রকেট একাউন্ট খোলার নিয়ম

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

মোবাইল ব্যাংকিং সুবিধা পেতে একটি রকেট একাউন্ট খুলতে চাচ্ছেন? তাহলে জেনে নিন রকেট একাউন্ট খোলার নিয়ম, একাউন্ট এক্টিভেশন ও বোনাস সম্পর্কে।

মূলত ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর বিশ্বস্ত অঙ্গ প্রতিষ্ঠান হলো রকেট। বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম হলো রকেট। দেশের অভ্যন্তরীণ সামগ্রিক লেনদেনের সুবিধার পাশাপাশি প্রবাসীদের রেমিটেন্স সম্পর্কিত লেনদেনের সেবা ঘরে বসেই ভোগ করতে রকেট অত্যন্ত সুবিধাজনক। তাই আপনিও একটি রকেট একাউন্ট খুলতে চাইলে, রকেট একাউন্ট খোলার নিয়ম, একাউন্ট একটিভেশন, বোনাস পাওয়ার উপায় এবং রকেট একাউন্টের সুবিধাসমূহ সম্পর্কে জেনে নিন।

রকেট একাউন্ট খোলার নিয়ম 

রকেট একাউন্ট খোলার জন্য, *322# ডায়াল করে রকেট অ্যাকাউন্ট প্রি রেজিস্ট্রেশন শুরু করুন। তারপর 1 টাইপ করুন। এবার ৪ ডিজিটের একটি পিন কোড দিয়ে সাবমিট করুন। ব্যাস আপনার একটি রকেট একাউন্ট চালু হয়ে যাবে। তারপর একাউন্টটি এক্টিভ করতে স্থানীয় রকেট এজেন্টের কাছে গিয়ে অথবা রকেট অ্যাপ ওপেন করে কেওয়াইসি ভেরিফাই সম্পন্ন করুন। একাউন্ট এক্টিভ করার পরই লেনদেন করতে পারবেন ও রকেট একাউন্টের সুবিধা সমূহ ভোগ করতে পারবেন।

আরও পড়তে পারেনঃ নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় ২০২৪

রকেট একাউন্ট খুলতে কি কি লাগে

রকেট একাউন্ট খোলার জন্য আপনার-

  • একটি মোবাইল সিম (যা দিয়ে আগে কোন রকেট একাউন্ট খোলা হয়নি)।
  • নিবন্ধনাধীন ব্যক্তির ভোটার আইডি কার্ড।
  • একটি মোবাইল ফোন (বাটন ফোন/ স্মার্ট ফোন)। 
  • এবং ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে।

তবে আপনি যদি কোন এজেন্ট এর কাছ থেকে একটি রকেট একাউন্ট খুলিয়ে নিতে চান, তাহলে বাড়তি কাগজপত্র হিসেবে ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি লাগবে।

নিজে নিজে রকেট একাউন্ট খোলার উপায় সমূহ

বর্তমানে মোট তিনটি পদ্ধতিতে রকেট একাউন্ট খোলা যাবে। যথা: 

  • রকেটের কোড *৩২২# ডায়াল করে।
  • রকেট অ্যাপ ব্যবহার করে।
  • রকেট এজেন্টের কাছে গিয়ে।

যেহেতু আপনি চাইলে নিজে নিজেই রকেট একাউন্ট খুলতে পারবেন, তাই এজেন্ট এর কাছে বাড়তি ডকুমেন্টস নিয়ে যাওয়া অপ্রয়োজনীয়। চলুন এবার রকেট কোড ডায়াল করে এবং রকেট অ্যাপ থেকে কিভাবে একটি একাউন্ট খুলতে পারবেন, সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়তে পারেনঃ বিকাশ একাউন্ট খোলার নিয়ম | লুফে নিন ১২৫ টাকা বোনাস

রকেটের কোড ডায়াল করে রকেট একাউন্ট খোলার নিয়ম

রকেটের কোড ডায়াল করে একটি রকেট একাউন্টের প্রি রেজিস্ট্রেশন করা যায়। তারপর অ্যাপস থেকে কিংবা রকেট এজেন্টের কাছে গিয়ে একাউন্টটি এক্টিভ করে নিতে হবে। কোড ডায়াল করে রকেট একাউন্টের প্রি রেজিস্ট্রেশন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • ধাপ ১: সর্বপ্রথম আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *৩২২# লিখে কল করুন। তারপর যেই সিম থেকে রকেট একাউন্ট খুলতে চাচ্ছেন, সেই সিমটি সিলেক্ট করে দিন।
রকেটের কোড ডায়াল করে রকেট একাউন্ট খোলার নিয়ম
  • ধাপ ২: এবার আপনার একটি রকেট একাউন্ট খুলতে এখানে 1 লিখে সেন্ড করুন।
কোড ডায়াল করে রকেট একাউন্ট খোলার নিয়ম
  • ধাপ ৩: এই ধাপে, আপনার রকেট একাউন্টের জন্য একটি ৪ সংখ্যার পিন কোড লিখুন। এই পিন কোডটি ব্যবহার করে পরবর্তীতে আপনি রকেট অ্যাপসে লগইন করতে পারবেন এবং আপনার একাউন্ট এক্টিভেট করতেও এটি প্রয়োজন হবে।
*322# ডায়াল করে রকেট একাউন্ট খোলার নিয়ম
  • ধাপ ৪: ব্যাস, আপনার একটি রকেট একাউন্টের সাধারণ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এবার আপনাকে রকেট থেকে ধন্যবাদ জানিয়ে, একটি রকেট একাউন্ট নাম্বারসহ একটি পপ আপ মেসেজ দেখানো হবে। 

তবে এখনই আপনি এই একাউন্টে লেনদেন করতে পারবেন না। এর জন্য আপনার জাতীয় পরিচয় পত্র, ছবি সাবমিট করে বিভিন্ন তথ্য নিশ্চিত করতে হবে বা KYC সাবমিট করতে হবে। অ্যাপ থেকে বা এজেন্টের কাছে গিয়ে বাকি কাজ সম্পন্ন করে নিতে হবে।  

আরও পড়তে পারেনঃ উপায় একাউন্ট খোলার নিয়ম ও ৭৫ টাকা বোনাস পাওয়ার উপায়

রকেট অ্যাপ থেকে একাউন্ট খোলার নিয়ম

নিজে নিজেই রকেট অ্যাপ থেকে রকেট একাউন্ট খোলা যাবে। তাছাড়া অ্যাপ থেকে রকেট একাউন্ট খোলার নিয়ম তুলনামূলক সহজ। এবার জেনে নেওয়া যাক অ্যাপ থেকে রকেট একাউন্ট কিভাবে খুলবেন:

  • ধাপ ১: সর্বপ্রথম আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যান। তারপর সার্চবারে ‘Rocket’ বা ‘রকেট’ লিখে সার্চ করুন। এবার আপনার সামনে Rocket Mobile Banking অ্যাপটি চলে আসলে, সেটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। 
রকেট অ্যাপ ডাউনলোড - rocket app install
  • ধাপ ২ঃ অ্যাপটি ওপেন করার পর, উপরের ডানদিকে ভাষা পরিবর্তন করার অপশন পাবেন। এখান থেকে বাংলা লেখাতে ক্লিক করে অ্যাপের যাবতীয় লেখাগুলোর ভাষা পরিবর্তন করে নিন। অথবা আপনি চাইলে ইংরেজি লেখাতেও কন্টিনিউ করতে পারেন।
  • ধাপ ৩: আপনার মোবাইল নাম্বার লিখে পরবর্তী ধাপে যান। এখানে “You are not registered to mobile banking. Do you want to register?” এই লেখাটি সহ একটি পপআপ মেসেজ আসবে। এখান থেকে হ্যাঁ লেখাতে ক্লিক করে দিন।
  • ধাপ ৪: এবার আপনাদের মোবাইল নাম্বারে একটি রকেটের অফিস থেকে একটি কল আসবে। কলটি রিসিভ করে, ডায়াল প্যাড ওপেন করে আপনার একাউন্টের জন্য ৪ সংখ্যার একটি PIN কোড লিখুন। ফোনকলে থাকা অবস্থায় এই পিন কোডটি ডায়াল করতে হবে। তারপর কলটি কেটে যাবে।
  • ধাপ ৫: পিন কোড সেট করার পর আপনার নাম্বারে ৬ সংখ্যার একটি ওটিপি কোড আসবে। অ্যাপের নতুন পেইজ আসলে, সেখানে এই ওটিপি কোডটি লিখুন। নিচের ঘরে একাউন্টের PIN কোডটি লিখে লগইন করুন।
  • ধাপ ৬: এবার রকেট অ্যাপে আপনার একাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। কিন্তু এই একাউন্ট থেকে আপনি কোন প্রকার লেনদেন এবং রকেটের সুবিধাগুলো ভোগ করতে পারবেন না। বরং তার জন্য KYC ভেরিফাই করতে হবে। রকেটের eKYC ভেরিফাই করতে ড্যাশবোর্ড থেকে ‘eKYC ভেরিফাই করুন’ লেখাতে ক্লিক করুন।

রকেট একাউন্ট একটিভ করার নিয়ম

এবার আপনার রকেট একাউন্টটি এক্টিভ করতে নিচের ধাপগুলো অনুসরন করুনঃ

  • ধাপ ১: আপনার রকেট একাউন্ট ব্যবহারের ধরন সিলেক্ট করুন। এখানে আপনি একজন জেনারেল কনজিউমার নাকি রেমিটেন্স কনজিউমার তা সিলেক্ট করুন। 
অ্যাপ থেকে রকেট একাউন্ট খোলার নিয়ম - select account type
  • Remittance Consumer হলে শুধুমাত্র বিদেশ থেকে প্রাপ্ত রেমিটেন্স গ্রহণ এবং ক্যাশ আউট করতে পারবেন, অন্যান্য সেবাগুলো পাবেন না।
  • ধাপ ২: এবার রকেটের যাবতীয় শর্তাবলীর সাথে একমত হয়ে পরবর্তী অপশনে যান।
  • ধাপ ৩: এই ধাপে, আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের অংশের এবং পেছনের অংশের ছবি তুলে আপলোড করতে হবে। ছবি আপলোড সম্পন্ন করার পর আপনার জাতীয় পরিচয় পত্রের যাবতীয় তথ্য দেখাবে। সেখানে প্রয়োজনে কোন তথ্য এডিট করে নিতে পারবেন। 
  • ধাপ ৪: তারপর অন্যান্য তথ্যাবলী পূরণ করুন। যেমন: আপনার লিঙ্গ, বৈবাহিক অবস্থা, ধর্ম, পেশা এবং আপনার একাউন্টে কি ধরনের লেনদেন হবে তা সিলেক্ট করুন।
rocket account registration from app - provide other information
  • ধাপ ৫: আপনার ছবি তুলে আপলোড করুন। এখানে আপনার চেহারা মোবাইলের ক্যামেরার সামনে আনতে হবে। তারপর আপনাকে হাসতে এবং চোখের পলক ফেলতে বলা হবে। সব ঠিক থাকলে স্বয়ংক্রিয়ভাবে ফেস ভেরিফাই হয়ে যাবে।
অ্যাপ থেকে রকেট একাউন্ট খোলার নিয়ম
  • ধাপ ৬: এবার আপনার যাবতীয় সকল তথ্যগুলো রিভিউ করুন। এখানে বিস্তারিত তথ্য দেখানো হবে। সকল তথ্য ঠিক থাকলে কনফার্ম লেখাতে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

ব্যাস, আপনার eKYC ভেরিফিকেশন সাবমিট করা হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই তথ্যগুলি যাচাই করে মোবাইল এসএমএস এর মাধ্যমে আপনার একাউন্টে এক্টিভ হয়েছে কিনা জানিয়ে দেওয়া হবে।

রকেট একাউন্ট এক্টিভেশন - rocket account active

রকেট এজেন্টের কাছ থেকে রকেট একাউন্ট খোলার নিয়ম

আপনার কাছে যদি কোন স্মার্টফোন না থাকে কিংবা আপনি যদি ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক ধারণাও না রাখেন তাহলে রকেট এজেন্টের কাছ থেকে একটি একাউন্ট রেজিস্টার করে নিতে পারবেন। স্থানীয় কোন রকেট এজেন্টের কাছে উপস্থিত হয়ে একটি অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বললেই, তিনি আপনার ভোটার আইডি কার্ড ব্যবহার করে একটি অ্যাকাউন্ট খুলে দিবেন।

এক্ষেত্রে আপনার একটি সচল মোবাইল নাম্বার, একটি মোবাইল ফোন (বাটন ফোন/ স্মার্টফোন), আপনার ভোটার আইডি কার্ড, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ফেস ভেরিফাই করার জন্য আপনার নিজেকে উপস্থিত থাকতে হবে।

আপনার নিকটস্থ কোন রকেট এজেন্ট পয়েন্ট না থাকলে, ডিবিবিএল শাখা/ রকেট অফিস বা ডিবিবিএল এজেন্টের অফিসে গিয়ে KYC নামে একটি ফরম পূরণ করতে হবে। এই KYC ফরমের সাথে আপনার ফিংগারপ্রিন্ট ও স্বাক্ষরসহ জমা দিতে হবে। পরবর্তীতে ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর আপনার একাউন্ট একটিভ হলে জানিয়ে দেওয়া হবে। 

রকেট একাউন্ট রেজিস্ট্রেশন বোনাস। রকেট একাউন্ট খোলার বোনাস

আপনি রকেট একাউন্ট খোলার নিয়ম অনুসরণ করে সঠিকভাবে রকেট একাউন্ট খুললে এবং eKYC ভেরিফিকেশন সম্পন্ন করার পরই আপনার একাউন্টে ১৫ টাকা সাইন আপ বোনাস যুক্ত হয়ে যাবে। এটি সকল নতুন রকেট একাউন্ট রেজিস্টারকারীদের জন্যই প্রযোজ্য। তবে KYC ভেরিফিকেশন ব্যতীত এই বোনাস টি পাবেন না।

রকেট একাউন্ট এর সুবিধাসমুহ

অন্যান্য মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মতো সাধারণ লেনদেন সুবিধার পাশাপাশি রকেটের কিছু বাড়তি ফিচারও রয়েছে। রকেটের সামগ্রিক সুবিধাগুলো হলো: সেন্ড মানি, ক্যাশ আউট, ক্যাশ ইন, মোবাইল রিচার্জ, বিল পে, ব্যাংক টু রকেট, মার্চেন্ট পেমেন্ট, বিনিময়, ই-টোল পেমেন্ট ইত্যাদি। এটিএম ও DBBL ব্রাঞ্চ থেকে ক্যাশ আউট করলে হাজার মাত্র ৯ টাকা চার্জ রাখা হবে। এছাড়াও যে কোন পয়েন্ট থেকে ক্যাশ ইন সম্পূর্ণ ফ্রি।

এছাড়াও প্রবাসীদের জন্য সরাসরি বিনা খরচে রেমিটেন্স উইথড্রো করার সুবিধা দিয়ে থাকে রকেট। 

রকেট হেল্পলাইন নাম্বার | রকেট কাস্টমার কেয়ার নাম্বার

  • রকেট হেল্পলাইন নাম্বার: 16216,
  • আন্তর্জাতিক কলের জন্য হেল্পলাইন নাম্বার: 09666716216,
  • রকেট সাপোর্ট সেবা পেতে ইমেইল: [email protected]

Rocket Dial Code | রকেট ডায়াল কোড

রকেট ডায়াল কোড হলো *৩২২# (*322#)। এই কোডটি ডায়াল করে রকেটে যাবতীয় লেনদেনের সুবিধা করতে পারবেন।

শেষকথা

উপরোক্ত আলোচনা থেকে রকেট একাউন্ট খোলার নিয়ম এবং এর বিভিন্ন সুবিধা সমূহ সম্পর্কে জানতে পারলেন। যেহেতু আমরা একটি স্মার্টফোন দিয়ে রকেট অ্যাপ থেকে খুব সহজে নিজে নিজেই একাউন্ট খুলতে পারবো, তাই বাটন ফোন থেকে প্রতি রেজিস্ট্রেশন কিংবা এজেন্ট এর কাছে গিয়ে অ্যাকাউন্ট খোলার কোন প্রয়োজন নেই।

About Durud Ahmed

সম্মানিত ভিজিটর আমি দুরুদ আহমেদ,পেশায় আমি একজন ব্লগ লেখক। প্রযুক্তি ও শিক্ষা, ইতিহাস-ঐতিহ্য, লাইফস্টাইল এবং ইসলামিক লেখাই আমার প্রিয়। এই ব্লগের মাধ্যমে আমি সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভিজিটরদের সহযোগিতা করাই মূল লক্ষ্য।