কাব্যিক ক্যাপশন, কাব্যিক স্ট্যাটাস, কবিতা

কাব্যিক ক্যাপশন, কাব্যিক স্ট্যাটাস, কবিতা

কাব্যিক ক্যাপশন – Kabbik Caption। বাংলা ভাষার সৌন্দর্য ও আবেগের প্রকাশক হলো কাব্যিক ক্যাপশন। আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে কাব্যিক ক্যাপশন অবিচ্ছেদ একটি অংশ হয়ে উঠেছে। কাব্যিক ক্যাপশন হলো এমন একটি মাধ্যম, যার দ্বারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের পছন্দের ছবির সঙ্গে কিছু শব্দের সমন্বয় করে রাখতে চায়। যা কখনো আমাদের চিন্তা, কখনো আমাদের প্রেম বা কখনো আমাদের অনুভূতি, আবার কখনো প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করে।

তাই আপনাদের জন্য আজকের এই আর্টিকেলে নিয়ে এসেছি ইউনিক কিছু কাব্যিক ক্যাপশন, কাব্যিক স্ট্যাটাস, কাব্যিক রোমান্টিক ক্যাপশন ও কাব্যিক কবিতা।

কাব্যিক ক্যাপশন

(১)

***আমার যে হৃদয়ের সবচেয়ে বেশি ক্ষমতা ছিল…

তোমাকে ভালোবাসার সেই হৃদয়,,, 

এখন মুমূর্ষ হয়ে পড়ে আছে।***

(২)

‘“”পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে–

যেমন মেঘ ছোঁয়া যায় না,,, 

তেমনি কিছু স্বপ্নও দূরেই থেকে যায়”””

(৩)

✓∆✓এই অবাক পৃথিবীতে আমরা সবাই~~

কারো না কারো মৃত্যুর কারণ।।

বার্ধক্যতেও যারা মৃত্যুবরণ করে~~

তাদেরও মনে শেষমেষ কারো জন্য ক্ষত থাকে।✓∆✓

(৪)

★★জানাশোনা লোকের মৃত্যুর খবর গুলো~~

টেলিফোনেই আসে,,,!! 

আমার মৃত্যুর ও এক সময় কারো কাছে~~

অর্থহীন হাহাকারের কারণ হবে।★★

(৫)

  • •{}••এই অজানা পথের ধুলোবালীর মধ্যে~~

মাঝে মাঝে সাত পাঁচ ভাবি,, 

ভাবি একদিন অতীতের হয়তো ~

কিছু দৃশ্যপট ভুলে যেতে পারবো।••{}••

(৬)

  • ••তুমি আকাশ হলে,,!!, আমি হব মেঘ….

তোমার ছোঁয়াতে বৃষ্টি হয়ে ঝড়বো অবিরত,,,

ভালোবাসা হয়ে তোমার জীবনে।•••

(৭)

***যতবারই আমি তোমার উদ্দেশ্যে যাত্রা করেছি~~

ততবার প্রহরীর রক্ত চক্ষু দেখে আমি ক্ষান্ত হয়েছি।**

(৮)

✓★✓আমার জীবনের রথ যেদিন থেমে যাবে…

সেদিন রথ টি ছুঁয়ে দেখো….

স্তরে স্তরে তোমার নামটাই লেখা।✓★✓

(৯)

  • ••ইতোমধ্যে বহু ঝড় ঝাপটা গেছে…

যা তোমাকে আমাকে দুমড়ে মুচড়ে দিয়ে গেছে।••§

(১০)

★!!★তোমার স্মৃতির মতো–

গোধূলির আকাশও রঙ বদলায়,,,

এক মায়াবী সন্ধ্যার আগমনে।★!!★

(১১)

∆••∆জীবনের হিসাবের খাতা যতবারই খুলেছি••• 

কিছু লেখার জন্য ততবারই মনে হয়েছে ‌•••

আমার পদাঘাত করো না কারো ক্ষতির কারণ।∆••∆

(১২)

{{∆•পুঞ্জিত অভিমান গুলো~~ 

একদিন সাথে করে নিয়ে চলে যাব…

জীবন থেকে অনেক দূরে।•∆}}

আরও পড়ুনঃ 

কাব্যিক স্ট্যাটাস

(১)

***আমার প্রত্যেকটি খাতার পাতার…

পঙ্গক্তি মালা গুলো–

তোমাকে এখনো ছুঁয়ে ছুঁয়ে যায়।***

(২)

★!!★আমার স্নেহের জোৎস্নায়~~

তোমার অস্তিত্ব মাখামাখি হয় দিবস থেকে রজনী,,

কিন্তু তোমার জোসনা মাখা বিকেলে~~

আমার কোন ঠাঁই নেই। ★!!★

(৩)

✓§✓দূর দিগন্তের দিকে যতবারই দৃষ্টি যায়,,, 

ততবারই শূন্যতার নিপীড়ন ছাড়া…

আর কিছু দেখি না।✓§✓

(৪)

****রাজপথে, চায়ের দোকানে, বিশ্ববিদ্যালয়ের মোড়ে এখনো  তোমাকে আমাকে নিয়ে গল্প হয়..!!! 

শুধু গল্পের মানুষ দুটো এখন আলাদা।****

(৫)

~•~এ পাড়া ও পাড়া করে আমাদের  বিরামহীন দিনগুলো>>>>

দূর দিগন্তের দিকে যতবারই দৃষ্টি যায়,,,,

ততবারই শূন্যতার নিপীড়ন ছাড়া আর কিছু দেখি না।~•~

(৬)

✓∆✓আমি বরাবরই তিমির বিলাসী,,, 

আর তুমি হলে আলোর প্রান,,,,

এখানেই তোমার আমার আজ জীবনের পার্থক্য।✓∆✓

(৭)

★!!★হঠাৎ কিছু ভীষণ শব্দ 

আমাকে আঁকড়ে ধরে বলে

তোমার জীবনের সবকিছু বেজায় অজানা।★!!★

(৮)

((**কখনো জোসনা রাতে নর্দমার কাছে গিয়ে দেখেছো???? নর্দমা কে কোন ভাবে অপরূপ কিছু মনে হয় না,,,,, মানুষও ঠিক এমন!!!!!

ভেতর থেকে যদি সুন্দর না হয় 

তাহলে উপরের কোন আবরণ মানুষকে সুন্দর করতে পারে না।**))

(৯)

°||°যে আরো ভালোবাসে সে সারা জীবন~~ 

ডুবে থাকে আলোর প্রহরে,,,,

তাইতো অন্ধকারে ডুবে থাকা 

ব্যক্তিদের কষ্ট তারা বোঝেনা।°||°

(১০)

★∆★তোমার অম্লানতা গচ্ছিত রেখো~~

দিশেহারা রজনীর তরে,,

দৃষ্টি মেলে যখনই আমাকে ছুঁতে ইচ্ছা করে~~

তখনই যেন অম্লানতা তোমাকে ঠাই দেয়।★∆★

(১১)

  • •{}••এক লহমায় দূরের আকাশ~~ 

তুমিও বুকে টেনে নিতে পারো,,,

বুকে টেনে নিতে পারো আমার এই মুমূর্ষু প্রাণ।••{}••

(১২)

✓∆✓আমাকে দিতে পারো একরাশ বৃষ্টি এবং 

একগুচ্ছ কদম ফুল আলগোছে,,,

আমি রেখে দেবো তা আমার ডায়েরির ভাজে।✓∆✓

আরও পড়ুনঃ

কাব্যিক রোমান্টিক ক্যাপশন

(১)

***আনমনে আমি থাকি তোমারও পথও চেয়ে, 

তুমি কি আসবে আমার জীবনে????

(২)

★!!★তুমি ছাড়া শুন্য সব কিছুই….

আর ভালো লাগে না…

কবে আসবে প্রিয় তুমি???

আমার মন তো আর মানে না..!!

(৩)

✓✓রুপবতি কন্যা আর মান করো না>>>

ভুলে বুঝে মোরে আর ব্যাথা দিও না…

প্রানের চেয়েও তোমায় আমি বেশী ভালবেসেছি~~

তাইতো এই প্রান তোমায় উজাড় করে দিয়েছি✓✓

(৪)

  • •{}••তুমি এক কাব্যিক কবিতার মতো…

হৃদয়ের পাতা জুড়ে লেখা–

সুমধুর ভালোবাসার কথা••{}••

(৫)

✓∆✓রাতের আকাশে যদি জেগে রয়••

ফুলের সুরভী বাতাসে ছড়ায়••

কাছে আসবে তুমি শুধু এই আশায়••

একা একা আমি তাই এসেছি হেথায়✓∆✓

(৬)

★★তুমি আমার হৃদয়ের সেই গান~~

যাকে অনুভব করা যায় কিন্তু..

ভাষায় প্রকাশ করা যায় না★★

(৭)

  • •[•]••আমার ভালোবাসা নিয়ে কোথায় হারাইলি???

তোর কোমল স্পর্শে সব কষ্ট ভুলেছিলাম–

আবার আয় তো এই বুকে!!!, 

মমতার মহা সমুদ্র নিয়ে বসে আছি,,,

তুই ডুব সাতার না দিলে যে…

সাগরও শুকিয়ে যাবে ••[•]••

(৮)

  • •§•তুমি আমার সেই কাব্যিক কবিতা… 

যেই কবিতায় শুধু তুমি ছাড়া~•~

আর একটি শব্দ ও থাকবে না।•§•§

(৯)

  • ||•তোমার প্রেমে পাগল আমি~•~

তা কি তুমি বুঝো না???

তবে কেন থাকো দূরে????, 

আমার কাছে এসো না…

(১০)

✓★✓প্রেমের কি স্বাদ আছে বল…

নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে.!!

পুঁজিবাদী পর্বের সবচেয়ে- 

বড় ও জনপ্রিয় কুসস্কাকের নাম প্রেম….

শাশ্বত প্রেম হচ্ছে এক জনের শরীরে ঢুকে~•~

আরেক জনের স্বপ্ন দেখানো।✓★✓

(১১)

****তুমি হলে সেই ফুল,,,

যে ফুলের মন মাতান গন্ধে…

আমি বেকুল হয়ে থাকি।।।।

তোমার স্পর্শে জীবনের রঙ পরিবর্তন হয়,,,, 

যেন বর্ষার বৃষ্টিতে সবুজ ফোটে।****

(১২)

√√••ঘুমিয়ে যাও তুমি এই খানেতে…

মেঘের দেশে চাঁদের কোলে~•~

পরির দেশের স্বপ্ন দিলাম,,,,

তোমায় ভালোবাসি বলে।••√√

কাব্যিক কবিতা

(১)

  • •√√••দুটি তারে বাঁধা আছে মন…

বেজে ওঠে ঝুমুরের তালে ~~

পাখিরাও শুনে যায় গান…

তুমি এসে দোতারা বাজালে।••√√••

(২)

★!!★একদিন অবেলায় চলে যাব…. 

তোমার থেকে বহুদূরে~~` 

আর কোন বেলায় তুমি আমাকে…

ডাকার অভিনয় করতে পারবে না।★!!★

(৩)

✓∆✓আবেগের সুতোয় জড়িয়ে যাক ভালোবাসা….

দুটো মন হয়ে যাক চুরি।।।

সব প্রেমিকের ছাদে আজ এসে পড়ুক~~

প্রেমিকার নাম লেখা কাটাঘুড়ি।✓∆✓

(৪)

***আমার এ ভাঙা ঘরের টিনের ফুটো থেকে~~

শুধু চাঁদের আলো ঢোকে না!!!

বরং তোমার রঙিন স্বপ্নগুলো… 

আশ্রয় নিতে আসে।***

(৫)

  • •√√••ছাদের কোণে নির্জনতা…

সমস্ত শোক পুষে রাখে কাঁধে~~

মেঘের শুনানি শেষে–

দূরত্বের ভার গ্রাস করে যাদের।

আরো কিছু অনুকবিতা••√√••

(৬)

**!!!**যদি সেদিন ভালবাসতে~~

অনেক কথা বলার থাকতো…

ছুঁয়ে দেখার অনুভব থাকতো…

একসাথে পথ চলার আবেদন থাকতো। **!!!**

(৭)

✓✓সোহাগের বাসা বেঁধে অন্তরে,,,

রেখেছি তোমায় হৃদয়ের দিকে~~

তুমি এসেও ফিরে গেলে…

জলের উপর চাঁদ যেমন ক্ষনিকের।✓✓

(৮)

“””যুবক কালে ভালোবাসাগুলোকে…

যেমন কদম ফুলে আটকে রাখা যায়।।

তেমনি বৃদ্ধ বয়সে সামান্য শিউলি ফুলেও,,,,

আটকে রাখা শিখতে হয়।”””

(৯)

  • {••}•আকাশের বুকে হিংসে…

পাড়ায় পাড়ায় রটে যায় দুর্নাম।।

নিজের অজানা কথাগুলো~~

আজ দেওয়ালের কাছে শুনলাম।•{••}•

(১০)

  • •∆∆••হেরে যাওয়ার চিরকালীন প্রথায়,,, 

তোমাকে রেখে দিয়ে মনে…

জল ঢেলে গেছি ভালোবাসার চারায়,,,,

প্রতিটা বৃক্ষরোপণে।••∆∆••

(১১)

***তোমার বেনীর গাঁথুনি~~

এখনো কৃষ্ণচূড়া ফুলে ঢাকা থাকে~~

চিড়ায় তো ওই বেনীর গাঁথুনি খুলে.. 

তোমার বিদিশার চুলগুলো এলোমেলো করে দাও।*** 

(১২)

★★যদি ঠান্ডা মগজে ঢেলে দাও বিষ… 

হিংসার মন্ত্রটুকু বলে দাও কানে।।।

ঘৃণার কাছে আর কবেই বা ক্ষমতা ছিল???

সব মুশকিল আসানের…★★

শেষকথা

আশা করছি আজকের এই পোষ্টটি আপনাদের ভালো লাগলো। কাব্যিক ক্যাপশন, স্ট্যাটাস ও কবিতা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু মহলে প্রিয়জন অথবা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে পারবেন।

About Sajjad Hossain