শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও কোরআন-হাদিসের বাণী

শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস | শিক্ষা মানব জীবনের অমূল্য সম্পদ। একটি সুষ্ঠ, সুন্দর ও আদর্শময় জীবন অতিবাহিত করার জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। কিন্তু জীবনে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই প্রধান এবং একমাত্র শিক্ষা নয়। বরং জীবনের বাস্তবতায় এবং চলার পথে সঠিক আদর্শ অর্জন করায় মৌলিক শিক্ষা। 

আমাদের জীবনে ইসলামিক, প্রাতিষ্ঠানিক, ব্যবহারিক, আচরণিক, নৈতিক, ভুল থেকে শিক্ষা ইত্যাদি সকল প্রকার শিক্ষা গ্রহণেরই আবশ্যকতা রয়েছে। বিখ্যাত ব্যক্তিদের কিছু উক্তি ও আমাদের জীবনে ব্যাপক শিক্ষাদান করতে পারে। তাই শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও কোরআন-হাদিসের বাণী সমূহ জেনে নিতে পারেন এই লেখা থেকে।

শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

(১)

তোমাদের মধ্য ঐ ব্যাক্তিই সর্বোত্তম;;

যে তার এক চোখ দিয়ে দেখে নিজের দোষ,

আর অন্য চোখ দিয়ে অন্যের গুন দেখে।

{হযরত মুহাম্মদ (সাঃ)}

(২)

যদি তুমি নিজের বিবেককে নিজেই বড় মনে কর,,

তবে শত্রু সৃষ্টি হবে।

আর যদি হৃদয়কে বড় কর,,

তবে বন্ধু বৃদ্ধি পাবে।

(৩)

রেগে থাকা অবস্থায় কথা বললে,

এমন কথা বলে ফেলতে পারো,,,

যার জন্য তুমি সারা জীবন- লজ্জিত থাকবে।

(৪)

দেহের সৌন্দর্যের চাইতে চিন্তার সৌন্দর্য

অধিকতর মোহময়।

এই সৌন্দর্যের প্রভাব যাদুতুল্য।

তাই চেহারা নয়, চিন্তাকে সুন্দর করুন।

(সক্রেটিস)

(৫)

জীবন আর সময়কে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক বলা যায়।

কারন জীবন শেখায়-

সময়কে সঠিকভাবে ব্যবহার করতে,,,

আর সময় শেখায়,, জীবনের মুল্য দিতে।

(এ.পি.জে আব্দুল কালাম)

আরও দেখুন: বৃষ্টি নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন

ইসলামিক শিক্ষামূলক উক্তি

(১)

ইমাম শাফেঈ (রহঃ) বলেন:

“সকল মানুষই মৃত,

যারা জ্ঞানী তারা ব্যতীত;

এবং যারা জ্ঞানী তারা সবাই ঘুমিয়ে আছে,

যারা ভাল কাজ করে তারা ব্যতীত;

এবং যারা ভাল কাজ করে,,,; তারা প্রতারিত হয়,

যারা আন্তরিক তারা ব্যতীত;

এবং যারা আন্তরিক তারা সর্বদা ঘুমিয়ে থাকে,,

উদ্বেগজনক অবস্থায়।

(২)

হযরত আলী (রাঃ) বলেন:

”জ্ঞান আমার সঙ্গী,,

আমি যে স্থানেই যাই,,, তা আমার সাথে থাকে।

আমার হৃদয় এই জ্ঞানের ধারক,

বইয়ের তাক নয়।”

(৩)

ইবনে তাইমিয়া (রহঃ) বলেন:

”জ্ঞান অন্বেষণ করো,,,

কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অন্বেষণ করাও একটি ইবাদত।

জ্ঞান আপনাকে আরও খোদাভীরু করে তুলে;

আর জ্ঞান অনুসন্ধান করা হলো জিহাদ,

যারা জানে না তাদের শেখানো হলো দান,

পর্যালোচনা করা এবং আরও বেশি করে শেখা তাসবীহের মতো।

জ্ঞানের মাধ্যমে আল্লাহকে জানা ও ইবাদত করা যায়।

(৪)

হযরত আলী (রাঃ) বলেন:

সকল দুঃখ-কষ্টের মূল হলো-

এই দুনিয়ার প্রতি অত্যাধিক ভালবাসা ও আকর্ষণ।

(৫)

শেখ সাদী বলেন:

একজন জ্ঞানী ব্যক্তি,

যে তার আবেগ-কে সংযত রাখে না,

সে মশাল ধরে থাকা অন্ধের মতো।

সে অন্যকে পথ দেখায় কিন্তু নিজেকে নয়।

আরও পড়ুন: প্রতারণা নিয়ে উক্তি, স্ট্যাটাস ও বাণী

শিক্ষা নিয়ে কোরআনের উক্তি

(১)

পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।

তিনি সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক থেকে।

পড়, আর তোমার রব মহামহিম।

যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।

তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন;;; যা সে জানতোনা। 

(সূরা আল আলাক: ১-৫)

(২)

এই কিতাব, যা আমরা তোমার প্রতি নাযিল করেছি,

যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে __

অন্ধকার থেকে আলোর দিকে বের করে আন,

পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে।

(সূরা ইবরহীম: ১)

(৩)

তিনি যাকে চান প্রজ্ঞা দান করে।

আর যাকে প্রজ্ঞা দেয়া হয়, তাকে অনেক কল্যাণ দেয়া হয়।

আর বিবেক সম্পন্নগণই উপদেশ গ্রহণ করে।

(সূরা আল বাকারাহ: ২৬৯)

(৪)

বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই __

আল্লাহকে ভয় করে।

(সূরা ফাতির: ২৮)

(৫)

নিশ্চয় আসমানসমূহ ও যমীনের সৃষ্টি,

এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে

বিবেক-সম্পন্নদের জন্য বহু নিদর্শন।

(সূরা আলে ইমরান: ১৯০)

(৬)

আর আপনি বলুন,

‘হে প্রভু! আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন’।

(সূরা ত্বা-হা: ১১৪)

আরও দেখতে: টাকা নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন

শিক্ষা নিয়ে মহানবীর বাণী

(১)

হযরত মোহাম্মদ (সাঃ) বলেন:

“শিক্ষা অর্জনে সূদুর চিন দেশে যেতে হলেও যাও।”

(২)

রাসূল (সাঃ) বলেন,

আমাকে আমার প্রভু শিক্ষা দিয়েছেন,

সুতরাং আমাকে তিনি সর্বোত্তম শিক্ষা দিয়েছেন। আমার প্রভু আমাকে শিষ্টাচার শিখিয়েছেন সুতরাং তিনি সর্বোত্তম শিষ্টাচার শিখিয়েছেন। ’

(৩)

হযরত মোহাম্মদ (সাঃ) বলেন:

তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই,

যাদের আচার আচরণ সবচেয়ে ভালো।”

(৪)

হযরত মোহাম্মদ (সাঃ) বলেন:

”যার দুটি দিন একই রকম কাটলো,

সে ক্ষতিগ্রস্ত হলো।”

(অর্থাৎ, যে আজকের দিনটিকে গতকালের চেয়ে

বেশি কাজে লাগাতে পারলো না,

সে উন্নতি করতে পারলো না।)

(৫)

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) বলেন:

‘আল্লাহর রাস্তায় একটি সকাল কিংবা একটি বিকেল ব্যায় করা,

দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে,

তার চেয়েও উত্তম।

এখুনি দেখুন: রাগ নিয়ে স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন

বাস্তবতার শিক্ষা নিয়ে উক্তি

(১)

যতো বেশী আশাহীন ভাবে বাঁচতে পারবে,

ততো বেশী সুখী হতে পারবে!

এটাই ভালো থাকার মূলমন্ত্র।

(২)

কখনো হাল ছেড়ে দিও না!

এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো

তোমাকে বিজয়ীর খেতাব দেবে –

সারাজীবনের জন্য।

(মোহাম্মদ আলী)

(৩)

যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে,

পুরুষ চায় নিজের শক্তির দিকে।

তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে,

তোমার কপাল নয়।

(ডঃ লুৎফর রহমান)

(৪)

প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ।

তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন,

দেখবেন আপনার দুঃখও কমে গেছে।

(রেদোয়ান মাসুদ)

(৫)

কখনো ভেঙে পড়ো না।

পৃথিবীর যা কিছু হারিয়ে যায়,

অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে।

(মাওলানা জালাল উদ্দিন মুহাম্মদ রুমি)

আরও জানতে: একাকীত্ব নিয়ে স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন

শিক্ষামূলক নীতি বাক্য

(১)

হিংসে করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবেন।

কিন্তু কোনদিনই নিজের উন্নতি করতে পারবে না।

(২)

ক্ষমা কেবল তারাই দিতে পারে,

যারা ভেতর থেকে শক্তিশালী।

ফাঁপা মানুষ তো শুধু প্রতিশোধের আগুনে পুড়ে।

(৩)

একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায়

ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।

(কার্লাইল)

(৪)

এই পৃথিবী কখনো

খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না।।।

যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও

কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।

(আইনস্টাইন)

(৫)

পারিব না’ একথাটি বলিও না আর,

কেন পারিবে না তাহা ভাব একবার;

পাঁচজনে পারে যাহা,

তুমিও পারিবে তাহা,

পারো কি-না পারো,

কর যতন আবার।

একবার না পারিলে দেখ শতবার।

(কালীপ্রসন্ন ঘোষ)

শিক্ষা নিয়ে স্ট্যাটাস

(১)

অন্যরা তোমার সম্পর্কে কি ভাবলো,,

সেটা গুরুত্বপূর্ণ নয়!

তুমি তোমার সম্পর্কে কি ভাবলে,,,

সেটাই গুরুত্বপূর্ণ।

(২)

আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে –

তত শিক্ষার বিস্তার হচ্ছে।

পাশ করা আর শিক্ষিত হওয়া – এক বস্তু নয়,

এ সত্য স্বীকার করতে আমরা কুন্ঠিত হই।

(প্রমথ চৌধুরী)

(৩)

যদি আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে না জানেন,

তাহলে আপনার অবস্থা আক্রমণাত্বক হওয়ার উপক্রম

একটি অসহায় প্রাচীরহীন শহরের মত।

(বুক অফ প্রোভার্বস)

(৪)

আপনি যদি মানুষের পরিবর্তে —

আপনার মনের কথা শোনেন,

তবে আপনি আরও সুখী হতে পারবেন।

(৫)

ভালো পোশাক পড়লে মানুষ বড় হয় না!

বড় তো সে হয়,

যার হৃদয় বড়।

এখন পড়ুন: খেলাধুলা নিয়ে স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন

শিক্ষা নিয়ে ফেসবুক স্ট্যাটাস

(১)

ফুল থেকে শিক্ষা নাও —- প্রফুল্লতা

ঘুঘু থেকে শিক্ষা নাও –– নম্রতা,

মৌমাছি থেকে শিক্ষা নাও –– শৃঙ্খলা,

পিপীলিকা থেকে শিক্ষা নাও –– কাজ করা,

মোরগ থেকে শিক্ষা নাও –– খুব ভোরে ঘুম থেকে উঠা।

(২)

যারা প্রত্যেক বস্তুরই দাম জানেন,,

কিন্তু কোনও বস্তুরই প্রকৃত মূল্য জানেন না।

তারাই সমালোচক!!!

(৩)

শেখা থেকে কখনোই বিরত থাকা উচিত নয়,

কারণ শুধুমাত্র শেখার মাধ্যমেই ––

একজন মানুষ তার ব্যক্তিত্বের বিকাশ ঘটায়।

(৪)

নিজের লক্ষ্য ও স্বপ্নকে ––

আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন,

এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে।

(নেপোলিওন হিল)

(৫)

জীবনকে ঘৃণা করোনা,

ভালোবাসতে শেখো।

ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে,,

তোমার জীবনকে স্বর্গীয় সুষমায় উদভাসিত করে তুলো।

ভুল থেকে শিক্ষা নিয়ে উক্তি

(১)

জীবন চলার পথে বাঁধা আসতেই পারে,,

তাই বলে থেমে যাওয়ার কোন অবকাশ নেই।

যেখানে বাঁধা আসবে,,

সেখান থেকেই আবার শুরু করতে হবে।

(রেদোয়ান মাসুদ)

(২)

জীবনের একবার হলেও

খারাপ সময়ের মুখোমুখি হওয়া দরকার।

নয়তো ভালো মানুষের আড়ালে থাকা –– 

মুখোশগুলো চেনা যায় না।

(৩)

জীবনটাকে এতোটা সস্তা করোনা,

যাতে করে দু’পয়সার মানুষ এসে ––

তোমাকে নিয়ে খেলে চলে যেতে পারে!

(৪)

জীবনে যাই ঘটুক না কেন,,

কখনো আশা হারাতে নেই।

ভালো জিনিস তোমাকে যেমন সুখ দেয়,,

তেমনি খারাপ জিনিস তোমাকে শেখাবে।

(৫)

ভালো কিছু পেতে চাইলে সময়,

অবশ্যই ধৈর্য এবং শিক্ষার উপর ভরসা থাকা প্রয়োজন।

আরও দেখুন: বিখ্যাত মনীষীদের উক্তি, বাণী ও সেরা উপদেশ

শিক্ষা নিয়ে ক্যাপশন 

(১)

তুমি আমাকে শিক্ষিত মা দাও,

আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।

(নেপোলিয়ন বোনাপার্ট)

(২)

বিদ্বান সকল গুণের আধার,,

আর অজ্ঞ হলো সকল দোষের আকর।

তাই হাজার মূর্খের চেয়ে,,

একজন বিদ্বান অনেক বেশি কাম্য।

(চাণক্য)

(৩)

শিক্ষা হলো এমন এক প্রক্রিয়া,,,

যার মাধ্যমে মানুষের অন্তর্নিহিত শক্তির ––

পরিপূর্ণ বিকাশ ঘটে।

(আব্রাহাম লিংকন)

(৪)

টিয়া পাখির মতো মুখস্ত করে,,

বড় বড় সার্টিফিকেট অর্জন করে,, 

বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না।

শিক্ষা হচ্ছে সেটাই,,

যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে ––

সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়।

(রেদোয়ান মাসুদ)

(৫)

এমন ভাবে বাঁচো ––

যেন কাল তুমি মরবে।

এমনভাবে শেখো –– 

যেন তুমি সর্বদা বাঁচবে।

(মহাত্মা গান্ধী)

শিক্ষা নিয়ে ইংরেজি উক্তি

(১)

Education is the passport to the future, for tomorrow belongs to those who prepare for it today.

(২)

The roots of education are bitter, but the fruit is sweet.

(৩)

An investment in knowledge always pays the best interest.

(৪)

Education is not the filling of a pail, but the lighting of a fire.

(৫)

Empower yourself through education; it’s the most powerful tool to change the world.

শেষকথা 

এই ছিল বাছাই করা সেরা শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও কোরআন-হাদিসের বাণী সমূহ। ধন্যবাদ।

About Durud Ahmed

সম্মানিত ভিজিটর আমি দুরুদ আহমেদ,পেশায় আমি একজন ব্লগ লেখক। প্রযুক্তি ও শিক্ষা, ইতিহাস-ঐতিহ্য, লাইফস্টাইল এবং ইসলামিক লেখাই আমার প্রিয়। এই ব্লগের মাধ্যমে আমি সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভিজিটরদের সহযোগিতা করাই মূল লক্ষ্য।