জানাযার নামাজের দোয়া এবং জানাজার নামাজ পড়ার নিয়ম (সহিহ ভাবে)

জানাযার নামাজের দোয়া আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ এবং সঠিকভাবে জানাজার নামাজ পড়ার নিয়ম জেনে নিন এখানে।

মানুষসহ পৃথিবীর সকল প্রাণীই মরণশীল। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন মানুষ ইন্তেকাল করার পর তার লাশ কবরে দাফন করার পূর্বে, মহান আল্লাহর কাছে তার রুহের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করার জন্য জানাযার নামাজ আদায় করা হয়। 

মৃত ব্যক্তি পুরুষ, মহিলা, মেয়ে শিশু, ছেলে শিশু যা-ই হোক না কেন, একই নিয়মে ৪ তাকবীরের সাথে রুকু-সিজদা ছাড়াই এই নামাজ আদায় করতে হয়। এই সালাত আদায় করা ফরজে কিফায়া। মৃত ব্যক্তির মাগফিরাতের পাশাপাশি আল্লাহর রহমত প্রাপ্তির জন্য, সঠিকভাবে জানাজার নামাজ পড়ার নিয়ম ও জানাযার নামাজের দোয়াসমূহ এই আলোচনা থেকে জেনে নিন।

জানাজার নামাজের দোয়া কোনটি?

জানাজার নামাজে তৃতীয় তাকবীরের পর মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতে হয়। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন তোমরা মৃত ব্যক্তির জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া কর। তাই জানাজার নামাজে আমরা মরহুমের জন্য এবং আমাদের সকলের জন্য দোয়া করবো।

জানাজার নামাজের দোয়া আরবিতে

রাসূলুল্লাহ (সাঃ) -এর নির্দেশিত নিয়ম অনুসারে জানাজার নামাজে এই দোয়া পড়া সুন্নত:

আরবি: لَّهُمَّ اغْفِرْلحَيِّنَاوَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَا نَا اَللَّهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلَى الاِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الاْيمَانِ اَللّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَه وَلَا تَفْتِنَّا بَعْدَه (তিরমিজি- ১০২৪, আবু দাউদ- ৩২০১)

জানাযার নামাজের দোয়া বাংলা উচ্চারণ

উপরোক্ত জানাযার নামাজের আরবি দোয়াটির বাংলা উচ্চারণ হলো: 

“আল্লা-হুম্মাগফিরলি হাইয়্যেনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া ছাগীরিনা ওয়া কাবীরিনা ও-য্বাকারিনা ও-উংছানা। আল্লাহুম্মা মান আহ্ইয়াইতাহু মিন্না ফা-আহ্য়িহি আলাল ইসলাম, ওয়া মান তাওয়াফ-ফাইতাহু মিন্না ফাতাওয়াফ-ফাহু আলাল ঈমান। আল্ল-হুম্মা লা-তাহরিমনা আঋরাহু ওয়া-লা তাফতিন্না বা’দাহ।”

জানাজার নামাজের দোয়া বাংলা অর্থ সহ 

উপরোক্ত জানাযার নামাজের আরবি দোয়াটির বাংলা অর্থ হলো: 

“হে আল্লাহ! আমাদের জীবিত ও মৃতদের, উপস্থিত ও গায়েবদের, ছোট ও বড়দের এবং আমাদের নারী-পুরুষ সকলকে ক্ষমা করে দিন। হে আল্লাহ! আপনি আমাদের মাঝে যাদের জীবিত রাখবেন, তাদের ইসলামের উপর জীবন পরিচালনা করান। যাদের মৃত্যু দান করবেন, তাদের ঈমানের সাথেই মৃত্যু দিন। হে আল্লাহ! আমাদেরকে এর সওয়াব থেকে বঞ্চিত করবেন না এবং এরপর আমাদেরকে পরীক্ষায়ও ফেলবেন না।” (তিরমিজি- ১০২৪, আবু দাউদ- ৩২০১)

নাবালক ও নাবালিকা শিশুদের জানাজার নামাজের দোয়া

জানাজার নামাজের ক্ষেত্রে, রাসূলুল্লাহ (সাঃ) -এর শেখানো নিয়ম অনুযায়ী প্রাপ্তবয়স্কদের এবং নাবালক ও নাবালিকা শিশুদের জানাজার নামাজের দোয়ায় ভিন্নতা রয়েছে। জানাজার নামাজের তৃতীয় তাকবীরের পর অপ্রাপ্তবয়স্ক শিশুদের জন্য ভিন্ন সেই দোয়াটি পড়তে হয়। 

নাবালক ছেলের জানাজার নামাজের দোয়া:

আরবি: اَللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرْطًا وْاَجْعَلْهُ لَنَا اَجْرًا وَذُخْرًا وَاجْعَلْهُ لَنَا شَافِعًا وَمُشَفَّعًا

আরবি দোয়ার বাংলা উচ্চারণ: “আল্লা-হুম্মাজ আল হুলানা ফারতাও ওয়াজ আল হুলানা আজরাও ওয়া জুখরাঁও ওয়াজ আল হুলানা শাফিয়াও ওয়া মুশাফ ফায়ান।”

আরবি দোয়ার বাংলা অর্থ: “হে আল্লাহ! এই শিশুকে আমাদের নাজাত ও আরামের জন্য অগ্রে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়।”

নাবালিকা মেয়ের জানাজার নামাজের দোয়া:

আরবি: اللَّهُمَّ اجْعَلْهَا لَنَا فَرْطًا وَاجْعَلْهَا لَنَا اَجْرًا وَذُخْرًاوَاجْعَلْهَا لَنَا شَافِعَةً وَمُشَفَّعَة

আরবি দোয়ার বাংলা উচ্চারণ: “আল্লা-হুম্মাজ-আল হা’লানা ফারতাও; ওয়াজ আল হা’লানা আজরাও; ওয়া জুখরাও; ওয়াজ আল হা’লানা শাফিয়াও ওয়া মুশাফ ফায়ান।”

আরবি দোয়ার বাংলা অর্থ: “হে আল্লাহ! এই শিশুকে আমাদের নাজাত ও আরামের জন্য অগ্রে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়।”

জানাজার নামাজের অন্যান্য দোয়াসমূহ

জানাজার নামাজের নির্ধারিত দোয়াসমূহ ও দুরূদ পাঠ করা ব্যতীত আরো কিছু ফজিলতপূর্ণ দোয়া রয়েছে, যা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জানাজার নামাজের এমন ৩টি দোয়া হলো:

(১)

আরবি দোয়া:اللَّهُمَّ أَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْر (মিশকাত ১৬৮৯)

আরবি দোয়ার বাংলা উচ্চারণ: “আল্লা-হুম্মা আইয-হু মিন আযাবিল ক্ববরি।”

আরবি দোয়ার বাংলা অর্থ: “হে আল্লাহ! তুমি এই মাইয়্যাত-কে কবরের আজাব থেকে রক্ষা করো।” 

(২)

আরবি দোয়া: اللَّهُمَّ اجْعَلْهُ لَنَا سلفا وفرطا وذخرا وَأَجرا (মিশকাত ১৬৯০)

আরবি দোয়ার বাংলা উচ্চারণ: “আল্ল-হুম্মাজ আল হু লানা সালাফান ওয়া ফারাত্বান ওয়া যুখরান ওয়া আজরান।”

আরবি দোয়ার বাংলা অর্থ: “হে আল্লাহ! এ শিশুটিকে (হাশরের/ কেয়ামতের দিন) আমাদের অগ্রবর্তী ব্যবস্থাপক, রক্ষিত ভান্ডার ও সওয়াবের কারন বানাও।” 

(৩) 

কেউ যদি উপরোক্ত ২টি দোয়া না পড়তে পারে, তাহলে নিম্নোক্ত দোয়াটি পড়তে পারবে:

আরবি দোয়া: اَللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَات

আরবি দোয়ার বাংলা উচ্চারণ: “আল্লাহুম্-মাগফির লিল মু’মিনিনা ওয়াল মু’মিনাত।”

আরবি দোয়ার বাংলা অর্থ: “হে আল্লাহ! আপনি মু’মিন নারী-পুরুষদেরকে ক্ষমা করুন।”

জানাজার নামাজের নিয়ম ও নিয়ত

অন্যান্য সকল প্রকার সালাতের থেকে জানাজার সালাত ভিন্ন হয়। মূলত মরহুম ব্যক্তি ও সকলের জন্যই দোয়া ও ক্ষমাপ্রার্থনার জন্যই জানাজার নামাজ আদায় করা হয়। রাসূলুল্লাহ (সাঃ) -এর দেখানোর নিয়ম অনুসারে নিম্নোক্ত পদ্ধতিতে জানাজার সালাত আদায় করতে হয়:

  1. মৃত ব্যাক্তিকে কিবলার দিকে রেখে মরহুমের বুক বরাবর দাঁড়িয়ে জানাজার নামাজে আদায় করবে। (বুখারি, হাদিস: ১২৪৬)
  2. ইমামের পেছনে বিজোড় সংখ্যা মানুষের (মুক্তাদিদের) কাতার হওয়া ভালো।
  3. কাতার সোজা করে দাঁড়িয়ে, সকলে মনে মনে নামাজের জন্য নিয়ত করবে।
  4. ইমাম তাকবীরে তাহরীমা “আল্লাহু আকবার” বলে সালাত শুরু করলে, সকলে ইমামের অনুসরণ করবে।
  5. হাত বেঁধে সানা পড়বে। জানাজার নামাজের সানা ৫ ওয়াক্ত নামাজের সানা থেকে কিছুটা ভিন্ন। 
  6. ইমাম দ্বিতীয় তাকবীর দিলে, হাত উঠাবে না এবং নিচু শব্দে দুরূদে ইব্রাহিম পাঠ করবে।
  7. ইমাম তৃতীয় তাকবীর দিলে, হাত উঠাবে না এবং মৃত ব্যক্তি ও সকল মুসলমানদের জন্য দোয়া পাঠ করবে।
  8. ইমাম চতুর্থ তাকবীর দিলে, হাত উঠাবে না এবং নামাজে সর্দির থাকবে।
  9. সর্বশেষ, ইমামের অনুসরণ করে ডানে ও বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। 

উপরোক্তভাবে নির্ধারিত পদ্ধতিতে জানাজার নামাজ আদায় করতে হবে।

জানাজার নামাজের নিয়ত

নিয়ত বলতে আমরা সাধারণত ইচ্ছা করা এবং মনে মনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উদ্দেশ্য নির্ধারণ করাকে বুঝে থাকি। জানাজার নামাজসহ সকল নামাজের নিয়তই অন্তরের সাথে সম্পৃক্ত। এক্ষেত্রে নামাজ শুরুর পূর্বে মনে মনে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করাই সর্বোত্তম পদ্ধতি। নিজের মনস্তাত্ত্বিক অবস্থা অনুধাবন করে আত্নীকভাবে নিজের মাতৃভাষায় নিয়োগ করা যায়। জানাজার নামাজের আরবি নিয়ত কিছুটা কঠিন। তাই বাংলা ভাষায় এভাবে নিয়ত করা যায়:

“আমি কেবলামুখী হয়ে ৪ তাকবীরের সঙ্গে, এই ইমামের পেছনে দাঁড়িয়ে, মরহুম ব্যক্তির জন্য দোয়া ও মাগফিরাত কামনার উদ্দেশ্যে- ফরজে কেফায়া জানাজার নামাজ আদায় করছি, আল্লাহু আকবার।”

জানাজার নামাজের আরবি নিয়ত:

তবে অন্যান্য সকল নামাজের মতোই জানাজার নামাজেরও একটি আরবি নিয়ত প্রচলিত রয়েছে। যথা:

আরবি: نَوَيْتُ اَنْ اُؤَدِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ تَكْبِيْرَاتِ صَلَوةِ الْجَنَا زَةِ فَرْضَ الْكِفَايَةِ وَالثَّنَا ءُ لِلَّهِ تَعَا لَى وَالصَّلَوةُ عَلَى النَّبِىِّ وَالدُّعَا ءُلِهَذَا الْمَيِّتِ اِقْتِدَتُ بِهَذَا الاِْمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ

জানাজার নামাজের নিয়তের বাংলা উচ্চারণ:

“নাওয়াইতু-আন উয়াদ্দিয়া লিল্লাহি তা’আলা, আরবা-আ তাকবীরাতি; ছালাতিল জানাজাতি; ফারজুল কেফায়াতি; আচ্ছানাউ লিল্লাহি তা’আলা, ওয়াচ্ছালাতু আলান্নাবিয়্যী ওয়াদ্দোয়াউ লেহাযাল মাইয়্যেতে(/লেহাযিহিল মাইয়্যেতে), এক্কতেদায়িতু বিহাযাল ইমাম, মুতা-ওয়াজ্জিহান ইলা জিহাতিল, কাবাতিশ্ শারিফাতি, আল্লাহু আকবার।”

(উল্লেখ্য যে, মৃত ব্যক্তি পুরুষ বা ছেলে হলে আরবি নিয়তে ‘লেহাযাল মাইয়্যেতে’ পড়তে হয়। মরহুমা নারী বা মেয়ে হলে- ‘লেহাযিহিল মাইয়্যেতে’ পড়তে হয়।)

জানাজার নামাজের সানা

আমরা ৫ ওয়াক্ত নামাজ শুরু করার ক্ষেত্রে হাত বাঁধার পর যেই সানা পড়ে থাকি, জানাজার নামাজের সানা-টি তা থেকে কিছুটা ভিন্ন। এই নামাজের সানা-টি হলো: 

সানা আরবি: سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَجَلَّ ثَنَاءُكَ وَلاَ اِلَهَ غَيْرُكَ-

বাংলা উচ্চারণ: “সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা ঝাদ্দুকা ওয়া ঝাল্লা ছানাউকা ওয়া লা ইলাহা গাইরুকা।”

আরো পড়ুন: সেহরি ও ইফতারের দোয়া এবং রোজার নিয়ত 

জানাজার নামাজের দুরূদ 

রাসূলুল্লাহ (সাঃ) এর উপর দরূদ পড়া, মহান আল্লাহর কাছে পছন্দনীয় একটি ইবাদত। আল্লাহ তা’আলা দরূদ পাঠকারীর উপর রহমত বর্ষিত করেন। জানাজার নামাজে দ্বিতীয় তাকবীরের পর আল্লাহর রহমত প্রার্থনার জন্য ‘দুরূদে ইব্রাহিম’ পড়তে হয়। এই দরূদটি ৫ ওয়াক্ত সালাতের শেষ বৈঠকে পড়া দুরূদের অনুরূপ। এর আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ নিম্নরূপ:

জানাজার নামাজের দুরুদ আরবিতে:

للَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى اَلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى اِبْرَا هِيْمَ وَعَلَى اَلِ اِبْرَ اهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ- اَللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى اَلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى اِبْرَا هِيْمَ وَعَلَى اَلِ اِبْرَا هِيْمَ اِنَّكَ حَمِيْدٌمَّجِيْدٌ (বুখারী, মিশকাত)

দুরূদের বাংলা উচ্চারণ: 

“আল্লা-হুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া-আলা আলি মুম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া-আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম্ মাজীদ। আল্লা-হুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া-আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া-আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম্ মাজীদ।”

দুরুদে ইব্রাহিম এর বাংলা অর্থ:

“হে আল্লাহ! আপনি হযরত মুহাম্মদ ও তাঁর বংশধরের উপর রহমত বর্ষণ করুন, যেমন আপনি হযরত ইব্রাহিম ও তাঁর বংশধরের উপর রহমত বর্ষণ করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত, গৌরবান্বিত। হে আল্লাহ! আপনি হযরত মুহাম্মদ ও তাঁর বংশধরের উপর বর্কত বর্ষণ করুন, যেমন আপনি হযরত ইব্রাহিম ও তাঁর বংশধরের উপর বর্কত বর্ষণ করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত, গৌরবান্বিত।” (বুখারী, মিশকাত)

উপরোক্তভাবে জানাযার নামাজে সানা, দরূদ ও জানাযার নামাজের দোয়া পাঠ করতে হয়। 

শেষকথা

জানাজার নামাজ পড়া ফরজে কেফায়া। তাই অল্প কিছু লোক এই নামাজে অংশগ্রহণ করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। কিন্তু আল্লাহর মাগফিরাত পাওয়ার এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করতে না চাইলে সকলেরই অংশগ্রহণ করা উচিত। উপরোক্ত জানাজার নামাজ পড়ার নিয়মে সঠিকভাবে জানাযার নামাজের দোয়া গুলো পাঠ করে সালাত আদায় করতে হবে।

Scroll to Top