চাকরি থেকে বিদায় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ

পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো কাছের মানুষ গুলো থেকে বিদায় নিয়ে দূরে চলে যাওয়া। কারণ বিদায় শব্দটির মানেই যে বেদনার আর দুঃখের। আমাদের জীবদ্দশায় প্রতিটি ধাপেই অনেক কিছু থেকে আমাদের বিদায় নিতে হয়। জীবনের এমনি একটা ধাপ হলো চাকরি থেকে বিদায় বা চাকরির বদলীজনিত বিদায়। 

যখন চাকরি থেকে অবসর বা বদলির কারণে দূরে যাওয়া লাগে, তখন সে সময়টা হয়ে উঠে অনেক কষ্টের ও বেদনার। সবার জন্য তখন অনেক খারাপ লাগে। তাই আজকে আপনাদের জন্য এই আর্টিকেল নিয়ে এসেছি আপডেট কিছু স্ট্যাটাস। আপনারা চাইলে এগুলো বিভিন্ন যোগাযোগ মাধ্যম ও বন্ধুদের শেয়ার করতে পারবেন।

চাকরি থেকে বিদায় স্ট্যাটাস

(১)

“””চাকরি ছেড়ে চলে যাচ্ছি…..

তবে এই অফিসে কাটানো সময়গুলো:-,:-, 

চিরকাল মনে থাকবে।।।

ধন্যবাদ আপনাদের সবাইকে,,, 

আপনারা আমার যাত্রার অংশ ছিলেন।”””

(২)

***জীবনের এই অধ্যায় শেষ হলো,,,, 

নতুন পথে পা রাখার সময় এসেছে…!!!

সবার জন্য রইল ভালোবাসা ও কৃতজ্ঞতা।***

(৩)

“”””কখনো ভাবিনি বিদায় বেলাটা এত কঠিন হবে….

এখানকার বস, কলিগ, সহকর্মীদের সাথে,,,, 

কাটানো মুহূর্তগুলো আজীবন স্মৃতি হয়ে থাকবে আমার জীবনে।””””

(৪)

***এখানে কাজ করা শুধু কাজ ছিল না,,, 

এটা ছিল এক ধরনের অভিজ্ঞতা।।। 

বিদায় নিচ্ছি, কিন্তু এই অভিজ্ঞতাগুলো চিরকাল~•~

আমার সাথে থাকবে।***

(৫)

(**প্রতিটা মানুষেরই যেখানে শেষ হয়,,, 

সেখান থেকেই শুরু হয়…!!!

আমারও এই চাকরি থেকে বিদায় নিতে হচ্ছে।।।।

প্রিয় সহকর্মী, কলিগ, বস সবাইকে ধন্যবাদ,,,,

আমাকে এত বছর ধরে ভালো সঙ্গ দেওয়ার জন্য।**)

(৬)

★★ভারাক্রান্ত মন নিয়ে আজ আমার চাকরি জীবন থেকে বিদায় নিতে হচ্ছে।।।

প্রিয় বস, কলিগদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি…

এই চাকরি জীবনে যদি আপনাদের সাথে–

জানা/অজানা মতে কোনো ভুল করে থাকি,,, 

তাহলে আমাকে আপন জেনে ক্ষমা করবেন।।। আপনাদের জন্য অনেক শুভ কামনা রইল।★★

(৭)

✓§✓এখানে কাটানো মুহূর্তগুলো… 

কখনোই ভুলতে পারবো না।।।

সহকর্মীদের সাথে স্মৃতিগুলো~√~

সারা জীবন মনে থাকবে।

বিদায়, তবে সম্পর্ক থাকবে চিরকাল।✓§✓

(৮)

{{••বিদায় বলছি তবে এই অফিসের প্রতিটি মুহূর্ত,,, প্রতিটি স্মৃতি আমার হৃদয়ে থাকবে।।। 

আপনারা আমার জন্য অনেক মূল্যবান..

ধন্যবাদ আপনাদের সবাইকে,••}}

(৯)

√•√•জীবন কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায়..!! 

সেটা কেউ বলতে পারে না।।।

আজকে আমার চাকরি জীবনের শেষ দিন-•- 

সবার কাছে দোয়া প্রার্থী।•√•√

(১০)

“””সবার জন্য শুভ কামনা রইলো। 

আমার এই চাকরি জীবনে আপনাদের মতো কলিগ, সহকর্মী, বস পেয়েছিলাম, যারা আমাকে আপন ভাইয়ের মতো ট্রিট করেছেন। 

যা হয়ত আর কোন চাকরি জীবনে… 

পাব বলে মনে হয় না।”””

(১১)

∆✓∆এখানে কাটানো সময়গুলো ~•~

আমাকে অনেক কিছু শিখিয়েছে।।। 

বিদায় নিচ্ছি, কিন্তু আপনাদের সবাইকে মনে রাখবো। আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা।∆✓∆

(১২)

“””হয়তো নতুন সাথীদের সাথে~•~

নতুন জায়গায় নতুন পথচলা শুরু হলো।।

কিন্তু স্মৃতির পাতায় পুরনো সাথীদের কথা–

পুরনো জায়গার কথা স্মরণীয় হয়ে থাকবে।”””

(১৩)

***এই বদলি আমার কর্মজীবনে– 

একটি নতুন অধ্যায়ের সূচনা করছে,,, 

তবে এই অফিসের স্মৃতিগুলো– 

চিরকাল আমার সাথে থাকবে।।

বিদায় বলছি, তবে সবার প্রতি ভালোবাসা রয়ে গেল।***

আরও পড়ুনঃ 

চাকরির বদলি জনিত বিদায় স্ট্যাটাস

(১)

***চাকরি বদলির কারণে….

এই অফিস ছেড়ে যেতে হচ্ছে, 

তবে আপনাদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত গুলো

আমার হৃদয়ে থাকবে। 

বিদায় বলছি, তবে ভালোবাসা রয়ে গেল।***

(২)

“”””এই অফিস থেকে শুধু বদলির জন্য বিদায় নিচ্ছি । এই অফিসের স্টাফদের সাথে –

কিছু বছর সম্পর্কে জড়িয়েছিলাম।।।

যে সম্পর্কটা এখন ছিন্ন হয়ে যাচ্ছে।”””

(৩)

  • •§চাকরির বদলির কারণে নতুন স্থানে যেতে হচ্ছে,,,

তবে এই অফিসের স্মৃতিগুলো আমার সাথে থাকবে। বিদায় বলছি, তবে ভালোবাসা রয়ে গেল।§•§

(৪)

  • •{}••আজ চাকরি থেকে বদলি হচ্ছি,,,

নতুন কোন সাথীদের সাথে পথচলা শুরু হবে…

কিন্তু এই পুরনো সাথী গুলোর কথা~~ 

স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। 

আশা করি আবার কোনদিন হয়তো দেখা হবে~~

ভালো থাকবেন সবাই।••{}••

(৫)

✓✓চাকরির এই বিদায় শুধুমাত্র~~

একটি কর্মস্থলের বিদায় মাত্র…

আবার হয়তো কোনদিন দেখা হতে পারে~~

সেই প্রিয়জনদের সাথে। দোয়া করবেন সবাই।✓✓

(৬)

★✓✓★চাকরি বদলির কারণে….

এই অফিস ছেড়ে যেতে হচ্ছে,,,

কিন্তু এখানের প্রতিটি স্মৃতি, প্রতিটি সহযোগিতা –

আমার মনে থাকবে। ধন্যবাদ সবাইকে, 

আপনারা সত্যিই অসাধারণ।★✓✓★

(৭)

✓✓আপনাদের ছেড়ে কখনোই যেতে ইচ্ছে করছেনা। শুধুমাত্র জীবিকা নির্বাহের জন্য চলে যেতেই হচ্ছে!!

কিন্তু আপনাদের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা~

চিরজীবন স্মরণীয় হয়ে থাকবে।✓✓

(৮)

*****বদলির কারণে নতুন স্থানে যেতে হচ্ছে,,,, 

কিন্তু এই অফিসে কাটানো মুহূর্তগুলো~~ 

আমার জীবনের মূল্যবান স্মৃতি হয়ে থাকবে।।

আপনারা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

বিদায় সবাইকে,,,,,***

(৯)

∆§∆আজ আপনাদের ছেড়ে বিদায় নিচ্ছি>>>

শুধু কর্মস্থল থেকে, মনের জায়গা থেকে নয়। আপনাদের সাথে কাটানো সেই মুহূর্তগুলোর কথা,,,

আপনাদের দেওয়া সেই ভালোবাসা গুলো কখনো ভোলার নয়।∆§∆

(১০)

“””চাকরির এই বদলি আমাকে….

নতুন স্থানে নিয়ে যাচ্ছে, 

তবে এই অফিসের স্মৃতিগুলো আমাকে ছাড়বে না। আপনারা চিরকাল আমার মনের কোণে থেকে যাবেন।””””

(১১)

*!!*আমার জীবনের সবচাইতে কষ্টের দিন গুলোর মধ্যে একটি হলো আজকের দিনটি,,, 

চলে যেতে হচ্ছে আপন মানুষগুলোকে ছেড়ে… 

যা কখনোই আশা করিনি। 

ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য।*!!*

(১২)

•{}••এতদিন আপনাদের সাথে একটি পরিবারের মত ছিলাম কিন্তু আজ এই পরিবার থেকে বিদায় নিতে হচ্ছে। কিন্তু এ পরিবারের সদস্যদের কথা কোনদিনও ভুলবো না।

(১৩)

“””চাকরির বদলি আমাকে নতুন স্থানে নিয়ে যাচ্ছে,,,

তবে এই অফিসের স্মৃতিগুলো~•~

চিরকাল আমার সাথে থাকবে।।

চলে যাচ্ছি কিন্তু আপনাদের ভালোবাসা~•~

আমার হৃদয়ে থাকবে।””””

আরও পড়ুনঃ

চাকরি থেকে বিদায় নিয়ে ছন্দ

(১)

“””চাকরি ছাড়ছি…কিন্তু স্মৃতি থেকে যাবে,,,

সহকর্মীদের ভালোবাসা,,, হৃদয়ে রেখে যাবো।””

(২)

***বিদায় বলছি অফিসকে,,, স্মৃতি হবে সাথী।।।

চাকরি ছেড়ে যাচ্ছি,,,, তবে ভালোবাসা থেকে যাবে।**

(৩)

  • ••নতুন পথের দিশায় আমি,,,, ছাড়ছি এই চাকরি!!!!

বিদায়ের সুর বাজে মনে,,, 

স্মৃতির পাতায় ছাপ দেখি।•••

(৪)

✓✓বিদায় বলছি অফিসকে,,,,

নতুন স্বপ্নের পথে…

মনে রেখো আমায়,,,,

এই অফিসের ছায়াতে।✓✓

(৫)

{{••কর্মস্থলটা ছাড়ছি আজ,,,, 

বিদায়ের গান গাই..!!

আপনাদের স্মৃতিতে আমি, হৃদয়টা ভরে যায়।••}}

(৬)

∆••∆চাকরি থেকে বিদায় নিচ্ছি,,, 

তবে হৃদয়ে থেকে যাবে স্থান।।।

অফিসের এই দিনগুলো,,,,

স্মৃতির পাতায় ভরা প্রাণ।∆••∆

(৭)

  • §§•চাকরি থেকে বিদায় নিচ্ছি,,, 

নতুন পথে যাত্রা…!!!

স্মৃতির পাতায় গেঁথে থাকবে,,,,

এই অফিসের আদর।•§§•

(৮)

√√••চাকরিকে বিদায় বলছি,,,

তবে স্মৃতি থেকে যাবে অম্লান!!!

চাকরি ছেড়ে চলছি,,,,

নতুন যাত্রার গান।।••√√

(৯)

∆•∆•নতুন পথে চলতে হবে আমায়,,, 

বিদায়ের ডাক শুনছি আমি~~

চাকরি ছেড়ে যাচ্ছি,,,

মনে অনেক কথা জমি।•∆•∆

(১০)

∆•∆চাকরি ছাড়ছি – তবে স্মৃতির পাতা ভরা,,,

সহকর্মীদের ভালোবাসা, রবে সারা জীবন ধরা।∆•∆

(১১)

***বিদায়ের সময় এসেছে, অফিসকে বলি সেলাম,

এত দিনের ভালোবাসা, থাকবে আমার প্রানে***

(১২)

  • ••বিদায় বলছি, তবে অফিসের স্মৃতি রবে অম্লান,

চাকরি ছেড়ে চলছি, নতুনের গান।•••

(১৩)

{{✓নতুন যাত্রার ডাকে,,,,

বিদায় বলছি অফিসকে…

মনে রেখে যাবো সবাইকে,,,,

স্মৃতির পাতায় রাঙিয়ে।✓}}

(১৪)

√√••চাকরি ছেড়ে চলে যাচ্ছি,,, 

তবে হৃদয়ে রাখবো স্মৃতি।।।

অফিসের এই দিনগুলো, মনে রবে অতি।••√√

(১৫)

✓∆✓চাকরির শেষে বিদায়ের গান,,,

স্মৃতির পাতায় লিখছি সুর, মনের আনান।✓∆✓

শেষকথা

আজকের আর্টিকেলটি ছিল চাকরি থেকে বিদায় নিয়ে স্ট্যাটাস, চাকরির বদলিজনিত বিদায় স্ট্যাটাস ও চাকরি থেকে বিদায় নিয়ে ছন্দ। আপনাদের জন্য নতুন নতুন চাকরির বিদায় জনিত স্ট্যাটাসগুলো দিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে ও বিদায় জনিত স্ট্যাটাস সম্পর্কে জানতে পেরেছেন। আপনারা চাইলে সোশ্যাল মিডিয়ায়, আপনার কলিগ বা বন্ধুদের শেয়ার করতে পারবেন।

About Sajjad Hossain