রোমান্টিক স্ট্যাটাস আমাদের জীবনকে আরও রোমান্টিক করতে সাহায্য করে। আমরা সবাই রোমান্টিক স্ট্যাটাস খুঁজে থাকি, আমরা আমাদের প্রিয় মানুষটিকে দিতে চাই। অথবা সামাজিক মাধ্যমে পোষ্ট করতে। সেই লক্ষ্যে আজ আপনাদের জন্য এই পোষ্টটি তৈরি করা।
প্রথমে জেনে নেয়া যাক, রোমান্টিক মানে কি? মানুষের প্রতি আবেগপূর্ন আর্কষন যদি শেষ পর্যন্ত ভাবপূর্ন এবং আনন্দ দায়ক হয়ে দাড়ায় তাকে রোমান্টিক বা রোমান্স বলে।
আরেকটি প্রশ্ন হলো ভালোবাসা কি? ভালোবাসার আসলে কোনো সংজ্ঞা নেই। ভালোবাসার রয়েছে কিছু বৈশিষ্ট্য এবং সত্য। যে সত্যগুলো সকল সত্যিকারের ভালোবাসার মধ্যেই থাকে। কিন্তু আজকালের ঠুনকো ভালোবাসার অভিনয়ের কারণে এই সত্যগুলো কেউ মনে রাখে না। ভুলে যায় অনেকেই। সেকারণেই আজকাল ভালোবাসার দাম নেই মোটেই। চোখে পড়ে না আগেকার সেই সত্যিকারের ভালোবাসা।
চলুন এবার আমরা আসল জিনিসে চলে যাই।
রোমান্টিক স্ট্যাটাস
ওই তারা ভরা সাঁঝের আকাশে,
যখন আসবে তুমি চাঁদ উঠবে হেঁসে,
নিয়ে ফুলের সুভাষ বয়ে যাবে বাতাস,
মনে আসবে খুশি পদতলে থাকবে নরম ঘাস,
আমি চাইনা তোমায় হারাতে,
একসাথে থাকতে চাই জনম জনমের তরে ।
তুমি ভাঙো যদি আমার মন,
শুধু কষ্টই পাবে সারাক্ষণ ।
তুমি যে মায়ায় আটকে যাও, আমি সেই মায়া হতে চাই।
যে চোখে তুমি ডুবে যাও, আমি সেই চোখ হতে চাই,
যে অপেক্ষায় তুমি থাকো, আমি সেই অপেক্ষার কারন হতে চাই।
প্রথম দেখায় কখনো ভালবাসা হয় না,
যা হয় তা হল ভালো লাগা
আর সেই ভালো লাগা নিয়ে,
ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালবাসার ।
একজন প্রেমিকের কাছে চন্দ্র হলো তার প্রেমিকার মুখ,
আর জ্যোৎস্না হলো প্রেমিকার দীর্ঘশ্বাস ।
নৌকাতে আজ তুমি মাঝি আমি তোমার সাথী,
আকাশ ছোঁয়া পালে জলুক চাঁদ সূর্যের বাতি,
দুটি কুরির চোখেতে আজ ভোরের আলো লাগে,
নাহয় ফুটুক একটি ফুলই গভীর অনুরাগে।
নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে,
গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে,
রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে,
আমার কষ্ট হয় বন্ধু তুমি ভুলে গেলে ।
একটা কথা বলি তোমায়,
শোনো কানে কানে,
সারা প্রহর সারাক্ষন,
থাকো আমার প্রাণে,
ভালোবাসা কেনো এমন হয়,
মন পড়ে রয় তোমার আশায়,
শুধু স্বপ্ন সাজাই চোখের পাতায়।
জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া ভার,
যে হবে শুধুই আমার,
আমার সুখ দুঃখে যে রবে পাশে,
এমন মানুষকেই ভালোবাসার এই মন খোঁজে।
চোখেতে কথা মুখেতে হাসি,
মন বলে শুধু ভালোবাসি,
সময় পেরিয়ে গেলে আসেনা আর ফিরে,
ভালোবাসার মানুষটির চোখের দিকে তাকালে,
পুরো পৃথিবী দেখা যায়,
সেই ভালোবাসা চলে গেলে,
গোটা পৃথিবী আঁধারে ঢেকে যায়।
তোমার চোখের আড়াল হলে,
তুমি মন ভেঙ্গো না,
তোমার মনের আড়াল হলে,
করো প্রেমে পড়ো না,
একটু খানি দুঃখ পেলে,
ভুল বুঝো না।
রাত যেভাবেই আসুক, নিরবতা থাকবেই,
চাঁদ যেভাবেই থাকুক, জ্যোৎস্না ছড়াবেই,
সূর্য যতই মেঘের আড়ালে থাকুক,
আলো পৃথিবীতে আসবেই,
আর নিজেকেই যতই লুকিয়ে রাখ না কেন,
ভালোবাসা তোমাকে কাছে আনবেই ।
ফুলের প্রয়োজন সূর্যের আলো
ভোরের প্রয়োজন শিশির,
আর আমার প্রয়োজন তুমি,
আমি তোমাকেই ভালবাসি ।
ফোন করতে পারি না, নাম্বার নেই বলে,
খবর নিতে পারি না সময় নেই বলে,
দাওয়াত দিতে পারি না, বেশী খাও বলে,
শুধু স্ট্যাটাস দেই মনে পড়ে বলে।
আর জানতে: বাবাকে নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কবিতা
রোমান্টিক ক্যাপশন
রোমান্টিক ক্যাপশন মানেই মনে জমা থাকা ভালোবাসার প্রকাশ। তাইতো আমরা ভালোবাসার মানুষটিকে রোমান্টিক কিছু লিখে দিলে খুবই ভালো লাগে। সেজন্যই আজ আমাদের এই লেখাটি শুধু আপনাদের জন্য।
জানিনা ভালোবাসার আলাদা আলাদা নিয়ম আছে কি না ?
তবে আমি কোন নিয়মে তোমাকে ভালোবেসেছি,
তাও জানি না ।
শুধু এইটুকু জানি,
আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি ।
এই পৃথিবীতে চেয়েছি তোমাকে,
এক সমুদ্র ভালোবাসা রয়েছে এই বুকে,
যদি কাছে আসতে দাও, যদি ভালোবাসতে দাও,
এক জনম নয়, হাজার হাজার জনম ভালোবাসবো তোমাকে ।
ভালোবাসার তালে তালে,
চলবো দুজন একসাথে,
কাছে এসে পাশে বসে,
মন রাখ আমার মনে,
স্বপ্ন দেখি দুজন মিলে,
ঘর করছি একসাথে,
আর কি লাগে সুখী হতে,
বউ আনব ভালোবেসে ।
অনেকদিন পর তোমাকে দেখলাম,
তোমাকে দেখে থমকে দাঁড়িয়ে ছিলাম,
আমি খুব কষ্টে নিজেকে সামলে নিলাম,
যখন তুমি আমাকে দেখেও না দেখার ভান করলে,
তখন আমার কাছে দারুণ লেগেছে,
তোমাকে সেই অনুভূতির কথা
বলে বুঝাতে পারবো না ।
আমার এ হৃদয়ে রয়েছো তুমি,
তোমায় নিয়ে স্বপ্নের জাল বুনি,
ভালোবাসি আমি শুধুই তোমায়,
জনম জনম ভালোবাসতে চাই ।
আমি তাকেই ভালোবাসি,
যে আমাকে বিশ্বাস করে,
আমি তাকেই বিশ্বাস করি
যে আমাকে বুজতে পারে।
বন্ধুকে ভালোবাসার জায়গায় বসানো যায়,
কিন্তু ভালোবাসার মানুষকে কখনো,
শুধু বন্ধু হিসেবে মেনে নেয়া যায় না ।
যদি ভালোবাসো মোরে,
তবে হাত দুখান ধরে নিয়ে চল অনেক দূরে,
যেখানে তোমার আমার কথা হবে মুখে মুখে নয়,
কেবলই মনে আর মনে ।
আরও দেখুন: সেরা ভালোবাসার স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কবিতা ও ছন্দ
ভালোবাসতে নেই আজ মানা
আমরা ভালোবাসতে কারো বাঁধা মানতে নারাজ। কারণ আমরা কখনো ভালোবাসায় তৃতীয় ব্যক্তিকে পছন্দ করি না। যাকে ভালোবাসি শুধু তাকেই চাই। তাই তো মোরা রোমান্টিক স্ট্যাটাস খুঁজি প্রিয়জনকে দিতে।
চোখের দেখায় নয়,
মনের দেখায় ভালোবাসি।
কাছে থাকো কিংবা দূরে তোমাকেই ভালবাসি।
আপনি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক নীল প্রজাপতি হাজার বছর তাকিয়ে থাকলেও মায়া কমবে না আপনার প্রতি।
খুঁজে দেখো হ্রদয় মাঝে,
আমি আছি স্বপ্নের সাঁজে,
তোমার ওই চোখের তারায়,
হাজারও স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সেই স্বপ্নের মাঝে,
পাবে সারাজীবন তুমি আমায় ।
প্রেম মানে মনের টান,
প্রেম মানে একটু রাগ একটু অভিমান,
দুইটি পাখির একটি নীর,
একটি নদীর দুইটি তির।
দুইটি মনের একটি আশা তার নাম হলো ভালোবাসা।
একটা কথা বলি তোমায়,
শোনো কানে কানে
সারা জীবন সারাক্ষন
থাকো আমার প্রাণে
ভালোবাসা কেনো এমন হয়,
তোমার আশায় কেন মন পড়ে রয়।
শুধু স্বপ্ন সাজাই চোখের পাতায়-
আই লাভ ইউ।
তুমি আমার জীবনের আলো, তোমার ছাড়া আমি অন্ধকারে।
“তোমার প্রেমে আমি হারিয়ে গেছি, পথ খুঁজে পাই না।” – রবীন্দ্রনাথ ঠাকুর
“তুমি আমার স্বপ্নের রাণী, তোমার জন্য আমি পাগল।” – কাজী নজরুল ইসলাম
“তোমার ভালোবাসায় আমি ধন্য, তোমার জন্য আমি সবকিছু ছেড়ে দিতে পারি।” – জীবনানন্দ দাশ
“তুমি আমার জীবনের আলো, তোমার ছাড়া আমি অন্ধকারে।” – সুকান্ত ভট্টাচার্য
খুঁজে দেখো হ্রদয় মাঝে, আমি আছি স্বপ্নের সাঁজে,
তোমার ওই চোখের তারায়, হাজারও স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সেই স্বপ্নের মাঝে, পাবে সারাজীবন তুমি আমায় ।”
”একটা কথা বলি তোমায়, শোনো কানে কানে
সারা জীবন সারাক্ষন, থাকো আমার প্রাণে।
আমি দেখবনা আর স্বপ্ন দানা ওই নিল সীমানায়,আমি খুজবো না আর তোমায় কষ্ট সৃতির পাতায়-
বলবনা আর কোন দিন ভালোবাসো আমায়, এভাবেই কষ্ট নিয়ে একদিন ভুলে যাব তোমায়।
দেখা যদি না হয় ভেবোনা দূরে আছি, কথা যদি না হয় ভেবোনা ভূলে গেছি।
কনোদিন না হাসি যদি ভেবোনা রাগ করেছি, যদি ফোন না করি ভেবোনা হারিয়ে গেছি।
মনে রেখো আমি তোমায় অনেক অনেক ভালোবাসি। লাভ ইউ জানু।
তুমি যদি মেঘ হও, আমি হবো বৃষ্টি! তুমি যদি রেখে দাও আমায়, আমি রয়ে যাবো আজীবন তোমার।
ভেতরে ভেতরে অভিমান জমিয়ে রাখি! অথচ তুমি সামনে আসলে, অভিমানেরাও তোমায় ভালোবেসে ফেলে।
সবকিছুর ভাগ দিতে রাজি আছি!!!!!! শুধুমাত্র তোমার ভাগটা…. কাউকে আমি দিতে পারবো না, তুমি শুধু আমার।
আরও পড়ুন: বন্ধু নিয়ে স্ট্যাটাস
উপসংহার
জীবন তখনই সুন্দর যখন ভালোবাসা জীবনে আসে। তাইতো মোরা খুঁজে থাকি রোমান্টিক স্ট্যাটাস, প্রিয়জনকে দিতে।
সম্মানিত ভিজিটর আপনাদের জন্য আমাদের এই ছোট উপহার আপনারা গ্রহণ করলে আমাদের ভালো লাগবে। আরও নতুন নতুন লেখার উৎসাহ দিতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।