বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট করতে কত টাকা চার্জ লাগে তা জানেন না? তাহলে জেনে নিন বিকাশ ক্যাশ আউট চার্জ কত টাকা ২০২৪ সম্পর্কে।
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের লেনদেনের সুবিধা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন সময়ে। বিকাশের ক্যাশ আউট চার্জ এখন কম। তাছাড়া প্রিয় এজেন্ট নাম্বার থেকে এখন ৫০,০০০ টাকা পর্যন্ত কম খরচে ক্যাশ আউট করা যায়। তাই ২০২৪ সালে বিকাশ ক্যাশ আউট চার্জ কত টাকা, এবং কিভাবে লেনদেন করলে সবচেয়ে কম খরচে ক্যাশ আউট করতে পারবেন সে সম্পর্কে জেনে নিন এখানে।
বিকাশ ক্যাশ আউট চার্জ কত
এজেন্ট ব্যাংকিং ও এটিএম সেবা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে বিকাশ। বিকাশের মাধ্যমে দেশের যেকোন প্রান্ত থেকে খুব সহজেই ক্যাশ আউট করা যায়। একজন বিকাশ গ্রাহক বিকাশের ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে কিংবা বিকাশ অ্যাপ ব্যবহার করে, এজেন্ট ও এটিএম থেকে ক্যাশ আউট করতে পারবে।
আরও পড়তে পারেনঃ নগদে ক্যাশ আউট চার্জ কত ২০২৪.
ক্যাশ আউট করার ধরন ও মাধ্যমের উপর ক্যাশ আউট চার্জ কত হবে তা নির্ভর করে। চলুন জেনে নেওয়া যাক ইউএসএসডি, অ্যাপ কিংবা এটিএম থেকে ক্যাশ আউট করলে কত হারে চার্জ প্রযোজ্য হবে:
*247# ডায়াল করে বিকাশ ক্যাশ আউট চার্জ
বিকাশের ইউএসএসডি কোড, *247# ডায়াল করে ক্যাশ আউট করলে লেনদেনের ১.৮৫% টাকা ফি দিতে হবে। অর্থাৎ আপনি যদি *247# ডায়াল করে যেকোনো এজেন্ট থেকে ১ হাজার টাকা ক্যাশ আউট করেন, তাহলে ১৮.৫ টাকা খরচ হবে।
কিন্তু আপনি যদি প্রিয় এজেন্ট নাম্বারে ইউএসএসডি কোড ডায়াল করে ক্যাশ আউট করেন, সেক্ষেত্রে লেনদেনের ১.৪৯% চার্জ দিতে হবে। হঠাৎ প্রিয় এজেন্ট নাম্বারে ইউএসএসডি কোড ডায়াল করে ১,০০০ টাকা লেনদেন করলে ১৪.৯০ টাকা ক্যাশ আউট চার্জ হিসেবে প্রযোজ্য হবে।
ইউএসএসডি কোড ডায়াল করে আপনি যদি এটিএম থেকে ক্যাশ আউট করেন তাহলে লেনদেনের ১.৪৯% বা প্রতি হাজারে ১৪.৯০ টাকা করে চার্জ কাটা হবে।
বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ
বিকাশের অ্যাপ থেকে ক্যাশ আউট করলে USSD কোড ডায়াল করে ক্যাশ আউট করার মতোই সমপরিমাণ চার্জ প্রযোজ্য হবে। এক্ষেত্রে নির্ধারিত ক্যাশ আউট ফি লেনদেনের ১.৮৫%। অর্থাৎ বিকাশ অ্যাপ ব্যবহার করে প্রতি ১ হাজার টাকা ক্যাশ আউট করলে ১৮.৫ টাকা খরচ হবে।
তবে আপনি যদি প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করেন, তাহলে USSD কোড ডায়াল করে ক্যাশ আউট করার মতোই বিকাশ অ্যাপ থেকেও লেনদেনের ১.৪৯% চার্জ প্রযোজ্য হবে। অর্থাৎ বিকাশ অ্যাপ থেকে প্রিয় এজেন্ট নাম্বারে প্রতি ১ হাজার টাকা লেনদেন করলে ১৪.৯০ টাকা ফি দিতে হবে।
অ্যাপ থেকে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার জন্য বিকাশ অ্যাপে লগইন করুন। তারপর ক্যাশ আউট অপশনে ক্লিক করলে, প্রিয় এজেন্ট অ্যাড করার একটি ব্যানার দেখতে পাবেন।
এখান থেকে প্রিয় এজেন্ট লেখা ব্যানার ইমেজটিতে ক্লিক করুন। তারপর ‘যোগ করুন’ লেখাতে ক্লিক করে আপনার প্রিয় এজেন্ট নাম্বারটি এবং এজেন্টের নাম লিখুন। এবার পিন কোড দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই আপনার প্রিয় এজেন্ট সেট হয়ে যাবে।
এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট চার্জ
বিকাশ বাংলাদেশের বৃহত্তম এটিএম ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার মধ্যে অন্যতম। আপনার নিকটস্থ নির্দিষ্ট এটিএম বুথ থেকে বিকাশের টাকা ক্যাশ আউট করতে পারবেন কম খরচেই। বিকাশ অ্যাপ ব্যবহার করে অথবা *২৪৭# ডায়াল করে স্থানীয় যেকোনো সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও Q-Cash এর এটিএম বুথ থেকে প্রতি হাজারে ১৪.৯০ টাকা চার্জে ক্যাশ আউট করতে পারবেন।
তবে এটিএম হতে ৩ হাজার টাকার নিচে ক্যাশ আউট করা যাবেনা। অর্থাৎ ৩ হাজার টাকার উপরে ক্যাশ আউট করলেই এটিএম থেকে কম চার্জে টাকা উত্তোলন করতে পারবেন। এটিএম থেকে বিকাশে টাকা উত্তোলন করার পদ্ধতি নিম্নরূপ:
সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও Q-Cash এই তিনটি ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করেই বিকাশের ক্যাশ আউট করা যাবে। প্রতিটি ব্যাংকের এটিএম বুথ থেকে পদ্ধতি প্রায় একই।
প্রথমে, এটিএম ক্যাশ আউট রিকোয়েস্ট পাঠাতে হবে। এর জন্য-
- *247# ডায়াল করে মেন্যুতে অথবা বিকাশ অ্যাপের ড্যাশবোর্ডে যান।
- তারপর ক্যাশ আউট অপশনে যান।
- এবার ‘From ATM’ অপশনটি সিলেক্ট করুন।
- তারপর আপনার বিকাশ একাউন্টের PIN নাম্বারটি লিখুন।
- SMS এর মাধ্যমে আপনার মোবাইলে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে এবং এটি ৫ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে। কোডটি পাওয়ার পর বাকি কার্যক্রম এটিএম বুথে করতে হবে।
এবার এটিএম বুথ ক্যাশ আউটের জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন:
- এটিএম মেশিনের স্ক্রিনের নিচের দিকে বাম কোনে bKash Cash Out অপশন দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন।
- এবার এটিএম ব্যবহার করার জন্য আপনার পছন্দের ভাষা বেছে নিন।
- আপনার বিকাশ একাউন্টের নাম্বারটি লিখুন।
- আপনি কত টাকা ক্যাশ আউট করতে চান, তার পরিমাণ লিখুন।
- কিছুক্ষণ পূর্বে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে যেই ওটিপি কোডটি পেয়েছেন তা লিখুন।
- তারপর আপনার তথ্যগুলো রিভিউ দিয়ে নিশ্চিত করুন।
ব্যাস, এবার আপনার টাকা দিয়ে দেওয়া হবে এবং বিকাশ থেকে একটি কনফার্মেশন মেসেজ পাবেন।
বিকাশ প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট
বিকাশ প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করলে প্রতি হাজারে মাত্র ১৪.৯০ টাকায় টাকা উত্তোলন করতে পারবেন। বর্তমানে বিকাশে ক্যাশ আউট করার সুবিধা দ্বিগুণ করা হয়েছে। আগে শুধুমাত্র একটি প্রিয় এজেন্ট নাম্বারে মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৪.৯০ টাকায় ক্যাশ আউট করা যেত।
বর্তমানে এই সুবিধা দ্বিগুণ করে একই সাথে ২টি প্রিয় এজেন্ট নাম্বার ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। দুইটি নাম্বার থেকে সর্বমোট ৫০,০০০ টাকা পর্যন্ত ১.৪৯% ক্যাশ আউট চার্জে টাকা উত্তোলন করা যাবে।
একজন গ্রাহক এক ক্যালেন্ডার মাসে ক্যাশ আউটের জন্য ২টি বিকাশ এজেন্ট নাম্বারকে প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে যুক্ত করতে পারবে। দুটি প্রিয় এজেন্ট নাম্বার যুক্ত করলে, সেই ক্যালেন্ডার মাসে আর কোন এজেন্টকে প্রিয় এজেন্ট করা যাবে না। পরবর্তী ক্যালেন্ডার মাসে আগের প্রিয় এজেন্ট নাম্বার ডিলেট করে, নতুন প্রিয় এজেন্ট নাম্বারে যুক্ত করা যাবে।
১.৪৯% ক্যাশ আউট চার্জ একটি ক্যালেন্ডার মাসের প্রথম ৫০,০০০ টাকা ক্যাশ আউট পর্যন্ত প্রযোজ্য। ক্যাশ আউট লেনদেন ৫০,০০০ টাকার লিমিট অতিক্রম করলে লেনদেনের পরিমাণের জন্য ১.৮৫% ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে।
বিকাশ ক্যাশ আউট চার্জ কত ২০২৪
২০২৪ সালে বর্তমানে বিকাশের ক্যাশ আউট চার্জ কত টাকা তার একটি সংক্ষিপ্ত তালিকা নিচে দেওয়া হলো:
ক্যাশ আউট এর মাধ্যম | সকল এজেন্ট নাম্বারে ক্যাশ আউট চার্জ | প্রিয় এজেন্ট নাম্বারে |
বিকাশ USSD কোড *২৪৭# ডায়াল করে | ১.৮৫% | ১.৪৯% |
বিকাশ অ্যাপ ব্যবহার করে | ১.৮৫% | ১.৪৯% |
এটিএম বুথ থেকে | ১.৪৯% |
বিকাশ ক্যাশ আউট চার্জ ক্যালকুলেটর
আপনি কত টাকা লেনদেন করলেন কত টাকা ক্যাশ আউট চার্জ দিতে হতে পারে, তা আগে থেকেই হিসেব করে নিতে বিকাশের ক্যাশ আউট চার্জ ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। বিকাশে নিজস্ব ক্যাশ আউট ক্যালকুলেটর পেতে, সরাসরি ভিজিট করুন, https://www.bkash.com/help/charge-calculator -এই লিংকে।
তারপর বিকাশ চার্জ হিসাব করার জন্য একটি পেজ পাবেন। চার্জ হিসাবের জন্য সেবা (ক্যাশ আউট) নির্বাচন করুন।
তারপর ক্যাশ আউট এর পরিমাণ লিখুন। এবার ‘হিসাব করুন’ বাটনের ক্লিক করলেই। আপনার ক্যাশ আউট চার্জ কত হবে তা দেখতে পাবেন।
বিকাশ ক্যাশ আউট চার্জ জানতেহাজারে
বিকাশের ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৮.৫০ টাকা। অর্থাৎ প্রতি ১,০০০ টাকা ক্যাশ আউট করার জন্য ১৮.৫০ টাকা চার্জ দিতে হবে। তবে আপনি যদি প্রিয় এজেন্ট নাম্বারে কিংবা এটিএম থেকে ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে ১৪.৯০ টাকা ক্যাশ আউট চার্জ দিতে হবে।
বিকাশ সেন্ড মানি খরচ কত
সাধারণত বিকাশের লেনদেন গুলোর মধ্যে ক্যাশ আউটের চেয়ে সেন্ড মানি বেশি হয়ে থাকে। অনেকেই ফ্রি সেন্ড মানি করার উপায়টি জানেন না বলে, অযথা বাড়তি টাকা খরচ হচ্ছে। বিকাশে প্রিয় নাম্বার করলে প্রতি মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত ফ্রি সেন্ড মানি করতে পারবেন। কিন্তু প্রিয় নাম্বার হিসেবে যুক্ত না করে কোন নাম্বারে সেন্ড মানি করলে প্রতি হাজারে ৫ টাকা করে ফি দিতে হবে।
বিকাশ সেন্ড মানি খরচের তালিকা নিচে দেওয়া হলো:
সেন্ড মানির পরিমাণ | প্রিয় নাম্বারে ফি | সকল নাম্বারে ফি |
১০০ টাকা পর্যন্ত | ফ্রি | ফ্রি |
২৫,০০০ টাকা পর্যন্ত | ফ্রি | হাজারে ৫ টাকা |
২৫ হাজার টাকার বেশি হলে | হাজারে ৫ টাকা | হাজারে ১০ টাকা |
তাই বুঝতেই পারছেন লেনদেন করার আগে প্রিয় নাম্বার যুক্ত করে নেওয়ার উপকারিতা কত বেশি। কোন নাম্বারকে প্রিয় নাম্বার হিসেবে যুক্ত করার জন্য, বিকাশ মোবাইল অ্যাপে লগইন করুন। তারপর সেন্ড মানি অপশনে যান। এবার ‘ফ্রি সেন্ড মানি করতে এখানে ট্যাপ করুন’ -এই লেখাটিতে ক্লিক করুন।
তারপর ‘যোগ করুন’ লেখাতে ক্লিক করে কাঙ্খিত প্রিয় নাম্বারটি লিখুন এবং সেই নাম্বারের গ্রাহকের নাম লিখুন। তারপর আপনার বিকাশ একাউন্টের PIN কোড দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই প্রিয় নাম্বার যুক্ত হয়ে যাবে। আপনি চাইলে এটি *২৪৭# ইউএসএসডি কোড ডায়াল করেও করতে পারবেন।
Bkash Cash Out Charge
BKash’s cash out charge is Tk 18.50 per thousand. That means, for every 1,000 tk cash out, a charge of 18.50 tk has to be paid. Additionally, if you cash out at your Priyo Agent Number or ATM, then you have to pay a cash out charge of 14.90 taka per thousand.
You can cash out from any City Bank, BRAC Bank and Q-Cash ATM booth at a charge of 14.90 tk per thousand.
শেষকথা
উপরোক্ত আলোচনায় বিকাশ ক্যাশ আউট চার্জ কত তা জানতে পারলেন। বিকাশ ও অন্যান্য মোবাইল ব্যাংকিং সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে, ধন্যবাদ।