মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস – মায়াবী চোখ নিয়ে কবিতা | মানুষের চোখের মায়া খুব সহজেই অন্যজনকে আকর্ষণ করতে পারে। চোখ আমাদের মনের কথা প্রকাশ করে দৃষ্টির মাধ্যমেই। অনেক সময় যে সকল কথা মুখে বলা যায় না সেগুলো চোখের মাধ্যমেই বর্ণনা করা সম্ভব হয়।
চোখের মায়া নিয়ে বা মায়াবী চোখ নিয়ে অনেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ক্যাপশন, স্ট্যাটাস কিংবা কবিতা ও ছন্দ পোস্ট করে থাকে। এক্ষেত্রে ভালো মানের পছন্দের স্ট্যাটাস খুঁজে পাওয়া কঠিন হতে পারে। তাই আপনাদের জন্য এই আর্টিকেলে বাছাই করা কয়েকটি মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও ছন্দ তুলে ধরা হলো।
মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস
(১)
দুটি হৃদয় যখন ~•~ একই ভাষায় কথা বলে,
তখন চোখের ভাষা ~•~ তাদের অন্তরঙ্গ বন্ধন তৈরি করে।
মায়াবী চোখের ভাষা হলো মনের আয়না,,,
যেখানে অন্তরের প্রতিচ্ছবি স্পষ্ট হয়।
(২)
তুমি তোমার অনুভূতি গুলো,,
লুকিয়ে রাখতে পারো!!
তবে তুমি এটা ভুলে যেওনা
আমি তোমার চোখের দৃষ্টি বুঝতে পারি।
(৩)
মায়াবী চোখ দুটি যেন
গভীর রাতের আকাশের মতো,,,,
যেখানে তারা জ্বলে আর পথ দেখায়।
সেই চোখের চাহনিতে ~•~ হারিয়ে যায় সব চিন্তা।
মনে হয় যেন পৃথিবীর সব রং মিলে!!!
তৈরি হয়েছে সেই দুটি চোখ।
(৪)
ভালোবাসার চাহিদা হয়তো মুখের ভাষায় লুকানো থাকে,
কিন্তু চোখের ভাষায় সেই চাহিদা স্পষ্ট হয়ে ওঠে।
মিথ্যা কথা মুখের ভাষায় বলা যায়,
কিন্তু মায়াবী চোখের ভাষা ~•~ মিথ্যা বলতে পারে না।
(৫)
ভোর-জানালার রোদশিখার মতো – তোমার চাহনি,,,
বুক ভেদ করে চলে যায় – এপাশ ওপাশ।
এ বড় মধুর দহন আমার ~•~ আমি তোমাতেই বিলীন!!!
তোমার চোখের ধারালো ছুরিতে চ্ছেদ হবার সুযোগ পেলে!!
ব্যবহারিক ক্লাসে জেগে থাকবো – উদ্ভিদচারা হয়ে।
(৬)
বৃষ্টির পর ধানক্ষেতের সবুজের মত,,,
তোমার চোখের প্রাণবন্ততা ~•~ আমার জীবনে আশা জাগিয়ে তোলে।
নীল সমুদ্রের ঢেউয়ের মত,,,
তোমার চোখের গভীরতা ~•~ আমাকে রহস্যে মুগ্ধ করে।
(৭)
হাজারো বাক্য লুকিয়ে থাকে চোখের কোণে,
যা ঠোঁট স্পর্শ করতে পারে না।
কথা বন্ধ থাকলেও,,,,
চোখের ভাষা বলে দেয় মনের গভীর কথা।
মায়াবী চোখের জল, হাসি, দৃষ্টি – সবই কথা বলে,
যা বোঝার জন্য শুধু অন্তরের প্রয়োজন।
আরও পড়ুনঃ বাংলা ফানি স্ট্যাটাস, জোকস ও ক্যাপশন
মায়াবী চোখ নিয়ে ক্যাপশন
(১
যার মায়াবী চোখে আমি আমার জন্য,,
তীব্র ভালোবাসা মায়া আর টান দেখতে পেয়েছিলাম!!!?
সময়ের বিবর্তনে তার চোখে আজ আমি তীব্র রাগ,, অবহেলা,, আর বিরক্তির ছাপ দেখতে পাই!!
(২)
তোমার মায়াবী দুটি চোখের জাদুতে,
হারিয়ে যায় সকল বেদনা আমার,
মনের আকাশে ভেসে বেড়ায় ~•~ সুখের নীল পাখি।
(৩)
মায়াবী চোখ, কালো কাজল,
তুমি আমার স্বপ্নের রাজকন্যা,
তোমারই সাথে চাই জীবন কাটাতে,
আর তোমারই প্রেমে চাই হারিয়ে যেতে।
(৪)
চোখের ভাষা শব্দের চেয়ে,,,,
অনেক বেশি কিছু বলে,
চোখের ভাষা হৃদয়ের স্পন্দন বুঝতে পারে।
ভালোবাসার চোখে পৃথিবীর সকল ভাষা এক,
শুধু মনের দরজা খুলে বুঝতে হয়।
তবেই আপনি অন্য কারো §§§
মায়াবী চোখের ভাষা বুঝতে পারবেন।
(৫)
নীল আকাশে পাখির নীড়,
কালো রাতে ভ্রমরের গান,
তোমার চোখে রয়েছে যেন সব রহস্যের সমাধান।
পাখির নীড়ে সন্তানের হাসি,
ভ্রমরের মধু মুখে,
তোমার চোখে যেন খুজে পাই জীবনের সকল সুখ।
(৬)
তোমার মায়াবী চোখে যেন,,,
লুকিয়ে আছে এক অজানা রহস্য,
যার গভীরতায় আমার হারিয়ে যেতে ইচ্ছে করে।
সেই চোখের প্রতিটি চাহনিতে,,,
মনে হয় আমি নতুন কিছু আবিষ্কার করছি,
যা আমাকে প্রতিবার মুগ্ধ করে।
(৭)
বেদনার যে অশ্রুতে,,,,
ধুয়ে গেছে আমার চোখের কাজল।
সেই কাজলেই এঁকেছিলাম তোমায়, আমার মনের খাতায়।
বুঝলেনা তুমি, ভালোবাসলে না আমায়,
শুধু ধুয়ে গেল কাজল ••• তোমার মনের আঙিনায়।
মায়াবী চোখ নিয়ে রোমান্টিক ক্যাপশন
(১)
তোমার কালো চোখে ডুবে যায় মন,,,
যেন ঘনঘোর বর্ষার ঝড়ে ভেসে যায় নৌকা।
কাজল লেগে তোমার চোখ আরও কালো,
দেখলে মনে হয় যেন,,,
রাতের অন্ধকার নেমে এসেছে।
(২)
তোমার চোখের কাজল – যেন মায়াজাল,
ফেঁসে যায় মন, ছাড়া পায় না আর।
কালো চোখে তোমার §§ যেন জাদুর ঝলক,
দেখলে মন হয়ে চেয়ে থাকি অপলক।
(৩)
নীল আকাশের বুকে,
ভেসে বেড়ানো মেঘের মত,
তোমার চোখের নীলতা ||| আমার মনকে ছুঁয়ে যায়। ঝর্ণার জলধারার মত,
তোমার চোখের স্পর্শ ||| আমার অন্তরকে শীতল করে যায়।
(৪)
রজনীর অন্ধকারে জ্বলজ্বলে তারার মতো,
তোমার চোখের ঔজ্জ্বল্য ••• আমার পথকে আলোকিত করে।
প্রভাতের সূর্যের আলোর মতো,
তোমার চোখের উষ্ণতা ••• আমার হৃদয়কে উত্তপ্ত করে।
(৫)
ফুলে ফুলে মৌমাছি ঘুরে বেড়ানোর মতো,
তোমার চোখের মায়া আমাকে বারবার তোমার দিকে টানে।
শরতের পূর্ণিমার চাঁদের মতো,
তোমার চোখের মধুরতা আমার মনকে মুগ্ধ করে।
(৬)
তোমার চোখের গভীর নীলে ডুবে যায় মন,
কবিদের কবিতা মনে পড়ে তখন।
পাখির নীড়ের মতো স্নিগ্ধ,
তোমার চোখের জ্যোতি,
কবিতার ভাষায় যেন বর্ণিত রয়েছে সবই।
(৭)
শতকোটি মুখের ভিড়েও,,,
তোমার চোখের আলোতে হারিয়ে গেলাম।
প্রথম দেখায় তোমাকে চিনে ফেলেছিলাম,,,
যেন শুনতে পেয়েছিলাম মনের ডাক।
অনেক দেখা, অনেক পরিচয়,
তবুও মন ভোলে না !!!! তোমার সাথে আমার প্রথম দেখা।
(৮)
তোমার চোখের নীল জলে ডুবে গেলে,
ভ্রমরের ডানা ভেসে যায় কালো স্রোতে।
পাখির নীড়ে গান বাজাছে,
ভ্রমরের মধু মিষ্টি, তোমার চোখে সব সুন্দরের আবাস।
আরও দেখুন: পরিবার নিয়ে উক্তি, স্ট্যাটাস ও সুন্দর সুন্দর ক্যাপশন
মায়াবী চোখ নিয়ে কবিতা
(১)
আজ অপলক দৃষ্টির
মায়া ভরা দুটি চোখে,
নিদারুণ মনের ভাষা
ভেসে উঠে অতি সুখে।
আজ ওই নিষ্পাপ চাহনিতে
দেখছি না কোনো ছায়া,
কেউ যেন ঢেলে দিল
দুটি চোখে করুন মায়া।
আজ দুটি পাপড়ির
নেই কোন পলক,
দুটি চোখে চোখ পরতেই
লাগে যেন ঝলক।
ওই দুটি চাহনিতে আজ
খুঁজে পেলাম ভাষা,
নিষ্পাপ অন্তরে
জেগেছে কত আশা।
(২)
দৃষ্টি দিয়ে দংশিবে হায়, মতি বোঝা দায়-
চোক্ষে যেন অগ্নি ঝরে- কি করিবো হায়!
অভিমান-অনুযোগের মিশেল চোখের পাতায়,
তল হারিয়ে ঠাই না পায় চোখের গভীরতায়।
(৩)
মায়ার বদলে সেথায় দেখি ক্রোধের তরী
তবুও চোখে জল জমেছে, যেন ঝরবে অশ্রুবারী!
অব্যক্ত কথারা বুঝি ভাসে চোখের কোনে,
নির্লিপ্ততা গেলেও দেখা মনটা সবই জানে।
ক্রোধান্বিত চোখের পানে তাকিয়ে থাকা দায়,
উদাসী চাহনীতে ঠিকই তোমায় জড়ায়;
চোখের ভাষা ঐ হৃদয়ের আরশি,
হেথায় কোন কপটতা নেই, অক্ষি দুঃসাহসি।
(৪)
চোখ- সে তো চোখ নয়
যেন জলজলে দুটি আলো,
যার চোখে চোখ পরতেই
লাগে অনেক ভালো।
এই নিষ্পাপ দুটি চোখের মায়ায়
আজ ডুবে যেতে চাই আমি,
ওই মায়া ভরা দুটি চোখে
অর্থ কি জানো তুমি? ।
ভালবাসি ভালবাসি
তোমার ওই চোখের চাওয়া,
কোন জিনিসের বিনিময়ে
ওই দুটি চোখ যাবে পাওয়া!
(৫)
মায়ায় ভরা চোখ দুটো তোর
দেখলে পড়ি প্রেমে
হাত ছেড়ো না, সুনয়না
প্রেম রবে মোর থেমে।
কাজল কালো চোখ দুটো তোর
পদ্ম ফুলের মতো
প্রেম নদীতে সাঁতার কাটি
দেখি তোমায় যতো।
সুনয়না, তোমায় ভাবি
সকাল দুপুর সাঁঝে
চোখ দুটো তোর ফুটে উঠে
আমার মনের মাঝে।
আরও পড়ুন: ধৈর্য নিয়ে আল্লাহর বাণী, হাদিস, উক্তি ও স্ট্যাটাস
মায়াবী চোখ নিয়ে ছন্দ
(১)
চোখে চোখে ভাষা মনে মনে আশা
আনমনে হাসার নাম ভালোবাসা,
মায়াবী ওই নীল চোখ ঘন মেঘের ছায়া
যেন কোন মন মোহনী মায়া
(২)
বুকের মাঝে হয় দুরু দুরু
তোমার চোখে রাখলে চোখ
চাঁদের জোসনা কেউ হার মানায়
তোমার ঐ মায়া ভরা মুখ..!
(৩)
কাজল কালো রেখো তোমার ঐ আখি,
ভুলেও দিও না মোরে ফাঁকি।
তুমি যে নীল নয়না,
তোমাকে না পাবার আছে বড় যাতনা।
(৪)
চোখ- সে তো চোখ নয়
যেন জলজলে দুটি আলো,
যার চোখে চোখ পরতেই
লাগে অনেক ভালো।
(৫)
এই নিষ্পাপ দুটি চোখের মায়ায়
আজ ডুবে যেতে চাই আমি,
ওই মায়া ভরা দুটি চোখে
অর্থ কি জানো তুমি?
(৬)
ভালবাসি ভালবাসি
তোমার ওই চোখের চাওয়া,
কোন জিনিসের বিনিময়ে
ওই দুটি চোখ যাবে পাওয়া!
(৭)
ও চোখের গভীরতায় দিবো আমি ডুব,
হৃদয়ের প্রতিচ্ছবি দেখা হবে খুব।
নয়নে নয়ন রাখো রূপসী-
প্রনয়ের ডোরে বাধবো তোমায়, করবো প্রেয়সী।