আপনি কি একজন রকেট মোবাইল ব্যাংকিং গ্রাহক? রকেট একাউন্ট দেখার নিয়ম ও ডায়াল কোড সম্পর্কে জানেন না? তাহলে রকেট একাউন্ট চেক করার কোড ও রকেটে টাকা দেখার নিয়ম সম্পর্কে জেনে নিন এখানে।
যারা রকেট একাউন্ট ব্যবহার করেন তাদের জন্য একাউন্ট চেক করার কোড সম্পর্কে জানাই হলো প্রধান চাবি স্বরূপ। যেকোনো বাটন ফোন ও স্মার্টফোন থেকে দ্রুত রকেট একাউন্টের সার্ভিস পেতে রকেট একাউন্ট চেক করার কোড ডায়াল করতে হয়। তাই রকেট ডায়াল কোড, রকেট একাউন্ট দেখার নিয়ম/ রকেটে টাকা দেখার নিয়ম (Rocket balance check) সম্পর্কে আজই জেনে নিন এই লেখা থেকে।
রকেট একাউন্ট চেক করার কোড
রকেট একাউন্ট চেক করার কোড হলো *322#। এটি শুধুমাত্র একাউন্ট চেক করার কোডই নয়। বরং রকেটের এই ইউএসএসডি কোড টি ব্যবহার করে আপনি রকেট একাউন্ট খোলা এবং লেনদেন করা সহ রকেটের যাবতীয় সার্ভিস গুলো উপভোগ করতে পারবেন। যেকোনো বাটন ফোন কিংবা স্মার্ট ফোন থেকে এই USSD কোড ডায়াল করে রকেট একাউন্টের সার্ভিস পাবেন।
রকেটের বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা, যেমন- সেন্ড মানি, ক্যাশ আউট, ক্যাশ ইন, মোবাইল রিচার্জ, বিল পে, ব্যাংক টু রকেট, মার্চেন্ট পেমেন্ট, বিনিময়, ই-টোল পেমেন্ট ইত্যাদি সকল সুবিধা উপভোগ করতে এই ইউএসএসডি কোডটি ডায়াল করতে হবে। রকেট একাউন্ট দেখার কোড হিসেবেই এই কোডটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। *322# ডায়াল করেই অধিকাংশ রকেট একাউন্ট ব্যবহারকারীরা তাদের একাউন্টের ব্যালেন্স চেক (Rocket balance check) করে থাকে।
আরও পড়তে পারেনঃ উপায় একাউন্ট দেখার নিয়ম | Upay Balance Check Code।
রকেট একাউন্ট চেক করার নিয়ম
রকেট একাউন্ট চেক করার জন্য, সর্বপ্রথম আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে *৩২২# লিখে কল করুন। তারপর রকেটের মেন্যু ওপেন হলে ৫ নং-এ থাকা My Acc অপশন সিলেক্ট করে 5 লিখুন। তারপর নতুন আরেকটি মেন্যু Balance অপশন সিলেক্ট করে 1 লিখুন। এবার আপনার রকেট একাউন্টের 4-digit পিন কোড দিয়ে Send করলে আপনার রকেট একাউন্ট চেক হয়ে যাবে। সাথে সাথেই রকেট একাউন্ট ব্যালেন্সের একটি স্টেটমেন্ট দেখতে পাবেন।
আমরা অধিকাংশ ক্ষেত্রে রকেট একাউন্ট চেক বলতে শুধুমাত্র ব্যালেন্স চেক করাকেই বুঝে থাকি। এছাড়াও রকেট একাউন্ট চেক কোড *৩২২# ডায়াল করে রকেটের বিস্তারিত সার্ভিস গুলো দেখতে পাবেন এবং লেনদেন স্টেটমেন্টও জানতে পারবেন।
রকেট ডায়াল কোড দিয়ে রকেটে টাকা দেখার নিয়ম
রকেটের ডায়াল কোড বা রকেট একাউন্ট চেক করার কোড হলো *৩২২#। এই কোডটি ব্যবহার করেই রকেট একাউন্টের বর্তমান ব্যালেন্স কত টাকা তা জানতে পারবেন।
রকেট ডায়াল কোড দিয়ে রকেটে টাকা দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- ধাপ ১: সর্বপ্রথম আপনার মোবাইলের ডায়াল প্যাডে যান। তারপর *৩২২# লিখে ডায়াল করুন। তারপর আপনার মোবাইলে যদি একাধিক সিম কার্ড থাকে, তাহলে যেই সিম স্লটে রকেট একাউন্টটি আছে সেটি সিলেক্ট করে দিন।
- ধাপ ২: এখন আপনার মোবাইল স্ক্রিনে রকেটের যাবতীয় সেবা সমূহের একটি মেন্যু দেখতে পাবেন। এখানে ৫ নং-এ থাকা My Acc অপশনে রকেট ব্যালেন্স চেক (Rocket balance check) করা যাবে। তাই নিচের আপনার রিপ্লাইয়ের ঘরে 5 লিখে Send করুন।
- ধাপ ৩: এইবার, রকেট মেন্যুর My Acc অপশনের অভ্যন্তরীণ আরো একটি তালিকা আসবে। এখানে প্রথমেই দেখতে পাবেন ‘Balance’। ব্যালেন্স চেক করার জন্য আপনার রিপ্লাইয়ের ঘরে 1 লিখে Send করুন।
- ধাপ ৪: রকেটে টাকা দেখার নিয়ম সহ আপনার রকেট একাউন্টের যাবতীয় সকল সেবা ভোগ করতে একটি PIN ব্যবহার করতে হবে। এই ধাপেও আপনার Rocket balance check করতে Enter PIN অপশনে ৪ ডিজিটের পিন নাম্বারটি লিখে Send করুন।
- ধাপ ৫: ব্যাস, কিছুক্ষণের মধ্যেই আপনার রকেট একাউন্টে কত টাকা আছে সেই ব্যালেন্সের একটি সংক্ষিপ্ত স্টেটমেন্ট দেখানো হবে।
এভাবে আপনি খুব সহজেই রকেটে একাউন্ট চেক করার কোড দিয়ে, রকেট ব্যালেন্স চেক করে আপনার রকেট একাউন্টে কত টাকা আছে তা জানতে পারবেন।
আরও পড়তে পারেনঃ রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪।
অ্যাপ থেকে রকেট ব্যালেন্স চেক
রকেট অ্যাপ থেকে রকেট একাউন্টে টাকা দেখার নিয়ম আরো সহজ। আপনার কাছে যদি একটি স্মার্ট ফোন থাকে তাহলে খুব সহজেই রকেট অ্যাপে আপনার একাউন্টে লগইন করে রকেট ব্যালেন্স চেক করতে পারবেন। অ্যাপ থেকে রকেট একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য, সর্বপ্রথম পিন কোড দিয়ে রকেট অ্যাপে লগইন করুন। আপনি যদি প্রথমবারের মত আপনার একাউন্টটিতে লগইন করতে চান, তাহলে পিন ভেরিফাই ও ওটিপি যাচাই করতে হবে।
এর জন্য গুগল প্লে-স্টোর থেকে রকেট অ্যাপটি ইন্সটল করে নিন। তারপর অ্যাপ ওপেন করলেই আপনার মোবাইল নাম্বার চাইবে। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে পরবর্তী অপশনে যান। তারপর Understand লেখাতে ক্লিক করলেই আপনার রকেট একাউন্টের নাম্বারে একটি কল আসবে। সেই কলে থাকা অবস্থাতেই ডায়াল প্যাড ওপেন করে আপনার পিন কোডটি লিখতে হবে। পিন কোডটি লেখার পর কল কেটে যাবে এবং আপনার নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে।
তারপর অ্যাপের পেইজে গিয়ে সেই ওটিপি কোডটি এবং আপনার রকেট পিন কোড লিখুন। তারপর পুনরায় ৪ ডিজিটের PIN Code দিলেই অ্যাপসে লগইন হয়ে যাবে। এবার ড্যাশবোর্ডের উপরদিকে ‘Tap for Balance’ লেখাতে ক্লিক করলেই আপনার রকেট একাউন্টের ব্যালেন্স দেখানো হবে।
এভাবে রকেটে টাকা দেখার নিয়মে রকেট অ্যাপ থেকে আপনার বর্তমান ব্যালেন্স (Rocket balance check) জানতে পারবেন।
আরও পড়তে পারেনঃ নগদ একাউন্ট দেখার নিয়ম | নগদে টাকা দেখার নিয়ম।
রকেট একাউন্ট দেখার নিয়ম
রকেট একাউন্ট দেখার নিয়ম হলো, আপনার মোবাইলে ডায়াল প্যাডে গিয়ে *322# লিখে ডায়াল করুন। তারপরই আপনার রকেট একাউন্ট মেন্যুটি দেখতে পাবেন। এছাড়াও রকেট একাউন্ট দেখার নিয়ম বলতে আপনি যদি লেনদেনের স্টেটমেন্টকে বুঝিয়ে থাকেন, তাহলেও রকেট একাউন্ট চেক করার কোড ডায়াল করে তা চেক করতে পারবেন।
এর জন্য, প্রথমে *322# লিখে ডায়াল করুন। রকেট মেন্যু ওপেন হলে, My Acc সিলেক্ট করতে 5 লিখুন। তারপর আরেকটি মেন্যু এলে Statement অপশন সিলেক্ট করতে 2 লিখুন। এবার 4-digit পিন কোড দিয়ে Send করুন। ব্যাস, কিছুক্ষণের মধ্যেই আপনার রকেট একাউন্টের সর্বশেষ লেনদেনের তথ্যগুলো তালিকা আকারে দেখানো হবে।
অন্যদিকে, আপনি যদি অ্যাপ থেকে রকেট একাউন্ট দেখার নিয়ম জানতে চান, তাহলে শুধুমাত্র পিন কোড দিয়ে রকেট অ্যাপে আপনার একাউন্টে লগইন করলেই হবে। তাহলেই অ্যাপের ড্যাশবোর্ডে রকেটের যাবতীয় সার্ভিস সমূহের তালিকা দেখতে পাবেন। এছাড়াও নিচের More অপশনে ক্লিক করলে নতুন পেজ আসবে। সেখান থেকে Balance Inquiry, Mini Statement, Transaction Limits, Service Charges ইত্যাদি জানতে পারবেন।
রকেট একাউন্ট নাম্বার দেখার নিয়ম
রকেট একাউন্ট চেক নাম্বার ডায়াল করে রকেট একাউন্ট নাম্বার দেখতে পারবেন না। বরং এটি আপনার সিম কার্ডের নাম্বার চেক কোড ডায়াল করে জেনে নিতে হবে। অথবা আপনি যদি আগে থেকেই রকেট অ্যাপে আপনার রকেট একাউন্টে লগইন করে থাকেন, তাহলে সেই অ্যাপে পিন কোড দিয়ে লগইন করলেই ড্যাশবোর্ড থেকে আপনার একাউন্ট নাম্বারটি দেখতে পাবেন।
আরও পড়তে পারেনঃ বিকাশে টাকা দেখার নিয়ম | কোড ও অ্যাপ দিয়ে বিকাশ ব্যালেন্স চেক।
রকেট একাউন্ট চেক করার কোড কেন প্রয়োজন হয়
বাংলাদেশের প্রায় ১০-১২ কোটি মানুষ বিভিন্ন মোবাইল ব্যাংকিং ব্যবস্থার আওতায় সুবিধা ভোগ করছে। এই বিশাল জনসমুদ্রের মধ্যে অধিকাংশই বাটন ফোন ব্যবহার করে লেনদেন করে থাকে। তাই অধিকাংশ ক্ষেত্রেই যারা বাটন ফোন ব্যবহার করে রকেট একাউন্টের লেনদেন করে ও রকেট ব্যালেন্স চেক করতে চায়, তাদের জন্য রকেট একাউন্ট চেক করার কোড (Rocket balance check code) বিশেষভাবে প্রয়োজন।
রকেট একাউন্ট চেক কোড *৩২২# ডায়াল করে যেকোন বাটন ফোন ও স্মার্টফোন থেকেই সামগ্রিক সুবিধা গুলো নিতে পারবেন। এমনকি এই একটি কোড ডায়াল করেই আপনি রকেট মেন্যু থেকে সেন্ড মানি, ক্যাশ আউট, ক্যাশ ইন, মোবাইল রিচার্জ, বিল পে, ব্যাংক টু রকেট, মার্চেন্ট পেমেন্ট, বিনিময়, ই-টোল পেমেন্ট ইত্যাদি লেনদেন করতে পারবেন।
শেষকথা
উপরোক্ত আলোচনা থেকে রকেট একাউন্ট চেক করার কোড এবং রকেটের টাকা দেখার নিয়ম (Rocket Balance Check) সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি মোবাইল ব্যাংকিংয়ের যাবতীয় প্রয়োজনে তথ্য জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ধন্যবাদ।