নগদ একাউন্ট দেখার নিয়ম | নগদে টাকা দেখার নিয়ম

নগদ একাউন্টে কত টাকা আছে, উপবৃত্তির টাকা, ভাতার টাকা ইত্যাদি নগদ ব্যালেন্স চেক করতে জেনে নিন নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

নগদ মোবাইল ব্যাংকিং কম খরচে দেশের নাগরিকদের সুবিধা দেওয়ার জন্য বিশেষভাবে পরিচিত। সাধারণ লেনদেনের পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ সরকারি ভাতা এবং উপবৃত্তির টাকা নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেই পাঠানো হয়। তবে অধিকাংশ ভাতা এবং উপবৃত্তি প্রাপ্তির গ্রাহকরা নগদে টাকা দেখার নিয়ম জানেনা। তাই নগদ একাউন্ট দেখার নিয়ম এবং নগদ ব্যালেন্স চেক করার বিস্তারিত প্রক্রিয়াটি জেনে নিতে পারেন এই লেখা থেকে।

নগদে টাকা দেখার নিয়ম | নগদ ব্যালেন্স দেখার নিয়ম

নগদ ব্যালেন্স দেখার জন্য, *১৬৭# ডায়াল করে 7 লিখে My Nagad অপশনে যান। তারপর 1 লিখে Balance Enquiry অপশনে যান। তারপর আপনার একাউন্টের পিনকোড দিয়ে সেন্ড করলেই নগদ ব্যালেন্স চেক করতে পারবেন। অথবা, নগদ অ্যাপে লগইন করে ড্যাশবোর্ড থেকে উপরের ‘ব্যালেন্স চেক’ লেখাতে ক্লিক করলেই ব্যালেন্সের পরিমাণ দেখাবে।

আরও পড়তে পারেনঃ বিকাশে টাকা দেখার নিয়ম | কোড ও অ্যাপ দিয়ে বিকাশ ব্যালেন্স চেক

নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ একাউন্টে কত টাকা আছে এবং নগদ একাউন্টে সামগ্রিক বিষয়গুলো দুইটি উপায়ে দেখা যায়। যথা:

  • নগদ কোড ডায়াল করে,
  • নগদ মোবাইল অ্যাপ ব্যবহার করে।

সাধারণত আমরা নগদ একাউন্ট দেখার নিয়ম বলতে নগদ ব্যালেন্স করার পদ্ধতিকে বুঝাই। তাই আপনাদের সুবিধার্থে উপরোক্ত দুটি নিয়মে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার বিস্তারিত প্রক্রিয়া দেখানো হলো:

নগদ কোড ডায়াল করে একাউন্ট দেখার নিয়ম

নগদের সমগ্র সেবা পাওয়ার জন্য নির্ধারিত USSD কোড নাম্বার হলো *167#। এই করতে ব্যবহার করে আপনার নগদ একাউন্টে কত টাকা ব্যালেন্স আছে তা জানতে পারবেন। এর জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন:

  • ধাপ ১: সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে *167# লিখে কল করুন। এরপর আপনার মোবাইলের যেই নাম্বারে নগদ একাউন্টটি রয়েছে, সেই নাম্বারটি সিলেক্ট করে দিন।
কোড দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম
  • ধাপ ২: এবার নগদের সকল সেবার একটি মেন্যু ওপেন হবে। এখান থেকে নগদ ব্যালেন্স চেক করতে ‘7. My Nagad’ অপশনটি সিলেক্ট করে 7 ডায়াল করে Send করুন।
কোড দিয়ে নগদে টাকা দেখার নিয়ম
  • ধাপ ৩: এবার My Nagad অপশনের আরও একটি মেন্যু ওপেন হবে। এখান থেকে Nagad’ Balance Check করতে ‘1. Balance Enquiry’ অপশনটি সিলেক্ট করে 1 ডায়াল করে Send করুন।
কোড দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম balance enquiry
  • ধাপ ৪: আপনার নগদ একাউন্টের পিন নাম্বারটি লিখুন। ৪ সংখ্যার পিনকোডটি লিখে Send বাটনে ক্লিক করুন।
nagad balance check by code number
  • ধাপ ৫: এবার আপনার নগদ একাউন্টের বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন। 
নগদে টাকা দেখার নিয়ম - নগদ ব্যালেন্স চেক

উপরোক্ত নগদ একাউন্ট দেখার নিয়ম বা নগদে টাকা দেখার নিয়ম অনুসরণ করে USSD কোড ডায়াল করার মাধ্যমে আপনার নগদে কত টাকা আছে তা জানতে পারবেন।

আরও পড়তে পারেনঃ নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় ২০২৪

নগদ অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম আরো সহজ। আপনার যদি একটি স্মার্টফোন থাকে, তাহলে খুব সহজেই আপনার নগদ একাউন্টে লগইন করে একাউন্টের বিস্তারিত তথ্য পারবেন। অ্যাপ থেকে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে-

  • ধাপ ১: সর্বপ্রথম আপনার মোবাইলে নগদ অ্যাপটি ইন্সটল করে নিন। যদি ইতিমধ্যেই তা ইন্সটল করা থাকে, তাহলে এতে লগইন করলেই হবে।
  • ধাপ ২: একাউন্টে লগইন করতে প্রথমে মোবাইল নাম্বার ও তারপর পিনকোড লিখুন।
নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট দেখার নিয়ম
  • ধাপ ৩: লগইন করার পর অ্যাপের ড্যাশবোর্ড ওপেন হলে উপরে ‘ব্যালেন্স জানতে ট্যাপ করুন’ এই লেখাটি দেখতে পাবেন। এখানে ক্লিক বা ট্যাপ করলেই আপনার নগদ একাউন্টে কত টাকা আছে তা দেখতে পাবেন।
অ্যাপ থেকে নগদ ব্যালেন্স চেক

আরও পড়তে পারেনঃ বিকাশ একাউন্ট খোলার নিয়ম | লুফে নিন ১২৫ টাকা বোনাস

নগদ একাউন্ট স্টেটমেন্ট বা লেনদেন দেখার নিয়ম

নগদ একাউন্ট দেখার নিয়ম বলতে শুধুমাত্র ব্যালেন্স চেক করাকেই বুঝায় না। বরং আপনার অন্যান্য প্রয়োজনে নগদের যাবতীয় সেবা সম্পর্কে জানা, কেওয়াইসি ভেরিফিকেশন, লেনদেনের তথ্যাবলী, একাউন্ট স্টেটমেন্ট বা transaction history ইত্যাদি জানার প্রয়োজন হতে পারে। বিশেষ করে নগদ একাউন্টে সর্বশেষ লেনদেনগুলো জানার ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে। কারণ কোথাও টাকা সেন্ড করা কিংবা ক্যাশ ইন হলে তা নিশ্চিত করার প্রয়োজন হয়।

নিচে কোড ডায়াল করে এবং নগদ অ্যাপ থেকে একাউন্ট স্টেটমেন্ট বা লেনদেন দেখার পদ্ধতিটি দেখানো হলো:

কোড ডায়াল করে নগদের লেনদেন দেখার নিয়ম

নগদের কোড *১৬৭# ডায়াল করে আপনাদের লেনদেনের স্টেটমেন্ট জানতে। এক্ষেত্রে-

  • সর্বপ্রথম আপনার মোবাইলে ডায়াল প্যাড থেকে *১৬৭# লিখে কল করুন।
  • এবার নগদের মেন্যু দেখানো হলে, এখান থেকে My Nagad অপশনটি সিলেক্ট করতে 7 লিখে সেন্ড করুন।
  • তারপর My Nagad অপশনের আরেকটি মেন্যু ওপেন হলে ‘2. Mini Statement’ সিলেক্ট করতে 2 লিখে সেন্ড করুন।
নগদের লেনদেনের বিবরনী চেক

এবার আপনার নগদ একাউন্টের গত এক মাসের মধ্যে যেসকল লেনদেন সংগঠিত হয়েছে সেগুলোর একটি সংক্ষিপ্ত স্টেটমেন্ট দেখতে পাবেন। এখান থেকে কোন স্টেটমেন্ট সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে সেই স্টেটমেন্টের নাম্বার (1, 2) দেখে পুনরায় Send করলে যাবতীয় তথ্য আসবে

নগদ একাউন্ট দেখার নিয়ম - mini statement

নগদ অ্যাপের Statement দেখার নিয়ম

নগদে অ্যাপের মাধ্যমে আরও সহজেই একাউন্টের লেনদেনের স্টেটমেন্ট দেখতে পাবেন। এর জন্য আপনার স্মার্টফোনের নগদ অ্যাপটি ওপেন করে মোবাইল নাম্বার ও পিন কোড দিয়ে লগইন করুন। তারপর অ্যাপের হোমপেজের নিচের দিকে ‘লেনদেন’ অপশনটি দেখতে পাবেন। এখান থেকে লেনদেন লেখাটিতে ক্লিক করুন।

নগদ একাউন্ট দেখার নিয়ম

এবার চলতি মাসে আপনার নগদ একাউন্টের সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, সে বিল ইত্যাদি সকল সেবার একটি বিবরণী দেখতে পাবেন।

অ্যাপ থেকে নগদ লেনদেন স্টেটমেন্ট দেখার নিয়ম

নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম

বর্তমানে সরকারিভাবে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া হয়। এই প্রতিটি শিক্ষার্থীর অভিভাবকদেরই একটি করে নগদ একাউন্ট খুলে বিদ্যালয়ে সেই অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হয়। প্রতি ৬ মাস পর পর শিক্ষার্থীদের নির্দিষ্ট হারে উপবৃত্তি দেওয়া হয় সেই নগদ একাউন্টে।

কিন্তু অনেক অভিভাবকরাই প্রথমবার নগদ একাউন্ট খুলে বলে একাউন্টের লেনদেন পদ্ধতি ও ব্যালেন্স চেক করতে পারে না। সাধারণত ব্যালেন্স চেক করলেই আমরা বুঝতে পারি উপকৃতির টাকা এসেছে কিনা। কিন্তু যদি একাউন্টে লেনদেন বেশি হয় সে ক্ষেত্রে লেনদেনের বিবরণী থেকে জানতে হবে। নগদে উপবৃত্তির টাকা দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন: 

নগদ কোড ডায়াল করে টাকা দেখার জন্য সর্বপ্রথম *167# ডায়াল করে উপরোক্ত নিয়মে একাউন্টের ‘Mini Statement’ চেক করুন। যদি আপনার একাউন্টে উপর ভিত্তিক টাকা এসে থাকে, তাহলে ‘Mini Statement’ -এ Disbursement Received (Govt) লেখাটি এবং পাশাপাশি টাকার পরিমান দেখতে পাবেন। 

অথবা আপনি যদি মোবাইল অ্যাপের মাধ্যমে উপবৃত্তির টাকা এসেছে কিনা চেক করতে চান, তাহলে ড্যাশবোর্ডের লেনদেন অপশনে ক্লিক করেও চেক করতে পারবেন।

নগদে ভাতার টাকা দেখার নিয়ম

বাংলাদেশের দুঃস্থ, অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সরকারিভাবে যে সকল ভাতা দেওয়া হয়, তার অধিকাংশই নগদের মাধ্যমে বিতরণ করা হয়। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি ভাতাগুলো প্রতি ৩ মাস পর পর নিবন্ধিত ব্যক্তির নিজস্ব নগদ একাউন্টে পাঠানো হয়। এ সময় বয়স্ক নারী-পুরুষদের অনেকেই তাদের ভাতার টাকা এসেছে কিনা চেক করতে পারেনা। 

নগদে ভাতার টাকা দেখার জন্য উপরোক্ত নিয়মে নগদ ব্যালেন্স চেক (Nagad’ Balance Check) করার পদ্ধতিতে একাউন্টে কত টাকা আছে তা দেখলেই বুঝতে পারবেন। অন্যথায় একাউন্টে বিভিন্ন ধরনের লেনদেন হলে, লেনদেনের বিবরণী থেকে ভাতার টাকা এসেছে কিনা জেনে নিতে পারবেন।

নগদ কোড নাম্বার | নগদ ব্যালেন্স চেক নাম্বার

নগদের কোড নাম্বার হলো *১৬৭#। এটিকে নগদের ব্যালেন্স চেক নাম্বারও বলা যায়। এই কোড ব্যবহার করে যেকোন বাটন ফোন কিংবা স্মার্টফোন থেকে নগদের মেন্যু ওপেন করে সেবা ভোগ করা যায়।

আরও পড়তে পারেনঃ বিকাশ পিন ভুলে গেলে করণীয় – bKash PIN Reset

নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন

নগদের যাবতীয় সেবা হেল্পলাইন নাম্বার: 16167; or, 096 096 16167।

ইমেইল এড্রেস: [email protected]

নগদের ক্যারিয়ার ইনফো: [email protected] 

নগদের হেড অফিস: Delta Dahlia Tower (Level 13 and 14), 36 Kemal Ataturk Avenue, Banani, Dhaka -1213

শেষকথা

আজকের লেখাতে দেখানো নগদ একাউন্ট দেখার নিয়মে আপনার নগদ ব্যালেন্স চেক করতে পারবেন। এছাড়া নগদের যাবতীয় সেবা ভোগ করতে নগদ মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন।

Scroll to Top