ঈদ মোবারক স্ট্যাটাস, ক্যাপশন – Eid Mubarak Captions, Eid Mubarak Status | বাংলাদেশ নামক আমাদের এই মুসলিম দেশটির সবচেয়ে বড় দুটি উৎসব হলো পবিত্র ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা। এই দুটি ঈদের দিনে আমরা সারা বছরের সকল দুঃখ-বেদনা ভুলে আনন্দে মেতে উঠি।
ঈদের আনন্দ একে অন্যের সাথে ভাগ করে নিতে, আমরা পরস্পরকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা বিনিময় করি। ভাই-বন্ধু, আত্মীয়-স্বজন কিংবা প্রিয় মানুষকে ঈদের শুভেচ্ছা জানাতে আমরা বিভিন্ন আকর্ষণীয় স্ট্যাটাস/ক্যাপশন খুঁজে থাকি। তাই আপনাদের জন্য বাছাই করা সেরা ঈদ মোবারক স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ও কবিতা বাংলা ও ইংরেজিতে তুলে ধরা হলো এই লেখাতে।
ঈদ মোবারক স্ট্যাটাস বাংলা
(১)
সোনালি সকাল, রোদেলা দুপুর,,,
পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাঁদনি রাত।
সব রঙ্গে রাঙ্গিয়ে থাক — আপনার সারাটি বছর।
এই বাসনায় আপনাকে জানাই,,
(ঈদ মোবারাক)
(২)
আকাশের নীল দিয়ে,
হৃদয়ের ছোঁয়া দিয়ে,
সবুজের অরণ্য দিয়ে,
সাগরের গভীরতা দিয়ে,,
তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা।
(ঈদ মোবারক)
(৩)
যে দিন দেখবো ঈদ এর চাঁদ,,
খুশি মনে কাটাবো রাত।
নতুন সাজে সাজব সেদিন,,
যেদিন হবে ঈদের দিন।
আর আনোন্দে কাটাবো সারাটা দিন!!!
সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।
(ঈদ মোবারক)
(৪)
রিমঝিম এই বৃষ্টিতে,,
ঈদ কাটাবো খুশিতে।
আনন্দের হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে।
সাজবে সবাই – পড়ে নতুন পোশাক,
এই ঈদ যেন সারা জীবন রয়ে যাক।
(ঈদ মোবারক)
(৫)
সপ্ন গুলো সত্যি হোক,,,
সকল আশা পুরনো হোক।
দু:খ দুরে যাক,,,
সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য,,,
ঈদ মোবারাক তোমার জন্য।
(ঈদ মোবারাক)
আরও পড়ুন: রোমান্টিক স্ট্যাটাস ও ক্যাপশন
ঈদ মোবারক স্ট্যাটাস ইসলামিক
(১)
ঈদ ঈদ ঈদ এলো আবার ঈদ,,
সবার মাঝে এই খুশির বার্তা ছড়িয়ে দিক।
ঈদ ঈদ ঈদ এলো আবার ঈদ
সবার মাঝে সত্য বলার,,,, সাহস ছড়িয়ে দিক।
সেই বাসনায় সবাইকে জানায় ঈদের শুভেচ্ছা।
(ঈদ মোবারোক)
(২)
আসুন,,
আমরা সকলে এই ঈদে একসাথে মিলেমিশে আনন্দ করি।
ধনী-গরিব, ভেদাভেদ ভুলে সকলে মিলে এই ঈদ কাটাই সুখে-শান্তিতে।
(ঈদ মোবারোক)
(৩)
এই পবিত্র উৎসবের দিনে,
আপনার জন্য অনেক হাসি এবং আনন্দের
মুহুর্তগুলোতে ভরা একটি দিন কামনা করছি।
আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই,,
(ঈদ মোবারক)
(৪)
আল্লাহ আমাদের উপর তোমার রহমত বর্ষণ করুক
এবং আমাদের দোয়া কবুল করুক।
সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা!
(৫)
আল্লাহ আপনার সকল ইচ্ছা পূরণ করুক
এবং আপনার পরিবারকে সুস্থ রাখুক।
এই বাসনায় আপনাকে এবং আপনার প্রিয়জনকে জানাই।
(ঈদের শুভেচ্ছা)
আরও পড়ুন: ভালোবাসার বিরহের স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও আবেগি স্ট্যাটাস
ঈদ মোবারক শুভেচ্ছা
(১)
ঈদ এলে হয় কত কেনাকাটা, কত আনন্দ ফুর্তি,
ধনী-গরীব একসাথে হয়ে,,
ঈদের নামাজে শামিল হয়ে,,
সব দুঃখ কষ্ট ভুলে,,
সবাই মিলে একসাথে ঈদের আনন্দে মেতে উঠি।
(ঈদ মোবারক সবাইকে)
(২)
চাঁদের আলো উঁকি দিল রাতের আকাশে,
আমাদের দিল সেই ঈদের বার্তা জানিয়ে।
(ঈদ মোবারক সবাইকে)
(৩)
সকাল গেল, সন্ধা এলো, নামলো আদার রাত,,,
সবাই পেলো খুশির সংবাদ, কালকে খুশির ঈদ।
(ঈদ মোবারক সবাইকে)
(৪)
পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
(ঈদ মোবারক)
আরও পড়ুন: রোমান্টিক স্ট্যাটাস ও ক্যাপশন
(৫)
ফুল সুবাস দেয়,,, দৃষ্টি মন চুরি করে।
খুশি আমাদের হাসায়,,, দুঃখ আমাদের কাদায়।
আর আমার এই SMS এর মাধ্যমে,,
তোমাকে ঈদের শুভেচ্ছা জানাই।
(ঈদ মোবারাক)
ঈদ মোবারক শুভেচ্ছা স্ট্যাটাস
(১)
ঈদ মানে আকাশে নতুন চাঁদ,,,
ঈদ মানে নতুন চাওয়া পাওয়ার স্বাদ,,,
ঈদ মানে মেহেদি রাঙ্গা হাত,,,
ঈদ মানে আমার বাড়িতে তোমার দাওয়াত।
(ঈদ মোবারক)
(২)
নীল আকাশে চাঁদের জোসনা,,, সাদা মেঘেরা মেলেছে।
পাখনা আকাশে বইছে বিদ,,,এলো যে খুশির ঈদ।
(ঈদ মোবারক)
(৩)
আজ আমার প্রাণের খুশিতে,,
জ্বেলে যায় প্রদীপ।
শিখাতে হাজার তারার মাঝে,,
আলো এলোরে এলো,, ঈদ বুঝি এলো।
(ঈদ মোবারক)
(৪)
মেঘলা আকাশ মেঘলা দিন,,
ঈদের বাকি একদিন,,,
কাপড়-চোপড় কিনে নিন,,,
গরিব দুঃখীর খবর নিন,,
দাওয়াত রইল ঈদের দিন।
(ঈদ মোবারক)
(৫)
মন চাইছে কারোর সাথে কথা বলি,,,
মন চাইছে প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম,,
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি।
(ঈদ মোবারক)
আরও দেখুন: বাবাকে নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কবিতা
ঈদ মোবারক স্ট্যাটাস 2024
(১)
হাজার প্রতিকূলতার মাঝেও,,
সকলের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
(ঈদ মোবারক)
(২)
আসছে ঈদ চলছে গাড়ি,,,
ঈদের দাওয়াত আমার বাড়ি।
হিমে ঈদের দাওয়াত নিন,,
অগ্রীম আসবে কিন্তু ঈদের দিন।
ঈদুল ফিতরের শুভেচ্ছা।
(৩)
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ বয়ে আনুক সবার জীবনে অসীম সুখ ও আনন্দ।
(সবাইকে ঈদ মোবারক)
(৪)
দেশ বিদেশের,,, সকল ধর্মপ্রাণ,,, মুসলিম ভাই-বোনদের কে জানাই,,,
পবিত্র ঈদুল ফিতরের,,,শুভেচ্ছা
(ঈদ মোবারক)
(৫)
এলো ঈদ,,,গেলো ঈদ,,!
এলো খুশির ঝিলিক,,
মনের ঘাটে ঝগড়া বাটে,,
খুশির হিরিক,,,
(ঈদ মোবারক)
ঈদ মোবারক ক্যাপশন
(১)
তোর ইচ্ছে গুলা উরে চলুক,, দুটি পাখনা মিলে।
তোর দিনগুলো যাক না,, কেটে এমনি হেসে খেলে।
অপূর্ন যেন না থাকে,, তোর কোনো শখ।
এই কামনায় বন্ধু তোকে জানাই ঈদ মোবারক।
(২)
ঈদের দাওয়াত তোমার তরে,,,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,,
আর না করলে পাবো আঘাত।
তখন কিন্তু হবে আড়ি,,,
যাবো না আর তোমার বাড়ি।
(ঈদ মোবারক)
(৩)
ভোর হলো দুর খোল,
চোখ মেলে দেখরে।
রোযা শেষ রোযা শেষ,
ঈদ চলে এল রে।
নতুন জামা পড়বো রে,
হাসি খুসি থাকব রে,
ঈদ চলে এলো সবার দুয়ারে।
(সবাইকে ঈদ মোবারক)
(৪)
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
(ঈদ মোবারক)
(৫)
আল্লাহর রহমতে তোমার জীবন সাফল্য আর আনন্দে ভরে উঠুক।
(ঈদ মোবারক)
ঈদ মোবারক স্ট্যাটাস কবিতা
(১)
প্রিয় বন্ধুরা আমার,,
আর মাত্র কয়েক দিন।
আসছে সবার খুশির দিন!
নতুন জামা কিনে নিন,
সময় নেই বেশি দিন|
দাওয়াত রইল অগ্রিম,
আসবেন কিন্তু ঈদের দিন,
অপেক্ষায় থাকবো সারাদিন।
(ঈদ মোবারক)
(২)
যেদিন দেখবো ঈদের চাঁদ,,,
খুশি মনে কাটবে রাত।
নতুন সাজে সাজবো আজ,
আজ হলো ঈদের দিন
আনন্দে কাটবে সারাদিন।
(ঈদ মোবারাক)
(৩)
দূরের মানুষ আসুক কাছে,
কাছের মানুষ থাকুক পাশে।
মন ছুটে যাক তোমার টানে,
নয়া চাদের আগমনে।
থাকুক খুশি সবার মনে।
(ঈদ মোবারাক)
(৪)
সারা দেশে চলছে ঈদের উৎসব।
ঈদ মানে আনন্দ,, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও,, একটুখানি হাসি।
সবাইকে ঈদ মোবারক।
(৫)
আজকে খুশির বাঁধ ভেঙেছে,,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে।
শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে।
(ঈদ মোবারক)
আরও পড়ুনঃ অসুস্থতা নিয়ে ইসলামিক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও হাদিস
ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা
(১)
আনন্দের এই সময় গুলো,
কাটুক থেমে থেমে।
বছর জুড়ে তোমার তরে,
ঈদ আসুক নেমে।
(ঈদ মোবারক)
(২)
ঈদ আনে বস্তা ভর্তি খুশি,,,
তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি।
তাই বলে ঈদ কখনো হবে না বাসি।
(ঈদ মোবারক)
(৩)
ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে।
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে।
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে।
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে।
(ঈদ মোবারক)
(৪)
ঈদের খুশির দিনে তোমায় পরে মনে।
তুমি কাছে এলে কষ্ট যাই সব ভুলে।
তুমি দুরে গেলে কষ্ট গুলো বাড়ে।
তাইতো তোমায় রেখেছি আমার মনের ১টি কোণে।
(ঈদ মোবারক)
(৫)
ঈদ মানেই খুশী,,
গরুর গলায় রশী,,
শীতের শর্দি কাসি,,
আবার হুজুরের মুখে হাসি,,
তবুও ঈদ ভালোবাসি।
তাই সবাইকে জানাই ঈদ মোবারক।
অগ্রিম ঈদ মোবারক
(১)
বলছি আমি আমার কথা,,,
ঈদে থাকবে নাকো মনের ব্যথা।
আমার জীবনে অনেক চাওয়া,,,
ঈদ আনন্দে সব পাওয়া।
ঈদের প্রতি তাই এতো ভালোবাসা।
(ঈদ মোবারক)
(২)
রং লেগেছে মনে মধুর এই ক্ষণে।
তোমায় আমি রাঙিয়ে দিবো,, ঈদের এই দিনে।
(ঈদ মোবারক)
(৩)
দেশ-বিদেশের সকল ধর্মপ্রাণ-
মুসলিম ভাই ও বোনদেরকে জানাই-
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
(ঈদ মোবারক)
(৪)
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ বয়ে আনুক সকলের জীবনে অসীম সুখ ও আনন্দ। সবাইকে জানাই ঈদ মোবারক।
(৫)
কিছু কথা অব্যক্ত থেকে যায়,,
আর কিছু অনুভূতি মনের মাঝে রয়ে যায়,,
কিছু স্মৃতি নিরবে কেঁদে যায়,,
এবং শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়।
(ঈদ মোবারক)
আরও পড়ুন: প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস, উক্তি, কবিতা ও গল্প
ঈদ মোবারক স্ট্যাটাস ইংরেজি | Eid Mubarak Captions
(1)
Eid Mubarak! May this joyous occasion bring peace, prosperity, and happiness to you and your loved ones.
Celebrate with love and gratitude.
(2)
Wishing you a blessed Eid filled with love, laughter, and cherished moments.
May Allah’s blessings be with you today and always.
(3)
On this beautiful day of Eid, may all your prayers be answered, and your heart be filled with contentment.
Eid Mubarak to you and your family.
(4)
Eid Mubarak! Let’s rejoice in the spirit of togetherness and thank Allah for the countless blessings He has bestowed upon us.
(5)
May this Eid bring endless joy and happiness to your life. Celebrate the day with kindness and gratitude. Eid Mubarak to everyone celebrating.
শেষকথা
উপরোক্ত আর্টিকেল থেকে বাছাই করা সেরা ঈদ মোবারক স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ও কবিতা বাংলা ও ইংরেজিতে জানতে পারলেন। এছাড়াও আর্টিকেলের ব্যবহৃত ঈদ মোবারক পিকচার/ ঈদ মোবারক স্ট্যাটাস পিক গুলো ডাউনলোড করে শেয়ার করতে পারবেন। ধন্যবাদ।