বসন্তের রোমান্টিক স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ও কবিতা

আজ আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হলাম বসন্তের স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ও কবিতা নিয়ে। বসন্তকালের ফাল্গুন মাসের দক্ষিণা বাতাস মানুষের মনকে প্রশান্ত করে দিয়ে যায়। এ সময় গাছগুলো ফুল ও মুকুলে আচ্ছন্ন হয়ে পড়ে। এই ফুল বা মুকুলের মধু সংগ্রহ করতে মৌমাছিরা ছুটে আসে ও মধু সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ে। এছাড়া বসন্ত কে বলা হয় মানব জীবন ও সকল প্রাণীর জন্য নিরাপদ সময়।

সকল ঋতুর রাজা বসন্তকে বরণ করে নিতে বাঙালিরা পহেলা ফাল্গুন উপলক্ষে বিভিন্ন উৎসব অনুষ্ঠান পালন করে থাকেন। অনেকেই বসন্ত নিয়ে ক্যাপশন দিয়ে বসন্তের বার্তা তাদের প্রিয়জনদের কাছে পৌঁছে দেয় এবং একসাথে বসন্তের উৎসব আনন্দে মেতে ওঠে। তাহলে চলুন আজকের আসল বিষয়ে যাওয়া যাক।

বসন্তের স্ট্যাটাস

বসন্তের রোমান্টিক স্ট্যাটাস

সবার জন্য বসন্তের স্ট্যাটাস অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনাদের যাতে এই বসন্ত অনেক ভালো কাটে তার জন্য আমরা ভালো মানের কিছু স্ট্যাটাস এখানে তুলে ধরেছি। এখান থেকে দেখে নিতে পারেন।

বসন্তের আগমনী, আনন্দের বার্তা নিয়ে এসেছে পহেলা ফাল্গুন।

ফাগুনের হাওয়ায়, মন যে উদাসীন থাকতে পারে না। শুভ বসন্ত।

বসন্তের রঙে, মন যে আনন্দে ভরে ওঠে। সবাইকে পহেলা বসন্তের শুভেচ্ছা।

নতুন প্রাণের সঞ্চার করে, বসন্ত এসেছে।

চলো বসন্তের আনন্দে, সকলে মিলে মাতি।

চলো বসন্তের গান গাই,
চলো বসন্তের রঙে রাঙাই।
শুভ বসন্ত!

বসন্তের ছোঁয়া, মনের আঙিনায়!
ফাগুনের হাওয়ায়, মন যে উতলা,
বসন্তের রঙে, মন যে ভরা।

কোকিলের কুহুতানে, প্রাণ যে পুলকিত,
শিউলির সুবাসে, মন যে মাতোয়ারা।

গাছে গাছে নবীন পাতা,
ফুলে ফুলে ফুটে উঠেছে প্রকৃতির বুক।

বসন্তের আগমনে, নতুন প্রাণ পেয়েছে জীবন,
আনন্দ উৎসবে মুখরিত সকল জন।

প্রকৃতির সাথে তাল মিলিয়ে মনটাও প্রেমে ভরে ওঠে এই বসন্তে।

ফুলের সুবাসে মাতোয়ারা বাতাস, কোকিলের কুহুতান, সবই যেন রোমান্সের ডাক দিয়ে যায়।

বসন্তের হাওয়ায় মন উতলা, কারো জন্য অপেক্ষায় বসে থাকি।

কখনো মনে হয়, এই ঋতুতে প্রেম না হলে জীবনের অর্ধেকটাই অসম্পূর্ণ।

বসন্তের রঙে রঙিন হোক আপনার প্রেম, সুখে ভরে উঠুক আপনার জীবন।

বসন্ত এসেছে, ফুল ফুটেছে, প্রেমিক-প্রেমিকার মিলন।

বসন্তের গান গাইতে গাইতে, ফুলের বাগানে এসে গেছি।

কোকিল কুহুতান শুনে, মন উতলা হয়ে ওঠে।

বসন্তের হাওয়ায় মন উতলা, কারো জন্য অপেক্ষায় বসে থাকি।

বসন্তের রঙে রঙিন হোক আপনার প্রেম, সুখে ভরে উঠুক আপনার জীবন।

প্রিয়, বসন্তের এই সুন্দর ক্ষনে আমার বুক ভরা ভালোবাসা নিও । ভালো থেকো ফুলের মত পবিত্র হয়ে।

এমন একটি সুন্দর বসন্তের বিকেলে তোমার হাত ধরে হারিয়ে যেতে চাই দূর অজানায়, যাবে কি আমার প্রিয়া।

ভালোবাসার কোন সীমানা নেই, তবুও আমি তোমাকে ভালবাসতে চাই এই বসন্তের মত করে একান্ত নিজের করে।

প্রিয়, ফুল ফোঁটা এই বসন্তের দিনে চলো দুজন হারিয়ে যাই কোন ভালোবাসার দুনিয়ায়, যেখানে আছে শুধুই ভালোবাসা।

প্রিয়া, তোমাকে জানাই বসন্তের ফুলেল ভালোবাসার, এসো আজ হারিয়ে যাই প্রেমের বসন্তের রাজ্যে।

প্রিয়, তোমার জীবনে বারে বারে আসুক এমন ফুল ফোঁটা বসন্ত । ভালো থেকো সব সময়, ভালোবাসা নিও অফুরন্ত।

বসন্তের এমন মনহারা ক্ষনে, তোমার কথাই বারে বারে পড়ে মনে।

বসন্তের এই মধুমাখা বিকেলে আমি বসে আছি তোমার অপেক্ষায়, হাতে আছে সাদা ফুলের মালা। এসো না প্রিয়া।

আমার জীবনে যত বসন্ত এসেছে সবচেয়ে সেরা বসন্ত হচ্ছে যেদিন তুমি এসেছো আমার জীবনে। বসন্তের শুভেচ্ছা নিও প্রিয়।

বসন্তের এই মধুক্ষনে তোমার হাত ধরে হাঁটতে চাই দুর অজানায়, এমন বসন্ত কি আসবে আমার জীবনে প্রিয়।

যত ভালোবাসা তোমার কাছ থেকে পেয়েছি, বসন্তের এই দিনে তোমাকে আরো বেশী ভালোবাসা দিতে চাই প্রিয়া।

প্রিয় এমন হাজারো বসন্ত কাটাতে চাই তোমার সাথে, তুমি কি এমন করে পাশে থাকবে আমার।

ঋতুরাজ বসন্ত এসেছে আবার, মনে করিয়ে দিতে তোমার আমার প্রথম দেখার কথা মনে করিয়ে দিতে।

এই যে তুমি আমার জীবনে এলে বসন্তের মত করে, এমন করে থেকে যেও সারাজীবন আমার জীবনে।

বসন্তের পাতা ঝরা গাছের মত আমি তোমার জন্য অপেক্ষা করে আছি, তুমি কি আসবে আমার কাছে।

জানালার গ্রিল ধরে বাইরে তাকালাম,
বসন্তের লক্ষণ গুলি প্রকাশমান
শুভ্র নীল আকাশ, উজ্জ্বল সূর্য
গাছগুলি অনেক উদীয়মান।

হে আমার বন্ধুরা!
বসন্ত এসে গেছে!
তাকে আলিঙ্গন করছে উদীয়মান সূর্য,
প্রকৃতির প্রতিটি ধূলিকণা তার সাক্ষ্য দিচ্ছে!

পাখিদের সুমধুর কলতান
ফুলের মনমাতানো সুবাস
আজ মেতে উঠেছে মন,
বসন্তের এই আয়োজন।

প্রখর শীতের শেষে প্রাণের জোয়ার বয়ে নিয়ে আসে ঋতুরাজ বসন্ত।
প্রকৃতির সাথে এক নতুন রূপে, হৃদয়ে জাগে অপূর্ব শিহরণ।

বসন্ত পাঠায় দূত রহিয়া রহিয়া
যে কাল কি আছে তার নিঃশ্বাস বহিয়া।
রবীন্দ্রনাথ ঠাকুর

বসন্ত এলো এলো এলো রে
পঞ্চম স্বরে কোকিল কূহরে
মুহু মুহু কুহু কুহু তানে।
কাজী নজরুল ইসলাম

বসন্ত ঋতু রাজ এজন্যই কেননা বসন্তই পারে একমাত্র মানুষ ছাড়া সব কিছুকে যৌবন দিতে!

ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে
ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে,
আড়ালে আড়ালে কোণে কোণে।

ফুটন্ত ফুল মনের জাগায় আশা
বসন্তের আগমন প্রাণে আনে ভালোবাসা।

আমার ইচ্ছে করে বসন্ত হয়ে পলাশের রং মাখতে
ইচ্ছে করে রাঙা ভোর হয়ে বকুলের কাছে থাকতে
কৃষ্ণচূড়ার আবির মেখে রঙিন সাজে সাজাতে
সবার রঙে রঙিন হয়ে নতুন করে বাঁচতে!

শীতের তীব্রতা ও কঠোরতা না থাকলে
বসন্তের সৌন্দর্য লোকের কাছে এত মধুর লাগত না!

বসন্ত যদি কেবল পলাশ খুঁজে, খুঁজুক না!
তুমি শুধু খুঁজবে আমায়!

পলাশের আগুন ছেয়ে গেছে বনে বনে
বসন্ত জেগেছে আজ হৃদয়ের কোণে।

আজ রঙের পরশ লেগেছে বনে
প্রেমের ছড়া জেগেছে মনে
কোকিলের কুহুতানে এসেছে বসন্ত
সুরের তালে মেতেছে দিগন্ত।

কেবল বসন্তই জানে, ভালোবাসার মানে!
তাই নিজেকে শূন্য করে ভরেছে বিশ্বভুবন!

শিমুল, পলাশ, রক্ত লাল কৃষ্ণচূড়া প্রকৃতিকে করেছে রক্তিম
কোকিল ও তাই গেয়ে উঠছে- এলো বসন্ত রঙিন!

কচিপাতার শিহরণে মোর হৃদয়ে লেগেছে দোল,
সেই খুশিতে আজ প্রকৃতি হয়েছে বিহ্বল!

আহা আজি এ বসন্তে
কত ফুল ফোটে, কত পাখি গায়।

আবার ফিরে এসেছে ঋতুরাজ বসন্ত,
দখিনা বাতাস মনকে করছে আনমনা,
নতুন রূপে সেজেছে প্রকৃতি, হয়েছে প্রাণবন্ত,
আবার এসেছে বসন্ত!

আরও পড়তে:

সাদামাটা জীবন নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও কিছু কথা

মায়া নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কিছু কথা ও কবিতা

দৃষ্টিভঙ্গি নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও কিছু কথা

ভ্রমন নিয়ে স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও কিছু কথা

নীরবতা নিয়ে স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন

সফলতা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও গল্প

বসন্তের রোমান্টিক ক্যাপশন

কোকিলের কন্ঠে বারবার কানে নাড়া দিয়ে যায় বসন্ত এসে গেছে। তাই অনেকেই বসন্তের রোমান্টিক ক্যাপশন সবার সাথে শেয়ার করতে চান। এজন্যই আপনারা যারা বসন্তের রোমান্টিক ক্যাপশন পেতে চান। তাদের জন্য এখানে বসন্তের রোমান্টিক ক্যাপশন উল্লেখ করা হয়েছে।

বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে আইসো আমার বাড়ি তুমি।

বসন্তের ওই ফাগুনে কৃষ্ণচূড়ার বুকে আমি তোমার স্মৃতিগুলো রেখে আসতে চাই।

বসন্তের প্রেমে পড়োনা তাহলে কিন্তু বসন্ত তোমাকে নিয়ে পালিয়ে যাবে।

বসন্তের এই রঙিন বাতাসের রঙিন ছোঁয়ায় তোমার রেশমী চুলের তাল মাতাল হাওয়ায় যেন আমাকে পাগল করে দিল।

ফিরে আসবে আবার বসন্ত হয়তোবা তুমি পাশে থাকবে না, কিন্তু বসন্ত ঠিকই ফিরে আসবে।

আর কিছু হোক বা না হোক বসন্তকে বরণ করার জন্য চলছে পুরো প্রস্তুতি।

বসন্ত এসেছে, ফুল ফুটেছে, প্রকৃতি নবজীবনে পূর্ণ।

আকাশে কোকিলের কুহুতান, বাতাসে ফুলের সুবাস, বসন্তের আগমনী বার্তা।

নবীন পাতায় ছেয়ে গেছে গাছ, রঙিন পোশাকে সেজেছে প্রকৃতি।

বসন্তের হাওয়ায় মন উতলা, আনন্দে ভরে গেছে জীবন।

বসন্তের আগমনীতে মনটা প্রেমে ভরে ওঠে।

ফুলের মৌমাছির খেলা, প্রেমিক- প্রেমিকার মিলন, বসন্তের স্পর্শে সবই রোমান্টিক।

বসন্তের গান, বসন্তের কবিতা, সবই প্রেমের কথা বলে।

এই ঋতুতে মন পাখির মত উড়তে চায়, প্রেমের আকাশে।

বসন্ত শুধু ঋতুর পরিবর্তন নয়, নতুন সূচনার প্রতীক।

বসন্তের সাথে জীবনে নতুন আশা, নতুন স্বপ্ন আসে।

এই ঋতুতে মন চায় নতুন কিছু করতে, নতুন লড়াই শুরু করতে।

বসন্ত আমাদের মনে সাহস জাগায়, জীবনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

এই বসন্তে শিমুল গাছের ডালে কোকিলের ডাকে যেন মনটা ভরে গেল।

এই বসন্তকালে হলুদ শাড়ি আর ফুলের শুভেচ্ছা নিও প্রিয়তমা।

এই বুঝি চলে এসেছে বসন্তের কাল কোকিলের ডাকে বুঝে নিলাম।

বসন্ত যেন প্রকৃতিতে নয়, বসন্ত লাগিল আমার গায়।

কখনো দিগন্ত, কখনো শ্রাবণ, কখনো বা বসন্তে আমি শুধু তোমাকেই খুঁজি।

এই বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখির কিচিরমিচির আওয়াজ যেন প্রকৃতির এই অমায়িক রূপ শুধু এই বসন্তেই দেখা দেয়।

বনে বাগানে বসন্তের ছোঁয়া লেগেছে। আর আমার মনে তোমার প্রেমের পরশ লেগেছে। এত অস্থির আগে লাগেনি তো?

বসন্তের কোন এক বিকেলে প্রিয়জনের হাত ধরে আম্র মুকুলের সুবাসে একটা মুহূর্ত কাটাতে চাই। প্রকৃতি ও যেন আমাদের সাথে এই খেলায় মেতে উঠবে।

বসন্তে প্রকৃতি যেন আমাদের কাছে এক নতুন রূপে ধরা দেয়। যেমনটা কেউ যখন নতুন নতুন প্রেমে পড়ে।

কোকিলের কুহুতানে সুরেলা বসন্ত এসেছে আমার দুয়ারে। অথচ তুমি এলে একটু শূন্য অবহেলা নিয়ে।

পুরনো আবরণ ছেড়ে বৃক্ষ যেমন নতুন সজীবতায় জেগে ওঠে এই বসন্তে। আমিও তোমাতে সেজে উঠতে চাই।

ফাল্গুনী হাওয়ায় বসন্ত মাতোয়ারা হয়ে ওঠে। আমিও তোমাকে দেখলেই সেরকম পাগলাটে হয়ে উঠি। থামাও আমায়।

বসন্তের প্রকৃতির মতই তোমার ভালবাসায় মায়ার চাদরে আমাকে জড়িয়ে নাও। শীতের শুষ্কতার ধাক্কায় আমাকে দূরে ঠেলে দিও না।

শীতের বন্দি শালা থেকে মুক্ত হয়ে অপরূপা বসন্ত যেন প্রকৃতিকে নিজের মতো করে সাজিয়ে তোলে। অভিমান ভেঙে তুমিও এসো আমার কাছে।

পাতা ঝরা গাছ অসহায় চাতক পাখির মতোই বসন্তের জন্য অপেক্ষা করে। আমিও যে কত কাল অপেক্ষা করছি তোমার জন্য। আসবে না তুমি?

বসন্তে আজ আমারই খুশিতে বাগানে ফুল ফোটে,
সেই খুশিতে সূর্যটাও মুচকি হেসে ওঠে।

বসন্তের আগমনে প্রজাপতির দল যেমন ফুলে ফুলে ছুঁয়ে যায়। ঠিক তেমনি সমস্ত সুখ স্মৃতি তোমার জীবন ছুঁয়ে যাক।

বসন্ত নিজ রঙে এই বিশ্বকে মুক্ত হস্তে রাঙিয়ে দিয়েছে। আমিও ঠিক সেই ভাবেই তোমাকে রাঙিয়ে দিতে চাই।

এই বসন্তের রক্তিম রক্ত জবা কিংবা কৃষ্ণচূড়া ও ভালোবাসার প্রতীক হয়ে ওঠে। তোমার খোঁপায় শোভা পাক এই রক্ত জবা।

তুমি হাত ছুঁয়ে দিলে যেন আমার প্রতিটি মুহূর্তে বসন্ত। অথচ তুমি দূরে গেলেই আমার প্রতিটা মুহূর্তেই চৈত্রের অবসাদ।

তোমার জীবনে বসন্ত এসেছে। আর সেখানে আমিও শামিল হতে চাই। সব দুঃখ কষ্ট গ্লানি ঝরে গিয়ে নতুন কুঁড়িতে সেজে উঠুক তোমার জীবন।

তুমি যদি কোকিল হয়ে আমার জীবনে থাকো। তাহলে প্রতিদিনই আমার জন্য বসন্ত। আর তুমি আমি যেন গ্রীষ্মের দাঁড় কাক।

ঋতুরাজ বসন্তের মতোই আমার হৃদয়ের অধিরাজ হয়ে ওঠো তুমি। হৃদয়ের পরতে পরতে নতুন সজীবতা ছড়িয়ে দিও।

তোমার অভিমান ঝরে যখন হাসি ফুটে ওঠে। সেই মুহূর্ত টাই আমার কাছে বসন্ত।

রোদ উঠে গেছে তোমাদের নগরীতে বসন্ত এসে গেছে। হাসিমুখ আর আনন্দধারায় ভরে উঠুক সবটা।

তুমি চেয়ে আছো তাই বসন্তের ছোঁয়া পথে আমি হেঁটে যাই। শত ক্লান্তি ও আমাকে কাবু করতে পারে না।

আমি কি জানতাম তুমি বসন্তের কোকিল? শুধু সুখ মুহূর্তে কাছে থাকো আর দুঃখে ছেড়ে যাও।

ফুলের সৌরভ আর পাখির কলকাকলিতে বসন্তের এই অপার আয়োজন ও যেন তুমি বিহীন ফিকে হয়ে আসে। কোথায় তুমি?

বসন্তের রোমান্টিক উক্তি

বসন্ত আসলে মনে পড়ে যায় বিভিন্ন উক্তি। তাই যারা এই বসন্ত উপলক্ষে কিছু উক্তি বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করতে চান। তাদের জন্য এখানে বসন্তের রোমান্টিক উক্তি দেওয়া হয়েছে। আশা করি আপনাদের এগুলো অনেক পছন্দ হবে।

“বসন্ত” সব কিছুতে নতুন জীবন ও সৌন্দর্য যোগ করে।
— জেসিকা হ্যারেলসন

বসন্তের মধ্যে আমি ২৪ ঘন্টাই ১৩৬ ধরনের আবহাওয়া দেখতে পাই।
— মার্ক টোয়েন

আনন্দ ও উৎসাহে চলছে বসন্তের কাজ।
— জন মুর

বসন্তে ফোটা প্রথম ফুল গুলি আমার হৃদয়ে সুর তোলে।
— এস ব্রাউন

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।
— সুভাষ মুখোপাধ্যায়

ফুল ফোটার মধ্য দিয়েই বসন্তের শুরু হয়।
— অ্যালজারন চার্লস সুইনবার্ন

কিছু বলার প্রকৃত সময় হলো বসন্ত, লেটস পার্টি।
— রবিন উইলিয়ামস

যেদিন প্রভু আশা সৃষ্টি করেছিলেন সম্ভবত সেদিনই তিনি বসন্ত তৈরি করেছিলেন।
— বার্নার্ড উইলিয়ামস

বসন্ত আমাকে আর এই বাড়িতে থাকতে দিবে না, আমাকে অবশ্যই বাইরে বেরিয়ে আসতে হবে এবং আবার বাতাসে গভীরভাবে শ্বাস নিতে হবে।
— গুস্তাভ মাহলার

শীতের শেষের দিকে এবং বসন্তের প্রথম দিকে ফুলগুলি, তাদের আকারের তুলনায় খুব ভালোভাবে আমাদের হৃদয়ে স্থান দখল করে নেয়।
— এস উইস্টার

আমি বসন্তের লক্ষণগুলি দেখতে জানালা দিয়ে বাইরে তাকালাম। আকাশ অনেক নীল, গাছগুলি অনেক উদীয়মান এবং সূর্য খুব উজ্জ্বল ছিল।
— মিল্লার্ড কাউফম্যান

শীতের তীব্র শীতে কাউকে পাওয়ার জন্য বসন্তের আগমনের প্রতিশ্রুতিই যথেষ্ট।
— জেন সেলিনস্কি

বসন্ত আসবে এবং সুখও আসবে। অপেক্ষা কর, জীবন অনেক সুন্দর হবে।
— অনিতা ক্রিজান

লোকেরা আমাকে জিজ্ঞেস করে যে, শীতকালে আমি কী করি যখন বেশ বল থাকে না। আমি বলি- আমি জানালার দিকে তাকিয়ে বসন্তের জন্য অপেক্ষা করি।
— রজার হরণস্বয়

আপনি সমস্ত ফুল কেটে ফেলতে পারেন কিন্তু বসন্ত কে আসতে বেঁধে রাখতে পারবেন না।
— পাবলো নেরুদা

বন্ধুরা, বসন্ত এসে গেছে। পৃথিবী খুশিতে সূর্যের আলিঙ্গন গ্রহণ করেছে এবং আমরা শীঘ্রই তাদের প্রেমের ফলাফলগুলি দেখতে পাব।
— সিটিং বুল

বসন্তের রোমান্টিক ছন্দ

এই বসন্তে যারা বসন্তের রোমান্টিক ছন্দ লিখে পোষ্ট করতে চান। তাদের জন্য এখানে বসন্তের রোমান্টিক ছন্দ দেওয়া হয়েছে। এগুলো বসন্তের শুভেচ্ছা জানাতে অনেক সাহায্য করবে। পহেলা ফাল্গুন উদযাপন করুন বসন্তের রোমান্টিক ছন্দ লিখে। পহেলা ফাল্গুন বসন্তের শুরুটা কে বোঝায়। তাই যারা ফাল্গুনের শুভেচ্ছা বার্তা সবার সাথে শেয়ার করবেন, তারা বসন্তের রোমান্টিক ছন্দ এখান থেকে কপি পেষ্ট এর মাধ্যমে করে নিতে পারেন।

রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস। যেন চল-চঞ্চল নব পল্লব দল, যেন চল-চঞ্চল নব পল্লব দল, মর্মরে মোর মনে মনে। ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে।

ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গীন এ বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়।

তোমার অশোকে কিংশুকে অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মর্মরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।

নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো, আকাশের লাগে ধাঁদা রবির আলো ওই কি বাঁধা, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, সর্ষের ক্ষেতে ফুল হয়ে তাই জাগলো।

সারা গগন তলে তুমুল রঙের কোলাহলে মাতামাতির নেই যে বিরাম কোথাও অনুক্ষণ যেথায় ফাগুন ভরে দেবে সকল মন।

বসন্ত মানেই একরাশ আনন্দ, একঝাঁক ঔজ্জ্বল্য আর উৎসাহ। পারুলের হিল্লোল আর শিরীষের হিন্দোল বিশ্বপ্রকৃতিকে আকুল করে তোলে। অশোক আর পলাশ আকাশে বাতাসে রাশিরাশি রাঙা হাসি ছড়ায়। কোকিলের কলগীতি বসন্তকে ভাষা দেয় ।প্রকৃতি পায় পূর্ণতা।

ঋতুরাজ বসন্ত বিদায় নেওয়ার আগে নিজেকে রিক্ত, নিঃস্ব করে প্রকৃতিতে ফুলে ফলে রঙে রসে ভরিয়ে তোলে। বসন্তের রূপ তাই বর্ণনা করে শেষ করা যায় না। তারুণ্য ও যৌবনের চঞ্চলতায় পরিপূর্ণ রঙিন বসন্তের অপেক্ষায় আমরা তাই সারা বছর ধরে অপেক্ষা করে থাকি।

বসন্ত তার গান লিখে যায় ধূলির পরে কি আদরে তাই সে ধুলা ওঠে হেসে বারে বারে নবীন বেশে।

বাতাসে বহিছে প্রেম,
নয়নে লাগিলো নেশা কারা যে ডাকিলো পিছে,
বসন্ত এসে গেছে মধুর অমৃতবানী বেলা গেল
সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে।

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।

আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে শুধু। এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারম্বার, তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে।

ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে,
ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে,
আড়ালে আড়ালে কোণে কোণে।

বসন্তের রোমান্টিক কবিতা

বর্তমানে প্রতিটি মানুষ বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করেন। তাই যারা ফাল্গুনের শুভেচ্ছা বার্তা পাঠাতে বসন্তের রোমান্টিক কবিতা লিখবেন। তাদের জন্য এখানে বসন্তের রোমান্টিক কবিতা দেওয়া হয়েছে।

বসন্তের দান
মাহাবুব আলম

তুমি ফাগুন হাওয়ার মিষ্টি ধ্বনি!
কলতানের অলংকারে গগন হতে
আনলে সখি দৃপ্ত হাতে,
ফাগুনেরই বাণী ।

তুমি ফাগুন হাওয়ার মিষ্টি ধ্বনি!
আমায় জাগালে মরু হতে
নরম ছোয়ায়, হৃদ ঈশারায়,
মোহন বাঁশীর অগোচরে
জাগিয়ে তোমার হৃদ পুঞ্জে,
মধুর কানাকানি ।

তুমি ফাগুন হাওয়ার মিষ্টি ধ্বনি!
তুমি কৃষ্ণচূড়ার পাঁপড়ি কুঞ্জে।
কোকিল তোমার পুঞ্জ সাথি,
ফুল কুমারীর সাঁজে সাঁজে
সাজাও প্রেমের মাল্যখানি ।

তুমি ফাগুন হাওয়ার মিষ্টি ধ্বনি!
আমায় সাজাও, রাঙ্গাও আমায়
দাও ভরে দাও শৃন্য হিয়ায়
ধরিএীকে আবার সাজাই
দিয়ে প্রেমের বানী –
তুমি ফাগুন হাওয়ার মিষ্টি ধ্বনি!

এলো বনান্তে পাগল বসন্ত
কাজী নজরুল ইসলাম

এলো বনান্তে পাগল বসন্ত।
বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে,চঞ্চল তরুণ দুরন্ত।
বাঁশীতে বাজায় সে বিধুর পরজ বসন্তের সুর,
পান্ডু-কপোলে জাগে রং নব অনুরাগে
রাঙা হল ধূসর দিগন্ত।

কিশলয়ে-পর্ণে অশান্ত ওড়ে তা’র অঞ্চল প্রাস্ত।
পলাশ-কলিতে তা’র ফুল-ধনু লঘু-ভার,
ফুলে ফুলে হাসি অফুরন্ত।

এলো মেলো দখিনা মলয় রে প্রলাপ বকিছে বনময় রে।
অকারণ মন মাঝে বিরহের বেণু বাজে।
জেগে ওঠে বেদনা ঘুমন্ত।

আজি বসন্ত জাগ্রত দ্বারে
রবীন্দ্রনাথ ঠাকুর

আজি বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে।
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো,
এই সংগীতমুখরিত গগনে
তব গন্ধ করঙ্গিয়া তুলিয়ো।
এই বাহিরভূবনে দিশা হারায়ে
দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে।

অতি নিবিড় বেদনা বনমাঝে রে
আজি পল্লবে পল্লবে বাজে রে –
দূরে গগনে কাহার পথ চাহিয়া
আজি ব্যকুল বসুন্ধরা সাজে রে।
মোর পরানে দখিন বায়ু লাগিছে,
কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে,
এই সৌরভ বিহবল রজনী
কার চরণে ধরণীতলে জাগিছে।
ওগো সুন্দর, বল্লভ, কান্ত,
তব গম্ভীর আহবান কারে।

ফুল ফুটুক না ফুটুক
সুভাষ মুখোপাধ্যায়

ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত।

শান-বাঁধানো ফুটপাথে
পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে
হাসছে।

ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত।

আলোর চোখে কালো ঠুলি পরিয়ে
তারপর খুলে –
মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে
তারপর তুলে –
যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে
যেন না ফেরে।

গায়ে হলুদ দেওয়া বিকেলে
একটা দুটো পয়সা পেলে
যে হরবোলা ছেলেটা
কোকিল ডাকতে ডাকতে যেত
– তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো।

লাল কালিতে ছাপা হলদে চিঠির মত
আকাশটাকে মাথায় নিয়ে
এ-গলির এক কালোকুচ্ছিত আইবুড়ো মেয়ে
রেলিঙে বুক চেপে ধ’রে
এই সব সাত-পাঁচ ভাবছিল –

ঠিক সেই সময়
চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল
আ মরণ ! পোড়ারমুখ লক্ষ্মীছাড়া প্রজাপতি!

তারপর দাড়ম করে দরজা বন্ধ হবার শব্দ।
অন্ধকারে মুখ চাপা দিয়ে
দড়িপাকানো সেই গাছ
তখন ও হাসছে।

বসন্ত বন্দনা
নির্মলেন্দু গুণ

হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র-সঙ্গীতে যতো আছে,
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে
বনের কুসুমগুলি ঘিরে। আকাশে মেলিয়া আঁখি
তবুও ফুটেছে জবা,–দূরন্ত শিমুল গাছে গাছে,
তার তলে ভালোবেসে বসে আছে বসন্তপথিক।

এলিয়ে পড়েছে হাওয়া, ত্বকে কী চঞ্চল শিহরণ,
মন যেন দুপুরের ঘূর্ণি-পাওয়া পাতা, ভালোবেসে
অনন্ত সঙ্গীত স্রোতে পাক খেয়ে মৃত্তিকার বুকে
নিমজ্জিত হতে চায় । হায় কী আনন্দ জাগানিয়া।

এমন আগ্রাসী ঋতু থেকে যতোই ফেরাই চোখ,
যতোই এড়াতে চাই তাকে দেখি সে অনতিক্রম্য।
বসন্ত কবির মতো রচে তার রম্য কাব্য খানি
নবীন পল্ববে, ফুলে ফুলে। বুঝি আমাকেও শেষে
গিলেছে এ খলনারী আপাদমস্তক ভালোবেসে।

আমি তাই লঘুচালে বন্দিলাম স্বরুপ তাহার,
সহজ অক্ষরবৃত্তে বাঙলার বসন্ত বাহার।

বসন্তের একটি বাংলা উদ্ধৃতি
মহাদেব সাহা

চুনা-ওঠা দেয়ালের মতো প্রকৃতির এই খসখসে গালে
আর কী রং মাখাবে চৈত্র,
তোমার পকেটে ভাঁজ-করা শতবর্ষের শীতকাল,
মাতাল হাওয়ায় যতই এই বার্ধক্য ঢেকে দিতে চাও
তার মুখমণ্ডলে জমে আছে
উত্তর গোলার্ধের অনন্ত বরফ
তার শরীর ২৫ ডিগ্রি মাইনাস শীত রাত্রে।

কেনা জ্যেত্স্না, গোলাপ আর সৌরভের জন্য
হাহাকার করে
আমি কতোকাল শিশুর মতো হামাগুড়ি দিয়ে
এই শীতকাল পেরুব? গুনগুন করা চৈত্রসন্ধ্যা
মধুর দুপুর
এখনো আমাকে হাতছানি দিয়ে ডাকে,
আমি সাড়া দেই না।
কেন দেব? আমার শীত কখন অস্ত যাবে,
কেউ জানে না।

হয়ত তবু সদ্যফোটা স্তনের গন্ধে, ঠোঁটের লাবণ্যে
জেগে উঠবে ঝিমিয়ে-পড়া দিনরাত্রি,
একুশ শতকের এই দীর্ঘ শীত পাড়ি দেওয়ার জন্য
আর কতো হিমযুগ পার হতে হবে আমাকে,
বসন্ত, তোমার হাতবাক্সে কি সেই উত্তর লেখা আছে?
চলো বসন্তের একটি বাংলা উদ্ধৃতি শোনাতে শোনাতে
আমরা পৃথিবীর সব নদী পার হই।

ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত
তসলিমা নাসরিন

ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত,
তবু এখনো কেমন যেন হৃদয় টাটায়-
প্রতারক পুরুষেরা এখনো আঙুল ছুঁলে
পাথর শরীর বয়ে ঝরনার জল ঝরে।

এখনো কেমন যেন কল কল শব্দ শুনি
নির্জন বৈশাখে, মাঘ-চৈত্রে
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু
বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি।
প্রতারক পুরুষেরা একবার ডাকলেই
ভুলে যাই পেছনের সজল ভৈরবী
ভুলে যাই মেঘলা আকাশ, না-ফুরানো দীর্ঘ রাত।

একবার ডাকলেই
সব ভুলে পা বাড়াই নতুন ভুলের দিকে
একবার ভালোবাসলেই
সব ভুলে কেঁদে উঠি অমল বালিকা।
ভুল প্রেমে তিরিশ বছর গেল
সহস্র বছর যাবে আরো,
তবু বোধ হবে না নির্বোধ বালিকার।

বসন্ত কুমারী

গ্রীষ্মের তপ্ত গরমে ভেবেছি,
তুমি আসবে শীতল ছায়া নিয়ে
কিন্তু তুমি এলে না।
বর্ষায় ভেবেছি মেঘের ভেলায় করে,
আসবে তুমি একগুচ্ছ কদম হাতে নিয়ে
কিন্তু তুমি এলে না।
শরতের শুভ্র নীল আকাশে তাকিয়ে ভেবেছি,
তুমি আসবে নরম কাশফুল হয়ে
কিন্তু তুমি এলে না।
হেমন্তের নবান্নে ভেবেছি,
হৈমন্তিক আভায় সোনালি রোদ হয়ে আসবে
কিন্তু তুমি এলে না।
শীতের হিম হিম সকালে ভেবেছি,
আসবে তুমি কুয়াশা ভেজা পরি হয়ে
কিন্তু তুমি এলে না।
অবশেষে তুমি এলে
বসন্তের ফুটন্ত রূপ ও সৌরভ নিয়ে,
এলে তুমি বসন্ত কুমারী হয়ে।

বিদায় বলো না
বিদায় বলো না
তুমি বিদায় বললেই থমকে যায় মেঘ
চাতকের মতো অপেক্ষায় থাকে কৃষক, বৃষ্টির আশায়
তুমি বিদায় বলো না
বিদায় বললেই থমকে যায় বাতাস
প্রাণচঞ্চল দেহ হাঁসফাঁস করে স্বস্তির জন্য
তুমি বিদায় বলো না
বিদায় বললেই বৃক্ষ থেকে উড়ে যায় পাখি
মনের ভেতরে শুরু হয় ঝড়
পাখি ছাড়া বৃক্ষ, তুমি ছাড়া আমি
দুটোই অনর্থক।

পাখিরা
জীবনানন্দ দাশ

ঘুমে চোখ চায় না জড়াতে –
বসন্তের রাতে
বিছানায় শুয়ে আছি।
এখন সে কত রাত!
ওই দিকে শোনা যায় সমুদ্রের স্বর,
স্কাইলাইট মাথার উপর,
আকাশে পাখিরা কথা কয় পরস্পর।
তারপর চ’লে যায় কোথায় আকাশে?
তাদের ডানার ঘ্রাণ চারিদিকে ভাসে।
শরীরে এসেছে স্বাদ বসন্তের রাতে,
চোখ আর চায় না ঘুমাতে।

জানালার থেকে ওই নক্ষত্রের আলো নেমে আসে,
সাগরের জলের বাতাসে
আমার হৃদয় সুস্থ হয়।
সবাই ঘুমায়ে আছে সব দিকে –
সমুদ্রের এই ধারে কাহাদের নোঙরের হয়েছে সময়?
সাগরের ওই পারে – আরো দূর পারে
কোনো এক মেরুর পাহাড়ে
এইসব পাখি ছিল।

ব্লিজারডের তাড়া খেয়ে দলে দলে সমুদ্রের’পর
নেমেছিল তারা তারপর,
মানুষ যেমন তার মৃত্যুর অজ্ঞানে নেমে পড়ে !
বাদামি – সোনালি – সাদা – ফুটফুট ডানার ভিতরে
রবারের বলের মতন ছোটো বুকে
তাদের জীবন ছিল –
যেমন রয়েছে মৃত্যু লক্ষ লক্ষ মাইল ধ’রে সমুদ্রের মুখে
তেমন অতল সত্য হয়ে।
কোথাও জীবন আছে – জীবনের স্বাদ রহিয়াছে,
কোথাও নদীর জল রয়ে গেছে- সাগরের তিতা ফেনা নয়,
খেলার বলের মতো তাদের হৃদয়
এই জানিয়াছে।

কোথাও রয়েছে প’ড়ে শীত পিছে, আশ্বাসের কাছে
তারা আসিয়াছে।
তারপর চ’লে যায় কোন এক ক্ষেতে
তাহার প্রিয়ের সাথে আকাশের পথে যেতে যেতে
সে কি কথা কয়?
তাদের প্রথম ডিম জন্মিবার এসেছে সময়।
অনেক লবণ ঘেঁটে সমুদ্রের পাওয়া গেছে এ মাটির ঘ্রাণ,
ভালোবাসা আর ভালোবাসার সন্তান,
আর সেই নীড়,
এই স্বাদ– গভীর।

আজ এই বসন্তের রাতে
ঘুমে চোখ চায় না জড়াতে।
ওই দিকে শোনা যায় সমুদ্রের স্বর
স্কাইলাইট মাথার উপর,
আকাশে পাখিরা কথা কয় পরস্পর।

আমার শহরঃ বসন্তের প্রেম
প্রদীপ বালা

বসন্ত তবে এসেই গেল, বুঝলে ভায়া!
একটা কুকুর শুকছে আমার পায়ের ধুলো
চমকে উঠে পেছনে দেখি, কি বেহায়া!
আমার হাতে আধখানা রোল, ঝুলছে নুলো
ছ’টা পঁচিশ, পেটে তখন ছুঁচোর সেকি লাফ
বসন্ত যদি এসেই থাকে তোর বাপের কি
ছুটছে সবাই বাস ধরবে ট্রেন ধরবে
উল্টোডাঙ্গার মোড়ে শুধু আমি একাকী
কী আর হবে বসন্ত এলে, ভিক্টোরিয়া
ময়দান আর পার্কে শুধু ভীড় বাড়বে
শীতে দেখিয়ে খেত সবাই, এখন মুখ লুকোবে
ছাতার তলায়। আমারও সময়, বাস ছাড়বে।

ছিল না কি বসন্ত আমারও, একটা দুটো
ছাতার তলায় ঘন হয়ে বসে পৃথিবীতে মুখ
উত্তাপে আর উত্তাপে তোর বুকে
ঘাম আর ঘ্রাণের ভেতর খুঁজিনি প্রেমের সুখ?
তবুও তো প্রেম এলো না, তার বদলে
একতাল মাংস এল উঠে, চিকেন কষা
কপাৎ করে গিলে ফেলে দেখি তোকে
কোমরে বেশ মেদ জমেছে,বাসের সীটে বসা।

ধুস শালা! বাস ছুটে যায় ধুলোর বেগে
হাজার হাজার ধুলো তখন প্রেমের খেলা
খেলতে থাকে, হাতে হাত রেখে সবাই
পার হয়ে যায় রাস্তা ঘাট এই বেলা
আমিই শুধু দাঁড়িয়ে থাকি, ভীড়ের ভেতর
ছুটোছুটি যন্ত্র মানব, বসন্ত এসে গেছে
সময় এসে লাথ মারে পেছনে, “ভাগ শালা
সময় নেই প্রেম মারাতে গেছে!”

হটাত করেই বাসটা এসে গেল
আমারও তখন ঘরে ফেরার তাড়া
বাসের ধোঁয়ায় উড়িয়ে নিয়ে গেল
তোমার আমার চোখের ইশারা
সে ইশারার একটুখানি রেশ বুকের ভেতর
সযত্নে রাখি, হটাত হটাত ঠোকর মেরে ফেরে
বাসে উঠে বসন্তকে পেছনে ফেলে দেখি
আধখানা প্রেম ঝুলে আছে উল্টো ডাঙ্গার মোড়ে!

নব বসন্তের গান
লক্ষ্মণ ভাণ্ডারী

বসন্তের রং লাগে
ফুলশাখে ফুলবাগে
বসন্ত এলো রে এ ধরায়,
বসন্তের আগমনে
রং লাগে দেহ মনে
তরুশাখে পাখি গীত গায়।

নব নব কিশলয়,
পত্রে পল্লবিত হয়
সুশীতল অজয়ের নীর,
রাঙাপথে দুইধারে
তালগাছ সারে সারে
মন্দগতি বহিছে সমীর।

অজয় নদীর ঘাটে
সূর্য আসি বসে পাটে
সোনালী কিরণ ঝরে জলে,
বসন্ত এলো আজি,
নব নব রূপে সাজি
বসন্ত আসিল ধরাতলে।

আরও পড়তে:

মানসিক চাপ নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও কিছু কথা

সমালোচনা নিয়ে উক্তি, স্ট্যাটাস, কবিতা, ক্যাপশন ও কিছু কথা

মুখোশধারী মানুষ নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

হতাশা নিয়ে উক্তি, ইসলামিক উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

হুমায়ুন ফরিদীর উক্তি (Quote by Humayun Faridi)

পরিস্থিতি নিয়ে স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন

হুমায়ুন আহমেদ এর উক্তি

মন খারাপের স্ট্যাটাস ও ক্যাপশন

শেষ কথা

আমরা চেষ্টা করেছি বসন্তের শুভেচ্ছা আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আজকের পোষ্টটি ভালো লাগলে পোষ্টটি সবার সাথে শেয়ার করুন। যাতে সবাই বসন্ত সর্ম্পকে জানাতে পারেন।
ধন্যবাদ।

Scroll to Top