ফেসবুক থেকে বিদায় নেওয়ার স্ট্যাটাস, ক্যাপশন ও মেসেজ

ফেসবুক থেকে বিদায় নেওয়ার স্ট্যাটাস, ক্যাপশন ও মেসেজ

ফেসবুক থেকে বিদায় নেওয়ার স্ট্যাটাস – FB থেকে বিদায় নেওয়ার স্ট্যাটাস | আমাদের মধ্যে অনেকেই সোস্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য বিদায় নিতে চাই। কারন সোস্যাল মিডিয়া আমাদের অনেক সময় অপচয় করে। এসময় আমরা আমাদের ফেসবুক ফ্রেন্ডদের উদ্দেশ্যে নানারকম পোস্ট করে থাকি। 

এমন কয়েকটি বাছাই করা ফেসবুক থেকে বিদায় নেওয়ার স্ট্যাটাস, ক্যাপশন ও মেসেজ সমূহ তুলে ধরা হলো এই আর্টিকেলে।

ফেসবুক থেকে বিদায় নেওয়ার স্ট্যাটাস

১.

এই ভার্চুয়াল জগৎ থেকে কিছুদিনের জন্য বিদায় নিচ্ছি।

নিজের ভেতরের মানুষটাকে খুঁজে পেতে চাই।

প্রয়োজন হলে ফোনে বা বাস্তবে যোগাযোগ রেখো।

২.

দিনশেষে অনুভব করলাম, এই ফেসবুক নয়, বাস্তব জীবনই আমার আসল জায়গা।

তাই কিছু সময়ের জন্য নিজেকে এই প্ল্যাটফর্ম থেকে দূরে রাখতে চাই।

৩.

অপচয় হওয়া সময়, মনের অস্থিরতা আর নিজের হারিয়ে যাওয়া সময়গুলোকে ফিরিয়ে আনতে চাই।

তাই আজ থেকে ফেসবুক থেকে বিরতি নিলাম।

৪.

সবাইকে ধন্যবাদ যারা এই দীর্ঘ পথচলায় পাশে ছিলে। কিছুটা সময় নিজের জন্য দরকার।

তাই ফেসবুক থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো জগতে।

৫.

এই ভার্চুয়াল আসরে অনেক কিছু শিখেছি, হারিয়েছিও অনেক কিছু।

এখন সময় নিজেকে সময় দেওয়ার। তাই আপাতত বিদায় জানাই এই ফেসবুক থেকে।

৬.

আপাতত এই প্ল্যাটফর্ম থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি। প্রয়োজন ছাড়া ভার্চুয়াল উপস্থিতি থাকবে না।

সময় চাই নিজের ভেতরের কণ্ঠ শুনতে।

৭.

ফেসবুক থেকে সাময়িক বিদায় নিচ্ছি। কারণ, নিজেকে আর কন্টেন্টের নিচে খুঁজে পাই না।

বাস্তবকে বুঝতে হলে কখনো কখনো ভার্চুয়াল ছাড়তেই হয়।

৮.

কিছু সম্পর্ক ভার্চুয়াল থাকে, কিছু অনুভূতি বাস্তব হয়।

আমি এখন বাস্তব অনুভব করতে চাই। তাই ফেসবুক থেকে সরে দাঁড়াচ্ছি কিছুদিনের জন্য।

৯.

এখানে হয়তো অনেক কিছু পেয়েছি, কিন্তু নিজেকে হারিয়েছি। সেই নিজেকে ফিরে পেতে চাই।

ফেসবুক থেকে তাই কিছুদিনের ছুটি নিচ্ছি।

১০.

মনটা আজকাল ভার্চুয়াল শব্দে আটকে থাকে, জীবনটা ফাঁকা লাগে।

তাই নিজের ভালোবাসার জায়গাগুলোয় সময় দিতে চাই, ফেসবুক থেকে দূরে থেকে।

১১.

এই ফেসবুক অনেক কিছু দিয়েছে, অনেক কিছু শিখিয়েছে, কিন্তু সময় কেড়ে নিয়েছে নিঃশব্দে।

তাই আজ থেকে নিজেকে ফিরে পেতে একটু বিদায় নিচ্ছি।

আরও পড়ুনঃ

FB থেকে বিদায় নেওয়ার স্ট্যাটাস

১.

সময় এসেছে নিজেকে একটু সময় দেওয়ার। ফেসবুকের দুনিয়া থেকে বিদায় নিচ্ছি।

কারও প্রতি রাগ নয়, শুধু নিজেকে খুঁজে পাওয়ার একটা প্রয়াস।

২.

দিন শেষে মনে হচ্ছে, নিজের চিন্তা-ভাবনা গুলো ভার্চুয়াল নয়, বাস্তব জগতে প্রয়োজন।

তাই সাময়িক হলেও ফেসবুক থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলাম।

৩.

প্রতিদিনের স্ট্যাটাস, রিল, কমেন্টের ভিড়ে হারিয়ে ফেলেছিলাম নিজের নিঃশব্দ ভাবনাগুলো।

তাই কিছু সময়ের জন্য বিদায় নিচ্ছি এই ফেসবুক থেকে।

৪.

সবসময় সবার জন্য সক্রিয় থাকা যায় না। মাঝে মাঝে নিজের জন্যও কিছু দরকার।

আজ থেকে নিজেকে সময় দেবো, তাই FB থেকে সাময়িক বিদায় নিচ্ছি।

৫.

ফেসবুকে থেকেও খুব একা লাগতো, তাই ভাবলাম এই একাকিত্বকে বাস্তবেই সামাল দেই।

দেখা হবে হয়তো অন্যভাবে, অন্য কোনো সময়।

৬.

ভবিষ্যতের জন্য কিছু স্বপ্ন গড়তে চাই। তার জন্য প্রয়োজন একটু একান্ত সময়।

তাই আজ থেকে FB থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি, মনের শান্তির খোঁজে।

৭.

আমার শূন্যতা ফেসবুক পূরণ করতে পারেনি, বরং তা আরও গভীর হয়েছে।

এখন সময় নিজেকে বুঝে নেওয়ার, নিজেকে ফিরে পাওয়ার। বিদায় ফেসবুক।

৮.

নিজের সময়টা এখন একটু অন্যভাবে কাজে লাগাতে চাই।

জীবনের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় তৈরি করতে চাই। তাই ফেসবুক থেকে বিদায় নিচ্ছি কিছুদিনের জন্য।

৯.

এই প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে অনেক কিছু, কিন্তু এখন সময় এসেছে বিদায় জানানোর। কারণ, নিজের শান্তিটা এখন ভার্চুয়াল জগতে পাওয়া যাচ্ছে না।

১০.

সবাই ভালো থাকো। আমি একটু বিরতি নিচ্ছি।

চারপাশের কোলাহল থেকে দূরে গিয়ে নিজের ভিতরটা সাজাতে চাই। FB থেকে তাই আজ বিদায় নিচ্ছি।

১১.

ভালোবাসা, সম্পর্ক, অনুভব — এসব কিছুর চেয়ে এখন নিজের প্রয়োজনটা আগে।

ফেসবুকে নয়, এবার নিজের ভেতরে ডুব দিতে চাই। দেখা হবে অন্য আলোতে।

১২.

ফেসবুক একটা সময় ভালো লাগতো, এখন ক্লান্ত করে।

নিজের জীবনকে নতুনভাবে গুছিয়ে নিতে চাই। তাই কিছু সময়ের জন্য বিদায় ফেসবুক।

আরও পড়ুনঃ 

ফেসবুক থেকে বিদায় নেওয়ার ক্যাপশন

১.

সময়টা এখন নিজের ভিতরের মানুষটাকে বুঝে নেওয়ার।

চারপাশের কোলাহল থেকে একটু দূরে থাকতে চাই।

তাই ফেসবুক থেকে কিছুদিনের জন্য বিদায় নিচ্ছি।

২.

সব কিছু প্রকাশের জায়গা নয়, কিছু অনুভূতি নিজের ভেতরেই রাখা ভালো।

তাই আজ থেকে নিজেকে সোশ্যাল জগত থেকে সরিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য আলোয়।

৩.

একসময় এই জায়গাটাই প্রিয় ছিল, এখন ক্লান্তির নাম। জীবনটা অন্যভাবে গুছিয়ে নিতে চাই।

তাই সাময়িকভাবে ফেসবুক থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি।

৪.

প্রতিদিন কিছু না কিছু লিখতাম এখানে। আজ লিখছি, “বিদায়!” কারণ এখন নিজের সময়টুকু শুধু নিজের জন্যই প্রয়োজন। সত্যিকারের শান্তি খুঁজে ফিরি।

৫.

সবাই ভাবে সব ভালো আছে, কিন্তু মাঝে মাঝে ভিতরটা চিৎকার করে ওঠে।

নিজেকে সময় দেওয়ার জন্য আজ ফেসবুক থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে বাস্তবতায়।

৬.

ভবিষ্যতের পথটা পরিষ্কার করতে চাই, নিজের ভেতরের কণ্ঠ শুনতে চাই।

তাই কিছু সময়ের জন্য ফেসবুক থেকে দূরে থাকবো। শুভকামনা সবার জন্য।

৭.

এই প্ল্যাটফর্মে অনেক গল্প জমে আছে, অনেক স্মৃতি। তবে এবার নিজের জীবনের নতুন অধ্যায়ের জন্য কিছু সময় আলাদা করতেই হচ্ছে। বিদায়, ফেসবুক।

৮.

ফেসবুক ভালোবাসি, কিন্তু এখন ভালোবাসা নয়, প্রয়োজন নিজের প্রতি দায়বদ্ধতা।

নিজের লক্ষ্যগুলোর দিকে ফিরে যেতে চাই। সাময়িক বিদায় জানালাম।

৯.

ভবিষ্যতের পরিকল্পনায় মনোযোগ দিতে চাই, বাস্তব জীবনটা সাজাতে চাই।

তাই আজ এই ভার্চুয়াল জায়গা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো।

১০.

ভালো লাগা, ভালোবাসা আর কিছু ক্লান্তি জমে গেছে এই প্রোফাইলে।

এখন একটু বিরতি চাই — নিজের মতো করে বাঁচার জন্য। ফেসবুক থেকে তাই বিদায়।

ফেসবুক থেকে বিদায় নেওয়ার মেসেজ

১.

আমি কিছু সময়ের জন্য ফেসবুক থেকে দূরে থাকছি। মনে হলো জীবনের বাস্তব জগতে নিজেকে আরও একটু সময় দেওয়া দরকার। সবাই ভালো থেকো, যোগাযোগ থাকবে মন থেকে।

২.

আজ থেকে ফেসবুক থেকে সাময়িক বিদায় নিচ্ছি। নিজের ভাবনা, সময় আর শান্তির খোঁজে একটু দূরত্ব দরকার। প্রয়োজন হলে মেসেঞ্জারে যোগাযোগ রেখো।

৩.

ফেসবুকে নিয়মিত থাকা সম্ভব হচ্ছে না। তাই চিন্তা করলাম একটু বিরতি নেই।

ব্যক্তিগত কিছু লক্ষ্য আর মানসিক শান্তির কারণে বিদায় নিচ্ছি। সবাইকে শুভকামনা।

৪.

ফেসবুক থেকে আজ বিদায় নিচ্ছি, কারণ নিজেকে সময় দেওয়া জরুরি হয়ে পড়েছে।

কারও প্রতি অভিমান নয়, শুধু কিছুটা নিজের ভেতর ফিরে যেতে চাই।

৫.

যেকোনো সম্পর্ক বা যোগাযোগ রাখতে চাইলে, দয়া করে অন্য উপায়ে জানিও।

আমি ফেসবুক থেকে সরে যাচ্ছি কিছুদিনের জন্য — একটু নিরিবিলি সময়ের দরকার ছিল।

৬.

নিজেকে নতুনভাবে গুছিয়ে নিতে চাই, আর সেই কারণে আজ এই ভার্চুয়াল জগৎ থেকে সরে যাচ্ছি।

ফেসবুকে থাকবো না, কিন্তু মনের জায়গায় সবাই থাকবেন।

৭.

সামাজিক যোগাযোগমাধ্যম অনেক কিছু দেয়, কিন্তু কখনো কখনো মানসিক চাপও বাড়ায়।

নিজের শান্তি রক্ষার জন্যই আজ ফেসবুক থেকে সরে যাচ্ছি। ভালোবাসা রইলো সবার জন্য।

৮.

জীবনের কিছু সময় কেবল নিজের জন্যই লাগে। সেই সময়টা এবার নিতে চাই।

তাই ফেসবুক থেকে বিদায়  সবাই ভালো থেকো, দোয়া রেখো।

About Sajjad Hossain