হতাশা নিয়ে উক্তি, ইসলামিক উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

আজকে আমরা হাজির হতাশা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা। অনেকেই আছেন যারা হতাশা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা পাওয়ার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে থাকেন। তাদের জন্য আজকের এই পোষ্টটি।


সবার আগে হতাশা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা সংগ্রহ করার জন্য আজকের পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

হতাশা কি?

হতাশা হলো এমন একটি মানসিক অবস্থা যে অবস্থায় মানুষ বা প্রাণী তার প্রেষণা চরিতার্থ করতে সক্ষম হয় না বা কোন কিছু লাভ করার তাগিদ মেটাতে পারে না।

হতাশা নিয়ে উক্তি

হতাশা নিয়ে উক্তি

হতাশা হচ্ছে সম্পূর্ণ একজন মানুষের উপর নির্ভর করে। কারণ যদি সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে হতাশার মুখোমুখি হতে হবে না। এ কারণেই অনেকে হতাশা নিয়ে উক্তি লিখে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় হতাশা নিয়ে স্ট্যাটাস শেয়ার করে। তাই সবার স্ট্যাটাসগুলো আরো দ্বিগুণ সুন্দর করার জন্য আমরা অসাধারণ কিছু হতাশা নিয়ে উক্তি সাজিয়েছি। আপনারা চাইলে নিচে উল্লেখিত হতাশা নিয়ে উক্তিগুলো সংগ্রহ করে ফেসবুকে শেয়ার করতে পারেন।

যার কোনো প্রত্যাশা নেই, তার কোনো হতাশাও নেই।

নিজেকে ভালবাসতে শিখুন, নিজেকে যত্নশীল করে তুলুন, তাহলে কখনো হতাশাগ্রস্থ হবেন না।

একটি মানুষের জীবনের কোন অস্তিত্ব খুঁজে না পাওয়াই হলো হতাশা।

হতাশা হল মানুষের এমন একটি রোগ, যে রোগ মানুষকে একেবারে নয় তিলে তিলে শেষ করে দেয়।

এ জীবনটা চিরস্থায়ী নয়, জীবনটা উপভোগ করার জন্য, হতাশাগ্রস্থ হয়ে জীবনকে নষ্ট করার জন্য না।

আপনি যদি আপনার জীবনের সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে হতাশাগ্রস্ত হয়ে পড়বেন।

হতাশাগ্রস্ত হতে সময় লাগে না, কিন্তু হতাশা থেকে উঠে আসতে সময় লাগে।

জীবনকে কখনোই হতাশাগ্রস্ত হতে দিবেন না, এতে আপনি তিলে তিলে শেষ হয়ে যেতে পারেন।

পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে, সে কখনো হতাশাগ্রস্ত হয়নি।

পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন হতাশা আসেনি যেখানে আশাকে পরাজিত করতে পারেছে।

কারো সফলতা দেখে নিজেকে কখনো অহংকারী ভেবোনা তাহলে হতাশাগ্রস্ত হয়ে পড়বে।

অতীতের কিছু খারাপ সময় অতীতেই রেখে আসা ভালো, নয়তো নিজেকে শুধু হতাশার সাগরে ডুবে থাকতে হবে।

অতীত থেকে হতাশা, নিজের কিছু কষ্ট, নিজের কষ্টের কিছু সময় ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

নিজেকে একা চলতে শিখুন কারণ হতাশার সময় অনেক বন্ধু বা নিজের কাছের লোকেরাই হতাশা নিয়ে খেলা করবে।

হতাশা একটি বিলাসিতা, হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক, কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি।
রবীন্দ্রনাথ ঠাকুর

হতাশ হতে কখনোই বেশি সময় লাগেনা, তবে হতাশা কাটিয়ে উঠতে বছরের পর বছর কেটে যায়।
রুড সারলিং

পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনও হতাশা আসেনি যা আশাকে পরাজিত করতে পারে।
উইলিয়ামস

নিজেকে কখনোই হতাশ হবার অনুমতি দিওনা, এতে ধ্বংস নিশ্চিত।
প্রেরণাজীবনে (গ্রন্থ)

তুমি নিজেকে ভালোবাসতে পারলেই হতাশাকে দূরে সরিয়ে রাখতে পারবে।
সিল্ভিয়া প্লাথ

হতাশা একটি চরম মানসিক ব্যাধি, এটি নিজের প্রতি জুলুম ছাড়া আর কিছুই নয়।
এ এম চিরোয়ান

লোকেরা হতাশ হওয়ার কারণে কাঁদে না, কারণ তারা অনেক দিন ধরে সফল ছিল।
স্টিভ মারাবোটি

যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে ।
সূরা আর রুম (আয়াতঃ ১২)

আর যখন আমি মানুষকে রহমত এর স্বাদ আস্বাদন করাই, তারা তাতে আনন্দিত হয় এবং তাদের কৃতকর্মের ফলে যদি তাদেরকে কোন দুর্দশা পায় তবে তারা হতাশ হয়ে পড়ে ।
সূরা আর রুম (আয়াতঃ ৩৬)

তুমি নিজের জীবনের সিদ্ধান্ত না নিতে পারলে হতাশাগ্রস্ত হয়ে পরবে।
বেঞ্জেমিন লিভাই

জীবন হলো উপভোগ করার জন্য, হতাশাগ্রস্ত হয়ে নষ্ট করার জন্য নয়।
কার্ট ভোন্নেগাট

কাফির ছাড়া কেউই আল্লাহ্র রহমত থেকে নিরাশ হয় না ।
সূরা ইউছুপ , আয়াত ৮৭

হতাশা কিছুই করেনা, শুধু আত্মার পবিত্রতাকে নষ্ট করে দেয়।
ডেভিড আব্রাহাসেন

হতাশা নিয়ে ইসলামিক উক্তি

যখন দেখবেন জীবনের পথ চলায় হতাশা চলে এসেছে তখন বুঝতে পারবেন সফলতা আপনার কাছাকাছি আছে। অনেকে অনলাইনে এই সফলতা নিয়ে ইসলামিক উক্তি অনুসন্ধান করে। এজন্য সবার উদ্দেশ্যে আমরা সুন্দর সুন্দর কিছু হতাশা নিয়ে ইসলামিক উক্তি সংগ্রহ করে নিয়ে এসেছি। আশা করি উল্লেখিত হতাশা নিয়ে ইসলামিক উক্তিগুলো সবার কাছে অনেক ভালো লাগবে।

আমি যখন মানুষকে নিয়ামত দান করি, তখন সে মুখ ফিরিয়ে নেয় ও পাশ কাটিয়ে যায়। আর যদি কোনো অনিষ্ট তাকে স্পর্শ করে, তখন সে হতাশ হয়ে পড়ে।
(সুরা ১৭ ইসরা, আয়াত: ৮৩)

বলো, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু।
(সুরা ৩৯ জুমার, আয়াত: ৫৩)

হে ইমানদারগণ! তোমরা ধৈর্য ধারণ করো এবং দৃঢ়তা অবলম্বন করো আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো।
(সুরা ৩ আলে ইমরান, আয়াত: ২০০)

যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে।
সূরা আর রুম (আয়াতঃ ১২)

আর যখন আমি মানুষকে রহমত এর স্বাদ আস্বাদন করাই, তারা তাতে আনন্দিত হয় এবং তাদের কৃতকর্মের ফলে যদি তাদেরকে কোন দুর্দশা পায় তবে তারা হতাশ হয়ে পড়ে।
সূরা আর রুম (আয়াতঃ ৩৬)

হতাশা নিয়ে স্ট্যাটাস

এই ছোট্ট একটা জীবনে মানুষ কতই না হতাশার মুখোমুখি হয় তার কারণ হচ্ছে ভুল সিদ্ধান্ত আর এই ভুল সিদ্ধান্তর কারণেই একজন মানুষ হতাশার মুখোমুখি হয়। এজন্য অনেকে হতাশা নিয়ে কিছু কথা লিখে ফেসবুকে হতাশা নিয়ে স্ট্যাটাস শেয়ার করে। তাই সবার স্ট্যাটাস আরো দ্বিগুণ সুন্দর করার জন্য আমরা অসাধারণ কিছু হতাশা নিয়ে স্ট্যাটাস সাজিয়েছি। যেগুলো ব্যবহার করলে আপনাদের ফেসবুক স্ট্যাটাস আরো সুন্দর করে তুলবে।

মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন জীবনের সব ব্যাখ্যা গুলিই তা যতই যুক্তিসঙ্গত হোক না কেন, অর্থহীন মনে হয়|

তার অমলিন হাসির মধ্যে একটি দুঃখী হৃদয় আছে, সে যার চোখ আছে কেবল সে ই বুঝতে পারে!

কখনও কখনও আমরা আমাদের প্রত্যাশার মাধ্যমে আমাদের নিজস্ব হতাশা তৈরি করি।

ধরে নেওয়া ও অত্যাধিক আশা করা হল সব হতাশার মূল।

হতাশায় কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায়, অন্য কোন রূপে সেটি ঠিকই পুনরায় ফিরে আসে জীবনে।

অবসাদ বা উদ্বিগ্ন যখন চরম সীমায় বেড়ে যায় তখন মানুষের মধ্যে আত্মঘাতের প্রবণতা বেড়ে যায় যা কখনোই কাঙ্ক্ষিত নয়।

পৃথিবীতে বহু বিখ্যাত ব্যক্তিত্ব প্রথম জীবনকালে মানসিক অবসাদের কবলে পড়েছিলেন কিন্তু ইচ্ছাশক্তির বলে তারা সেটিকে কাটিয়ে উঠেছিলেন, এবং আজ তারা তাই প্রভূতভাবে সফল।

জীবনে সঠিক মানুষ খুঁজতে গিয়ে করেছি এক বড় ভুল!
বুঝিনি আমি সে প্রেমহীন!
জীবনের কাছে তাই আজ হেরে গেলাম বিলকুল।

অন্য কারো হাতে নিজের সুখকে আমানত রাখা উচিত নয়
কারণ সে হারিয়ে গেলে নিজের
সুখকে আর তুমি খুজে পাবে না, হতাশায় হয়ে ভেঙে পড়বে, সান্ত্বনা দেওয়ার জন্যও কেউ আর আসবে না!

সমুদ্রের ঢেউ ফিরে আসে আবার চলে যায়|

কিন্তু যাকে একবার নিয়ে নেয় তাকে আর ফিরিয়ে দেয় না|

কিছু কিছু কষ্ট বুকেই থেকে যায়| মনকে বিদ্ধ করে, অবসাদে ডুবিয়ে দেয় তাও কাউকে বলা যায় না|

ব্যর্থতার কষ্ট বয়ে নিয়ে আজ আমার হৃদয় ক্লান্ত, কখনো ভাবিনি যে সে আর আসবে না,
তবে হৃদয় জানে সবটাই ভ্রান্ত!

হতাশা এমন জিনিস যা প্রতিনিয়ত মানুষকে শেষ করে দেয়।

হতাশা নিয়ে ক্যাপশন

হতাশা নিয়ে ক্যাপশন। যারা হতাশা নিয়ে ক্যাপশন পেতে চান বা ফেসবুক এ হতাশা নিয়ে ক্যাপশন দেওয়ার জন্য খুজছেন। তাদের জন্য আমরা এখানে বাছাই করা হতাশা নিয়ে ক্যাপশন দিয়েছি। আশা করি আপনাদের সবার ভাল লাগবে। তাই এখান থেকে সংগ্রহ করে নিন হতাশা নিয়ে ক্যাপশন।

নীরব কান্না কেউ বোঝে না
যে কান্নার হয়তো মরণ হলেই হবে ইতি।
আমি আজ বিষাদের অতলে তলিয়ে গেছি,
প্রকৃত প্রেমের এই কি পরিণতি ?
হায়রে নিয়তি!

মানসিক অবসাদগ্রস্ত একজন মানুষ খুব ভালোভাবেই জানেন যে দুঃখের মধ্যে থেকে সবার সামনে হাসিখুশি থাকাটা কতটা কষ্টের, কতটা যন্ত্রণার!

বৃষ্টিভেজা মেঘলা রাতে একলা ওই নীল আকাশ
একলা আমি আঁধার ঘরে
অশ্রুসিক্ত বারো মাস।

ভালোবাসা কেবলই যাতনাময়
সে তো কেবলই চোখের জল
শুধুই সে দুঃখের আশ্বাস
সব জেনেও মানুষ কেন পেতে চায় এই কষ্টের স্বাদ?
বার বার হেরে গিয়েও বুকে আশা বাঁধে,
তাকে পাবে না জেনে ও কেন মন শুধু কাঁদে?

কাউকে বাধ্য করতে নেই
কথা বলার জন্য!
চুপ থেকে তাকে বুঝিয়ে দাও
তাকে ছাড়া তুমিও থাকতে পারো!

বেদনার শতদলে জ্বলে স্মৃতির সুরভি
সেই স্মৃতিটুকুই আজ সম্বল
জীবন তো কবেই হয়েছে বিফল।

জীবনে কাউকে আঘাত করার আগে
একটু ভেবে দেখো নিজে আঘাত পেলে
কেমন লাগে,কি ব্যথা জাগে মনে
জেনে রেখো, কাউকে কাঁদিয়ে
বেশি দিন ভালো থাকা যায় না।

ভাঙ্গার পর শব্দ হয়,
শুধু মন ভাঙলে হয় না।
তাই কি ভেঙে দিলে নিঃশব্দে
আমার এ অন্তর ?
কি পেলে বলো, যাতনা দিয়ে?
করিনি তো তোমার কোনো ক্ষতি,
মুখ ফিরিয়ে কেন চলে গেলে?
কেন করে দিলে সব সম্পর্কের ইতি?

হতাশা হলো বিষের মতো যা মানুষের মধ্যে ঢুকলে রক্ষা পাওয়া অসম্ভব প্রায়।
লি লেলোকা

শুরুর আগেই ব্যর্থ হবার ভয়টাই আসলে হতাশার সম্ভবনাকেই বাড়িয়ে দেয়।
এস এন বেরহান

সকল গুঞ্জন এড়িয়ে চলে যাও নিজের পথে, এতে করেই হতাশা দূরে থাকবে।
উইলিয়াম ব্লেক

জীবনে একা চলতে শিখতে হয়, কারণ অনেক সময় আশেপাশের মানুষগুলো হতাশার মাধ্যমে পরিচয় কেড়ে নেয়।
জ্যাক্সন ব্রাউন

হতাশা নিয়ে কবিতা

আপনারা অনেকেই কবিতা পড়তে খুব ভালবাসেন। আবার অনেকেই হতাশা নিয়ে কবিতা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে থাকেন। তাই এখানে কবিতা প্রেমিদের জন্য জনপ্রিয় কিছু হতাশা নিয়ে কবিতা দেওয়া হয়েছে। আশা করি সবার খুব ভাল লাগবে ।

আমার দ্বীপ নেভানো রাত
নেই দুঃখে কেউ সাথি হায়
জীবন আমার যেনো ভাঙ্গা এক স্বপ্ন
ঝড় লেগে ঝোরে যাওয়া ফুল
ভালোবাশা গড়ে যে কাঁচেরি স্বর্গ
সে তো এক সুন্দর ফুল
হাল ভাঙ্গা খেয়া পাড়ি দিতে গিয়ে হায়
পেলো না তো খুঁজে তার কুল।

নেভা দ্বীপ যখন জ্বলে না
কেঁদোনা কেউ তো বলেনা।
চোখেরই জল শুধুই সম্বল
যদি কারো ভালবাসা চাই।।
অপমান তার যে প্রতিদান
এতো কান্না এতো নয় গান,
এ যে আমার নীরব অভিমান।
এ গানের সুরে কথায়
শুনতে পাবে আজ লুকিয়ে
কাঁদছে যে এক প্রান।
পাথরেও ফোটাই যদি ফুল,
সকলেই বোঝে তবু ভুল।
ভাঙ্গা এই বুক বোবা এই মুখ
দেখে না কেউতো ফিরে তাই।।
আমার এই মুখের হাসি ম্লান।
এতো কান্না এতো নয় গান
এ যে আমার নীরব অভিমান।

নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন
ফিরিয়ে দাও,
আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও।

যে পাখির বুকে তির বিধে আছে
কি করে বলো সে গান গায়
মনে কি রাখে কখোনো আকাশ
কোন তারা কবে ঝরে যায়
শেষ নেই চলার নেই তো ঠিকানা
পথ শুধু পড়ে আছে পায়।

এই একলা ঘর আমার দেশ
আমার একলা থাকার অভ্যেস
ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা
বোবা টেলিফোনের পাশে বসে
তবু গভীর রাতের অগভীর সিনেমায়
যদি প্রেম চায় নাটুকে বিদায়
আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার
দেখি চোখ ভিজে যায় কান্নায়।

বুকে লয়ে অভিমান, নীরব হয়েছে ভালোবাসা,
চোখে তবু আসে জল, অশ্রু যে ব্যথার ভাষা ৷
এ জীবনে মালা গেঁথে শুধু ছিঁড়ে ফেলা,
মনের আলাপটুকু, সেও কি গো খেলা ?
আমি যেন নেভা দীপ, ব্যথা ভরা প্রাণ
তীর বেঁধা পাখি আর গাইবেনা গান৷

কষ্ট বুকে চেপে একলা থাকি
কান্নার নোনাজল অধরে মাখি
লাভ কি বৃথা মনে কষ্ট চেপে
আয় না ফিরে তুই আমারি।

জমা কথা আজও নীরব মনের কোণে,
বিরহী শত ব্যথা রোজ কাঁদে ডিপ্রেশনে,
আবেগী শব্দরা এখন নিয়ন্ত্রণে
অশ্রু হয়ে ভিড় জমায় মনের কোণে।

আজ তুমি নেই সাথে
ভুলে থাকা ছলনাতে
মনে মনে ভাবি শুধু তোমারি কথা
পাওয়া না পাওয়ার মাঝে
অচেনারও সুর বাজে
সুরভিত বিরহের মর্ম ব্যথা।

হতাশার জীবন

হোসাইন মুহম্মদ কবির

নিত্য অপেক্ষায় কাটে প্রহর
বুক ভরা সীমাহীন স্বপ্ন নিয়ে,
কেউ রাখেনি প্রতিশ্রুতি
মিছে আশা যায় দিয়ে।
সৎ পথে কেনো এত বাঁধা?
ও হে অন্তরযামী, হতাশ জীবন হতে মুক্তি দাও তুমি,
আর কতো পরিক্ষা নিবে তুমি আমার,
রঙিন পৃথিবীর মানুষ গুলো বড্ড পাষাণ,
মানুষের কি দোষ বলো?
তুমি তো করেছো পাষাণ হৃদয় সৃষ্টি
কারো চোখে আনন্দের তারা জ্বলে
কারো চোখে দুঃখের বৃষ্টি।
রাতের আধাঁরে হারাই চাঁদের দেখা
দিনের মেঘলা আকাশে দেখিনা সূর্য,
স্বপ্নের প্রদ্বীপ আজ নিভুনিভু
আর কত তোমার দেখতে চাই ধৈর্য।
ধিরে ধিরে ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়, হয় বিবেক বুদ্ধির ক্ষয়।
বাস্তবতার কাছে হেরে যাই বারংবার
দুঃখ নদীর কূল খুঁজে না পাই, দেখিনা এ পার,দেখিনা ওপার।
কোটি মানুষের ভীরে, আমি তবু একা
বদ্ধ রুমে,
কে কার রাখে খোঁজ, নিজ স্বার্থে
অর্থ লোভে, বিবেক রয়েছে ঘুমে।
মুখে মিথ্যে হাসি এঁকে, আপন জনের নিষ্টুরতা, দেখে যাই নীরবে,
আর কত অপেক্ষার প্রহর গুনতে হবে প্রভু, এ হতাশার জীবন চাইনিত কভু।

হতাশা

স্বপ্ন গগন
কলমের আঁচড়

আমি অন্ধকারের এক বিন্দু আলো হতে চেয়ে
আজ হলাম আঁধারের গল্প,
আনি ঘুমহীন চোখে ভারী হয়ে আসা পাতা হতে চেয়ে
আজ হলাম দুঃস্বপ্ন,
আমি শীতের কুয়াশায় মিষ্টি রোদ হতে চেয়ে
আজ হলাম হিমশীতল বাতাস,
আমি বর্ষার মেঘলা দিগন্তের স্নিগ্ধ বৃষ্টি হতে চেয়ে
আজ হলাম কাল-বৈশাখীর আকাশ।
আমি মরুভূমির বুকে চলমান নদী হতে চেয়ে
আজ হলাম বালুর সমুদ্র,
আমি আমাজানের মত সবুজ হতে চেয়ে
আজ হলাম ধূসর বৃক্ষ ।
আমি হিমালয়ের বিশালতায় সমতল হতে চেয়ে
আজ হলাম বরফের শিলা প্রস্তর,
আমি পৃথিবীর বুকে মহাদেশ হতে চেয়ে
আজ হলাম অথৈ সাগর।
আমি মনের গভীরের স্বপ্নময় মুহূর্ত হতে চেয়ে
আজ হলাম ভুলতে চাওয়ার প্রহরগুলি,
আমি বোনের মমতার আঁচল অতে চেয়ে
আজ হলাম ভাঙ্গা চুড়ি।
আমি ভোরের সূর্যোদয়ের প্রথম কিরন হতে চেয়ে
আজ হলাম সূর্যাস্তের লাল আভা,
আমি আমার মনের ভালবাসা খুঁজতে যেয়ে
আজ হলাম এক হতাশা।

আরও পড়তে নিচের লিংকগুলো দেখুন।

হুমায়ুন ফরিদীর উক্তি (Quote by Humayun Faridi)

পরিস্থিতি নিয়ে স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন

হুমায়ুন আহমেদ এর উক্তি

মন খারাপের স্ট্যাটাস ও ক্যাপশন

ভাগ্য নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস ও ক্যাপশন

শেষকথা

পাঠক ভাই ও বোনেরা আশা করি যে এই পোষ্টটি সম্পূর্ণ যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লেগেছে। এই পোষ্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আরও বিভিন্ন ধরনের পোষ্ট পেতে এই সাইটে ভিজিট করে দেখে নিতে পারেন।

Scroll to Top