আপনি যদি বিকাশের নতুন ব্যবহারকারী হন এবং বিকাশে টাকা দেখার নিয়ম না জানেন, তাহলে জেনে নিন কোড ও অ্যাপ দিয়ে বিকাশ ব্যালেন্স চেক করার নিয়ম।
বর্তমানে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবায় সবচেয়ে জনপ্রিয় হলেও বিকাশ। ‘প্রথম আলো’র প্রতিবেদন এবং ‘উইকিপিডিয়া’র তথ্য মতে বর্তমানে প্রায় ৭ কোটিরও অধিক বিকাশ ব্যবহারকারী রয়েছে। প্রতিনিয়তই বিকাশ ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আপনিও যদি নতুন বিকাশ ব্যবহারকারী হোন, তাহলে বিকাশের যাবতীয় সেবা ভোগ করার পদ্ধতি ও কোডগুলো জানা গুরুত্বপূর্ণ। তাই আজকের আলোচনা থেকে বিকাশ ব্যালেন্স চেক কোড ডায়াল করে ও অ্যাপ এর মাধ্যমে বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে জেনে নিন।
বিকাশে টাকা দেখার নিয়ম
বিভিন্ন সময়ে বিকাশ একাউন্টে কত টাকা আছে তা দেখার প্রয়োজন হয়। বর্তমানে ২টি উপায়ে বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। যথা:
- ইউএসএসডি (USSD) কোড ডায়াল করে বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক।
- বিকাশ অ্যাপ ব্যবহার করে ব্যালেন্স চেক।
প্রতিটি বিকাশ একাউন্ট ব্যবহারকারী দুইটি উপায়েই তাদের একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবে। এই লেখাতে বিকাশে টাকা দেখার নিয়মগুলো উভয়টি নিয়ে আলোচনা করা হবে। আপনার প্রয়োজনীয়তা এবং অবস্থান অনুযায়ী যেকোন একটি উপায়ে বিকাশ ব্যালেন্স চেক করতে পারবেন।
আরও পড়তে পারেনঃ বিকাশ একাউন্ট খোলার নিয়ম | লুফে নিন ১২৫ টাকা বোনাস।
বিকাশ টাকা দেখার কোড ডায়াল করে বিকাশ ব্যালেন্স চেক
বিকাশে টাকা দেখার জন্য আলাদা কোন কোড নেই। বরং এর জন্য বিকাশের নিজস্ব USSD কোড *247# ব্যবহার করতে হয়। বাটন ফোন ব্যবহারকারীরা কিংবা যাদের মোবাইলে ডাটা কানেকশন নেই তারা এই পদ্ধতিতে সহজেই ব্যালেন্স চেক করতে পারবেন। বিকাশ টাকা দেখার জন্য এই কোড ডায়াল করে ব্যালেন্স চেক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ধাপ ১: বিকাশ ইউএসএসডি কোড ডায়াল করুন
বিকাশের ব্যালেন্স চেক করার জন্য প্রথমেই আপনার মোবাইলের ডায়াল প্যাড অপশনে যান। এবার *২৪৭# লিখে ডায়াল করুন। তারপর আপনার মোবাইলে যদি একাধিক সিম কার্ড থাকে, তাহলে যেই সিম স্লটে বিকাশ একাউন্ট আছে সেটি সিলেক্ট করে দিন।
ধাপ ২: মাই বিকাশ অপশনে যান – বিকাশে টাকা দেখার নিয়ম
বিকাশে টাকা দেখার নিয়মানুসারে, এখানে আপনার মোবাইল স্ক্রিনে বিকাশের যাবতীয় সেবা সমূহের একটি তালিকা দেখতে পাবেন। এখানে ৯ নং-এ থাকা My bKash অপশনে বিকাশ ব্যালেন্স চেক করা যায়। তাই নিচের আপনার উত্তরের ঘরে ৯ (9) লিখে Send লেখাতে ক্লিক করুন।
ধাপ ৩: বিকাশ ব্যালেন্স চেক অপশনে যান
এইবার আরো একটি লিস্ট আসবে। এখানে প্রথমেই দেখতে পাবেন Check Balance। তাই ব্যালেন্স চেক করার জন্য আপনার উত্তরের ঘরে ১ (1) লিখে Send লেখাতে ক্লিক করুন।
ধাপ ৪: পিন লিখে ভেরিফাই করুন
বিকাশে টাকা দেখার নিয়মসহ বিকাশের যাবতীয় সকল সেবা ভোগ করতে পার্সোনাল পিন কোড দিতে হয়। এই ধাপে bKash balance check করতে Enter PIN অপশনে আপনার পিন নাম্বারটি লিখুন।
ধাপ ৫: বিকাশে কত টাকা আছে দেখুন
এবার আপনার বিকাশে কত টাকা আছে সেই তথ্য সম্বলিত একটি মেসেজ পেজ দেখতে পাবেন। এখানে আপনার বিকাশ ব্যালেন্স কত টাকা আছে তা জানতে পারবেন
বিকাশ অ্যাপ দিয়ে বিকাশে টাকা দেখার নিয়ম
বিকাশ অ্যাপ ব্যবহার করে ব্যালেন্স চেক করা অত্যন্ত সহজ। শুধুমাত্র অ্যাপসে লগইন করেই ড্যাশবোর্ডের ব্যালেন্স অপশন থেকে বিকাশে কত টাকা আছে তা জানতে পারবেন।
বিকাশ app দিয়ে ব্যালেন্সের পরিমাণ জানতে, আপনার মোবাইলে বিকাশ app download করে নিন। এবার বিকাশ অ্যাপ লগইন করতে হবে। এর জন্য, অ্যাপটি ওপেন করে লগইন/ রেজিস্টার লেখাতে ক্লিক করুন। তারপর আপনার বিকাশ একাউন্ট নাম্বারটি দিন। আপনার মোবাইল নাম্বারে একটি ৬ ডিজিটের ওটিপি কোড আসবে। এই কোডটি লিখে ‘নেক্সট’ ক্লিক করুন।
আপনি যেহেতু আগে থেকেই বিকাশ একাউন্ট ব্যবহারকারী, তাই এবার আপনার পিন কোডটি লিখুন। পিন কোড সঠিক হলে বিকাশ অ্যাপের ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ডের উপরের ‘ব্যালেন্স দেখুন’ লেখা থাকলে কি করলেই আপনার বিকাশে কত টাকা আছে তা জানতে পারবেন।
*247# ডায়াল করে ব্যালেন্স চেক
বিকাশের যাবতীয় সুবিধা ও সেবা ভোগ করার জন্য USSD কোড হলো *২৪৭#। এই করতে ব্যবহার করে আপনারা বিকাশ একাউন্ট থেকে সেন্ড মানি, ক্যাশ আউট, পে বিল, মোবাইল রিচার্জ ইত্যাদি বিকাশের সেবাগুলো ভোগ করতে পারবেন। পাশাপাশি বিকাশের টাকা দেখার জন্য এই কোডটি ডায়াল করে ব্যালেন্স চেক করতে পারবেন।
বাটন ফোনে বিকাশের টাকা দেখার নিয়ম
যাদের কাছে স্মার্টফোন নেই তারা বাটন ফোনের মাধ্যমেই বিকাশের লেনদেন করে থাকে। বাংলাদেশের যখন বিকাশে প্রচলন হয়েছে তখন শুধুমাত্র বাটন ফোনের মাধ্যমে বিকাশ একাউন্ট ব্যবহার করা যেত। তাই সচরাচর সকলেই এ সম্পর্কিত ব্যবহার জানে। তবে যারা নতুন বিকাশ ব্যবহারকারী কিংবা বৃদ্ধ ও অপ্রাপ্তবয়স্ক তারা বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম জানতে চায়।
বাটন ফোনে বিকাশের ব্যালেন্স চেক করতে *২৪৭# ডায়াল করুন। পরের ধাপে রিপ্লাই অপশনে 9 (My bKash) এবং তারপর 1 (Balance Check) লিখুন। এবার আপনার পিন কোড লিখে সেন্ড করুন। কিছুক্ষণের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে একটি এসএমএস দেখতে পাবেন। সেখানে আপনার বিকাশে কত টাকা আছে তার বিস্তারিত তথ্য থাকবে।
ভাতা প্রাপ্তদের বিকাশে টাকা দেখার নিয়ম
বাংলাদেশের সরকারিভাবে দুঃস্ত এবং অসহায়দের বিভিন্ন ধরনের ভাতা বিকাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হয়। তাছাড়া শিক্ষাবৃত্তি, উপবৃত্তি ইত্যাদি ও বিকাশ কিংবা নগদের মাধ্যমে দেওয়া হয়। যাদের ভাতার টাকা বিকাশ একাউন্টে দেওয়া হয়, তারা উপরোক্ত বিকাশে টাকা দেখার নিয়ম ও অনুসরণ করে ইউএসএসডি কোড ডায়াল করে কিংবা বিকাশ অ্যাপ এর মাধ্যমে ব্যালেন্স চেক করতে পারবে।
বিকাশ একাউন্ট দেখার কোড | বিকাশ কোড নাম্বার কি?
বিকাশ একাউন্ট দেখার কোড নাম্বার হলো *247#। এটি একটি ইউএসএসডি কোড। যেকোন বাটন ফোন কিংবা স্মার্টফোন ব্যবহারকারী এবং যেকোন সিম ব্যবহারকারীরা এই কোডটি ব্যবহার করে বিকাশ একাউন্ট দেখতে পারবে। বিকাশে ব্যালেন্স চেক করতে, সেন্ড মানি, ক্যাশ আউট ও যাবতীয় সেবা ভোগ করতে *247# ডায়াল করতে পারেন।
পার্সোনাল বিকাশে কত টাকা রাখা যায়?
একজন বিকাশ ব্যবহারকারী তার পার্সোনাল বিকাশ একাউন্টে যেকোন মুহূর্তে সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা ব্যালেন্স রাখতে পারবে। তাছাড়া একজন বিকাশ গ্রাহক তার বিকাশ একাউন্ট থেকে প্রতিদিন সর্বোচ্চ ২৫,০০০ টাকা এবং প্রতি মাসে সর্বোচ্চ ১৫০,০০০ টাকা পর্যন্ত টাকা তুলতে পারবে। (বিকাশ এজেন্ট ও এটিএম থেকে)
অন্যদিকে, রেমিটেন্স-এর ক্ষেত্রে বিদেশ থেকে একজন ব্যক্তি বাংলাদেশে এক লেনদেনে সর্বোচ্চ ২৫০,০০০ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। আর বিকাশ একাউন্ট থেকে যেকোনো প্রিপেইড নাম্বারে সর্বোচ্চ ১,০০০ টাকা এবং পোস্টপেইড নাম্বারে সর্বোচ্চ ৫,০০০ টাকা মোবাইল রিচার্জ করতে পারবে।
শেষকথা
উপরোক্তা আলোচনায় দেখানো বিকাশে টাকা দেখার নিয়ম অনুসারে আপনার বিকাশ ব্যালেন্স চেক করতে পারবেন। বিকাশের যাবতীয় সেবা সমূহ সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন বিকাশ -এর অফিসিয়াল ওয়েবসাইট bKash.com এ।