সমাজ নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ও উক্তি

সমাজ নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ও উক্তি

সমাজ নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ও উক্তি | এই লেখাতে সমাজ সম্পর্কিত বিভিন্ন কথাগুলো ক্যাপশন, স্ট্যাটাস ও উক্তি গুলোর মাধ্যমে তুলে ধরা হবে। সমাজে আমরা একে অপরের প্রতি নির্ভরশীল। কোন ব্যক্তি সমাজের বাইরে গিয়ে চলতে পারে না তাকে সমাজ নিয়েই বাঁচতে ও চলতে হয়। 

সমাজের যেমন কিছু ভালো দিক রয়েছে তেমন মন্দ দিকও রয়েছে। বর্তমান সময়ে অনেকেই সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মনোভাব ও অনুভূতিগুলো তুলে ধরার চেষ্টা করে। সেক্ষেত্রে তাদের জন্য নিয়ে এসেছি আজকের এই পোস্টটি। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারবেন।

সমাজ নিয়ে ক্যাপশন

(১)

“”বর্তমান সময়ে আমাদের সমাজ হচ্ছে~~

সুশীল ও অন্যায় বান্ধব সমাজ!”””

(২)

***এই সমাজের নাট্যমঞ্চে অভিনয় করতে করতে,,,,

আজ বড্ড ক্লান্ত হয়ে গেছি।***

(৩)

✓✓সমাজে ধনী,,, গরীব,,, ভালো,,, খারাপ,,, 

সকল প্রকারের মানুষই থাকে….।

সেক্ষেত্রে নিজেদের বুঝে চলতে হয়,,,,, 

যে কোন মানুষ কেমন হতে পারে,??? 

সেজন্যই সামাজিকতা জরুরী।…✓✓

(৪)

✓§✓সমাজের খারাপ মানুষদের দ্বারা 

যারা ক্ষতিগ্রস্ত হয়,,,,, 

তারা প্রায়শই নীরব থাকে।”✓§✓

(৫)

“”””হিংসা,,,হানাহানির এই সুশীল সমাজে-:

নিজেকে যতো’টা একা রাখা যায়,,,,

ততোটা-ই  ভালো ও মঙ্গল।”””

(৬)

✓∆✓সমাজসেবা করার কথা হয়তো সকলেই ভাবে,,, 

কিন্তু সকলে করে না বা করতে পারেনা..।।

তবে কেউ সমাজ সেবা করতে ইচ্ছুক হলে–

তা প্রথমে নিজ গৃহ থেকেই শুরু করতে হবে,,,, 

তাহলে সামগ্রিকভাবে দেশের কল্যাণ সম্ভব।✓∆✓

(৭)

★!★মানুষের জীবনে সুশীল সমাজের কারনে-:- 

এমন কিছু কঠিন সিচুয়েশন আসে,,,, 

যা শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া~~

আর কিছুই করার থাকে না।★!★

(৮)

√√••বাস করার জন্য সামাজিক জীবন প্রাপ্তি~~

যেকোনো ব্যক্তির কাছে এক আশীর্বাদ স্বরূপ,,,,

তবে এর পূর্ণতা লাভ করে… 

সমাজবন্ধনের মধ্য দিয়েই।••√√

(৯)

“”””সমাজে থাকা মানুষকে একজনের পাপের~ 

ফলভোগ সকলে মিলে ভাগ করে নিতে হয়,>>>

কারণ অতীতে,, ভবিষ্যতে,, হৃদয়ে হৃদয়ে,, 

দূরে দূরান্তে মানুষ যে পরস্পরের সাথে~

একসূত্রে গাঁথা হয়ে আছে।””””

(১০)

*****এই সুশীল সমাজে পরিবার আর সম্পর্কের খাতিরে নিজের সর্বচ্চ প্রিয় জিনিসটাকেও এক সময়- হাত ছাড়া করতে হয়।*****

(১১)

✓✓বর্তমান সমাজ আর সঠিক গতিপথে চলছে না,,,

কারণ যেসব ব্যক্তি বাইরে থেকে মধু’র মত মিষ্টি হয়,,, তাদের অন্তর অনেকটাই খারাপ হয়,,,,

সমাজে তাদেরকেই উচ্চতম স্থান দেওয়া হয়,,,

আর যারা সত্যিই ভালো হয় তাদেরকে~•~ 

কারও চোখে লাগে না।✓✓

(১২)

“””একজন সৎ পথগামী, সৃজনশীল এবং প্রগতিশীল,, চলচ্চিত্র নির্মাতা সঠিক বিষয়ে ভিত্তি করে…

রচিত সিনেমাকে সমাজ বিপ্লবের হাতিয়ার- 

রূপে ব্যবহার করার ক্ষমতা রাখেন।”””

(১৩)

  • •||••কোনো অসভ্য সমাজে থেকে~ 

স্বাধীনভাবে বাস করার চাইতে,,,

একটি সভ্য সমাজে থেকে শৃঙ্খলিত ভাবে~

বাস করা অনেক ভালো।••||••

(১৪)

  • √π√•সমাজের কিছু খারাপ মানুষদের কারণে~

সমাজের ভালো মানুষরা হারিয়ে যায়,,,

বা নিঃশ্চুপ হয়ে যায়।”•√π√•

(১৫)

★✓★যেকোনো ক্ষেত্রেই একটি সফল~~ 

সামাজিকতার কৌশল ব্যক্তিগত স্বাধীনতার জন্যই,,, 

অপ্রত্যাশিত উপায় খুঁজে বের করে থাকে।★✓★

(১৬)

**!!**সুশীল সমাজ মানেই হচ্ছে–

ব্যর্থ লোককে নিয়ে রসিকতা করা,,,,

আর সফল লোককে দেখে হিংসা করা**!!**

(১৭)

✓✓আমরা যদি ক্রমশ পরিবেশ ধ্বংস করতে থাকি-:- 

তাহলে আমাদের সমাজও একসময় থাকবে না,,,, 

ধ্বংস হয়ে যাবে।✓✓

(১৮)

“””আধুনিক বিশ্বের মুক্তির একমাত্র সনদ হল সমাজতন্ত্র।””””

আরও পড়ুনঃ 

সমাজ নিয়ে স্ট্যাটাস

(১)

“”””এই নিয়মতান্ত্রিক সমাজে… 

কিছু স্বার্থপর মানুষদের মাঝে–

নিঃস্বার্থ ভাবে বসবাস করা খুব কষ্টকর,,, 

আর একটা যুদ্ধের সমান।””””

(২)

✓✓✓সমাজ তখনই দুর্বল হয়,,, 

যখন সমাজের কিছু খারাপ ও উশৃংখল….

মানুষেরা দাপিয়ে বেড়ানোর সুযোগ পায়।✓✓✓

(৩)

  • •{}••প্রতিযোগিতাপূর্ণ এই সমাজে লাইফের প্রতিটি স্বপ্ন অর্জনই,,,,মেরাথন দৌড় প্রতিযোগিতার মত!!!

এখানে জয়ের লক্ষ্যে নিজের গতিপথে নিজেই– নিজের উপর পূর্ণ আত্মবিশ্বাস রেখে দৌড়াতে হয়।••{}••

(৪)

((**সমাজের জন্য বিষাক্ত হলো কিছু খারাপ মানুষ,, 

তারা ধীরে ধীরে অন্যদেরও প্রভাবিত করে।**))

(৫)

★★সমাজে এমন কিছু মানুষ আছে যারা ~

ভদ্রতার মুখোশ পরে থাকে,,,, 

কিন্তু তাদের কাজ সবসময় ধ্বংস ডেকে আনে।★★

(৬)

✓•✓সমাজের সকল অপকর্মকারী মানুষ গুলোই–; 

সবচেয়ে বেশি ভালো থাকে,,,

ভালো নেই শুধু আমার মতো মানুষ গুলো।✓•✓

(৭)

“””একজন অভদ্র ও খারাপ মানুষের ক্ষমতা- 

সমাজের শত শত ভালো মানুষের চেষ্টাকেও… 

ব্যর্থ করতে পারে।”””

(৮)

  • •√••সমাজে যখন অসৎ মানুষরা কৌশলী হয়,,,, 

তখন তারা তাদের খারাপ উদ্দেশ্য সফল করতে,,,

অসৎ উপায় গ্রহণ করে।”••√••

(৯)

“””সমাজের কিছু অসৎ লোক নিজের স্বার্থের জন্য– অন্যের অধিকার কেড়ে নিতে একটুও দ্বিধা করে না।””

(১০)

**!!!**মানুষকে শুধু মানুষ খেয়ে দেয়,,,, 

ব্যাপারটা এমন না…!!! 

সমাজ কি বলবে,,,???? 

এই কথাটাও মানুষকে খেয়ে দেয়….!!!!

(১১)

“””সমাজে ভালো লোকদের চেয়ে~~

খারাপ মানুষদের কর্মকাণ্ডের ফলাফল,,,,

অনেক বেশি প্রকট।”””

(১২)

[[✓✓এই নষ্ট সমাজে পাঁচদিন না খেয়ে থাকেন,,,, 

সমাজ আপনাকে দেখতে আসবে না…. 

একদিন চুরি করতে যান..!!!

পুরো সমাজ আপনাকে চুর ডাকতে আসবে।✓✓]]

(১৩)

~••~যে সমাজ অন্যায়কারী মানুষকে ঠেকাতে পারে না,,,,, সেখানে ন্যায়ের কণ্ঠস্বর ম্লান হয়ে যায়।~••~

(১৪)

✓✓তোমাদের ভদ্র সমাজে..>>>>

আমি নষ্টে হয়ে পচে গেছি,,,,>>>

কিন্তু আমার মনের সমাজে আমি-ই শ্রেষ্ঠ।✓✓

(১৫)

★!!★সমাজের অসৎ ও খারাপ মানুষরা প্রায়ই~~ নিজেদের ভালো বলে প্রমাণ করার চেষ্টা করে।★!!★

(১৬)

  • ∆§প্রতিটা মানুষ স্বাধীন ভাবে জন্মায়,,,,,

কিন্তু এই সমাজই মানুষকে বেঁধে ফেলে….

এবং অসুস্থ প্রতিযোগীতায় নামিয়ে দেয়,,,,।।

(১৭)

✓∆✓যে সমাজে অন্যায় ও অন্যায়কারী মানুষকে~~ প্রশ্রয় দেয় সে সমাজের ধ্বংস অনিবার্য।✓∆✓

(১৮)

★★অসৎ লোকরা নিজেদের উন্নতি করে,,,,

কুপ্রবৃত্তি ও মিথ্যার আশ্রয় নিয়ে।★★

আরও পড়ুনঃ

সমাজ নিয়ে উক্তি

(১)

((**সমাজের প্রকৃত উন্নয়ন নির্ভর করে স্বাধীনতা,,, ন্যায়বিচার, এবং মানুষের সক্ষমতার উন্নয়নের- ওপর।**))

(অ্যামার্ট্য সেন)

(২)

***অন্য কারো বা অন্য সময়ের জন্য–

অপেক্ষা করলে পরিবর্তন আসবে না…।।

আমরা যাদের জন্য অপেক্ষা করছিলাম। 

আমরা সেই পরিবর্তন যা আমরা চাই।***

(বারাক ওবামা)

(৩)

✓✓শিক্ষা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি~

বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন।✓✓

(নেলসন ম্যান্ডেলা)

(৪)

✓∆✓সমাজ গঠিত হয়েছে মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণ এবং স্বাধীনতা নিশ্চিত করার জন্য।✓∆✓

(জন লক)

(৫)

***পরিবর্তন ছাড়া অগ্রগতি অসম্ভব,,, 

এবং যারা তাদের মন পরিবর্তন করতে পারে না…

তারা কিছুই পরিবর্তন করতে পারে না।***

(জর্জ বার্নার্ড শ)

(৬)

‘’’’””কখনও সন্দেহ করবেন না যে চিন্তাশীল, প্রতিশ্রুতিবদ্ধ নাগরিকদের একটি ছোট দল বিশ্বকে পরিবর্তন করতে পারে। প্রকৃতপক্ষে, এটিই একমাত্র জিনিস যা কখনও আছে।” “””

(মার্গারেট মিড)

(৭)

  • •||••তারা সর্বদা বলে সময় কিছু পরিবর্তন করে,,,, 

কিন্তু আসলে আপনাকে সেগুলি নিজেই পরিবর্তন করতে হবে।”••||••

(অ্যান্ডি ওয়ারহল)

(৮)

✓✓সমাজের ইতিহাস হলো শ্রেণি সংগ্রামের ইতিহাস। যতক্ষণ না উৎপাদন সম্পর্কগুলো সাম্যের ভিত্তিতে~~

গড়ে ওঠে, সমাজে শোষণ চলতেই থাকবে।✓✓

(কার্ল মার্ক্স)

(৯)

  • ••প্রতিটি মহান স্বপ্ন একজন স্বপ্নদর্শী দিয়ে শুরু হয়,, সর্বদা মনে রাখবেন আপনার মধ্যে রয়েছে শক্তি ও ধৈর্য বিশ্বকে পরিবর্তন করার জন্য…।।

এবং তারার কাছে পৌঁছানোর আবেগ রয়েছে।•••

(হ্যারিয়েট টুবম্যান)

(১০)

✓✓খারাপ মানুষদের উপস্থিতি সমাজকে পঙ্গু করে দেয়, যেমন বিষ বৃক্ষের ছায়া।”✓✓

(১১)

  • •§সমাজের প্রকৃত চরিত্র বোঝা যায়,,, 

যখন আমরা দেখি এটি তার সবচেয়ে দুর্বল–

সদস্যদের কীভাবে আচরণ করে।§•§

(নেলসন ম্যান্ডেলা)

(১২)

“””আপনি যদি শত্রু তৈরি করতে চান 

তবে কিছু পরিবর্তন করার চেষ্টা করুন।””””

(উড্রো উইলসন)

(১৩)

**একমাত্র জিনিস যা ধ্রুবক তা হল পরিবর্তন।**

(হেরাক্লিটাস)

(১৪)

✓•✓পরিবর্তনই জীবনের নিয়ম….। 

এবং যারা কেবল অতীত বা বর্তমানের দিকে তাকায়~ তারা নিশ্চিত ভবিষ্যত মিস করে।✓•✓

(জন এফ কেনেডি)

(১৫)

★✓★সমাজের প্রকৃত শক্তি তার সবচেয়ে দুর্বল সদস্যদের অবস্থা দ্বারা পরিমাপ করা হয়।★✓★

(মহাত্মা গান্ধী)

শেষকথা 

একটি সমাজ সঠিক পথে এগোতে হলে, অবশ্যই সেই সমাজের মানুষদের শিক্ষিত, ঐক্যবদ্ধ ও তাদের মধ্যে মানবতাবোধ থাকতে হয়। তাহলেই সমাজকে সুন্দর ভাবে পরিবর্তন করা সম্ভব। সমাজ বলতে যেখানে প্রত্যেকটি মানুষ একে অন্যের উপর নির্ভর করতে পারবে ও পরস্পর সম্পর্ক তৈরি করে একটি বৃহৎ কাঠামো গড়ে তোলে। এই লেখাটিতে রয়েছে বাছাই করা সমাজ নিয়ে উক্তি, স্ট্যাটাসে ও ক্যাপশন।  আপনাদের প্রয়োজনের সময় এই পোস্ট থেকে লেখাগুলো শেয়ার করতে পারবেন।

About Sajjad Hossain