রকেট ক্যাশ আউট চার্জ কত টাকা ২০২৪

২০২৪ সালে রকেট একাউন্ট থেকে টাকা ক্যাশ আউট করলে, রকেট ক্যাশ আউট চার্জ কত টাকা তার সঠিক তালিকাটি জেনে নিন এখানে।

রকেট বাংলাদেশের সর্বপ্রথম এবং শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর বা MFS সেবাদানকারী প্রতিষ্ঠান। দেশে ডাচ-বাংলা ব্যাংকের হাত ধরেই এই Mobile Financial Service চালু হয়েছে। বর্তমানে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবার প্রায় ২২% রকেটের দায়িত্বে। বিস্তর জন সমাজের প্রিয় এই রকেট একাউন্টে লেনদেনের ক্ষেত্রে রকেট ক্যাশ আউট চার্জ কত টাকা সে সম্পর্কে জানতে পারবেন এই লেখা থেকে।

রকেট ক্যাশ আউট চার্জ ২০২৪

বর্তমানে রকেট বাংলাদেশের ২য় অর্থায়ন প্রতিষ্ঠান। আপনার রকেট একাউন্ট থেকে ক্যাশ আউট করলে কত টাকা চার্জ কাটবে, সেটি নির্ভর করে আপনার একাউন্টের ধরন এবং ক্যাশ আউটের মাধ্যমে উপর। বর্তমানে রকেটে দুই ধরনের অ্যাকাউন্ট সার্ভিস রয়েছে। যথা: 

  • Regular Rocket Account,
  • Rocket Salary Account.

এই দুই ধরনের একাউন্টের ক্যাশ আউট চার্জ ভিন্ন। আবার, ক্যাশ আউটের মাধ্যম হিসেবে রকেটের মোট তিনটি মাধ্যম রয়েছে। যথা: 

  • Rocket Agent Point,
  • Dutch Bangla Bank Limited Branch,
  • Dutch Bangla Bank Limited ATM.

রকেটের এই দুই ধরনের একাউন্টের ও ৩টি ক্যাশ আউট মাধ্যমের উপর ভিত্তি করে Rocket Cash Out Charge ভিন্ন ভিন্ন হারে রাখা হয়। এছাড়াও বর্তমানে রকেটের রেমিটেন্স গ্রাহকরা তাদের একাউন্টে শুধুমাত্র রেমিটেন্স গ্রহণ করে থাকলে বিনা খরচে ক্যাশ আউট করার সুবিধাও রয়েছে।

আরও পড়তে পারেনঃ বিকাশ ক্যাশ আউট চার্জ কত টাকা ২০২৪

রকেট ক্যাশ আউট চার্জ কত টাকা

রকেটের ক্যাশ আউট চার্জ কত টাকা তা নির্ভর করে ক্যাশ আউট করার মাধ্যমের উপর। রকেট সাধারণ একাউন্টধারী ব্যক্তি যদি এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করে তাহলে প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ ১৬.৭০ টাকা। অর্থাৎ মোট লেনদেনের ১.৬৭% হারে ক্যাশ আউট চার্জ রাখা হবে।

রকেট স্যালারি একাউন্টধারী ব্যক্তি এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ ৯ টাকা। অর্থাৎ মোট লেনদেনের ০.৯% হারে ক্যাশ আউট চার্জ রাখা হবে।

রকেটের সাধারণ একাউন্টধারী ব্যক্তি যদি সরাসরি তার স্থানীয় কিংবা যেকোন DBBL ব্রাঞ্চে গিয়ে ব্যাংক থেকে ক্যাশ আউট করে, তাহলে প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ ৯ টাকা। অর্থাৎ DBBL ব্রাঞ্চ থেকে ১০ হাজার টাকা ক্যাশ আউট করলে মাত্র ৯০ টাকা চার্জ দিতে হবে। আর, রকেট স্যালারি একাউন্টধারী ব্যক্তি সরাসরি DBBL ব্রাঞ্চে গিয়ে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ১০ টাকা চার্জ রাখা হবে।

অন্যদিকে, রকেট সাধারণ একাউন্টধারী ব্যক্তি যদি DBBL ATM থেকে থেকে ক্যাশ আউট করে তাহলে প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ ৯ টাকা। হঠাৎ এটিএম মেশিন ব্যবহার করলে বাড়তি সুবিধা হিসেবে মোট লেনদেনের ০.৯% হারে ক্যাশ আউট চার্জ রাখা হবে। আর রকেট স্যালারি একাউন্ট ব্যবহার করে DBBL ATM থেকে ক্যাশ আউট করলে তো সম্পূর্ণ বিনা খরচেই আপনার বেতনের টাকা উত্তোলন করতে পারবেন।

রকেট ক্যাশ আউট চার্জ লিস্ট

আরও পড়তে পারেনঃ রকেট একাউন্ট চেক করার কোড ও রকেটে টাকা দেখার নিয়ম

বিভিন্ন মাধ্যম থেকে রকেট ক্যাশ আউট চার্জ

২০২৪ সালে রকেট একাউন্ট থেকে তিনটি পদ্ধতিতে ক্যাশ আউট করা যাবে। একেকটি পদ্ধতিতে কেশর চার্জ ভিন্ন। নিচে রকেট থেকে ক্যাশ আউট করার প্রতিটি পদ্ধতির ক্যাশ আউট চার্জের পরিমাণ দেখানো হলো:

রকেট এজেন্ট পয়েন্টে ক্যাশ আউট চার্জ

রকেট এজেন্ট পয়েন্ট থেকে দুই ধরনের রকেট অ্যাকাউন্টের মাধ্যমে আউট করা যায়। এক্ষেত্রে একাউন্টের ভিন্নতার উপর নির্ভর করে লেনদেনের প্রযোজ্য চার্জের পরিমাণও ভিন্ন হয়। যেমন:

ক্যাশ আউট পদ্ধতিপ্রতি হাজারে চার্জ
সাধারণ রকেট একাউন্ট থেকে এজেন্ট১৬.৭০ টাকা
রকেট স্যালারি একাউন্ট থেকে এজেন্ট৯ টাকা

DBBL ব্রাঞ্চ থেকে ক্যাশ আউট চার্জ

Dutch Bangla Bank Limited এর যেকোনো ব্রাঞ্চে গিয়ে রকেট একাউন্ট থেকে ক্যাশ আউট করলে সাধারণ একাউন্ট ও স্যালারি একাউন্টের জন্য চার্জ ভিন্ন। যেমন:

ক্যাশ আউট পদ্ধতিপ্রতি হাজারে চার্জ
সাধারণ রকেট একাউন্ট থেকে DBBL Branch৯ টাকা
রকেট স্যালারি একাউন্ট থেকে DBBL Branch১০ টাকা

DBBL ATM থেকে ক্যাশ আউট চার্জ

উইকিপিডিয়ার তথ্য মতে, বর্তমানে সারা বাংলাদেশ জুড়ে DBBL-এর ৪,৯৩০ টিরও বেশি এটিএম ইনস্টল করা রয়েছে। ফলে এটি বাংলাদেশের বৃহত্তম এটিএম নেটওয়ার্কে পরিণত হয়েছে। রকেট একাউন্ট ব্যবহারকারীরা দেশের বিভিন্ন প্রান্তে থাকা এই ৪,৯৩০ টিরও বেশি এটিএম থেকেই তাদের ব্যালেন্স ক্যাশ আউট করতে পারবে।

DBBL ATM ব্যবহার করে রকেট একাউন্টে টাকা ক্যাশ আউট করলে সাধারণ একাউন্ট ও স্যালারি একাউন্টের জন্য ভিন্ন ভিন্ন হারে চার্জ প্রযোজ্য হয়। যেমন:

ক্যাশ আউট পদ্ধতিপ্রতি হাজারে চার্জ
সাধারণ রকেট একাউন্ট থেকে DBBL ATM৯ টাকা
রকেট স্যালারি একাউন্ট থেকে DBBL ATMফ্রি

আরও পড়তে পারেনঃ নগদে ক্যাশ আউট চার্জ কত ২০২৪

রকেট স্যালারি একাউন্টের ক্যাশ আউট চার্জ

  • রকেট স্যালারি একাউন্ট থেকে এজেন্ট পয়েন্টে ক্যাশ আউট করলে মোট লেনদেনের ০.৯% হারে চার্জ প্রযোজ্য হবে। অর্থাৎ, প্রতি ১,০০০ টাকায় চার্জ ৯ টাকা।
  • রকেট স্যালারি একাউন্ট থেকে ব্যক্তি সরাসরি DBBL ব্রাঞ্চে গিয়ে ক্যাশ আউট করলে ক্যাশ আউট করলে মোট লেনদেনের ১% হারে চার্জ প্রযোজ্য হবে। অর্থাৎ, প্রতি ১,০০০ টাকায় চার্জ ১০ টাকা।
  • রকেট স্যালারি একাউন্ট থেকে DBBL ATM মেশিনে ক্যাশ আউট করলে কোন ক্যাশ আউট চার্জ নেই।

রকেট স্যালারি একাউন্ট কি?

বর্তমানে বাংলাদেশের প্রায় ৬১১ টি প্রতিষ্ঠানের শ্রমিকদের/ কর্মীদের বেতন ভাতা প্রদান করা হয় রকেট মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে। বাংলাদেশের বিভিন্ন শীর্ষ স্থানীয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গুলো, যেমন: এসিআই, প্রাণ, আরএফএল, রানার, ডিবিএল, নোমান, ফকির, অ্যাপেক্স, মোহাম্মদী, বেঙ্গল ও উন্নয়ন সহযোগী সংস্থা ইউএনডিপি রকেট এর মাধ্যমে তাদের কর্মীদের বেতন পৌঁছে দেয়। 

এসকল কর্মীদের বেতন প্রাপ্তির জন্য করা রকেট একাউন্ট গুলোই রকেট স্যালারি একাউন্ট হিসেবে নির্ধারিত। মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে বাংলাদেশ যেই পরিমাণ বেতন-ভাতা পরিশোধ হয় তার প্রায় ৭০ শতাংশই হয় রকেটের মাধ্যমে। প্রতি মাসে রকেটের মাধ্যমে প্রায় ৭৮৪ কোটি টাকা বেতন-ভাতা বিতরণ করা হয়। কর্মীরাও কম খরচে তাদের অর্থ বুঝে পায় সময়মতো।

Rocket Cash Out Charge

Account TypeCash out SystemFee/ Per 1,000
Rocket Regular AccountAgent16.70 Taka
Rocket Salary AccountAgent9 Taka
Rocket Regular AccountDBBL Branch9 Taka
Rocket Salary AccountDBBL Branch10 Taka
Rocket Regular AccountDBBL ATM9 Taka
Rocket Salary AccountDBBL ATMFree

Rocket to DBBL Account Transfer Charge

রকেট একাউন্টের গ্রাহকরা ডাচ-বাংলা ব্যাংক থেকে রকেট একাউন্টে এবং রকেট একাউন্ট থেকে ডাচ-বাংলা ব্যাংক একাউন্টে যেকোনো সময় টাকা ট্রান্সফার করতে পারবে। এমনকি তারা যেকোন ডিবিবিএল ডেবিট কার্ডেও অর্থ স্থানান্তর করতে পারবে। রকেট অ্যাপ থেকে এ ধরনের লেনদেন করা খুবই সহজ এবং খুবই দ্রুতই টাকা ট্রান্সফার করা যায়। অথবা, আপনি চাইলে Citycell সিম অপারেটর ব্যতীত অন্য যেকোনো সিম অপারেটর থেকে *322# ডায়াল করে টাকা ট্রান্সফার করতে পারবেন।

রকেট একাউন্ট থেকে কোর ব্যাংকিং একাউন্ট ট্রান্সফার চার্জ 0.9%। অন্যদিকে, কোর ব্যাংকিং একাউন্ট থেকে রকেট একাউন্ট ট্রান্সফার চার্জ সম্পূর্ণ ফ্রি।

Rocket Cash Out Charge Calculator

আপনি রকেট একাউন্ট থেকে ক্যাশ আউট করতে চাইলে, কত টাকা ক্যাশ আউট করলে কত টাকা চার্জ প্রযোজ্য হবে তা জানতে Rocket Cash Out Charge Calculator ব্যবহার করতে পারেন। রকেটের ক্যাশ চার্জ ক্যালকুলেটর ওপেন করার লিংক হলো, https://www.cashoutcharge.com/rocket

rocket cash out charge calculator - রকেট ক্যাশ আউট চার্জ

এই লিংকে ক্লিক করলে নতুন একটি ওয়েব পেজ ওপেন হবে। সেখানে

  • Cash Out Charge Calculator এর Rocket মোবাইল ব্যাংকিং সিলেক্ট করুন।
  • তারপর Cash Out from অপশনে App বা *322# সিলেট করুন।
  • তারপর নিচে লেনদেনের পরিমাণ লিখলেই আপনার ক্যাশ আউট চার্জ কত টাকা হবে তা দেখতে পাবেন।

শেষকথা

উপরোক্ত আলোচনা থেকে রকেট ক্যাশ আউট চার্জ কত টাকা (Rocket Cash Out Charge) সম্পর্কে জানতে পারলাম। বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি মোবাইল ব্যাংকিং সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের আর্টিকেল গুলো ভিজিট করুন।

FAQ’s

(১) রকেট সেন্ড মানি চার্জ কত?

রকেট একাউন্ট থেকে সেন্ড মানি করলে কোন চার্জ দিতে হয় না। আপনি যেকোন স্থান থেকেই ফ্রি সেন্ড মানি করতে পারবেন।

(২) রকেট ক্যাশ ইন চার্জ কত?

Rocket Regular Account এর ক্ষেত্রে এজেন্ট ও DBBL ব্রাঞ্চ থেকে ক্যাশ ইন ফ্রি। তবে Rocket Salary Account এর ক্ষেত্রে এজেন্ট থেকে ক্যাশ ইন চার্জ ৯ টাকা/ ১,০০০ টাকায়। DBBL ব্রাঞ্চ থেকে ক্যাশ ইন চার্জ ১০ টাকা/ ১,০০০ টাকায়।

Scroll to Top