কানাডার ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবে তার জন্য আগে নির্বাচন করতে হবে আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করবেন । এই পোস্টের মাধ্যমে তুলে ধরব যাঃ
- কানাডার ভিসার জন্য সাধারণ কিছু কাগজপত্র।
- কানাডার ভিসার জন্য অতিরিক্ত কিছু কাগজপত্র।
- কানাডার ভিসার জন্য যেভাবে আবেদন করতে হয়।
কানাডার ভিসার জন্য সাধারণ কিছু কাগজপত্রঃ
১। বৈধ একটি পাসর্পোট : আপনার পাসর্পোট ভ্রমণের তারিখ শেষ হয়ার পরেও ছয় মাসের জন্য বৈধ থাকতে হবে।
২। ভিসার আবেদনপত্র : আপনি কানাডার ভিসার জন্য যে আবেদন করেছেন তার একটি আবেদনপত্র থাকা লাগবে।
৩। ছবি: সাম্প্রতিক, পরিষ্কার ও পাসর্পোট আকারের ছবি হতে হবে।
৪। ফি: ভিসার ধরণের উপর ভিসার ফি প্রদান করতে হবে।
৫। অর্থের প্রমাণপত্র : আপনি কানাডায় থাকার মতো আপনার কাছে টাকা আছে তার একটি প্রমাণপত্র থাকতে হবে।
৬। বীমা : আপনার ভ্রমণ বীমা থাকতে হবে। যা আপনার অপ্রতাশিত ব্যয়ের জন্য লাগতে পারে।
৭। ভ্রমেণের উদ্দেশ্য এর প্রমাণপত্র : আপনি যদি ভ্রমণের উদ্দেশ্যে যেতে চান তাহলে আপনাকে একটি হোটেল বুকিং, ফ্লাইট টিকেট ও ভ্রমন পরিকল্পনা প্রদান করতে হবে। আপনি যদি ব্যবসার জন্য যেতে চান তাহলে আপনাকে ব্যবসায়িক আমন্ত্রণপত্র প্রদান করতে হবে।
৮। দেশে ফিরে আসার প্রমাণপত্র: আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বাংলাদেশে ফিরে আসার উদ্দেশ্য আছে। তার মধ্যে একটি চাকরির চিঠি, বিদ্যালয়ের এনরোলমেন্ট ডকুমেন্ট বা সম্পত্তির মালিকানার প্রমাণ অন্তর্ভুক্ত থাকতে পারে।
অতিরিক্ত কিছু কাগজপত্রঃ
১। বিবাহের কাবিননামা ও পরিবারের সদস্যদের জন্ম সনদ।
২। নিজের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৩। আপনার নিজের কর্মসংস্থানের ইতিহাসের প্রমাণপত্র।
৪। পুলিশ ক্লিয়ারেন্স এর সার্টিফিকেট।
৫। চিকিৎসা পরীক্ষার প্রমাণপত্র (মেডিকেল রির্পোট)।
কানাডার ভিসার জন্য যেভাবে আবেদন করতে হয়ঃ
১। প্রথমে আপনাকে বাচাই করতে হবে আপনি কোন ধরণের ভিসায় কানাডায় যেতে চান।
২। তারপর আপনি অনলাইনে অথবা কানাডার দূতাবাস অথবা কনস্যুলেট হতে আবেদনপত্র পূরণ করতে হবে।
৩। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে।
৪। আপনার ভিসার ফি প্রদান করতে হবে।
৫। চূড়ান্তভাবে আপনাকে আপনার ভিসার আবেদন জমা দিতে হবে।
আরও পড়ুন: প্রবাস জীবন-দেশে প্রবাসীদের গুরুত্ব
প্রয়োজনীয় কিছু কথাঃ
১। আপনার ভিসার আবেদন যত তাড়াতাড়ি সম্ভব জমা করে দিন।
২। আবেদন জমা দেয়ার পূর্বে আপনাকে আবারও একবার দেখার প্রয়োজন যে সমস্ত কাগজপত্র কি সঠিক আছে না কি নেই।
৩। আপনার আবেদনের সঠিকভাবে সঠিক ফি প্রদান করেন।
৪। আপনার আবেদন এর সাথে সকল প্রয়োজনীয় প্রমাণপত্র অন্তভূক্ত করুন।
৫। আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করুন।
এই তথ্য সমূহ শুধুমাত্র আপনাদের বুঝার স্বার্থে তুলে ধরলাম। এটি আইনি কোনো তথ্য নয়। কানাডার ভিসার জন্য আপনাকে আবেদন করার পূর্বে একজন অভিবাসন আইনজীবীর সাথে আলাপ-আলোচনা করা অতিব জরুরী। আইনি সহায়তার মধ্যমে আপনি কানাডিয়ান সঠিক ভিসা পেতে পারেন।
কানাডার ভিসা সম্পর্কে জানতে কানাডার সরকারি ওয়েবসাইট ভিজিট করতে পারেনঃ https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/visit-canada.html