বাবাকে নিয়ে স্ট্যাটাস- Father love status | পৃথিবীতে প্রতিটি সন্তানের জীবনে প্রথম নায়ক তার বাবা। ভূমিষ্ট হওয়ার পর থেকে আমরা মায়ের মমতা যেমন পাই, তেমনি বাবার গভীর ভালোবাসা ও অক্লান্ত চেষ্টার স্নেহও পাই। বাবার প্রতি আমাদের মনে ব্যাপক ভালোবাসা থাকলেও, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ করা হয়ে উঠেনা কখনোই।
আমাদের মনে জমে থাকা বাবার প্রতি এই ভালোবাসাটা আমরা বিভিন্ন স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশনের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। তাই এই লেখাতে সেরা বাবাকে নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কবিতা গুলোর তালিকা তুলে ধরা হলো।
বাবাকে নিয়ে স্ট্যাটাস
(১)
তিনি পুড়েছেন রোদে ভিজেছেন বৃষ্টিতে,,
আমায় রেখে বুকে।
আমি দেখেছি যেন এক ফেরেস্তা,,
আমার আব্বা জানের রুপে।
(২)
ঘামতে দেখেছি তবে দেখিনি কাঁদতে,
আমি আমার বাবার থেকে বড় যোদ্ধ দুনিয়াতে
দেখিনি কাউকে আর।
আল্লাহ তায়ালা পৃথিবীর সকল মা-বাবার নেক হায়াত দান করুক।
আমিন।
(৩)
বাবা মানে হলো শত শাসন সত্ত্বেও
এক নিঃসার্থ ভালোবাসা।
বাবা তোমার অসম্পুর্ণ সপ্নপূরণই,
আমার জীবনের প্রত্যাশা।
(৪)
সুপার হিরো শুধু সিনেমা এবং গল্পের বইয়েই পাওয়া যায়, এমন নয়।
আমার জীবনেও একজন সুপার হিরো আছে,
যাকে আমি বাবা বলে ডাকি।
(৫)
একজন মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানীর সম্মান পেতে নাও পারে।
কিন্তু প্রতিটি মেয়েই তার বাবার কাছে এক রাজকন্যা।
বাবা নিয়ে ক্যাপশন
(১)
বাবা তো একটি গাছের শিকর,
যেই শিকরের কারণে সম্পূর্ণ গাছ টা বড় হয়।
বেঁচে থাকার জন্য বাবারাই সংসারের সেই শিকর হয়।
(২)
জীবনের বিভিন্ন পর্যায়ের ঝড়-ঝঞ্ঝায়-
যিনি কখনও ছেড়ে যান না,,
তিনিই হলেন বাবা।
(৩)
পৃথিবীর সকল সন্তানরাই ভালোবাসে তার বাবাকে।
কিন্তু বলতে পারে না কখনো।
কারন এই ভালোবাসা এতোটাই গভীর হয় যে,
কখনোই বলে তা বোঝাতে হয়না।
(৪)
অপ্রকাশিত এক ভালোবাসার নাম হলো বাবা!!!
যাকে কখনো জড়িয়ে ধরে বলা হয়নি, যে তোমাকে খুবই ভালোবাসি বাবা।
আল্লাহ তায়ালা আমার বাবাকে সর্বদাই সুস্থ রাখুক, আমিন।
(৫)
আমার কাছে আমার বাবা হলো: ক্ষমাশীল, সহনশীল, নম্র, স্নেহশীল, উদ্যমী, এবং সম্মানিত এর সংক্ষিপ্ত রূপ।
বাবাকে নিয়ে কবিতা
(১)
বাবা তুমি বট বৃক্ষ,
যার ছায়ায় প্রতিটি সন্তান সুরক্ষিত।
যেখানে একটুও পাবে না ক্ষিপ্ত রোদ
যে জীবন ঝড়ের প্রতিবন্ধক।
(২)
তোমার চোখে দেখি জীবনের দর্পন
যার হাত ধরে করি কঠিন জীবনে পদার্পণ।
সুচরিত্র গঠনে পরম শিক্ষাদাতা,
শত আঘাত যন্ত্রণার মাঝেও
তুমি সান্ত্বনা দাতা।
(৩)
নিজে না খেয়ে বাবা
সন্তানকে খাওয়ায়,
ছেঁড়া জামা গায়ে দিয়ে
নতুন জামা পড়ায়।
কত কষ্ট করে বাবা
সন্তানের লাগিয়া,
সেই সন্তান বড় হয়ে
বাবাকে যায় ভুলিয়া।
(৪)
শিশু ভূমিষ্ঠ হলে পৃথিবীতে
বেড়ে ওঠে বাবার হাতে।
পায়ে পায়ে হাঁটতে শেখায়
নরম কোমল হাতে।
বুকে নিয়ে ঘুমায় বাবা
আঁধার ঘরে রাতে।
(৫)
বাবার মতো এতো আপন
কেহ তো আর নাই,
দুনিয়া থেকে চলে গেলে
কোথায় পাবো ঠাঁই।
নিজের বাবাই শ্রেষ্ঠ বাবা
যতন করো তার,
হারিয়ে গেলে খুঁজে তাকে
পাবে কি তুমি আর।
বাবা নিয়ে উক্তি
(১)
বাবা-ই আমাদের শিখিয়েছেন আঙুল ধরে হাঁটতে,
আবার তিনিই আমাদের শিখিয়েছেন জীবনের সাথে লড়াই করে বাচতে।
(২)
বাবার রাগ গুলো আমাদের কাছে রাগ বলে মনে হলেও,,
বাস্তবে তা কিন্ত বাবার ভালবাসারই অংশ।
(৩)
এই পৃথিবীতে শুধুমাত্র বাবাই এমন ব্যক্তি,
যিনি নিজের থেকে নিজের সন্তানকে এগিয়ে যেতে দেখতে চায়।
(৪)
বাবা তার কখনো বলেনা যে,
সে তোমাকে ভালোবাসে।
বরং বাবা দেখিয়ে দেয়, যে তিনি তোমাকে কতটা ভালোবাসে।
(৫)
পৃথিবীতে ধনী কিংবা গরিব সকল পিতাই শক্তিধর।
কারন একজন বাবা তার সন্তানের জন্য জীবমে ব্যাপক শক্তির পরিচয় দেয়।
বাবাকে নিয়ে স্ট্যাটাস বাংলা
(১)
বাইরে থেকে কঠোর অনেক,
মনটা কোমল ফুল।
তাইতো হাসি মুখে করেন ক্ষমা,
সন্তানদের সকল ভুল।
(২)
এই ভাবনাই আমাকে আরও বহুগুন শক্তিশালী করে তোলে,,
যে আমার বাবা সর্বদাই আমার জন্য পাশে আছেন।
(৩)
সেই ব্যক্তিই সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি,,
যার কাছে পিতার ভালোবাসার অপার সম্পদ রয়েছে।
(৪)
আমার বাবাই আমার জীবনের নায়ক।
আমার যখন প্রয়োজন হয় তখনই তিনি আমার পক্ষে থাকেন।
তিনি আমার মনের কথা শুনেছিলেন এবং অনেক কিছু শিখিয়েছিলেন আমায়।
(৫)
একজন বাবা হয়তো তার সন্তানকে ৯ মাস গর্ভে ধারন করেনা,
কিন্তু সারাজীবন বুকের মাঝে আগলে রাখে।
বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস
(১)
কে কতোটা ধনী, তা আপাতদৃষ্টিতে হয়তো তার ধনসম্পত্তির পরিমান দেখে বোঝা যায়।
কিন্তু প্রকৃতপক্ষে সেই ব্যক্তিই ধনী,
যার কাছে বাবা-মায়ের ভালবাসা নামক সম্পদ আছে।
(২)
বাবা তুমি কোথায় হারিয়ে গেলে,
কোন অজানায় ও কোন অচিনপুরে,
তোমার ছেলেটা বাবা কাঁদছে বসে একা।
কতদিন হলো বাবা, দেখিনি তোমায় দুচোখ ভরে।
(৩)
বাবা তোমাকে আজ আরেকটি বার দেখার জন্য হৃদয়ের ভিতর হাহাকার করে ওঠে।
কিন্তু সেটা আমি বোঝাতে পারিনা কাউকেই।
তুমিতো আমাকে রেখে চলে গেছো বহুদূর।
(৪)
মেঘের উপরে হয়তো নেটওয়ার্ক থাকে না,
তাই বলেই হয়তো আমার বাবার কল আমার কাছে আসেনা।
বাবা না থাকার যন্ত্রণাটা, বাবা থাকতে কেউ বুঝতে পারেনা।
(৫)
পিতা-মাতা বেঁচে থাকলে, অবশ্যই তাদের যত্ন করতে হবে।
নাহলে, যেদিন হারিয়ে যাবে সেদিন বুঝবে,,
যে কি রত্ন জীবন থেকে হারিয়ে গেছে।
মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস | বাবা হারানোর স্ট্যাটাস
(১)
আজকে তুমি বেঁচে থাকলে আমার এতোতা কষ্ট হতো না বাবা।
তোমাকে ছাড়া জীবন এতটা সহজ নয়।
(২)
আমি বাবাকে বুঝতে পারিনি, কারন ভুলটা আমার ছিল।
আজ আমি বাবা হয়েছি, এখন সব বুঝতে পারছি। বাবাদের প্রতিটা তিরস্কারের মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসা।
(৩)
খেতে গেলে তোমায় অনেক মনে পরে খাওয়ার ওই টেবিলে,,,
নিজের পাতের খাবারগুলো আমায় তুলে দিয়ে,,,
বলতে বাবা নাও তুমি খাও বেশি করে।
(৪)
বাবাকে হারিয়ে এখন আমি বুঝতে পারছি যে,,,
জীবনে আমার কত বড় অবলম্বন টা হারিয়ে গেছে।
(৫)
অর্থের বিনিময়ে হয়তো বাজার থেকে আনন্দদায়ক জিনিস কিনতে পারা যাবে।
কিন্তু বাবা-মায়ের ভালোবাসা কখনোই কেনা সম্ভব নয়।
বাবা না থাকার কষ্টের স্ট্যাটাস
(১)
পৃথিবীর সব কিছুর অভাব পূরণ করা সম্ভব হলেও
কিন্তু বাবা-মার অভাব পূরণ করা সম্ভব হয় না।
(২)
বাবা নামক মানুষটা যখন থাকেনা,,
তখন যেন মাথার উপর ছায়াদানকারী বটবৃক্ষটাও থাকেনা।
(৩)
ছোট থেকেই বাবা মার কোলে মাথা রেখে ঘুমিয়েছি।
আজ বাবা-মা নেই, তাই ঘুমটাও আর আগের মতো হয় না।
(৪)
বাবা খুব বেশি মনে পড়ে তোমাকে,
দুঃখ, সুখ আর অসহায় সময়ে।
তখন কাঁদি একা নীরবে।
বাবা তোমার মতো বন্ধু এখন পাইনা খুঁজে,,
আনন্দ কিংবা বিপদে।
(৫)
মনের স্মৃতির জানালা খুলে,
তোমায় মনে পড়ে,
কোথায় লুকিয়ে আছো বাবা,
আমায় একা ফেলে।
তোমার মতো করে না কেউ,
আমায় আর শাসন।
মনে পরে, তোমার দেওয়া বকানি গুলো,
আজ মনে পরছে ভীষণ।
বাবাকে নিয়ে কিছু কথা
(১)
একজন ভালো বাবা শুধুমাত্র একটি পরিবারই নয়
বরং একটি প্রজন্মের জন্যও উত্তম উদাহরণস্বরূপ।
(২)
প্রতিটি ছেলেই তার কর্ম এবং স্বভাবের মাধ্যমে তার বাবাকে বাঁচিয়ে রাখে।
কারন ছেলেরা কখনোই তার বাবাকে হারাতে চায়না।
(৩)
প্রকৃতিতে পশুপাখি এবং মনুষ্য জাতিতে,,
প্রতিটি বাবাই তার সন্তানের জন্য এক অনন্য ছায়া।
যে ছায়ায় তার সন্তান নিশ্চিন্তে জীবন ধারণ করতে পারে।
(৪)
বাবা তূলনা হয় একটি বাড়ির ছাদের মতো।
যে বাড়ির সকল সন্তানদের ছায়া দেয়,
কিন্তু মুখ ফুটে কিছু বলে না।
(৫)
যিনি তার সারাদিনের কষ্ট,
শুধু মাত্র সন্তানদের হাসিমুখ দেখে ভুলে যায়,,
সেই হলো বাবা।
বাবা ছেলের ভালোবাসার উক্তি
(১)
আমি বোকা হতে পারি,
অনেক খারাপ ছাত্র হতে পারি,
দেখতে অনেক কুৎসিত হতে পারি,
কিন্তু আমি আমার বাবার চোখের মনি।
(২)
ছোট বেলায় একজন পথপ্রদর্শক রূপে,,,
আর বড়ো হয়ে বন্ধু রূপে সবসময় পাশে ছিলে তুমি। তোমাকে কতোটা ভালোবাসি, তা বলে বোঝাতে পারবো না বাবা।
(৩)
পৃথিবীতে এমন ১টি জিনিস আছে,,,
যা অমূল্য হয়েও বিনামূল্যে জন্ম থেকেই সবাই পেয়ে যায়।
সেটি হলো মা-বাবার ভালোবাসা।
নিঃস্বার্থ এবং প্রকৃত ভালোবাসা।
(৪)
এই পৃথিবীতে একজন বাবা হওয়াটা হয়তো গর্বের বিষয়।
কিন্তু সন্তানের কাছে সফল বাবা হওয়াটা আরও বেশি গর্বের।
আরও পড়ুন: বাংলা ছন্দ স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা
(৫)
একজন বাবার ভালোবাসা এবং সফল বাবা হওয়া গল্প, শুধু সেই সন্তানই জানে,
যে সন্তান তার বাবাকে ভালোবেসেছে।
মা-বাবার ভালোবাসার স্ট্যাটাস
(১)
বাবা-মা যতই দরিদ্র হোক না কেন,
তারা তাদের সন্তানদের খুশী রাখতে,,
চেষ্টার কোনও ত্রুটি রাখেন না।
(২)
আমাদের পিতা-মাতা হয়তো নিখুঁত হতে নাও পারে,
কিন্তু তারা হলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার।
(৩)
আমরা সকলের চোখের আড়ালে নিজেদের দুঃখ লুকিয়ে রাখতে পারি,
কিন্তু বাবা মায়ের সামনে তা কখনোই পারি না।
(৪)
মা-বাবার ছায়া যতক্ষন সন্তানদের মাথার উপর থাকে, ততক্ষন পর্যন্ত তাদের কোন ক্ষতি হওয়া কঠিন।
(৫)
নিজেকে এতোটাই সক্ষম করার চেষ্টা করতে হবে,,, যেন আমাদের মা-বাবার প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারি।
শেষকথা
এই আর্টিকেল থেকে এই লেখাতে সেরা বাবাকে নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কবিতা গুলো জানতে পারলেন। এছাড়া এখানে আপলোড করা বাবাকে নিয়ে স্ট্যাটাস পিকচার গুলোও আপনার শেয়ার করতে পারবেন। ধন্যবাদ।