আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হলে, বিকাশের বাড়তি সুবিধা পেতে জেনে নিন বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার নিয়ম ও ব্যবহারিক তথ্যাবলী।
বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট হলো বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ভাসমান উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী ও অনলাইন ভিত্তিক উদ্যোক্তাদের জন্য বিকাশের পক্ষ থেকে একটি সুবিধাজনক একাউন্ট। এই একাউন্ট এর মাধ্যমে গ্রাহকদের কাছে পণ্য ও সেবা প্রদানের বিনিময়ে পেমেন্ট গ্রহণ করা যায়। সাধারণ বিকাশ একাউন্টের তুলনায় এতে বেশ কিছু বাড়তি সুবিধাযুক্ত করা হয়েছে।
এ সকল সুবিধা সমূহ আপনিও পেতে চাইলে বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার নিয়ম, কি কি লাগে, শর্তাবলী, ব্যবহার, সুবিধা, লিমিট ও চার্জসমূহ সম্পর্কে জেনে নিন এখানে।
বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার নিয়ম
বিকাশের পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার জন্য, বিকাশ ওয়েবসাইটে গিয়ে পার্সোনাল রিটেইল একাউন্ট অপশনে যান। তারপর শর্তাবলীতে সম্মতি দিয়ে পরবর্তী পেজে যান। এবার একাউন্ট রেজিস্টার এর জন্য নির্ধারিত সিমের নাম্বার দিয়ে সিম অপারেটর সিলেক্ট করুন। তারপর ওটিপি ভেরিফাই করে আপনার পরিচয়বাচক তথ্য দিন। এবার নমিনির তথ্য ও ব্যবসায়ের তথ্য দিন। সর্বশেষে নিজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ছবি ইত্যাদি যুক্ত করে আবেদন জমা দিন।
আবেদনটি এপ্রুভ হলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। তারপর পিন সেট করে ও ঠিকানা ভেরিফাই করে একাউন্ট থেকে লেনদেন করতে পারবেন।
আরও পড়তে পারেনঃ বিকাশ একাউন্ট খোলার নিয়ম | লুফে নিন ১২৫ টাকা বোনাস।
বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার শর্তাবলী
বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খুলতে চাইলে নিম্নোক্ত শর্তাবলী পূরণ করতে হবে:
- আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী হতে হবে।
- জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।
- ক্ষুদ্র, অতিক্ষুদ্র বা প্রান্তিক ব্যবসায়ী অথবা ভাসমান উদ্যোক্তা হতে হবে।
বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খুলতে যা যা লাগবে
বিকাশের পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার জন্য আপনার কাছে নিম্নোক্ত ডকুমেন্টগুলো থাকতে হবে:
- নিজের ভোটার আইডি কার্ড দিয়ে নিবন্ধিত মোবাইল নাম্বার। উক্ত নাম্বারে পূর্বে কোন বিকাশ একাউন্ট খোলা হয়নি, এমন হতে হবে।
- আবেদনকারীর পরিচয় ভেরিফিকেশনের জন্য নিজের ছবি তুলতে হবে।
- একাউন্টের নমিনির জাতীয় পরিচয় পত্রের ছবি।
আরও পড়তে পারেনঃ বিকাশ পিন ভুলে গেলে করণীয় – bKash PIN Reset।
Bkash Personal Retail Account রেজিস্ট্রেশন প্রক্রিয়া
বিকাশ পার্সোনাল রিটেল একাউন্ট রেজিস্ট্রেশন করার বিস্তারিত প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হলো:
- সর্বপ্রথম এই লিংকে ক্লিক করুন- Bkash PRA.
- এবার ওয়েবপেইজ থেকে ‘বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট’ -এ ক্লিক করুন।
- এবার নতুন একটি ওয়েবপেজ ওপেন হলে, সেখানে ‘আপনি আমাদের নিয়ম ও শর্তসমূহে সম্মত আছেন লেখার পাশে একটি চেকবক্স দেখতে পাবেন। এটিতে টিক মার্ক দিয়ে আবেদন করুন বাটনে ক্লিক করুন।
- এবার আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে পার্সোনাল রিটেইল একাউন্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, তা লিখুন। (খেয়াল রাখবেন আপনার উক্ত সিমে যেন পূর্বে কোন বিকাশ একাউন্ট খোলা না থাকে)। তারপর আপনার সিম অপারেটর সিলেক্ট করে দিন।
- তারপর আপনার নাম্বারে একটি ওটিপি কোড আসবে। ওটিপি কোডটি ওয়েবপেজে লিখে ‘নিশ্চিত করুন’ লেখাতে ক্লিক করুন।
- এই ধাপে, আপনার নাম, আপনার বাবা-মায়ের নাম, স্বামী/ স্ত্রীর নাম, আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার, আপনার জন্ম তারিখ, লিঙ্গ, পেশা, আয়ের উৎস, মাসিক আয়ের পরিমাণ ইত্যাদি তথ্য দিন। তারপর ‘এগিয়ে যান’ লেখাতে ক্লিক করুন।
- এবার আপনার প্রয়োজন অনুসারে, ওয়েবসাইট লিংক, ফেকবুক পেজের লিংক দিতে পারেন। অথবা ‘অন্যান্য’ অপশনটি সিলেক্ট করে দিন। তারপর একটি ইমেইল এড্রেস ও মোবাইল নাম্বার দিয়ে ‘এগিয়ে যান’ লেখাতে ক্লিক করুন।
- এবার আপনার একাউন্টের নমিনি সিলেক্ট করুন। পিতা-মাতা ছাড়া অন্য কেউ নমিন হলে তার তথ্য দিন।
- তারপর আপনার ব্যবসা সংক্রান্ত তথ্য দিন।
- তারপর আপনার সিমের মালিকানার প্রমান দিন। পাশাপাশি আপনার ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজের স্ক্রিনশট দিতে পারেন।
- এবার আপনার নিজের ছবি এবং ভোটার আইডি কার্ডের সামনের ও পিছনের দিকের ছবি দিন।
- সকল তথ্য দেওয়া হলে রেজিস্ট্রেশনের জন্য আবেদন ‘জমা দিন’।
ব্যাস, এবার আপনার আবেদন আইডি সহ একটি শুভেচ্ছা বার্তা পাঠানো হবে। এই আবেদন এটি ব্যবহার করে আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনার সকল তথ্যাবলী যাচাই-বাছাই করার মাধ্যমে রেজিস্ট্রেশন এপ্রুভ করা হবে। তারপর আপনার নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিলে একাউন্টের পিন সেট করে ব্যবহার শুরু করতে পারবেন।
আরও পড়তে পারেনঃ বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম ২০২৪।
পার্সোনাল রিটেইল একাউন্ট রেজিস্ট্রেশন স্ট্যাটাস চেক
বিকাশের পার্সোনাল রিটেইল একাউন্ট এর আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা তা চেক করতে পারবেন বিকাশ ওয়েবসাইট থেকেই। এর জন্য আপনার মোবাইল নাম্বার এবং আবেদন সম্পন্ন করার পর এসএমএস এর মাধ্যমে যেই আবেদন আইডি পেয়েছেন, তা প্রয়োজন হবে। তারপর https://account.bkash.com/personal-retail-account/registration-status/steps/0 -এই লিংকে ভিজিট করুন। এবার আপনার মোবাইল নাম্বার দিয়ে ‘স্ট্যাটাস জানুন’ লেখাতে ক্লিক করলেই রেজিস্ট্রেশনের স্ট্যাটাস জানতে পারবেন।
পিনকোড সেট করার নিয়ম
অ্যাকাউন্ট এপ্রুভ হওয়ার পর Bkash Personal Retail Account এর পিন কোড সেট করতে হবে। পিন সেটআপ করার জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে *247# লিখে কল করুন। তারপর Activation mobile menu অপশনটি সিলেক্ট করতে 1 লিখে Send করুন।
তারপর আপনার বিকাশ একাউন্টের জন্য ৫ সংখ্যার একটি পিনকোড লিখুন। পিনকোড সেট করা সম্পন্ন হলে আপনার বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্টটি Activate হয়ে যাবে। পিন কোড সেট করার এই প্রক্রিয়াটি আপনার আবেদনের পর ফোনে মেসেজ আসার ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে।
আরও পড়তে পারেনঃ বিকাশে টাকা দেখার নিয়ম | কোড ও অ্যাপ দিয়ে বিকাশ ব্যালেন্স চেক।
Bkash Personal Retail Account এড্রেস ভেরিফিকেশন
একজন বিকাশ গ্রাহক হিসেবে পার্সোনাল রিটেইল একাউন্টধারী হতে চাইলে আপনাকে আপনার ঠিকানা ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর ঠিকানা ভেরিফাই করার জন্য আপনার কাছে বিকাশ থেকে একটি চিঠি পাঠানো হবে।
আবেদনের ১-২ মধ্যেই আপনার ঠিকানায় চিঠি চলে আসবে। সেই চিঠিতে একটি কোড এবং একটি লিংক দেওয়া হবে। চিঠিতে দেওয়া লিংক অনুসারে এডড্রেস ভেরিফিকেশন এর পেজ ওপেন করতে হবে। তারপর সংশ্লিষ্ট ওয়েবপেইজে আপনার মোবাইল নাম্বার, আপনার জন্ম তারিখ এবং বিকাশ থেকে পাঠানো ভেরিফিকেশন কোড লিখে ‘জমা দিন’ বাটনে ক্লিক করুন। ব্যাস, তাহলে আপনার এড্রেস ভেরিফাই হয়ে যাবে।
বিকাশ মার্চেন্ট অ্যাপ থেকে পার্সোনাল রিটেইল একাউন্টে লগইন
বিকাশের personal retail account ব্যবহারকারীদের জন্য বিকাশের আরো একটি অ্যাপ হলো Bkash Merchant অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে আপনার রিটেইল একাউন্টে লগইন করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে পারবেন। অ্যাপসে লগইন করার জন্য:
- ইন্সটল করার পর অ্যাপটি ওপেন করে আপনার রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারটি দিতে হবে।
- তারপর একটি ওটিপি কোড আসলে, সেই কোডটি লিখে সাবমিট করবেন।
- এবার আপনার মার্চেন্ট নেম সেট করতে হবে (আপনার ব্যবসায়ের নাম)।
- তারপর আপনার একটি সচল ইমেইল এড্রেস লিখে ‘Ok’ লেখাতে ক্লিক করুন।
- ড্যাশবোর্ড নিয়ে গেলে ‘শুরু করুন’ লেখাতে ক্লিক করুন।
ব্যাস, এখন থেকে বিকাশ মার্চেন্ট অ্যাপ ব্যবহার করে আপনি আপনার personal retail account পরিচালনা করতে পারবেন।
বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট এর সুবিধা
Bkash Personal Retail Account এর সুবিধাসমূহ হলাে:
- আবেদনকারী নিজেই সেলফ রেজিস্ট্রেশন পদ্ধতিতে ঘরে বসেই একাউন্ট খুলতে পারবে।
- পার্সোনাল রিটেইল একাউন্ট খুলতে কোন ট্রেড লাইসেন্স লাগবে না।
- আবেদনকারী ব্যক্তিগত বিকাশ একাউন্টের পাশাপাশি একই জাতীয় পরিচয় পত্র দিয়ে অন্য কোন সিম থেকে personal retail account খুলতে পারবে।
- যেকোনো বিকাশ গ্রাহক একজন পার্সোনাল রিটেইল একাউন্ট হোল্ডারকে *২৪৭# কিংবা পেমেন্ট এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে।
- পার্সোনাল রিটেল একাউন্ট হোল্ডার যেকোনো বিকাশ কাস্টমারকে সেন্ড মানি করতে পারবে।
- পার্সোনাল রিটেইল একাউন্ট হোল্ডার যেকোনো বিকাশ এজেন্ট অথবা অনুমোদিত এটিএম এর মাধ্যমে ক্যাশ আউট করে টাকা উত্তোলন করতে পারবে।
- একজন পার্সোনাল রিটেইল একাউন্ট হোল্ডার অন্য একজন পার্সোনাল রিটেইল একাউন্ট হোল্ডারকে টাকা পাঠাতে পারবে।
- বিকাশের অন্য যেকোনো মার্চেন্টকে ব্যবসায়িক প্রয়োজনে টাকা পাঠাতে পারবে।
- বিকাশ মার্চেন্ট এর ব্যবহার করে লেনদেন করতে পারবে।
- পার্সোনাল অ্যাকাউন্টের চেয়ে পার্সোনাল একাউন্টে লেনদেনের লিমিট বেশি।
বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট ক্যাশ আউট চার্জ
বিকাশের personal retail account থেকে বিভিন্ন প্রকার লেনদেনে ফি এর তালিকা নিচে দেওয়া হলো:
লেনদেনের ধরন | Personal Retail Account Charge |
যেকোনো এজেন্ট থেকে ক্যাশ আউট | একাউন্ট খোলার পর প্রথম ৩ মাসে (প্রতি মাসে ১০,০০০ টাকা পর্যন্ত) ফ্রি। এর বেশি লেনদেন করলে ১৪.৯০ টাকা চার্জ প্রযোজ্য। |
১. মার্চেন্টের কাছ থেকে পেমেন্ট গ্রহণ,২. পার্সোনাল রিটেইল থেকে পার্সোনাল রিটেইল,৩. মার্চেন্ট থেকে পার্সোনাল রিটেইল গ্রহন। | ফ্রি |
বিকাশ গ্রাহকের কাছ থেকে পেমেন্ট গ্রহণ | ফ্রি |
২. মার্চেন্টকে পেমেন্ট করলে, (মার্চেন্ট প্লাস, মার্চেন্ট প্লাস লাইট এ ও বি, ছোট এবং মাঝারি মার্চেন্ট) | ০.২০% |
পার্সোনাল রিটেইল থেকে ব্যাংক একাউন্ট | ১.৩% |
পার্সোনাল রিটেইল থেকে গ্রাহককে সেন্ড মানি | প্রতিবার ৫ টাকা |
বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট লিমিট
বিকাশের সাধারণ পার্সোনাল একাউন্ট এর মতোই রিটেল একাউন্টেও লেনদেনের সীমাবদ্ধতা রয়েছে। Bkash Personal Retail Account থেকে নিম্নোক্ত হারে লেনদেন করা যাবে:
লেনদেনের ধরন | প্রতি লেনদেনে লিমিট | দৈনিক লেনদেনের লিমিট | মাসিক লেনদেনের লিমিট |
গ্রাহকদের পেমেন্ট গ্রহণ | ৩০,০০০ | ৩০,০০০ | ৫,০০,০০০ |
মার্জেন্ট থেকে গ্রাহকসেন্ড মানি | ১০,০০০ | ১০,০০০ | ১,০০,০০০ |
মার্চেন্ট থেকে এজেন্ট | ২০,০০০ | ২০,০০০ | ৩,০০,০০০ |
মার্চেন্ট থেকে মার্চেন্ট সেন্ড মানি | ৩০,০০০ | ৫০,০০০ | ৪,৫০,০০০ |
ATM সেটেলমেন্ট | ৩,০০০ | ২০,০০০ | ৩,০০,০০০ |
মোমেন্টারি ব্যালেন্স | ৫,০০,০০০ |
শেষকথা
উপরোক্ত আলোচনা থেকে বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার নিয়ম ও সম্পূর্ণ ব্যবহারিক গাইডলাইন। বিকাশ সহ অন্যান্য সকল মোবাইল ব্যাংকিং সম্পর্কিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।