ব্রেকআপ স্ট্যাটাস – Breakup Status। প্রতিটি মানুষের জীবনেই ভালবাসা নামক শব্দটা জড়িয়ে রয়েছে। কেউ ভালোবেসে দিব্যি ভালো আছে আবার কেউবা ভালোবেসে অনেক কষ্টের মধ্যে দিন পার করছে। আর যেখানে ভালোবাসা থাকবে সেখানে বিচ্ছেদ বিরহ থাকবেই। কাউকে ভালোবেসে যতটুকু সুখ পাওয়া যায় তার সাথে বিচ্ছেদ বা ব্রেকাপের পড়ে বহুগুণ কষ্ট পেতে হয়।
ব্রেকআপ হওয়ার কষ্টের অনুভূতিগুলো ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্যাপশন ও স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করে মনকে হালকা করা যায়। স্ত্রী, প্রেমিক বা প্রেমিকা এবং বন্ধুদেরও স্ট্যাটাসের মাধ্যমে মনোভাব জানানো যায়।
তাই আপনাদের জন্য উপযুক্ত হবে এমন বাছাই করা সেরা ব্রেকআপ স্ট্যাটাস সমূহ তুলে ধরা হলো এই লেখাতে।
ব্রেকআপ স্ট্যাটাস বাংলা
(১)
“”নিজের পরিবারকে ভালোবাসো…
কারণ জীবনের সবচেয়ে খারাপ সময় গুলোতে
তারাই একমাত্র তোমার পাশে থাকবে…
অন্য কেউ না,এটাই বাস্তবতা.!.!.
(২)
✓✓সম্পর্ক শুরু হয় মন ভুলানো
আবেগের কিছু কথা দিয়ে•••
আর শেষ হয় বাস্তব কিছু কথা
আর চোখের পানি দিয়ে✓✓
(৩)
***আমি মরে গেলেও আর আফসোস নেই….
কারণ জীবনের চেয়েও তারে বেশি ভালোবেসে
আপন হতে পারলাম না..!!..
(৪)
- ••ভুল করেও সে যদি
পরের জন্মে আমার হয়ে আসে..
আমি ছেড়ে গিয়ে তাকে বুঝিয়ে দিবো
ছেড়ে যাওয়ার যন্ত্রণা কী….
(৪)
*!!*প্রিয় মানুষের দেওয়া সময়ে অসময়ে
আঘাত গুলোর যন্ত্রণা
একদম সেরে যায় ঠিকই!
কিন্তু ক্ষত হওয়া দাগ গুলো যে-
কখনো আর মুছে না….
(৬)
✓✓যে ঠকে সে কাদেঁ
আর যে ঠকায় সে ও কাদেঁ
শুধুমাত্র কিছু সময়ের ব্যবধান✓✓
(৭)
“”সম্পর্ক চলাকালীন সময়ে নয়,
সম্পর্ক ভাঙার পর ঠিকই বুঝবে,
কাকে কার কতটা প্রয়ােজন ছিল”””
(৮)
~•~কেন যে তার মনের মত হতে পারলাম না,
কত ভালোবাসি তারে কইতে পারলাম না~•~
(৯)
!!**!!আমি হারিয়ে যাব একদিন
সৃতিময় কালো আধারে..
তুমি না হয় ভালো থেকো..
অন্য কারো আলোময় শহরে!!**!!
আরও পড়ুনঃ
- কষ্টের স্ট্যাটাস – Koster Status | স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন
- সেরা ভালোবাসার স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কবিতা ও ছন্দ
- মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, ছন্দ
- চাঁদ নিয়ে ক্যাপশন, উক্তি, স্ট্যাটাস ও ভালোবাসার ছন্দ
- স্বপ্ন নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন
- মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, ছন্দ
ব্রেকআপ মেসেজ
(১)
**অবহেলায় তো লোহাতেও মরিচা ধরে..
আর আমি তো সামান্য একটা মানুষ।**
(২)
**!!**একজন নিজের সময় মতো Message কর,,
আর অন্যজন বোকার মতো~
Message এর অপেক্ষা করে প্রহর গুনছে**!!**
(৩)
✓✓জীবনে ধাক্কা না খেলে আমাদের
জীবনের আসল মূল্যটা
আমরা কোনদিনই বুঝতে পারিনা✓✓
(৪)
✓✓সকল কষ্টের সবচেয়ে
ভালো ঔষধ হলো ধৈর্য✓✓
(৫)
আচ্ছা আমি জানতে পারি কি??
তোমাকে আমি যদি বিরক্ত করা ছেড়ে দেই,,,
তুমি কি খুজবে আমায়????
(৬)
*!!*মাঝেমাঝে এমনও হয় যে,
হুট করে মরে যাওয়ার চিন্তা নিয়ে
ভীষণভাবে বাঁচতে ইচ্ছা করে*!!*
(৭)
***ভুলবো আমি কেমন করে এই কথা,,
পরের ঘরে যাইবা তুমি আমাকে একা করে!!
নতুন মানুষ নিয়ে তুমি থাকবে কত সুখে,,,
ভুলে যাবে আমায় তুমি কিছুদিন পরে***
(৮)
<<••<<Number টা আজও Save রয়ে গেছে,,
শুধুমাত্র Call দেওয়ার অধিকার টা নাই>>••>>
(৯)
~•~মানুষ এমনও আছে
কলিজা ভুনা কইরা দিলেও..
কইব লবণ কম হয়েছে~•~
ব্রেকআপ কষ্টের স্ট্যাটাস
(১)
তুমি দেখিয়াও দেখলা না…
তুমি শুনিয়াও শুনলা না!!!
জালাইয়া গেলা মনের আগুন..
নিভাইয়া গেলে না।*!*!*
(২)
✓✓নিজেই নিজের কষ্টের কারণ হইও না,
কারণ এটি অত্যন্ত ভয়াবহ একটি বিষয়✓✓
(৩)
- !•!আমি স্বপ্ন দেখতে ভয় পাই,,
তাই রাত জেগে থাকা হয়!•!•
(৪)
***ভালোবাসার মানুষকে শাসন করুন,
তবে সেটা অপমান করে না।।
কারণ শাসনে ভালোবাসা থাকে…
কিন্তু অপমানে ভালোবাসা থাকে না***
(৫)
- •§•চান্দের মত মুখটি যখন
ভাসতো নয়ন জলে,,
আদর করে মুইছা দিতাম গালে।।
ঘাটে আইসা পাশে বইসা,,,
জরাই তো এই বুকে।।
ভুলবো আমি এই কথা কেমনে•§•§
(৬)
✓•✓দেহ পোড়াবার আগুন নিবানোর পানি আছে,
কিন্তু বিচ্ছেদের যে আগুনে মন পুড়ছে…
সে আগুন নেভানোর জন্য আজ তুমি নেই✓•✓
(৭)
***বিচ্ছেদের আগে তোমার বলে যাওয়া
‘ভালো থেকো’ শব্দটাই মনে হয়..
আজ আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ***
(৮)
- ||•একদিন হয়তো আমি ভুলে যাবো,
তোমার হাসি, তোমার কথা।
কিন্তু এই হৃদয়কে আমি বোঝাবো কী করে?
যে তোমার ছোঁয়াতে জেগে উঠেছিলো প্রতিদিন•||•
ব্রেকআপ ক্যাপশন বাংলা
(১)
আড়ালে আবডালে কত কথা চলে।••
কত কথা ভেসে আসে জোয়ারে।••
ভালোবাসা নাইবা দিলি তুই আমারে।••
ভরসার হাতটুকুই একবার ছোঁয়া রে।••
(২)
**আজও এবুকে কেবল বর্ষা নামে।
আগে ভরসা ছিলি তুই।
মেয়াদ ফুরোতেই তোর মত করে,
বদলে যায় সমস্ত ঋতুই।!!!
(৩)
~•~ফিরবোনা বলাই শুধু সহজ।
এ এমন এক টান-দূরে চলে যাওয়াও দেখি,
কাছে আসার সমান।~•~
(৪)
✓✓রিলেশনের ক্ষেত্রে সবার আগে,
সর্ব প্রথম তোমাকে বিনয়ী হতে হবে,
হোক সেটা ভালোবাসার মানুষের সাথে
কিংবা রবের সাথে।✓✓
(৫)
*!!*তুই চলে গেছিস
কিন্তু তোর স্মৃতিগুলো
যেন প্রতিটা মুহূর্তে
আমায় তাড়িয়ে বেড়ায়
এটা কি ভালোবাসা প্রকৃত পরিণতি!*!!*!
(৬)
##-যে মানুষটা একদিন আমার হাসির কারণ ছিল
সে মানুষটাই আজ আমার কান্নার উৎস হয়ে গেল-##
(৭)
“””সীমানার এপারে নদী আর ওপারে ঝাউবন,
মাঝে পড়ে আছে শুধু দেহ।।
যেভাবে কুরে কুরে খেয়েছিল
আমাদের ভালোবাসাকে সন্দেহ।”””
(৮)
***এ মনের রাস্তা দিয়েই,
তুমি হেঁটে হেঁটে চলে গেলে দূরে।
এখনো বুকের ভেতর শব্দ পাই।
তোমার পায়ের নূপুরের।***
ব্রেকআপ সাইরি বাংলা
(১)
“”সময় একদিন বলে দেবে
তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ””
(২)
**প্রতিটা মানুষের জীবনে।
একটা করে হারিয়ে যাওয়া
প্রিয় মানুষের গল্প থাকে।**
(৩)
✓✓সব মানুষ তো আর নিকোটিন-এ
কষ্ট উড়াতে জানে নাহ্।
কারোর কষ্টটা বুকেই জমে থাকে।✓✓
(৪)
√•√•তোমাকে ছাড়া হয়তো একাই চলা যাবে।
কিন্তু তোমাকে ছাড়া আমার ভালো থাকাটা
যে বড্ড কঠিন•√•√
(৫)
✓✓তোমাকে না পেলে মরে যাবো বলেও
মানুষ’টা কিন্তু দিব্বি বেঁচে থাকে,
মরে তো যায় সে যে এই কথাটা
অন্ধের মতো বিশ্বাস করে✓✓
(৬)
**তুমি যদি চলেই যাবে!
তাহলে বিধ্বস্থ কাউকে স্বপ্ন
দেখানাের কি প্রয়ােজন ছিল???
(৭)
অবহেলার প্রহর শেষ হলে ডাক দিও…
আবারও তোমায় বলবো ভালোবাসি•••
(৮)
✓✓যে রাগ অভিমান বুঝে না,,
সে যে ভালােবাসাও বুঝে না।✓✓
ব্রেকআপ হওয়ার স্ট্যাটাস
(১)
**একটা মানুষ ঠিক তখনই কাঁদে ,
যখন তার মনের সঙ্গে লড়াই করে
সে পরাজিত হয়ে পড়ে।**
(২)
- √•ভাগ্যের কাছে আমি হার মানি নাই
হেরে গেছি শুধুমাত্র তোমার বিশ্বাসের কাছে•√•
(৩)
জীবনে তারাই বেশি কাঁদে…
যারা দশ জনকে না,,
শুধু একজনকেই অধিক ভালোবাসে!!!
(৪)
**চিৎকার করে কখনও নিজেকে
নির্দোষ প্রমাণ করা যায়না….
মাঝে- মধ্যে চুপ থাকতে হয়**
(৫)
অতিরিক্ত কোন কিছুই ভালাে না…
অতি শব্দটাই যে খারাপ!!!
(৬)
*!!*রাতটা আগের মতো আসলেও,,,
ঘুমটা যে আর আগের মত আসে না।*!!*
(৭)
✓✓মানুষ সব সহ্য করতে পারে
শুধু ভালোবাসার মানুষের দেয়া কষ্ট
সহ্য করতে পারে না।✓✓
ব্রেকআপ নিয়ে উক্তি
(১)
ভালোবাসা মানেই কারো জন্য অপেক্ষা করা।
কিন্তু সব অপেক্ষার ফল মেলে না,
কিছু অপেক্ষা অনন্তকাল ধরে চলতে থাকে।
(হুমায়ূন আহমেদ)
(২)
যে প্রেম স্বপ্নের মতো এসে আবার হারিয়ে যায়,,
সে প্রেমের স্মৃতি অমর হয়ে থাকে।।
(জীবনানন্দ দাশ)
(৩)
✓✓পাওয়া’র আ’গে এবং হারানোর পর
সবকিছুই মূল্যবান✓✓
(৪)
- •ভালোবাসার শেষ নেই,
কেবল মানুষটাই বদলে যায়।••
(কাজী নজরুল ইসলাম)
(৫)
***বেদনার মতো সঙ্গী আর কেউ হয় না,
যখন সবাই চলে যায়,
বেদনা একাই থেকে যায়।***
(রবীন্দ্রনাথ ঠাকুর)
(৬)
✓✓বেইমানরা কখনো দূরের কেউ হয়না
সবসময় খুব কাছের মানুষগুলোই
বিশ্বাস নষ্ট করে দিয়ে বেইমান হয়ে যায়✓✓
(৭)
✓✓ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া যায় না,
শুধু অভ্যাস করা যায়।✓✓
(শীর্ষেন্দু মুখোপাধ্যায়)
শেষকথা
আজকে এই পোস্টে ছিল ব্রেকআপ স্ট্যাটাস বাংলা, ব্রেকআপ মেসেজ, ব্রেকআপ নিয়ে উক্তি, ব্রেকআপ ক্যাপশন বাংলা, ব্রেকআপ সাইরি বাংলা, ব্রেকআপ হওয়ার স্ট্যাটাস ইত্যাদি সম্পর্কে বাছাই করা সেরা স্ট্যাটাস ও ক্যাপশন গুলো। এই ধরনের স্ট্যাটাসগুলো আপনি আপনার প্রোফাইল বা বন্ধুদের ও প্রিয়জনদের মাঝে শেয়ার করতে পারবেন।