আপনার রবি সিমে কত মিনিট ব্যালেন্স আছে তা জানতে চান? তাহলে জেনে নিন রবি মিনিট চেক করার নিয়ম ও রবি মিনিট চেক কোড সম্পর্কে।
বাংলাদেশের মোবাইল সিম অপারেটর গুলোর মধ্যে রবি অত্যন্ত জনপ্রিয়। এই অপারেটর ব্যবহারকারীদের মধ্যে অনেকেই ইন্টারনেট কানেকশন ছাড়া কথা বলার জন্য মিনিট অফার ক্রয় করে থাকে। কিন্তু অনেক সময় সেই অফারের কত মিনিট অবশিষ্ট আছে অথবা মিনিট ব্যালেন্স আছে কি-না, তা জানার প্রয়োজন হয়। তাই রবি মিনিট চেক করার নিয়মগুলো এবং রবি মিনিট চেক কোড (Robi minute check code) সম্পর্কে বিস্তারিত পদ্ধতিটি জানুন এই লেখা থেকে।
রবি মিনিট চেক ২০২৪
রবি মিনিট চেক করার জন্য, আপনার মোবাইলে My Robi অ্যাপ ইন্সটল করুন। তারপর আপনার রবি সিম নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করে অ্যাপে লগইন করুন। ড্যাসবোর্ডের মিনিট অপশন থেকে রবি সিমের কত মিনিট আছে, তা চেক করতে পারবেন। অথবা আপনি চাইলে মোবাইলে ডায়াল প্যাডে গিয়ে USSD কোড ডায়াল করেও রবি সিমের মিনিট চেক করতে পারবেন। রবি মিনিট চেক করার উভয় প্রক্রিয়া সম্পর্কে এই লেখাতে বিস্তারিত ধাপগুলো জানতে পারবেন।
ফ্লেক্সিলোড করার সময় মোবাইলে মিনিট ব্যালেন্স আছে কি-না, কথা বলার সময় কত মিনিট অবশিষ্ট আছে, মিনিটের মেয়াদ কত তা জানার প্রয়োজন হয়।
রবি মিনিট চেক কোড ২০২৪
রবি সিমের মিনিট চেক করার কোড হলো *২২২*২# বা *২২২*৯#। এই দুইটি কোডের যেকোনো একটি কোড ব্যবহার করেই আপনি রবি মিনিট চেক করতে পারবেন।
রবি মিনিট চেক কোড ডায়াল করে রবি সিমের মিনিট ব্যালেন্স চেক করার জন্য প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যান, তারপর *২২২*২# লিখে ডায়াল করুন। এবার আপনার মোবাইলের সিম স্লটের যেই স্লটটিতে আপনার রবি সিমটি রয়েছে সেটা সিলেক্ট করে দিন। ব্যাস, কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই মেসেজ এর মাধ্যমে আপনার রবি সিমে কত মিনিট ব্যালেন্স আছে তা জানিয়ে দেওয়া হবে।
রবি মিনিট চেক করার নিয়ম
বর্তমানে রবি মিনিট ব্যালেন্স চেক করার জন্য রবি অপারেটর কোম্পানি থেকে ২টি উপায় রাখা হয়েছে। যথা:
- USSD কোড ডায়াল করে।
- My Robi অ্যাপ থেকে।
নিচে এই দুটি উপায়ে রবি সিমের মিনিট ব্যালেন্স চেক করার বিস্তারিত প্রক্রিয়া গুলো ধাপে ধাপে দেখানো হলো:
রবি মিনিট চেক কোড ডায়াল করে
রবি মিনিট ব্যালেন্স চেক করার USSD কোড ডায়াল করে যেকোনো বাটন ফোন/ স্মার্ট ফোন থেকেই মিনিট ব্যালেন্স চেক করা যায়। Robi minute check করার কোড হলো *২২২*২# এবং *২২২*৯#। এই ২টি USSD কোড ব্যবহার করে মিনিট ব্যালেন্স জানতে নিচের ধাপগুলো অনুসরন করুন:
- সর্বপ্রথম, আপনার মোবাইলের ডায়াল অপশনে যান।
- তারপর *২২২*২# বা *২২২*৯# লিখে ডায়াল করুন।
- এবার আপনার মোবাইলের যেই স্লটে রবি সিমটি রয়েছে সেটি সিলেক্ট করুন।
ব্যাস, কিছুক্ষণের মধ্যেই আপনার রবি সিমের মিনিট ব্যালন্স কত, কতদিন মেয়াদ আছে ইত্যাদি তথ্যসমূহ সম্বলিত একটি SMS আসবে।
My Robi অ্যাপ থেকে রবি মিনিট ব্যালেন্স চেক
আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন এবং মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে My Robi অ্যাপ ব্যবহার করে এর সুবিধা সমূহ ভোগ করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে সিমের মিনিট ব্যালেন্স চেকসহ মেইন ব্যালেন্স চেক, বিভিন্ন অফার চেক ও অন্যান্য সেবা সমূহের সুবিধা নিতে পারবেন।
রবি সিম অপারেটরের নিজস্ব মোবাইল এপ্লিকেশন হলো My Robi অ্যাপ। মোবাইলে মাই রবি অ্যাপ ইন্সটল করে তাতে মোবাইল নাম্বার দিয়ে লগইন করলেই সকল সুবিধা পাওয়া যাবে। চলুন এবার নেট ব্যালেন্স চেক করার বিস্তারিত প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক:
- ধাপ ১: সর্বপ্রথম আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে গিয়ে My Robi লিখে সার্চ করুন। তারপর অরিজিনাল অ্যাপটি সামনে আসলে তা ইন্সটল করে নিন।
- ধাপ ২: মোবাইলে অ্যাপটি ইন্সটল করা সম্পূর্ণ হওয়ার পর Open করুন।
- ধাপ ৩: এবার My Robi অ্যাপে সাইন ইন করার জন্য রবি সিমের নাম্বারটি লিখুন।
- ধাপ ৪: ‘Request OTP’ লেখাতে ক্লিক করুন।
- ধাপ ৫: সাইন ইন করার জন্য একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ৬ সংখ্যার OTP কোড পাঠানো হবে। সেই কোডটি লিখে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
- ধাপ ৬: এবার ড্যাশবোর্ড থেকে রবি মিনিট ব্যালেন্স চেক করুন। আপনার My Robi অ্যাপের ড্যাশবোর্ড ওপেন হলেই অ্যাপের উপরের দিকে মেইন ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স এবং মিনিট ব্যালেন্স দেখতে পাবেন।
রবি মিনিট চেক নাম্বার
রবি সিমের মিনিট চেক করার কোড নাম্বার হলো *২২২*২#। অথবা *২২২*৯# রবি সিমের মিনিট ব্যালেন্স চেক করা যায়। মূলত রবি মিনিট চেক করার কোডই হলো রবি সিমের মিনিট চেক নাম্বার। *২২২*২# এই USSD কোডকেই আমরা নাম্বার বলে থাকি। এই চেকিং নাম্বারটি ডায়াল করে আপনার সিমে থাকা মিনিটের পরিমাণ, মেয়াদ ও মিনিট অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আরও পড়ুন: বিকাশ একাউন্ট খোলার নিয়ম
অ্যাপ থেকে রবি মিনিট অফার
বর্তমানে robi minute check, MB check, Balance check, SMS check এবং বিভিন্ন অফার কিনতে সর্বোত্তম মাধ্যম হচ্ছে My Robi অ্যাপ। My Robi অ্যাপে লগইন করে ড্যাশবোর্ড ওপেন করলেই অফার অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে পরবর্তী পেইজে গিয়ে আপনার পছন্দসই রবি মিনিট অফার দেখতে ও কিনতে পারবেন। রেগুলার মূল্যের চেয়ে তুলনামূলক কম মূল্যে এখান থেকে ভালো মিনিট অফার পাওয়া যায়।
How to Robi Minute Check
To check Robi minutes, first, install the My Robi app on your mobile. Then provide your Robi SIM number and verify the OTP. After that you will be logged in to the app. Now, You can check how many minutes are available on the Robi SIM from the ‘Minutes’ option on the app dashboard.
On the other hand, you can check Robi SIM minutes by dialing the USSD code on your mobile phone.
Robi Minute Check Code 2024
Robi SIM minutes check code is *222*2# or *222*9#. You can check Robi minute balance by using any of these two codes.
To check your Robi SIM minute balance by dialing Robi Minute Check Code, first go to your mobile’s dial pad, then dial *222*2#. Within a few minutes, you will be informed through a reply message that how many minutes balance you have on your Robi SIM.
শেষকথা
উপরোক্ত USSD কোড ডায়াল করে ও My Robi অ্যাপ করার এই দুটি উপায়ে খুব সহজে রবি মিনিট চেক করতে পারলেন। তবে আপনি যদি স্মার্টফোন ব্যবহারকারী হন তাহলে অবশ্যই My Robi অ্যাপ ব্যবহার করতে পারেন। কারণ অ্যাপ থেকে চেক করলে কোন কোড জানতে হয় না। এছাড়াও একইসাথে রবি সিমের সকল সেবা পাওয়া যায়।