প্রিয় ভাই-বোনদের জন্য উপদেশ মূলক বাণী ও সুন্দর সুন্দর স্ট্যাটাস এবং ক্যাপশন নিয়ে আজ হাজির হলাম। সবাই উপদেশ মূলক কথা শুনতে বা পাড়তে চায় না। তবে যারা খুব বুদ্ধিমান তারা এই ধরণের কথা খুব ভালো করেই শুনে এবং পড়ে।
আপনি যদি এই ধরণের কথা পড়তে ভালোবাসেন, তাহলে জেনে রাখুন আপনি একজন বুদ্ধিমান মানুষ। আর কিছু মানুষ আছে, এই কথা গুলো নিজে শুনতে বা পড়তে চায় না । কিন্তু তারা সবাইকে উপদেশ দিতে পছন্দ করে। তাদের আমরা বলি বোকা। কারণ এই ধরণের মানুষ গুলোর মাথায় কিছুই থাকে না। আর তাদের ভেতর অনেক বেশী অহংকার কাজ করে বলেই, তারা সবাইকে জ্ঞান দিতে চায়। কিন্তু নিজে নিতে চায় না ।
যাইহোক আসুন তাহলে আমাদের আজকের লেখাগুলো পড়ে দেখি।
উপদেশ মূলক উক্তি
মানুষ জীবনের নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে। বহু আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে অভিজ্ঞতার ঝুলি ভর্তি করে। পড়াশোনা ও জ্ঞানার্জনের মাধ্যমে তার হৃদয় আলোকিত ও সমৃদ্ধ হয়। পরিপক্ব হয় তার বুদ্ধি ও বিবেক।
এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতার ফলাফল হল, জ্ঞানীদের প্রজ্ঞা পূর্ণ বিভিন্ন উক্তি ও প্রবচন। এগুলো আমাদের জীবনের জন্য অনেক তাৎপর্যপূর্ণ।
কেননা, জ্ঞানী ও অভিজ্ঞদের জ্ঞান ও উপদেশ মূলক কথা আমাদের জীবনের পথ চলাকে সহজ করে দেয়। এবং বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে।
চলুন সেই সকল উপদেশ মূলক কথা বা বাণীগুলো পড়ে নেয়া যাক।
সে ব্যক্তি মুমিন নয়, যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। – হযরত মুহাম্মদ (সাঃ)
নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে যা আছে তা পরিবর্তন করে। – আল কোরআন
আপনার পরিবারের উপর ধর্ম চাপিয়ে দেবেন না। আপনার নিজের অনুশীলনের মাধ্যমে তাদের ধর্মের সৌন্দর্য দেখান। – নোমান আলী খান
যখন কোন ব্যক্তি তার পরিবারের জন্য ব্যয় করে, তার জন্য পুরস্কারের জন্য, এটি তার পক্ষ থেকে একটি দাতব্য কাজ। – আল হাদিস
তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তাদের পরিবারের জন্য সর্বোত্তম। – আল হাদিস
সৎকর্মশীলদের কেয়ামতের দিন পরিবার আকারে একত্র করা হবে। – আল কোরআন
তোমাদের মধ্যে সেই উত্তম যে তার জিহ্বা ও হাত দিয়ে অন্যের ক্ষতি করে না। – আল হাদিস
তোমাদের মধ্যে তারাই উত্তম যার আচার-আচরণ ও চরিত্র উত্তম। – আল হাদিস
প্রতিটি জীবন্ত বস্তুর প্রতি দয়ার পুরস্কার রয়েছে। – আল হাদিস
যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। – আল হাদিস
যে ব্যক্তি জান্নাতে সর্বোত্তম দরজা দিয়ে প্রবেশ করতে চায় তাকে অবশ্যই তার পিতা-মাতাকে খুশি করতে হবে। – আল হাদিস
তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না। – আল কোরআন
সৎকার্য নিজে সম্পাদন করার পর অন্যদের করতে বলো। – আল কোরআন
সৎকার্যের আদেশ করো এবং অসৎকার্য হতে নিষেধ করো। – আল কোরআন
আল্লাহ কোন আত্মাকে তার ভার বহন করার অতিরিক্ত বোঝা দেন না। – আল কোরআন
অতএব যখন তুমি সিদ্ধান্ত গ্রহণ করবে, তখন আল্লাহর উপর ভরসা কর। – আল কোরআন
সুতরাং যখন কুরআন পাঠ করা হয়, তখন তা শোন এবং মনোযোগ দাও যাতে তোমাদের রহমত করা হয়। – আল কোরআন
ধনীদের মধ্যে সবচেয়ে ধনী সেই যে লোভের বন্দী নয়। – আলী ইবনে আবি তালিব(রা.)
নিচু মনের মানুষের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। – হযরত আলী (রা)
সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। – আল কোরআন
বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না। – হযরত আলী (রাঃ)
তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম যাদের আচার-ব্যবহার ও চরিত্র সর্বোত্তম। – আল হাদিস
যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন আল্লাহ্ আপনাকে বুঝেন। – ড. বিলাল ফিলিপ্স
আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। – শেখ সাদী
আপনার ভালো কাজগুলি অবশেষে আপনার কাছে ফিরে আসবে। – আল কোরআন
যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তায়ালা তাহার উপর রহমত বর্ষণ করে না। – আল হাদিস
গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই আমি বিশ্বকে পরিবর্তন করতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী, তাই আমি নিজেকে পরিবর্তন করছি। – মাওলানা জালাল উদ্দীন রুমি (র.)
যদি শয়তানের পক্ষ থেকে তোমাদের কাছে কোনো মন্দ পরামর্শ আসে, তাহলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি শ্রবণকারী, সর্বজ্ঞ। – আল কোরআন
নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্যঅপেক্ষা কর। তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন। – হযরত সুলাইমান (আঃ)
তোমরা (অযাচিত) পার্থিব সম্পদ প্রহন করো না। কেননা, এর দ্বারা তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে। – আল হাদিস
যে রব (আল্লাহ্) গতকাল আপনার জন্য যথেষ্ট ছিলেন, তিনি আগামীকালও আপনার জন্য যথেষ্ট হবেন। – শাইখ আলী জাবের (র.)
আমি পুরুষের জন্য নারীর চেয়ে বড় কোন ফিতনা রেখে যাচ্ছি না। – আল হাদিস
আল্লাহ তা-আলার সাথে যখন সম্পর্ক বৃদ্ধি পায়, তখন পেরেশানি থাকে না। আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির বড় উপায় হলো খুব বেশি দোয়া করা। – মুফতি মুহাম্মদ শফী (রহঃ)
যারা নিরাপত্তা কামনা করছে তাদের সহযোগিতা করো ও নিরাপত্তা দাও। – আল কোরআন
ছোট ছোট গুনাহকে কখনো হালকা মনে করো না, কেননা সামান্য আগুন থেকেই বড় অগ্লিকান্ডের সূত্রপাত হয়। – ইমাম ইবনুল কাইয়্যিম (রহঃ)
রাসূল সাঃ বলেছেন- মদিনা থেকে ইসলাম ছড়িয়ে পড়েছে, ইসলাম আবার মদিনায় ফিরে আসবে ঠিক যেমন সাপ তাঁর গর্তে ফিরে যায়। – আল হাদিস
আমরা পৃথিবীতে সবচেয়ে অপমানিত ছিলাম এবং আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন। – উমর ইবনে আল খাত্তাব (রা.)
সৎকার্যে পরস্পরকে সহযোগিতা করো। – আল কোরআন
সুতরাং হৃদয় হারাবেন না এবং হতাশ হবেন না, কারণ আপনি যদি বিশ্বাসে সত্য হন তবে আপনি শ্রেষ্ঠ হবেন। – আল কোরআন
আপনার করা পাপগুলো মহান আল্লাহর দয়া থেকে বড় নয়। – ড. বিলাল ফিলিপস
নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। – আল কুরআন
শত লোক বিপদে পড়লে আবার উঠে আসে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত যায়।
সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় যে নিজের তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। – আল হাদিস
পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবে: বার্ধক্যের পূর্বে যৌবনকে, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে। – আল হাদিস
ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান। — ড্রাইডেন
পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। — এডওয়ার্ড ইয়াং
যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম। — জন লিভগেট
শৈশবে লজ্জা, যৌবনে ভারসাম্য এবং বার্ধক্যে ব্যয়সংকোচন ও দূরদর্শিতার প্রয়োজন। — সক্রেটিস
যদি ভালোভাবে বাঁচতে চান, তাহলে মনে রাখবেন সমস্যাকে তুচ্ছজ্ঞান করতে হবে , আশীর্বাদকে গণ্য করতে হবে। — ডেল কার্নেগী
যে মানুষ ভুল করে না, বাস্তবে সে কিছুই করে না। — স্যার জন ফিলিপস
সুন্দরভাবে বাঁচতে হলে তোমার দুটো জিনিস দরকার তা হচ্ছে বুদ্ধি এবং রুচিবোধ । — জে টি হুইটিয়ার
জীবনে দুটি দুঃখ আছে, একটি হল তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হল ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা। — জর্জ বার্নার্ড
জীবন একটি কঠিন খেলা, ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে। — এপিজে আবুল কালাম
কথাবার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত, পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। — প্লেটো
কিভাবে কথা বলতে হয় তা না জানলে, অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। — অজানা
জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে, যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থেকি। — ক্রিনেট
জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত, ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। — হুইটিয়ার
যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ কর। — সাইরাস
সৎ পরামর্শের চেয়ে কোন উপকার অধিক মূল্য নয়। — ইমারসন
কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না। — সিসেরো
সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। — থেলিস
আমি বলবোনা আমি ১০০০ বার হেরেছি আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারণ বের করেছি। — টমাস আলভা এডিসন
সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো তাহলে ভালবাসার সফলতা আসবে। — অজানা
যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত, যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। — উইলিয়াম শেক্সপিয়র
বেফাস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়। — জর্জ হাবার্ট
চালাকির দ্বারা কোন মহৎ কাজ হয় না। — স্বামী বিবেকানন্দ
অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না। — সাইরাস
সময় বেশী লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলেই প্রতিষ্ঠা পাবে। — ডব্লিউ এস লেন্ডের
যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না। — জন বেকার
যদি তুমি কোন লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালবাসতে শেখো। — লেলিন
সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে। — এপিজে আবদুল কালাম
আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। — রবীন্দ্রনাথ ঠাকুর
বাঙালি একশো ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায়, পঞ্চাশ ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত। — হুমায়ুন আজাদ
যতোদিন মানুষ অসৎ থাকে ততোদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে উঠে তার শত্রুর অভাব থাকে না। — হুমায়ুন আজাদ
তোমার ক্রোধকে ধমিয়ে রাখ, নচেৎ ক্রোধই তোমাকে নিঃস্ব করে দিবে। — হোরেস
তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে। — উইলিয়াম শেক্সপিয়র ।
নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। – আল কোরআন
অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি, এবং ফসলের বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের। – আল-কোরআন
হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। – আল কোরআন
নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তবে তারা ব্যতীত যারা ধৈর্য ধারণ করে, সৎ কাজের আদেশ প্রদান করে এবং অসৎ পথ থেকে বিরত থাকে। – আল কোরআন
জ্ঞানী হও অহংকারী হয়ো না ইবাদত কর তবে লোভ দেখানোর উদ্দেশ্যে করো না। – ইমাম ইবনে তাইমিয়া (র.)
যে পবিত্র থাকতে চাই আল্লাহ তাকে পবিত্র রাখেন। – সহীহ বুখারী
দুনিয়ার জীবন ক্রীড়া ও কৌতুক ব্যতীত অন্য কিছু নয় পরকালের জীবনের মুমিনদের জন্য শ্রেষ্ঠ। – আল কোরআন
যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া আর কোন পথে আমার বিপথ নয়। – কাজী নজরুল ইসলাম
তুমি যাকে ভালোবাসো হাশরের ময়দানে তুমি তার সাথেই থাকবে। – হযরত মুহাম্মদ (সা.)
যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্য কেউ উপদেশ দিওনা। – হযরত আলী (রা.)
বুদ্ধিমানও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গে কামনা করো না। – হযরত আলী (রা.)
হালাল রুজি অন্বেষণ করা ফরজ ইবাদতের উপর সবচাইতে বড় ফরজ। -আল হাদিস
যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে, বুঝবে সেদিন বুঝবে। – কাজী নজরুল ইসলাম
অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে সে নিজের মত ভাবে। – হযরত আলী (রা.)
পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। – আল কোরআন
আমি আমার পিছনে দুটি জিনিস রেখে যাচ্ছি, কুরআন এবং আমার সুন্নাহ, যদি তোমরা এগুলো মেনে চললে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। – আল হাদিস
নিশ্চয়ই আল্লাহ সর্ব উত্তম পরিকল্পনা করি। – আল কোরআন
আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম পরিকল্পনাকারী এবং সাহায্যকারী। – আল কোরআন
অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা।
সৎগুণ দেখে শাসক নির্বাচন করো। – আল কোরআন
উপদেশ মূলক স্ট্যাটাস
আপনি চাইলে এই উপদেশ মূলক কথাগুলো স্ট্যাটাস আকারে আপনার সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারবেন। তাই দেখে নিন সেই সকল মূল্যবান কথার লাইনগুলো।
নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার
আত্মার সন্তান হিসেবে লালন করুন,
এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে।
— নেপোলিয়ন হিলআমার অভিধানে অসম্ভব
নামে কোন শব্দ নেই।
— নেপোলিয়ন বোনাপার্টআপনি যদি গরীব হয়ে জন্ম নেন
তাহলে এটা আপনার দোষ নয়,
কিন্তু যদি গরীব থেকেই মারা যান
তবে সেটা আপনার দোষ।
— বিল গেটসআগুনকে যে ভয় পায়,
সে আগুনকে ব্যবহার করতে পারে না
– রবীন্দ্রনাথ ঠাকুরএমনভাবে অধ্যায়ন করবে,
যেন তোমার সময়াভাব নেই,
তুমি চিরজীবী।
এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে,
যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে।
– মহাত্মা গান্ধীপ্রাচুর্যের মধ্যে থাকা কালে
দুঃখীদের মধ্যে উপদেশ দেয়া খুব ই সহজ
– এস.কাইলাসযৌবন করে না ক্ষমা
প্রতি অঙ্গে অঙ্গীকার
করে মনোরমা বিশ্বের শরীরে।
অপরুপ উপহারে কখন
সাজায় বোঝাও না যায়।
– বুদ্ধদেব বসু
অন্যদের ভুল থেকে শিক্ষাগ্রহণ করুন
এবং সেইরকম মানুষ হয়ে যাওয়া থেকে
নিজেকে বিরত রাখুন যাদের ভুলগুলো
থেকে অন্যেরা শিক্ষাগ্রহণ করে।
– শাইখ ইয়াসির ক্বাদীদুর্বলের বল রাজা,
শিশুর বল কান্না,
মূর্খের বল নীরবতা,
চোরের মিথ্যাই বল
– চাণক্যঅনুকরণ নয়,
অনুসরণ নয়,
নিজেকে খুঁজুন,
নিজেকে জানুন,
নিজের পথে চলুন
– ডেল ক্যার্নেগিযার মা আছে
সে কখনই গরীব নয়।
— আব্রাহাম লিংকনযে পুরুষ কখনো দুঃখ
কষ্ট ভোগ করেনি
এবং পোড় খাওয়া মানুষ নয়,
মেয়েদের কাছে সে তেমন বাঞ্ছনীয় না ,
কারণ দুঃখ-কষ্ট পুরুষকে
দরদী ও সহনশীল করে তোলে।
— ডেনিস রবিনসস্বপ্ন গুলোকে অনেক বড় মনে হয়
সুখ গুলোর চেয়ে কিন্তু
একটি সফলতাকে অনেক বড় মনে হয়
হাজার ব্যর্থতার চেয়ে।
— সুজন মজুমদার
স্বপ্ন সেটা নয় যেটা
মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে,
স্বপ্ন সেটাই যেটা মানুষের প্রত্যাশা পূরণে
মানুষকে ঘুমাতে দেয় না।
— এপিজে আবদুল কালামএই বিশ্বে স্থায়ী কিছুই না,
এমনকি আমাদের সমস্যাগুলোও না।
— চার্লি চ্যাপলিনসাফল্যের মূলমন্ত্র হলো যা
আপনার ভয় পায়
তার উপর নয় বরং
আপনার যা চাই তার উপর
আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা।
— ব্রায়ান ট্রেসিদৃঢ় বিশ্বাস , অনবরত প্রচেষ্টা
এবং বিশ্বজয়ী প্রেম-জীবনযুদ্ধ
এই হলো মানুষের হাতিয়ার।
— আল্লামা ইকবালসবাই তোমাকে কষ্ট দিবে,
তোমাকে শুধু এমন
একজন কে খুঁজে নিতে হবে
যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে
– হুমায়ূন আহমেদজীবনে প্রগতির আশা নিজেকে ভয়,
সন্দেহ থেকে দূরে রাখে এবং
তার সমাধানের প্রয়াস চালাতে থাকে।
— নেতাজি সুভাষচন্দ্র বসুসাফল্য অনেকটা উস্কানি
দেওয়া শিক্ষকদের মত,
এটা দক্ষ ও বুদ্ধিমান
লোকদের চিন্তা করতে
বাধ্য করায় যে তারা
কখনো হারবে না।
— বিল গেটস
আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না।
— রবীন্দ্রনাথ ঠাকুরবাঙালি একশো ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায় , পঞ্চাশ ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত।
— হুমায়ুন আজাদযতোদিন মানুষ অসৎ থাকে ততোদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে উঠে তার শত্রুর অভাব থাকে না।
— হুমায়ুন আজাদকারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা।
— হুমায়ুন আজাদদুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না।
— হুমায়ূন আহমেদ
উপদেশ মূলক ক্যাপশন
এই প্যারাতে আপনাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর ক্যাপশন। চলুন সেগুলো পড়ে নিই।
কেউ কেউ খুব স্মার্ট
কিংবা দক্ষ হতে পারে,
কিন্তু তারা যদি তাতে
বিশ্বাস না রাখে,
তাহলে তারা কঠোর
পরিশ্রমে আগ্রহী হয় না
– মার্ক জাকারবার্গঅন্যের অটোগ্রাফ সংগ্রহ করে
সময় নষ্ট না করে
নিজেকে বরং উপযোগী
করে তোল যাতে
অন্যেরা তোমার
অটোগ্রাফ সংগ্রহ করে
– জর্জ বার্নার্ড শসূর্যের মতো দীপ্তিমান হতে হলে
প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।
– এ পি জে আব্দুল কালামযে জাতি তার বাচ্চাদের বিড়ালের
ভয় দেখিয়ে ঘুম পাড়ায়,
তারা সিংহের সাথে
লড়াই করা কিভাবে শিখবে?
– শের-এ-বাংলা এ কে ফজলুল হকসফল হওয়ার উপায় কী জানি না!
কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে
সবাইকে খুশি করার চেষ্টা করা।তুমি সময়কে সময় দাও
তাহলে
সময় একদিন তুমাকে সময় দিবে।
তুমি তাকেই ভালোবাস
যে তোমাকে কষ্ট দেয়।
তাকে কষ্ট দিওনা
যে তোমাকে ভালোবাসে।পরের প্রশংসা পেতে হলে,
অপরকে প্রশংসা করতে হয়
– বি সি রায়.
কে তোমার সব চেয়ে ভাল
বন্ধু সেটা তখনই বুঝবে,
যখন তোমার কাউকে
খুব প্রয়োজন হবে!কারো সাথে বন্ধুত্ব করার আগে
তাকে পরীক্ষা করে নেয়া উচিত,
সে বন্ধুত্বের যোগ্য কিনা।সমস্ত জীব-জন্তু ও পশু-পাখির জীবনের
বেশীর ভাগ সময় কেটে যায় নিরাপদ
আশ্রয়ের সন্ধান করতে গিয়ে।
মানুষের জন্যও এটা সত্যি।
আমরাও নিরাপদ আশ্রয় খুঁজি
– হুমায়ূন আহমেদযদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে
– রবীন্দ্রনাথ ঠাকুরভীরুরা মরার আগে বারে বারে মরে।
সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।
– উইলিয়াম শেক্সপিয়রযা তুমি নিজে করো না
বা করতে পারো না,
তা অন্যকে উপদেশ দিও না
– হযরত আলী (রাঃ)
পরের কৃত ও অকৃত
কার্যের প্রতি লক্ষ্য না
রেখে নিজের কৃত ও অকৃত
কার্যের প্রতি লক্ষ্য রাখবে
– গৌতম বুদ্ধলোভী ও অহংকারী মানুষকে বিধাতা
সবচাইতে বেশী ঘৃণা করে
– জন রে
যিনি উপদেশ দেন, অনুশাসন করেন এবং
অসভ্যতা নিবারণ করেন তিনি অসতের
অপ্রিয় এবং সৎলোকের প্রিয় হন
– গৌতম বুদ্ধতারাই সুখী যারা নিন্দা শুনে এবং
নিজেদের সংশোধন করতে পারে
– উইলিয়াম শেক্সপিয়রসোহাগের সঙ্গে রাগ
না মিশিলে ভালবাসার
স্বাদ থাকেনা – তরকারীতে লঙ্কামরিচের মত
– রবীন্দ্রনাথ ঠাকুরযৌবন করে না ক্ষমা
প্রতি অঙ্গে অঙ্গীকার
করে মনোরমা বিশ্বের শরীরে।
অপরুপ উপহারে কখন
সাজায় বোঝাও না যায়।
– বুদ্ধদেব বসুঅন্যদের ভুল থেকে শিক্ষাগ্রহণ করুন
এবং সেইরকম মানুষ হয়ে যাওয়া থেকে
নিজেকে বিরত রাখুন যাদের ভুলগুলো
থেকে অন্যেরা শিক্ষাগ্রহণ করে।
– শাইখ ইয়াসির ক্বাদীদুর্বলের বল রাজা,
শিশুর বল কান্না,
মূর্খের বল নীরবতা,
চোরের মিথ্যাই বল
– চাণক্য
অনুকরণ নয়,
অনুসরণ নয়,
নিজেকে খুঁজুন,
নিজেকে জানুন,
নিজের পথে চলুন
– ডেল ক্যার্নেগিযে মিথ্যায় মঙ্গল নিহিত তা অসত্
উদ্দেশ্যে প্রণোদিত সত্য অপেক্ষা শ্রেষ্ঠতর
– শেখ সাদিসাফল্যের মূলমন্ত্র হলো যা
আপনার ভয় পায়
তার উপর নয় বরং
আপনার যা চাই তার উপর
আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা।
— ব্রায়ান ট্রেসিনিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার
আত্মার সন্তান হিসেবে লালন করুন,
এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে।
— নেপোলিয়ন হিলআমার অভিধানে অসম্ভব
নামে কোন শব্দ নেই।
— নেপোলিয়ন বোনাপার্টআপনি যদি গরীব হয়ে জন্ম নেন
তাহলে এটা আপনার দোষ নয়,
কিন্তু যদি গরীব থেকেই মারা যান
তবে সেটা আপনার দোষ।
— বিল গেটসআগুনকে যে ভয় পায়,
সে আগুনকে ব্যবহার করতে পারে না
– রবীন্দ্রনাথ ঠাকুরভবে মানুষ গুরু নিষ্ঠা যার
সর্ব সাধন সিদ্ধ হয় তার
– লালন
এমনভাবে অধ্যায়ন করবে,
যেন তোমার সময়াভাব নেই,
তুমি চিরজীবী।
এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে,
যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে।
– মহাত্মা গান্ধীযার মা আছে
সে কখনই গরীব নয়।
— আব্রাহাম লিংকনযে পুরুষ কখনো দুঃখ
কষ্ট ভোগ করেনি
এবং পোড়া খাওয়া মানুষ নয়,
মেয়েদের কাছে সে তেমন বাঞ্ছনীয় না,
কারণ দুঃখ-কষ্ট পুরুষকে
দরদী ও সহনশীল করে তোলে।
— ডেনিস রবিনসস্বপ্ন গুলোকে অনেক বড় মনে হয়
সুখ গুলোর চেয়ে কিন্তু
একটি সফলতাকে অনেক বড় মনে হয়
হাজার ব্যর্থতার চেয়ে।
— সুজন মজুমদারদৃঢ় বিশ্বাস, অনবরত প্রচেষ্টা
এবং বিশ্বজয়ী প্রেম-জীবনযুদ্ধ
এই হলো মানুষের হাতিয়ার।
— আল্লামা ইকবালসবাই তোমাকে কষ্ট দিবে,
তোমাকে শুধু এমন
একজন কে খুঁজে নিতে হবে
যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে
– হুমায়ূন আহমেদ
উপদেশ মূলক কিছু কথা
যে ঘরে বই নেই সে ঘর প্রাণহীন।
পেছনের ধোঁকাবাজ নেকড়ের চেয়ে সামনের হিংস্র বাঘ শ্রেয়।
কষ্ট-ক্লেশ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কখনো কষ্টের মুখোমুখি হয় নি সে জীবনকে যথার্থভাবে অনুধাবন করতে পারে নি।
যে ব্যক্তি আশার সাথে পরিচিত সে অসম্ভবকে চেনে না।
‘অসম্ভব’ জিনিসটি হল শক্ত পাথরের মত। কঠিন সিদ্ধান্তের কশাঘাতে তা ভাঙ্গতে বাধ্য।
বিলম্বে পৌঁছা, না পৌঁছার চেয়ে উত্তম।
গোপনীয়তা হল চাবির মত। মানুষের উচিৎ, এই চাবিকে যথাযথভাবে সংরক্ষণ করা।
মানুষ কখনও সাফল্যের বাগানে পৌঁছুতে পারে না যতক্ষণ না সে ক্লান্তি, ব্যর্থতা ও হতাশার পিচ্ছিল পথ পাড়ি দিয়ে আসে।
বাতাস যেমন জাহাজের চাহিদা অনুযায়ী প্রবাহিত হয় না তেমনি মানুষ যত আশা করে তার সব আশাই পূরণ হয় না।
সবচেয়ে উঁচু ভবন নির্মানের দুটি পদ্ধতি আছে। একটি হল, চারপাশের সব ভবন ভেঙ্গে ফেলা। অপরটি হল, অন্য সব ভবন থেকে উঁচু ভবন নির্মাণ করা। তুমি সব সময় ২য় পদ্ধতিটি অবলম্বন কর।
রাগ হল এমন একটি বাতাস যা বিবেকের প্রদীপ নিভিয়ে দেয়।
গোপন বিষয় দু জনকে অতিক্রম করলে ছড়িয়ে পড়ে।
স্ত্রীকে যদি আপনি কেবল তার গুনাগুণ দেখে ভালবাসেন তবে তা প্রকৃত ভালবাসা নয়। প্রকৃত ভালবাসা তখনই হবে যখন আপনি তার মধ্যে দোষ দেখেও তাকে ভালবাসবেন।
আমাদের জীবনের অধিকাংশ সমস্যা হয় দুটি কারণে:
১। আমরা অনেক সময় চিন্তা না করেই কাজ করি।
২। আবার অনেক সময় কাজ না করে শুধু চিন্তা করি।পরিকল্পনা করতে ব্যর্থ হওয়ার অর্থ হল, ব্যর্থ হওয়ার পরিকল্পনা করা।
মানুষের হৃদয় জয় করতে চাইলে তাদের উপকার কর।
জ্ঞান যখন পরিপক্ব হয় কথা তখন হ্রাস পায়।
যে অল্পে তুষ্ট থাকে সে সম্মান পায় আর যে অতি লোভ করে সে লাঞ্ছিত হয়।
অন্ধকারকে সারা জীবন গালাগালি না করে ছোট্ট একটি মোমবাতি জ্বালানো অনেক ভালো।
বড় বড় উপাধি নির্বোধদের প্রত্যাশার জিনিস পক্ষান্তরে মহান ব্যক্তিদের নাম ছাড়া অন্য কিছুই দরকার নাই।
তোমার প্রকৃত বন্ধু সেই ব্যক্তি যে তোমার ভুলগুলোকে স্পষ্ট ভাষায় তোমাকে জানায়। সে ব্যক্তি নয় যে তোমাকে খুশি করতে তোমার ভুলগুলোকে সঠিক বলে তোমার সামনে তুলে ধরে।
মৃদু হাসি ভাষাহীন বক্তব্য।
সুন্দর কথা মানুষের হৃদয়ে পৌঁছার পাসপোর্ট।
অহংকার যখন বেড়ে যায় জীবনের আনন্দ তখন লোপ পায়।
সততা একটি ছোট গাছের মত। সেটি লাগানোর পর পরিচর্যা নেয়া প্রয়োজন, যেন তা শক্ত হয় ও বৃদ্ধি পায়।
নম্রতার মাধ্যমে যা অর্জন করা যায় কঠোরতা মাধ্যমে তা অর্জন করা যায় না।
বেশি কৌতুক করলে ব্যক্তিত্ব চলে যায় আর বেশি হাসলে প্রভাব ক্ষুণ্ণ হয়।
পৃথিবীতে যত পাত্র আছে তাতে কিছু রাখা হলে তার স্থান ছোট হয়ে আসে। তবে জ্ঞানের পাত্র এর ব্যতিক্রম। এতে যতই জ্ঞান ঢালা হয় ততই তা বৃদ্ধি পেতে থাকে।
মূর্খতার মত দরিদ্রতা আর জ্ঞানের মত সম্পদ কিছু নেই।
লোকমান হাকিম রাহ. বলেন, “মানুষ যখন গর্ব করে সুন্দরভাবে কথা বলার মাধ্যমে; তুমি তখন গর্ব কর নীরবতা সহকারে অন্যের কথা সুন্দরভাবে শোনার মাধ্যমে।”
আব্দুল্লাহ ইবনুল মুকাফ্ফা বলেন, তুমি যদি করো উপকার কর তবে সাবধান! কখনো তা তার কাছে উল্লেখ কর না। আর কেউ যদি তোমার উপকার করে তবে সাবধান! কখনো তা ভুলে যেও না।
তিনি আরও বলেন, যা কিছু শোন সেগুলো থেকে সব চেয়ে ভালো কথাগুলো লিখে রাখ। আর যা কিছু লেখ সেগুলো থেকে সব চেয়ে ভালোকথাগুলো সংরক্ষণ কর আর যা কিছু শোন সেগুলো থেকে চেয়ে ভালো কথাগুলো মানুষকে বল।
যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিল সে তাকে খুশি ও সুশোভিত করল আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল সে যেন তাকে লাঞ্ছিত ও কলঙ্কিত করল।
জনৈক জ্ঞানী বলেন, সব কিছুই ছোট আকারে শুরু হয় পাপ ছাড়া। কারণ, কেউ বড় পাপ করতে শুরু করলে আস্তে আস্তে তা তার নিকট ছোট মনে হয়। আর কোন কিছু অতিরিক্ত হলে তার মূল্য কমে যায় আদব বা ভদ্রতা ছাড়া। কারণ, আদব যতই বৃদ্ধি পায় তার মূল্য ততই বেড়ে যায়।
ভুল করা দোষের কথা নয় বরং ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা দূষণীয়।
জ্ঞানী মূর্খকে চিনতে পারে। কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না। কেননা সে মূর্খ।
বন্ধুত্ব একটি ছাতার ন্যায়। বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে।
পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়। বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার।
বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোন সীমা নেই।
মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না। কারণ, বন্ধুত্ব স্থাপনই অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম।
মানুষের সাথে সে রূপ আচরণ কর যেমন তারা পছন্দ করে। নিজের পছন্দ মাফিক আচরণ কর না।
তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হল, তর্কে না জড়ানো।
আহাম্মকের সাথে তর্ক কর না। কারণ, মানুষ হয়ত দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে।
তোমার স্ত্রীর রুচি বোধকে অবমূল্যায়ন কর না। কারণ, সে তোমাকে প্রথম পছন্দ করেছে।
আরও পড়তে:
মেয়েদেরকে পটানোর উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন
শুভ রাত্রি নিয়ে স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন
বোন কে নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন
সেরা কিছু উক্তি, যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে!
সেরা ভালোবাসার স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কবিতা ও ছন্দ
শেষ কথা
নিজের ভেতর প্রচুর জেদ তৈরি করুন। যেখানে হোঁচট খাবেন, সেখান থেকেই উঠে দাঁড়ান। জীবনে ঝড় আসবেই, ব্যর্থতা থাকবেই। জীবনে সবচেয়ে ভালো জায়গায় যেতে চাইলে জেদ করতে শিখুন, নিজেকে ছাড়িয়ে যেতে শিখুন, আপনার সাফল্য নিশ্চিত। জীবনের কঠোর অভিজ্ঞতা গুলো যখন আপনাকে ঠেলতে ঠেলতে সবচেয়ে পেছনের দেওয়ালটাতে নিয়ে গিয়ে পিষে দেওয়ার চেষ্টা করবে। তখন যদি আপনি হাল ছেড়ে দেন, তবে জানবেন যে জীবনের আসল পরীক্ষায় আপনি হেরে গেলেন। পৃথিবীর সব সমস্যার একটা সমাধান থাকেই। কে কি বললো তাতে আপনার কি? কারোর কথায় গুরুত্ব দেয়া ছেড়ে দিন। নিজের জীবন কীভাবে কাটাবেন, কী কাজ করে ভালো থাকবেন, তা আপনার একান্ত ব্যাপার। আপনার জীবনের সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব অন্য কারোর হাতে কখনোই দেবেন না। আজ এপযর্ন্ত।
ধন্যবাদ।
সম্মানিত ভিজিটর আমি দুরুদ আহমেদ,পেশায় আমি একজন ব্লগ লেখক। প্রযুক্তি ও শিক্ষা, ইতিহাস-ঐতিহ্য, লাইফস্টাইল এবং ইসলামিক লেখাই আমার প্রিয়। এই ব্লগের মাধ্যমে আমি সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভিজিটরদের সহযোগিতা করাই মূল লক্ষ্য।