গরম নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, ছন্দ, কবিতা

গরম নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, ছন্দ, কবিতা

গরম নিয়ে ক্যাপশন – গরম নিয়ে স্ট্যাটাস, ছন্দ, কবিতা | গ্রীষ্মকালীন সময়ে মানুষের সাথে অন্যরকম মজা/ দুষ্টুমি করতে আসে গরম। সূর্যের তাপে যেনো সবকিছুকেই তখন মনে হয় অসহনীয়। 

এসময় অনেকেই তাদের নিজেদের মনোভাব বিভিন্ন ক্যাপশন, স্ট্যাটাস বা ছন্দের মাধ্যমে অন্যদের কাছে প্রকাশ করতে চায়। কিন্তু অনেকেই আশানুরূপ ক্যাপশন পায়না। তাই তাদেরজন্য এখানে আকর্ষনীয় কিছু গরম নিয়ে ক্যাপশন – গরম নিয়ে স্ট্যাটাস, ছন্দ, কবিতা সমূহ তুলে ধরা হলো।

গরমের স্ট্যাটাস

(১)

এই গরমে ঝরছে ঘাম আর বাড়ছে শরীরের ক্লান্ততা,

এই দিনের রোদে ধরলো মাথা, নেই কেউ পাশে ধরতে ছাতা।

(২)

বিজেছি এই দুপুরের কাঠ ফাটা রোদে,

ঘামের গন্ধে টাল মাতাল আমি,

ওদিকে আবার শুকনো ঠোঁট খুজছে পানি সারাক্ষন।

(৩)

গরম গরম করে আজ হয়ে গেলাম খুবই ক্লান্ত,

এদিকে আবার পুলিশের দৌড়ানি খেয়ে হয়ে যাচ্ছিলাম সর্বশান্ত।

(৪)

লাগলে গরম বইলো প্রিয় আমার একটা যুক্তি আছে

দিলে হয়তো গরমের সেই ক্লান্তটা আর থাকবে না।

(৫)

শীতকাল শেষে আবার গ্রীষ্মের আগমন,

গরমে যেন মাঠ ঘাট নদী-নালা খাল-বিল খা খা করছে।

(৬)

গ্রীস্মের এই গরমে আজ মনে হচ্ছে—

সূর্যটা যেন মাথার কাছেই চলে এসেছে

আর মাথার মগজ যেন ভুনা হয়ে যাচ্ছে।

(৭)

গরম বেশি লাগলে রাগ না উঠিয়ে,

গলাটা নামিয়ে একটু স্থির থাকুন,

একটু হলেও ঠান্ডা লাগবে।

আরও পড়ুনঃ

গরম নিয়ে ক্যাপশন হাসির

গরম নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস

(১)

এই গরমে হয়তবা তুমি পাশে থাকলে

আমার একটু শীতল লাগতো।

(২)

এই ভ্যাপসা গরমে আর মন টিকে না ইট পাথরের দেয়ালে,

তাইতো একটু শীতল হতে যেতে চাই তোমার ওই শহরে।

(৩)

শেষ হলো শীতের দিন আসছে সবার দুঃখের দিন,

কোন সেই দিন সেই দিনটি হল গরমের দিন।

(৪)

হায়রে গরম, হায়রে গরম, শরীরটা করলি ঘামে নরম,

কারেন্টের যা ধরন বলতে লাগে শরম।

(৫)

উত্তাপ এই গরমের দিনে তোমার সাথে বৃষ্টিতে ভিজে — 

আজ মন ও শরীর দুটোই শীতল করতে ইচ্ছে করছে।

(৬)

এই ভীষণ গরমের তাপে যেন পড়েছি খুব চাপে,

কেমন জানি হাপিয়ে উঠি,

ইচ্ছে করে যেন সারাক্ষণ ডুবে থাকি পানিতে।

(৭)

যদি কখনো বেশি গরম লাগে তাহলে কতক্ষণ অজ্ঞান হওয়ার ভান ধরে থাকো,

দেখবে আশেপাশের সবাই তোমাকে বাতাস দিচ্ছে।

গরম নিয়ে ক্যাপশন english

(১)

It’s so hot outside, I saw my neighbor arguing with the sun.

Honestly, I think the sun is winning today.

(২)

This heat got me rethinking my life, my choices,

and why I even dared to step outside wearing jeans.

(৩)

Even my AC gave up today. It looked at me like, “Bro, I tried.

You’re on your own now.”

(৪)

Currently 90% sweat, 10% attitude.

If you see me glowing, no you didn’t —

I’m just melting gracefully.

(৫)

Woke up sweating, took a cold shower, started sweating again.

The cycle of life continues. Please send clouds or mercy.

আরও পড়ুনঃ

গরম নিয়ে ছন্দ

(১)

এই গরমে রোদেরা ভাই,
আমাকে দেখে প্রেমে পড়ে যায়।
তাই তো প্রতিদিন পোড়ায় গায়ে,
তপ্ত ভালোবাসায়!

(২)

ঘাম ঝরে টপ টপ করে,
মনে হয় শরীরটাই ফুটে যাবে চাপে।
এই গরমে প্রেমও শুকায়,
জল চাই আগে — পরে হায় হায়!

(৩)

ফ্যান চলে, বাতাস নেই,
শরীর আমার মশলা হইছে।
এই গরমে কেউ যদি ছুঁয়ে দেয়,
চ্যাং দিয়া পালাই জানে মুইছে!

(৪)

গরম এত, বউ বললো —
“তোমারে হাগ দিমু পরে”।
আমি বললাম, “এই গরমে হাগ দিলে,
আমরা দুজনেই হবো ভাজি পরে!”

(৫)

এই রোদে বাইর হইলে,
মনে হয় মুরগি বানায় কেউ।
ফ্রাইং প্যান না, ঢাকা শহর —
তেল ছাড়া ফ্রাই হচ্ছে ঢেউ ঢেউ!

(৬)

ঘামে ভেজা জামা পরে,
জিম ছাড়াই ফিটনেস আমার।
এই গরমে প্রেমিকার দেখা পাইলেই,
বলতাম — আইসক্রিম খাও দয়ার ধার!

(৭)

গ্রীষ্মের প্রেম আলাদা রে ভাই,
হাত ধরলেই ঘাম ছাই ছাই।
চোখে চোখ রাখার আগেই বলে,
“এসি রুম আছে তো, তাই?”

(৮)

ঘর, বাইর, শরীর — সবটাই জ্বলতেছে,
মনে হয় রোদরে কেউ খাইছে তেঁতুল।
ফেসবুক খুলেও শান্তি নাই,
সবাই গরমে হাফ ছুটুল!

(৯)

ভাত খাইতে গিয়া ভাবি,
এই গরমে রুটি হইলে ভালো।
চুলা চাই না, গরমে এমনিতেই
গরম গরম হয়ে যায় পালো।

(১০)

গরমে ঘাম ঝরে ছন্দে,
বস হইছে ভ্যাম্পায়ার সন্ধ্যে।
টিফিন না খাইলে চলে না,
আর ফ্যান ছাড়া জীবন কুলে না।

গরম নিয়ে ছন্দ ফানি

(১)

এই গরমে পিয়াজু বানাতে লাগে না চুলা,
ছাদের ওপরই রাখলে হয়ে যায় গরমে জ্বলা।
তেল তো আমি নিজেই ঘাম দিয়ে দিচ্ছি,
বিকেল বেলা শরীর টিকছে?

(২)

গরমে ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকি,
জাস্ট ঠান্ডা হাওয়ায় একটু বাঁচি।
মা দেখে বলে – “তুই কি তাপস পাল?”
আমি বলি – “আমি তুই না, গরমে গলাল!”

(৩)

গরমে এমন অবস্থা হয় ভাই,
ঘরেই বসে ঝরছে ঘাম নাই নাই!
বাইরে গেলে মনে হয় সত্যি,
আমি একটা হাঁটতে থাকা ডিম ভাজি!

(৪)

এই রোদেরে দেখে পাথরও কয়,
“ভাই আমি বাঁচলাম না!”
আমার মাথার চুল বলতেছে,
“আরেকটু পুড়লেই টাক হই নাই কানা!”

(৫)

গরম এত যে মন চায়,
বরফ কুচি বিছিয়ে ঘুমাই।
বালিশ আমার কাঁদে রে ভাই,
সে কয় – “ঘামে আমারও নাভিশ্বাস!”

(৬)

এই গরমে প্রেমেও আগুন লাগে,
হাত ধরলেই ঝরে ঘামের ধারা।
বসন্ত প্রেম নয়, বরং এইটা,
ঘামজলিয়া নাটকের ধারা!

(৭)

গরমে মানুষ ছোটে ছায়ার পিছে,
আমি ছোটি এসির বিল দেখে কাঁপতে।
কারণ ঠান্ডা চাইলে বাঁচো না ভাই,
টাকাই সব — গরমেও তাই!

(৮)

মশা পর্যন্ত এই গরমে কয়,
“ভাই তোমার ঘামে আমিই ডুবে যাই।”
তাও কামড় দেয়, কারণ সে কয় —
“মশার জীবন, রিস্ক তো লই!”

(৯)

রাতে ঘুমাই না, ফ্যান ঘোরে,
তবু মনে হয় আগুনে ঝরছে ঘোরে।
বালিশের নিচে বরফ রাখি,
তাও শান্তি মিলে না এই গরমে ঢাকি!

(১০)

মাথা গরম, শরীর গরম,
তার ওপর আবার বসের বকাঝকা!
এসি নাই, ছুটি নাই,
এই গরমেই বাঁচছি কেমন করে দেখি বাবা!

গরম নিয়ে কবিতা

(১)

“ঘাম ঝরে, প্রেম মরে”

ঘাম ঝরে সকাল-সন্ধ্যা,
শরীর আমার ফুটছে ধা-ধা।
প্রেমিকা ফোনে বলে, “দেখা করি?”
আমি বলি — “গরমে পুড়তেছি, প্রেমে নাড়তে পারি না এখনই!”

(২)

“এসি মানেই প্রেম”

বসে আছি ঠান্ডা খুঁজে,
ফ্যান ঘুরে কপালে পুঁজে।
বউ বললো, “তুই রোমান্টিক না আর!”
বললাম, “তুই যদি এসি হইতি, ভালোবাসতাম বারংবার।”

(৩)

“গরমে রান্না আমি”

রান্নাঘরে না, আমি বসার ঘরে,
নিজেই ভাজা হচ্ছি গরমতরে।
চুলা লাগে না, হিটারও নয়,
এই গরমে আমি নিজেই ঝাল ফ্রাই!

(৪)

“ঘামের নদী”

ঘামে আমার নদী গড়ে,
তারে দেখে কাকটাও ভাবে — “সাঁতার পারি তো?”
এই গরমে ছাতা, ফ্যান, এসি,
সব মিলে বলতেছে — “ভাই, বাঁচাইতে পারুম না!”

(৫)

“ভাত নয়, বরফ দাও”

মা বলে “খা, গরম গরম ভাত”,
আমি বলি “মা, বরফ দাও সাথে পাত!”
পেট তো না, গ্যাস চেম্বার এখন,
এই গরমে খাবার মানেই আগুনে ধোঁকা।

(৬)

“রোদের প্রেমে পড়া”

এই গরমে রোদও প্রেমে পড়ে,
রোজ দেখে, রোজ পুড়িয়ে মরে।
সৌরভ ভাই বললো — “রোদ সুন্দর”
আমি বললাম — “তারে বিয়া কর, আমি থাকি আন্ডার!”

(৭)

“বাঁচাও রে ফ্রিজ!”

বাইরে গরম, ভেতরে গরম,
মাথা গরম, মেজাজও নরম।
ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছি,
বউ বলে — “আই লাভ ইউ না, ফ্রিজকেই ভালোবাসিছি!”

শেষকথা

এই ছিলো বাছাই করা কিছু গরম নিয়ে ক্যাপশন, গরম নিয়ে স্ট্যাটাস, ছন্দ ও কবিতা। আশাকরি এগুলো আপনাদের ভালো লেগেছে।

About Sajjad Hossain