অসুস্থতা নিয়ে ইসলামিক স্ট্যাটাস

অসুস্থতা নিয়ে ইসলামিক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও হাদিস

অসুস্থতা নিয়ে ইসলামিক স্ট্যাটাস | স্বাস্থ্যই সকল সুখের মূল। কিন্তু প্রতিটি মানুষের জীবনেই নানা রকম রোগ-ব্যাধীর প্রাদুর্ভাব হয়। জীবনের বিভিন্ন সময়ে অসুস্থতা আমাদেরকে ঘিরে ধরতে পারে। সে সময় আমরা বুঝতে পারি যে, সুস্থতা আমাদের জন্য আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত গুলোর একটি। 

অসুস্থ অবস্থায় আমরা আমাদের মনের অনুভূতি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার জন্য নানান স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন খুঁজে থাকি। এর মাধ্যমে আমাদের মনের বিষন্নতা কিছুটা কমে যায়। তাই আপনাদের জন্য বাছাই করা সেরা অসুস্থতা নিয়ে ইসলামিক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও হাদিস ও পবিত্র কুরআনের আয়াতগুলো তুলে ধরা হলো।

অসুস্থতা নিয়ে স্ট্যাটাস

(১)

আমরা অসুস্থ হলে বুঝতে পারি, সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত।

আল্লাহ সকলকে সুস্থ রাখুক। (আমিন)

(২)

আরোগ্য লাভের চেয়ে উত্তম হলো প্রতিরোধ করা।

(প্রবাদ বাক্য)

(৩)

সুস্থতার মানে হলো বর্তমানে আপনার শরীর ও মন যথাযথ অবস্থায় থাকা।

এসময় আপনি যাই করুন না কেনো, তা আপনাকে আনন্দ দিতে সক্ষম।

(গ্রেগ অ্যান্ডারসন)

(৪)

সুস্থতা কিছুটা অর্থের মতোই!!

আমরা ততক্ষণ পর্যন্ত এর মূল্যায়ন করিনা,

যতক্ষণ পর্যন্ত এটি আমরা হারিয়ে না ফেলি।

(জোস বিলিংস)

(৫)

প্রতিটি মানুষের জন্যই নিজের দেহের সুস্থতা একান্ত প্রয়োজন।

কারন এটিই একমাত্র স্থান যেখানে আপনি থাকতে পারবেন।

অসুস্থতা নিয়ে ইসলামিক স্ট্যাটাস ও ক্যাপশন

(১)

তোমার অসুস্থ হওয়ার আগেই সুস্থতার মূল্যায়ন করো।

আর তোমরা জীবিত অবস্থাতেই নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নাও।

(২)

দূরবর্তী নদীর তীরে চর্মরোগে আক্রান্ত একটি ছাগী

যদি মালিশ করার মতো তেলের অভাবে কষ্ট পায়,

তাহলে হাশরের দিন, সেই সম্পর্কেও রাষ্ট্রপ্রধানকে

আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

{হযরত ওমর ফারুক (রাঃ)}

(৩)

সুস্বাস্থ্য আর ধন-সম্পদ নিয়ে কখনো গর্ব করতে নেই, 

কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসেনা। 

(৪)

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেন,,,

ঐ মুমিনের প্রতি আমি আশ্চর্য হই,

যে রোগের কারণে অধৈর্য হয়, 

যদি সে জানতো যে রোগের মধ্যে

কত উপকার আছে, 

তাহলে সে আল্লাহর সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত

রোগাক্রান্ত থাকতেই পছন্দ করতো।

(বাযযার)

(৫)

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেন, তুমি যখন রোগীর নিকট যাবে, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলবে। নিশ্চয়ই তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতই কবুল হয়।

(ইবনে মাজাহ)

নিজের অসুস্থতা নিয়ে স্ট্যাটাস

(১)

দীর্ঘকাল যদি মন খারাপ থাকে, তাহলে সেখানে অসুস্থতা জমে যায়।

তখন মন ভালো লাগলেও, সেখানে সেই অসুখের রেখে যাওয়া দাগ থেকে যায়।

তবুও নিজেদের ভালো থাকতে হয়।

(২)

অসুস্থ হতে অস্বীকার করো!!!

নিজের কাছে বা কারো কাছেই তোমার অসুস্থতা প্রকাশ করনা।

অসুস্থতা এমন জিনিস, যার সূচনাতেই সকলের বাধা প্রদান করা উচিৎ।

(৩)

তুমি যদি স্বাস্থ্যের যত্ন নিতে,,,

তাহলে হয়তো আকস্মিক অসুস্থতা তোমাকে বিপন্ন করে দিতে পারতো না৷

(৪)

আমি এমন তিনটি জিনিস ভালোবাসি, যা অন্য লোকেরা ঘৃণা করে।

যথা: দরিদ্রতা, অসুস্থতা এবং মৃত্যু।

আমি এগুলো ভালোবাসি, কারন-

দারিদ্র হচ্ছে বিনয়,

অসুস্থতা হলো গুনাহের মোচন,

এবং মৃত্যুর ফলাফল হলো আল্লাহর সাথে সাক্ষাত লাভ করা।

তবে তার জন্য পরিপূর্ণ ইমান নিয়ে জীবনধারণ করতে হবে।

(৫)

হতাশা এমন একটি মানসিক রোগ,

যা আমাদের মনে অশান্তির সৃষ্টি করে এবং দেহকে দূর্বল করে তোলে।

বাবা-মায়ের অসুস্থতা নিয়ে স্ট্যাটাস-ক্যাপশন

(১)

তরুণদের থেকে বৃদ্ধদের রোগ-ব্যাধি তূলনামূলক কম৷

কিন্তু এই বয়সে যেটুকুই থাকে,

তা আমৃত্যু সঙ্গী হিসেবেই থেকে যায়।

(২)

প্রত্যেক মানুষের জীবনে যে সকল প্রিয় মানুষ রয়েছে তাদের প্রতি যদি আমরা যত্নশীল হয়ে থাকি এবং নিয়মিত যদি খোঁজখবর রাখি, তাহলে বহু অসুস্থতা ও মানসিক রোগ থেকে বাঁচা সম্ভব।

(৩)

অসুস্থতা, তুমি আমায় করেছ পরাজিত,

জীর্ণতা গড়েছে বাসা আমার শরীরে।

স্থীর হয়ে পড়ে আছে এই দেহ-খানি,

পুরো পৃথিবীটা আজ যেন শূন্য, নজরে।

(৪)

বাবা/ মা অসুস্থ হলে পরিবারের অন্যদের জীবন কেমন যেনো এলোমেলো হয়ে যায়। 

মা অসুস্থ হলে যেন, সম্পূর্ণ পরিবারটাই অসুস্থ হয়ে পড়ে। 

আর বাবা অসুস্থ হলে, সকলের মানসিক চাপ বৃদ্ধি পায়।

প্রিয়জনের অসুস্থতা নিয়ে স্ট্যাটাস

(১)

প্রিয় মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে,,,

আর তখন যদি আমরা মনে করি যে, তাদেরকে সুস্থ করে তুলবো,,

এবং নিজেদের সর্বোচ্চটা দিয়ে যদি চেষ্টা করি,,,

তাহলে খুব সহজেই জটিল অসুস্থতা কাটিয়ে ওঠা সম্ভব।

(২)

তোমার অসুখে অসুস্থ আমি!!!

ঠোঁট অবিরত শুষ্ক,

জ্বরে পুড়ছে আমার কপাল,

তুমাকে ছাড়া আমি দেখছি রোজ,

একটা করে নতুন সকাল।

(৩)

সংসারে অভ্যন্তরীন অসুস্থতা এড়াবার প্রধান উপায় হলো, মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেওয়া।

যে যত বেশি মনের ভুবন সৃষ্টি করতে পারে,

অসুস্থতা এড়াবার ক্ষমতাও তার ততই বেশি হয়

(বারট্রান্ড রাসেল)

(৪)

প্রেম ভালবাসা হলো এক বিশেষ প্রকারের মানসিক রোগ৷

(প্লেটো)

(৫)

সন্দেহ হলো মারাত্মক অসুস্থতা৷

একবার উদ্রেক হলে তা নির্মমভাবে শেষ হয়৷

(জন ম্যাসফিল্ড)

কয়েকটি অসুস্থতা নিয়ে কোরআনের আয়াতের অর্থ

(১)

মহান আল্লাহ তায়ালা বলেন, “আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত।”

(সুরা: বনি ইসরাইল, আয়াত: ৮২)

(২)

“এবং আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন তিনিই আমাকে সুস্থ করে তোলেন।”

(সূরা: আশ-শোয়ারা, আয়াত: ৮০)

(৩)

মহান আল্লাহ তায়ালা বলেন, 

“আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো

কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে।

আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।”

(সুরা: বাকারা, আয়াত: ১৫৫)

(৪)

“এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য।”

(সুরা: ইউনুস, আয়াত: ৫৭)

(৫)

“বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়াত ও রোগের প্রতিকার।”

(সুরা: হা-মিম সাজদা, আয়াত: ৪৪)

কয়েকটি অসুস্থতা নিয়ে হাদিস এর অর্থ

(১)

যখন কেউ রোগাক্রান্ত হয়,

তার থেকে গুনাহসমূহ এমনভাবে ঝরে পড়ে,,,

যেভাবে গাছ থেকে তার পাতাগুলো ঝরে পড়ে।

(সহিহ বুখারী: ৫৬৪৭)

(২)

পাঁচটি সেরা বিপদের পূর্ববর্তী পাঁচটি সতর্কতা।

যথা: বার্ধ্যেকের দৌর্বল্যের আগে যৌবনের,

রোগের আগে স্বাস্থ্যের,

দারিদ্র্যের আগে ধন সম্পদের,

কাজের (ব্যস্ততার) আগে অবসর সময়ের,

এবং মৃত্যুর আগে জীবনের যথারীতি সুযোগ সুবিধা গ্রহণ করা ও সদ্ব্যবহার করা।

(আল হাদিস)

(৩)

২টি নিয়ামতের ব্যাপারে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত। নিয়ামত ২টি হলো: সুস্থতা ও অবকাশ।

(সহিহ বুখারী)

(৪)

তোমরা অসুস্থতার আগে সুস্থতাকে গণিমত (সম্পদ) মনে করো।

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)

(৫)

কোন মুসলিম যখন অসুস্থতা বা অন্য কোন কষ্টে নিপতিত হয়,,

আল্লাহ তার গুনাহ গুলো মিটিয়ে (ঝরিয়ে) দেন।

যেমন শীতকালে গাছ তার পাতা ঝরায়।

(সহীহ মুসলিম, হাদীস: ২৫৭১)

অসুস্থতা নিয়ে উক্তি বা বাণী

(১)

বিশ্রাম নেওয়া কখনোই আলস্য নয়৷

বিশ্রাম হলো অসুস্থতার উপযুক্ত ঔষধ।

(গ্লেন শোয়েইজার)

(২)

যে ব্যক্তি সর্বক্ষণ নিজেকে অসুস্থ মনে করে।

সে সারাজীবন অসুস্থই থেকে যায়।

(জুভেনাল)

(৩)

স্বাস্থ্যবান দেহ আত্নার জন্য প্রিয় অতিথিশালা স্বরূপ।

আর রোগাক্রান্ত দেহ আত্নার জন্য বদ্ধ কারাগার স্বরূপ।

(বেকন)

(৪)

দারিদ্র্য, রোগ, দুঃখ বন্ধন এবং বিপদ।

সবকিছুই মানুষের নিজেরই অপরাধ রূপ (নামক) বৃক্ষের ফল।

(চাণক্য)

(৫)

ঋণ, অগ্নি এবং রোগের শেষ রাখতে নেই,,,

কারণ তারা আবার বেড়ে যেতে পারে৷

(চাণক্য)

অসুস্থতা নিয়ে কবিতা ও ছন্দ

(১)

শরীর যখন অসুস্থ খুব, 

দেওয়াল জুড়ে কবিতারা ভিড় করে,,,

মন কেমনের ওষুধ যে নেই, 

আজ, অসুখ যে মনের ঘরে।

(২)

সুখ কি এমন রোগে অনাহারে পিষ্ট পচন

সভ্য পশুর হীন চিৎকার

শুধু প্রতারণার মিথ্যে মুখোশ,

শুধু অপচয়ে আত্মবিনাশ,

আর কিছু নয়।

(রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ)

(৩)

অসুস্থতা, তুমি আমায় দিয়েছ এক ব্যাকুলতা,

তাই লিখতে পারছিনা আজ কোন কবিতা।

কবিতা নামের এই এলোমেলো সারিগুলো,

আজ প্রমাণ করছে আমি কতটা অসুস্থ।

(৪)

শূন্যতা তুমি মোরে করেছ আলিঙ্গন,

তোমার পেয়ালা আজি প্রস্ফুটিত যেন এ বুকে।

ভীষ্মের শরশয্যার মত আজি এ দেহখানি,

পরে রয়েছে বিরক্তিকর এ রুমের একখানা শয্যায়।

(৫)

জীর্ণতা বাসা বেঁধেছে আজি এ অন্তরালে,

অসুস্থতা তুমি মোরে করেছ পরাজিত।

নিথর দেহখানি পড়ে রয়েছে,

সমস্ত পৃথিবীটা আজ অন্তঃসারশূন্য।

অসুস্থতা নিয়ে ক্যাপশন

(১)

চারটি জিনিস শরীরকে ধ্বংস করে দেয়।

যথা: (১) উদ্বিগ্নতা/ দুশ্চিন্তা/ টেনশন,

(২) দুঃখ,

(৩) ক্ষুধা এবং

(৪) অনিদ্রা বা নিদ্ৰাহীনতা।

আরও পড়ুন: বাবাকে নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কবিতা

(২)

অসুস্থতার পর আরোগ্য লাভ করতে পারাটা,

যেনো নতুন করে জীবন শুরু করার মতো অনুভূতির।

(৩)

কোনো রুগ্ন ব্যক্তিই জীবন সম্পর্কে,,,

কোনো সুস্থ বা সুন্দর ধারণা রাখতে পারে না৷

(উইলিয়াম ওসলাম)

(৪)

অসুস্থ থাকা অবস্থায় নিজের কথা এবং চিন্তাগুলোকে

কখনোই বিশ্বাস করবেন না।

(জন ডাব্লু গার্ডনার)

(৫)

অসুস্থতা স্বাধীনতার বিপরীত,,

এটি সবকিছুকেই অসম্ভব করে তোলে।

অসুস্থতা নিয়ে ফেসবুক পোস্ট ও স্ট্যাটাস

(১)

প্রতিটি অসুস্থতার একটি ভিনধর্মী গুণ রয়েছে,

আক্রমণ এবং নিয়ন্ত্রণের ক্ষতির অনুভূতি।

(সিরি হুস্টভেদ)

(২)

বিশ্রাম নেওয়াটা আলস্য নয়।

কারন বিশ্রামই হলো বহু অসুস্থতার উপযুক্ত ঔষধ।

(গ্লেন শোয়েইজার)

(৩)

প্রতিদিন আপনি ৩০ মিনিট হাঁটলে,,,

অধিকাংশ রোগ থেকে রক্ষা পাবেন।

(হাবিবুর রাহমান সোহেল)

(৪)

আল হারিছ বলেছেন,

“যে ব্যক্তি সুস্থ থাকতে চায়,,,

তার উচিত দুপুরের খাবার ও রাতের খাবার

আগেভাগে গ্রহণ করা।

(৫)

চারটি জিনিস শরীরকে দুর্বল করে তোলে।

(১) অতিরিক্ত কথা বলা

(২) অতিরিক্ত ঘুমানো

(৩) অতিরিক্ত খাওয়া এবং

(৪) অতিরিক্ত যৌন ক্রিয়া করা।

শেষকথা

উপরোক্ত আর্টিকেলে সেরা অসুস্থতা নিয়ে ইসলামিক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও হাদিস ও পবিত্র কুরআনের আয়াতগুলো জানতে পারলেন। এছাড়াও এই আর্টিকেলে ব্যবহৃত ছবিগুলো ডাউনলোড করে শেয়ার করতে পারবেন। ধন্যবাদ।

About Durud Ahmed

সম্মানিত ভিজিটর আমি দুরুদ আহমেদ,পেশায় আমি একজন ব্লগ লেখক। প্রযুক্তি ও শিক্ষা, ইতিহাস-ঐতিহ্য, লাইফস্টাইল এবং ইসলামিক লেখাই আমার প্রিয়। এই ব্লগের মাধ্যমে আমি সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভিজিটরদের সহযোগিতা করাই মূল লক্ষ্য।