ভালোবাসার স্ট্যাটাস – Love Status Bangla| ভালোবাসা হলো মানুষের জীবনের সবচেয়ে যৌগিক অনুভূতি। কথিত আছে ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারেনা এবং প্রতিটি মানুষের জীবনেই ভালোবাসা আসে।
একেক জনের কাছে ভালোবাসার অনুভূতি একেক রকম। ভালোবাসা হতে পারে কোন প্রিয়জনের প্রতি, স্বামী-স্ত্রীর প্রতি, মায়ের প্রতি, পরিবারের প্রতি কিংবা কোন বস্তু/ প্রানীর প্রতি।
তবে প্রিয়জনের কাছে ভালোবাসার অনুভূতি গুলো প্রকাশ করা অত্যন্ত কঠিন হয়। ফলে বিভিন্ন স্ট্যাটাস, ক্যাপশন, এসএমএসের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন অনেকেই।
তাই আপনাদের জন্য সেরা ভালোবাসার স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কবিতা ও ছন্দগুলোর বিশাল সমাহার তুলে ধরা হলো এই লেখাটিতে।
ভালোবাসার স্ট্যাটাস বাংলা | Love Status Bangla
(১)
“মানুষের জীবনের প্রথম ভালোবাসাটা খুবই গভীর হয়!!!
তাই ২য় বার প্রেমের অনুভুতিটা চট করে আসে না।
কিন্তু যখন আসে,,,
তখন তা প্রথম বারের চেয়েও আরো গভীরতর হয়!!!”
(২)
“যারা মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে,,,
তবে যারা মনে মনে ভালোবাসি বলে তারা খুব বেশি ভালোবাসে।
কেননা মুখের চেয়ে মন শতগুন বেশি সত্য কথা বলে।”
(৩)
“প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না,,,
ভালোবাসা পেতে চাইলে,,, হতে হবে প্রকৃত অভিনেতাও।”
(৪)
“অতিরিক্ত ভালোবাসা বেশিদিন স্থায়ী হয়না।
কারণ তাঁতে প্রত্যাশা বেশি থাকে, তাই অবহেলা সহ্য হয়না।”
(৫)
“ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,,,
তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা,,,
তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা।”
ভালোবাসার ছন্দ | Love Status
(৬)
“যদি বলো তোমায় মনে পড়ে কতবার?
বলবো আমি, আমার চোখের পাপড়ি নড়ে যতবার!
যদি বলো তোমায় ভালবাসি কত?
আমি বলবো, ওই আকাশে তাাঁরা আছে যত!”
(৭)
“বসন্তের মনোহর গোধূলি বেলাতে,,,
গাছে গাছে কি যে শোভা ফুলের মেলাতে।
বয়ে যায় এ লগন, এসো মোর প্রিয়া,,,
তোমায় কাছে পেয়ে জুড়াক আমার হিয়া।”
(৮)
“সব কিছুই তো বোঝো তুমি, তবুও কেনো অবুঝ হয়ে থাকো।
তোমায় ছাড়া আমি যে আর থাকতে পারি নাকো।”
(৯)
“রূপ কথার রানী তুমি, দুই নয়নের আলো,,,
সারা জীবন তোমায় আমি, বেসে যাবো ভালো।
তুমি আমার রাত জাগা সুন্দর একটি পাখি,,,
তোমায় ছারা প্রিয়, আমি কেমন করে থাকি!!!”
দেখে নিন- শুভ জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, দোয়া, কবিতা
(১০)
“আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া•••
আমার জীবনে কোন সপ্ন নেই তুমি ছাড়া•••
আমার দুচোখ কিছুই দেখেনা তুমি ছাড়া,,,
আমার মন কিছু ভাবতে পারেনা তুমি ছাড়া•••
আমি কিছু লিখতে পারিনা তুমি ছাড়া•••
আমি কিছু বুঝতে চাইনা তুমি ছাড়া।”
ভালোবাসার কবিতা | প্রেমের কবিতা
(১১)
“প্রেমহীন ভালবাসা সুখের আশ্বাসে>>
দীর্ঘ সংগমে রাত্রি জাগরণ শেষে>>
ক্লান্ত আঁখি খুঁজে ফেরে আবারও সুখের প্রদীপ••
হৃদয়ে প্রেম নেই শুধুই ভালবাসা,
ক্ষণিকের জ্বালা-দ্বীপ!!!”
(১২)
“চুমিনি হীরক, কিংবা হেমলক, ছোট্ট বিষের বড়ি,
তবুও, কিসের ব্যথায় নিত্য ছটফট করি।
বাধিনি তারে সোনার শিকলে, কিংবা রশি দিয়ে,
গলায় দেইনি ৭ নরির হার, নূপুর দেইনি পায়ে।
নৌকার মত লাগিয়ে গুন টানিনি কভু তারে,
তবুও কি এমন বাধন? দুজন, কাছে আসি বারে বারে।”
(১৩)
“বৃষ্টি তোমার, বৃষ্টি আমার
বৃষ্টি ভালবাসার,
বৃষ্টি স্বপন, বৃষ্টি কাঁপন
বৃষ্টি হৃদয় ছোঁয়ার।।
বৃষ্টি তোমার ভীষণ প্রিয়
আমার চেয়ে বেশি।
বৃষ্টি ঝড়–ক হৃদয় জুড়ে
আমিও ভালবাসি।।”
(১৪)
“হোক নিভু নিভু ছোট্ট প্রেমের প্রদীপ
হোক না কয়েক পলক হোক কিছু সময়
তবুও প্রেম থাকুক বেঁচে
লোম ক‚পে ছুঁয়ে যাওয়া ছোট্ট প্রহর
এতটুকুই চাই, শুধু সুখকে যেচে।”
(১৫)
“রাত যেন এমনই তবে, নির্জন অতনু প্রসাদ
রমণের করে সমর্পিত বিনোদিনীর অবসাদ
শিয়রে সি-থানে, অনায়াসে ছুতে পারা চাঁদ
বিনোদিনীর কপোলে উদাসী অবসাদ।
নিতম্বে আঁকা রুপোর রংধনু, স্মরণে মরণ ফাঁদ
হৃদয়ে জেগে উঠা জোৎন্সা কুমারীর, জীবনভর শত অপরাধ।”
(১৬)
“কমল শোভিত কুঞ্চিত কেশ রাশি, পায়ের রুপোর মল
সুবাসিতার অতলে ডোবার সাধে, হৃদয় ছলছল।
বুকের ভেতর জমিয়া থাকা, কষ্টের যত ঢালি
উথলিয়া উঠে ব্যাকুল প্রাণ, সপিঁতে পরান খানি
মূর্ছিত রমণের প্রাণ, শ্র“তিয়া নূপুরের সিঞ্জনে
রুপোর বিছায় লাগিয়ে ফাঁস মরিবার সাধ জাগে।।”
(১৭)
“যতবার ছুঁয়েছি তোমার সিক্ত উষ্ণ অধর
তুমি হেসেছ আপন মনে।
আধো অবনত হয়েছ লজ্জায় কিংবা
আরো প্রাপ্তির নীরব প্রত্যাশায়।
আর আমার সৃষ্টি হয়েছে একটি গল্প।
এমন অনেক গল্প আমার আছে
কতক পড়েছি যখন ছিলে তুমি নারী
আর কিছু রয়েছে বাকি
যতবার হয়েছ রমণী।”
ভালোবাসার ছন্দ কষ্টের | ভালোবাসার কষ্টের স্ট্যাটাস Sad Love Status
(১৮)
“যে কষ্ট আকাশে মেঘ হয়ে ভাসে,
সেই কষ্ট আমার হৃদয়ে বৃষ্টি হয়ে আসে।”
(১৯)
“যখন তোমাকে খুব মিস করি
তখন ঐ আকাশের দিকে
তাকিয়ে থাকি।
জানি সেখানে তোমাকে দেখব না।
কিন্ত এই ভেবে শান্তনা পাই যে,
দুজনে এক আকাশের নিচেই তো আছি।”
(২০)
“মানুষের তিলে তিলে গড়ে
তোলা স্বপ্নগুলো যদি এক
নিমিষেই নষ্ট হয়ে যায়
সেটার কষ্টটা বহুগুন
আঘাত করে।”
(২১)
“যারা ভালবাসা নিয়ে খেলা করে
তারাই ভালবাসা পায়,,
আর যারা মন থেকে ভালবাসে
তারা ভালবাসা পায়না।”
(২২)
“দুঃখ আছে আমার এই মনে,,,
বলবো আমি কার সনে।
দুঃখ শোনার মতো মানুষ নাই,,,
তাই নিজের মনের কষ্ট নিজেই পাই।
আমার মনের মানুষের দেখা,,,
বলবো আমার মনের সব কথা!!!”
(২৩)
“শুনেছি মানুষ ভালোবেসে যতটা না সুখী হয়,
তার চেয়ে বেশি কষ্ট পায়।
যতটা না প্রিয়জনকে কাছে পায়,
তার চেয়ে বেশি নিজেকে হারায়।”
ভালোবাসা নিয়ে উক্তি ও স্ট্যাটাস | প্রেমের উক্তি
(২৪)
“তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়,,,
সে কি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিনী,,,
বলে না তো কিছু চাঁদ।”
(কাজী নজরুল ইসলাম)
(২৫)
“তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন,
সে জানে তোমারে ভোলা কঠিন।”
(কাজী নজরুল ইসলাম)
(২৬)
“প্রেমে পড়া মানে হলো কারো উপর নিজেকে নির্ভরশীল করে ফেলা।
তুমি যার প্রেমে পড়ে যাবে,,, সে তোমার জগতের একটা বড় অংশ দখল করে নেবে।
যদি কোনো কারনে, কখনো সেই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে যায়,,,
তবে সে তোমার জগতের ঐ বড় অংশটাও নিয়ে যাবে!!!
আর তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা।”
(হূমায়ুন আহমেদ)
(২৭)
“ভালোবাসতে শিখো, ভালোবাসা দিতে শিখো,,,
তাহলেই তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না।”
(টমাস ফুলার)
(২৮)
“যে ভালোবাসা যত বেশি গোপন হয়,,,
সে ভালোবাসার গভীরতাও তত বেশি হয়।”
(হূমায়ুন আহমেদ)
(২৯)
“কামনা আর প্রেম- এই দুটি সম্পূর্ণ আলাদা।
কামনা একটি সাময়িক উত্তেজনা মাত্র,,,
আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত চিরন্তন।”
(কাজী নজরুল ইসলাম)
ভালোবাসা নিয়ে ক্যাপশন | Love Caption For Facebook
(৩০)
“আমাকে ভালবাসতে হবে না,,,
আমাকে ভালবাসি বলতেও হবে না!!!
মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার দুটো ঠোঁট ছুঁয়েও দিতে হবে না!!!
কিংবা আমার জন্য অন্য সবার মতো>>
রাত জাগা পাখিও হতে হবে না,,,
আমি খুব অল্প কিছু চাই।”
(হুমায়ুন আহমেদ)
(৩১)
“দুটো মানুষের কথার আড়ালে যে না-বলা কথা,,
সেই কথাতেই যদি দুটো হৃদয় কথা বলে,,,
তবে সেটা ভালোবাসা।”
(৩২)
“ভালোবাসা হচ্ছে একপ্রকার মায়া,,,
যে মায়ায় পড়ে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে,,,
আর নারীরা একজন পুরুষকে অন্য পুরুষের থেকে আলাদা করে দেখে।”
(৩৩)
“পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুদ,,,
যাকে তুমি সবচেয়ে বেশি ভালবাসবে,,,
সেই তোমার সবচেয়ে দুঃখের কারন হবে।”
(৩৪)
“বাস্তবতা এতটাই কঠিন যে,,,
কখনও কখনও বুকের ভিতর তিলে তিলে গড়ে তোলা>> বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।”
সত্যিকারের ভালোবাসা নিয়ে স্ট্যাটাস | Bangla Love Status
(৩৫)
“পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো?
জীবন থেকে মৃত্যু পর্যন্ত!!! নাহ্ উত্তরটি সঠিক নয়। বরং পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব হলো>>>
যখন আমি তোমার সামনে থাকি,,,
কিন্তু তবুও তুমি জানোনা,,,
যে আমি তোমাকে কতটা ভালোবাসি।”
(৩৬)
“ছলনার ভালোবাসা দিয়ে হাঁসানোর চেয়ে,,,
সত্যিকারের ভালোবাসা দিয়ে কাঁদানো অনেক ভালো।”
(৩৭)
“সত্যিকারের ভালোবাসার মানুষ কখনই ছলনা করে না।
তারা শুধু প্রকৃত ভালোবাসা এবং সম্মান দিতে জানে।”
(৩৮)
“স্বার্থসিদ্ধির জন্য হয়তো অনেককেই ভালোবাসা যায়।
কিন্তু সত্যিকারের ভালোবাসা তো শুধুমাত্র একজনের জন্যই মানায়।”
(৩৯)
“সত্যিকারের ভালোবাসাতে পরাজিত হওয়ার আনন্দ আছে!!!,,,
শুধুমাত্র কাউকে হাসিল করাই নয়,,,
বরং কারো কাছে নিজেকে আত্মসমর্পণ করাটাও অনেক আনন্দের।”
স্বামী স্ত্রীর ভালোবাসার মেসেজ ও স্ট্যাটাস | Husband Wife Love Status
(৪০)
“শুধু কাছে পাওয়ার জন্য ভালবাসা নয়,,,
শুধু ভালো লাগার জন্য ভালবাসা নয়!!!
নিজের সুখ গুলো বিসর্জন দিয়ে ভালবাসার মানুষকে সুখে রাখার নামই ভালবাসা।”
(৪১)
“স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়,,,
আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়।”
(৪২)
“আনন্দ এবং চ্যালেঞ্জ উভয়ের মাধ্যমে একে অপরকে সমর্থন করার পর্যায়গুলো•••
স্বামী এবং স্ত্রীর মধ্যে থাকা বন্ধনকে আরো শক্তিশালী করে তোলে।”
(৪৩)
“একটি সফল বৈবাহিক জীবনের জন্য অনেকবার প্রেমে পড়া দরকার,,,
তবে প্রত্যেকবার একই ব্যক্তির সাথে।”
(৪৪)
“এমন কাউকে বিয়ে করবেন না,,,
যার সাথে আপনি থাকতে পারেন!!!
বরং এমন কাউকে বিয়ে করুন,,,
যাকে ছাড়া আপনি থাকতে পারবেন না।”
(৪৫)
তুমি হীনা প্রতিটি মূহুর্ত,
আমি বেঁচে থাকি তীব্র যন্ত্রনা নিয়ে।
তোমার অস্তিত্ব যেন আমার প্রতিটি শিরায় মিশে আছে।
আর অভিমান করে থেকোনা প্রিয়।
মনে রেখো তোমাকে কতটা ভালোবাসি আমি।
আরও পড়ুন: কষ্টের স্ট্যাটাস – Koster Status | স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন
ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস | Romantic Love Status
(৪৫)
“যুদ্ধে বিজয়ী হলেই বিপ্লবী হওয়া যায় না৷
প্রকৃত বিপ্লবী তো সে-ই,,,
যে তার স্ত্রীর মনের একমাত্র বীরপুরুষ।”
(৪৬)
“অনেক কথা বলার ছিল আজকের এ রাতে!!!
এমনি করে চিরটা কাল থাকবে আমার সাথে।”
(৪৭)
“বিবাহ বন্ধনে থাকা প্রেমগুলো হলো দুটি আত্মার একটি একক চিন্তা,,,
এক্ষেত্রে দুটি হৃদয় একই ধারায় স্পন্দিত হয়।”
(৪৮)
“কতক্ষন ওগো এমনভাবে খেলবে তুমি লুকোচুরি। এসো না হায় পাশে আমার,,, সয়না যে আর দেরি।”
(৪৯)
“স্বামী ও স্ত্রী দুজনের সমান অংশীদারিত্ব ছাড়া একটি বৈবাহিক সম্পর্ক ভালোবাসাময় ভাবে টিকে থাকতে পারে না।”
(৫০)
“একজন দায়িত্ববান স্বামী তাঁর স্ত্রীর অহংকার,,,
আর চরিত্রবান স্ত্রী একজন স্বামীর অহংকার।”
মায়ের ভালোবাসার স্ট্যাটাস | Mother’s Love Status
(৫১)
“পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসতে পারে,,,
তবে সেই ভালোবাসার মাঝে কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকে।
কিন্তু একজন মানুষ কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে,, তিনি হলেন মা।”
(৫২)
“মা কখনো হয়না পর যতই আসুক তুফান ঝড়!!!
অন্যের ভালোবাসা হতে পারে ছলনা,,,
কিন্তু মা এর ভালোবাসা•• পৃথিবীর
কোন কিছুর সাথে হয়না তুলনা।”
(৫৩)
“মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন।”
(৫৪)
“দুনিয়ার সব কিছুই বদলাতে পারে,,,
কিন্তু সন্তানের জন্য মায়ের ভালবাসা বদলায় না!!”
(৫৫)
“মা মমতার মহল,,,
মা পিপাসার জল,,,
মা ভালবাসার সিন্ধু,,,
মা উত্তম বন্ধু,,,
মা ব্যাথার ঔষুধ,,,
মা কষ্টের মাঝে সুখ,,,
মা চাঁদের ঝিলিক,,,
মা জান্নাতের পথিকৃৎ।”
কয়েকটি ভালোবাসার স্ট্যাটাস ইংরেজি | English Love Status
(৫৬)
“Life can give us lots of beautiful people,
But only one person is enough for a beautiful life•••”
(৫৭)
“Every night I think of you before bed with the hopes of having you in my dreams.”
(৫৮)
“There are only two times that I want to be with you••• Now and Forever.”
(৫৯)
“YOU>>• The first thing I thought of every morning,,,
the last thing that stays on my mind every night.”
(৬০)
“It takes millions of people to make the world•••
but mine is completed with 1 >> and it’s you.”
দূর থেকে ভালোবাসার স্ট্যাটাস | Long Distance Love Status
(৬১)
“যখন দূরত্ব গুরুত্ব না বাড়ায়,,,
তখন দূরত্ব দূরত্বতম হওয়াটাই স্বাভাবিক।”
(৬২)
“দূরত্বে ভালোবাসা বাড়ে, আর দীর্ঘ সময়ের দূরত্বে ব্যবধান বাড়ে।”
(৬৩)
“দূরত্বের সম্পর্কে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো>>>
আপনি জানেন না, যে তারা আপনাকে স্মরণে রাখবে নাকি আপনাকে ভুলে যাবে।”
(নিকোলাস স্পার্কস)
(৬৪)
“সত্যিকারের ভালোবাসার ক্ষেত্রে ক্ষুদ্রতম দূরত্ব অনেক বেশি এবং কিন্তু সর্বোচ্চ বড় দূরত্বকেও আবার হার মানানো যায়।”
(হ্যান্স বুয়েনস)
(৬৫)
“সেই বিদায় চুম্বন যা শুভেচ্ছার অনুরূপ,,,
ভালোবাসার শেষ নজরে যা দুঃখের তীব্রতম বেদনায় পরিণত হয়।”
(জর্জ এলিয়ট)
একতরফা ভালোবাসা নিয়ে উক্তি ও স্ট্যাটাস | One Sided Love Status
(৬৬)
“দুই পক্ষের প্রেম সাময়িক••
একতরফা স্থায়ী।”
(৬৭)
“পৃথিবীতে সবচেয়ে সুন্দর ভালোবাসা হলো একতরফা ভালোবাসা,,,,
কারন একতরফা ভালোবাসা গুলোই সবচেয়ে শুদ্ধতম ভালবাসার পরিচয় বহন করে।”
(৬৮)
“আমি জানি তুমি কখনোই পারবে না ভালোবাসতে আমাকে!!!
কিন্তু তবুও,,, আমি থামাতে পারছি না ভালোবাসা তোমাকে।”
(৬৯)
“পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো এক তরফা ভালবাসা!!!
আর তারচেয়ে বড় কষ্ট হলো আপনি তাকে ভালোবাসতেন সে জানতো,,,
এখনও ভালোবাসেন কিন্তু সে জানে না।”
(৭০)
“কাউকে মন থেকে ভালোবেসে থাকলে>>•
কখনোই অপরজনের পক্ষ থেকেও ভালোবাসা আশা করা যায় না।
যে আপনাকে ভালোবাসার সে এমনিতেই ভালোবাসবে।”
শেষকথা
অনুভূতির রাজ্যের রাজা হলো ভালোবাসা। তাই স্বামী-স্ত্রী কিংবা প্রিয়জনদের প্রতি ভালোবাসার প্রকাশ করতে উপরোক্ত সেরা ভালোবাসার স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কবিতা ও ছন্দগুলো ব্যবহার করতে পারেন।