারন এধরনের সম্পর্কে জীবনটাই যেন টুকরো টুকরো হয়ে যায়।

(৫)

অবহেলা যেখানে রাজত্ব করতে থাকে,,ভালোবাসা সেখানে মূল্যহীন,

তবুও শত অবহেলার মাঝে তোমাকেই ভালোবেসে যাই।

অবহেলা নিয়ে স্ট্যাটাস

(১)

সমাজে ছোট এবং অবহেলিত মানুষ হিসেবে গণ্য হওয়া মানে হলো,,,

আপনি ছাই থেকে বেড়ে ওঠার সম্ভাবনা থাকা।

(পারমেনিডস)

(২)

যখন কেউ অবহেলা করে,,

তখন সবচেয়ে উত্তম কাজটি হলো বুক ফুলিয়ে চলা। কারন যে অবহেলা করে,,সে আপনার কষ্টে খুশি হবে।

আর আপনি যদি বুক ফুলিয়ে চলেন, তাহলে সে বুঝতে পারবে আপনি আসলেই কষ্ট পাননি।

(৩)

কেউ যখন জীবনে সাফল্য এবং উন্নতির শেখরে উঠে যায়,

তখন তাকে অবহেলা করা মানুষগুলোই তার দিকে বেশি তাকিয়ে থাকে।

(জন ডেওএ)

(৪)

কারো কাছে ঘৃণিত হওয়ার চেয়ে অবহেলিত হওয়া কষ্টকর।

কারন কেউ অবহেলা করলে যেন নিজের অস্তিত্বই বিলীন মনে হয়।

(৫)

যে তোমার খেয়াল রাখে, তাকে কখনো অবহেলা করো না।

কারন হয়তো একদিন দেখবে তুমি পাথর খুজতে খুজতে হীরা হারিয়ে ফেলেছো। 

বন্ধুর অবহেলা নিয়ে স্ট্যাটাস

(১)

দীর্ঘ সময় ধরে যখন কোনো বন্ধু তোমাকে অবহেলা করে,

তখন বুঝতে হবে যে সে আসলে তোমার বন্ধুই ছিল না, বরং শুধু অভিনয় করে গেছে।

এধরনের মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো।

(২)

যখন কেউ তোমার বন্ধুরূপে পাশে থেকে, স্বার্থ হাসিলের পর তোমাকে এড়িয়ে চলে, অবহেলা করে!!

তখনই বোঝা যায় পৃথিবীতে ভালো মানুষ চেনা কতটা কঠিন।

(৩)

যে বন্ধু সুদিনে ভাগ বসায়, আর দুর্দিনে ত্যাগ করে চলে যায়,,

এই পৃথিবীতে সেই তোমার সবচেয়ে বড় শত্রু।

(৪)

সময়ের সাথে সাথেই বুঝা যায় কে আপন আর কে পর।

পরিস্থিতি তোমাকে বুঝিয়ে দিবে-

কে প্রকৃত বন্ধু, আর কে নিজ স্বার্থের জন্য তোমার অন্তচক্ষুর আড়ালে বন্ধুর অভিনয় করে বেড়িয়েছে।

(৫)

বিশ্বাস যখন ভেঙে যায়, তখন ‘ক্ষমা করো’ শব্দটি হাঁস্যকর মনে হয়,

পৃথিবীতে বিশ্বাস অনেক বড় একটা জিনিস,

এই বিশ্বাসের উপরেই সব ধরনের সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে।

ব্যস্ততা অবহেলা নিয়ে স্ট্যাটাস | অবহেলার কষ্টের স্ট্যাটাস

(১)

আজ খুব ব্যস্ত তুমি, আমার আর নেই কোনো দাম।

ব্যস্ততাই এখন ঘিরে রেখেছে তোমায় দিনে রাতে,,,

সম্পর্ক এখন শুধুই একটি নাম।

(২)

যে মানুষ আপনাকে ব্যস্ততা দেখিয়ে চলে,,

তার সাথে কথা বলার জন্য ব্যতিব্যস্ত হওয়া মূল্যহীন।

কারণ সে আপনার চেয়ে তার ব্যস্ততাকেই বেশি গুরুত্ব দেয়।

(৩)

একজন মানুষ অবহেলা পেতে পেতে নিজেকে একসময় অনেক দূরে সরিয়ে নেয়।

তখন সেই দূরুত্ব থেকে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয় না।

(৪)

প্রকৃতপক্ষে কেউই ব্যস্ত নয়।

বরং যার যাকে যতটা প্রয়োজন,,

যে যাকে যত বেশি অগ্রাধিকার দেয়,,

সে তাকে ততটাই গুরুত্ব দেয়।

ভালোবাসার মানুষের সাথে ব্যস্ততার অজুহাত থাকে না, এটাই বাস্তবতা।

(৫)

যারা অল্প সময়ে কাউকে অনেক বেশি ভালোবেসে ফেলে,

তারাই অবহেলা পেলে প্রিয়জনকে মন থেকে মুছে ফেলতেও পারে।

তাই কাউকে খুব বেশি অবহেলা করার আগে ভেবে নিন।

স্বামীর অবহেলা নিয়ে উক্তি

(১)

প্রিয় স্বামী, আমাকে এতোটাও অবহেলা করো না,

যেন তোমাকে ছাড়া আমি বেচে থাকতে বাধ্য হই, এবং একলা থাকতে শিখে যাই।

তখন বুঝবে পাশে থাকার মানুষটা কতটা বদলে গেছে।

(২)

যার কাছে আপনি নিজেকে যতটা প্রকাশ করবেন,,,

তার কাছেই আপনি তত বেশি অবহেলিত হবেন। এটাই বর্তমান সময়ের বাস্তবতা।

(৩) 

তুমি আজ কারণে-অকারণে আমায় ব্যাস্ততার অজুহাত দেখাও,

হাজার ব্যস্ত থাকলেও তো প্রিয় মানুষের জন্য একটু সময় বের করা যায়।

এইটা তোমার ব্যস্ততা নাকি আমার প্রতি তোমার অবহেলা?

(৪)

যারা স্বামীর সাথে অভিনয় করে তারাই অনেক বেশি ভালোবাসা পায়,,,

আর যারা সত্যিই ভালোবাসে,, বিনিময়ে তারা শুধু অবহেলা পায়।

(৫)

একজন স্ত্রীর কাছে সবচেয়ে কষ্টের বিষয় হয়ে দাঁড়ায় তার স্বামীর অবহেলা।

অথচ স্ত্রী তার স্বামীর কাছে সবচেয়ে বেশি ভালোবাসা প্রত্যাশা করে।

শেষকথা

উপরোক্ত আলোচনায় বাছাই করা অবহেলার কষ্টের স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, কবিতাগুলো পেলেন। এছাড়াও এই লেখাতে ব্যবহৃত পিকচার গুলো আপনি ডাউনলোড করে শেয়ার করতে পারবেন।

About Durud Ahmed

সম্মানিত ভিজিটর আমি দুরুদ আহমেদ,পেশায় আমি একজন ব্লগ লেখক। প্রযুক্তি ও শিক্ষা, ইতিহাস-ঐতিহ্য, লাইফস্টাইল এবং ইসলামিক লেখাই আমার প্রিয়। এই ব্লগের মাধ্যমে আমি সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভিজিটরদের সহযোগিতা করাই মূল লক্ষ্য।