উপায় একাউন্ট খোলার নিয়ম

উপায় একাউন্ট খোলার নিয়ম ও ৭৫ টাকা বোনাস পাওয়ার উপায়

নতুন উপায় একাউন্ট খুলতে চাচ্ছেন? তাহলে জেনে নিন উপায় একাউন্ট খোলার নিয়ম ও একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস পাওয়ার উপায়।

উপায় হলো UCB ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী অংশ। অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান গুলোর মতো প্রচলিত সার্ভিস করে দেওয়ার পাশাপাশি, উপায়-এ কিছু বাড়তি সার্ভিস যুক্ত করা হয়েছে। তাছাড়া সরাসরি UCB ব্যাংকের সাথে সংযুক্ত হওয়ায় ব্যাংকিং লেনদেন ও ATM Booth ব্যবহার করার বাড়তি সুবিধা তো আছেই। 

তাই আপনার যদি এখনো একটি উপায় একাউন্ট না থাকে, তাহলে উপায় একাউন্ট খোলার নিয়ম, কি কি লাগবে, সুবিধা সমূহ, উপায় ডায়াল কোড ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন এখানে।

উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২৪

উপায় বাংলাদেশের একটি উদীয়মান মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। অন্যান্য মোবাইল ব্যাংকিং ব্যবস্থাগুলোর মতোই উপায় অ্যাকাউন্টও দুইটি উপায়ে খুলতে পারবেন। যথা:

  • উপায় অ্যাপ ব্যবহার করে সেলফ রেজিস্ট্রেশন। অথবা,
  • স্থানীয় উপায় এজেন্ট পয়েন্টে গিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন।

যাদের স্মার্টফোন রয়েছে তারা ঘরে বসেই কোন প্রকার বাড়তি ডকুমেন্টস ছাড়া একটি উপায় অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তবে এজেন্ট পয়েন্ট থেকে একাউন্ট খুলে নিতে চাইলে, কিছু ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে।

আরও পড়তে পারেনঃ বিকাশ একাউন্ট খোলার নিয়ম | লুফে নিন ১২৫ টাকা বোনাস

উপায় একাউন্ট খুলতে কি কি লাগে

উপায় অ্যাপ ব্যবহার করে একাউন্ট খুলতে চাইলে, আপনার যা যা প্রয়োজন হবে সেগুলো হলো:

  • একাউন্ট রেজিস্টার করার জন্য একটি SIM, যেই সিমে আগে কোন উপায় একাউন্ট রেজিস্টার করা হয়নি।
  • যার নামে একাউন্ট রেজিস্টার করবেন তার জাতীয় পরিচয় পত্র।
  • যার নামে রেজিস্টার করবেন, সেই ব্যক্তি নিজে ফেস ভেরিফিকেশনের জন্য উপস্থিত থাকতে হবে।
  • একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।
  • এবং ইন্টারনেট সংযোগ।

তবে আপনি যদি স্থানীয় উপায় এজেন্ট পয়েন্ট থেকে একাউন্ট খুলাতে চান, তাহলে বাড়িতে কাগজপত্র হিসেবে আইডি কার্ডের ফটোকপি ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হতে পারে।

আরও পড়তে পারেনঃ নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় ২০২৪

উপায় অ্যাপ দিয়ে উপায় একাউন্ট খোলার নিয়ম

উপায় অ্যাপ দিয়ে নিজে নিজেই উপায় একাউন্ট খুলতে পারবেন। একাউন্ট খোলার জন্য, আপনার আইডি কার্ডটি সাথে নিয়ে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

ধাপ ১: Upay App Download করুন

সর্বপ্রথম আপনার অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে-স্টোর থেকে উপায় অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে গিয়ে ‘উপায়’ লিখে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। তারপর তা ইন্সটল করে ওপেন করুন।

ধাপ ২: একাউন্ট রেজিস্ট্রেশন শুরু করুন

অ্যাপটি ওপেন করার পর প্রথম পেইজে, অ্যাকাউন্ট রেজিস্টার করার ও লগইন করার অপশন পাবেন। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করুন।

উপায় একাউন্ট খোলার নিয়ম

ধাপ ৩: মোবাইল নাম্বার লিখুন | উপায় একাউন্ট খোলার নিয়ম

এই ধাপে, আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়ে উপায় একাউন্ট খুলতে চাচ্ছেন, সেই নাম্বারটি লিখুন। ১১ ডিজিটের মোবাইল নাম্বার লেখার পর আপনার সিম অপারেটর সিলেক্ট করুন। আপনার যদি কোন রেফারেল একাউন্ট থাকে অথবা কেউ আপনাকে রেফার করলে তার রেফার কোডটি নিচের ঘরে বসিয়ে দিতে পারেন। (এটি ঐচ্ছিক)। তারপর, ‘আপনার নম্বর যাচাই করুন’ লেখাটিতে ক্লিক করুন।

অ্যাপ দিয়ে উপায় একাউন্ট খোলার নিয়ম

এবার আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে। করতে লিখে ভেরিফাই সম্পন্ন করুন।

ধাপ ৪: আইডি কার্ডের ও নিজের ছবি দিন

এবার উপায় অ্যাপ থেকে আপনাকে একটি নির্দেশিকা দেওয়া হবে। এখানে সর্বপ্রথম আপনার এনআইডি কার্ডের সামনের এবং পিছনের পাশের ছবি তুলে আপলোড করতে হবে। তারপর আপনার নিজের চেহারার সেলফি তুলতে হবে। এক্ষেত্রে তিনটি ছবি স্পষ্টভাবে তুলে আপলোড করতে পারলে আপনার দেওয়া তথ্য যাচাই করা হবে। তথ্য যাচাইয়ের পর পরবরর্তীতে আপনার কাছে আরো কিছু প্রয়োজনীয় তথ্য জানতে চাইবে।

উপায় অ্যাপ থেকে একাউন্ট খোলার নির্দেশিকা

ধাপ ৫: পেশা ও লিঙ্গ নির্ধারণ

এই ধাপে, আপনার পেশা কি (উপার্জনের উৎস) এবং আপনার লিঙ্গবাচক বৈশিষ্ট্য সিলেক্ট করুন। তারপর সর্বশেষ ঘরে আপনি চাইলে একাউন্টে একটি ইমেইল এড্রেস যুক্ত করে দিতে পারেন।

উপায় একাউন্ট খোলার নিয়ম

ধাপ ৬: এনআইডি কার্ডের তথ্য নিশ্চিতকরণ

পূর্ববর্তী ধাপে আপনি আপনার এনআইডি কার্ডের যেই ছবি আপলোড করেছেন, সেই ছবির তথ্যাবলীর পরিপ্রেক্ষিতে আপনার সামনে এন আইডি কার্ডের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখানো হবে। আপনার এই তথ্যগুলো সঠিক আছে কিনা ভালোভাবে দেখে নিন। এক্ষেত্রে নিজের নাম, ঠিকানা, এনআইডি নাম্বার, পিতা-মাতার নাম, জন্ম তারিখের তথ্যগুলো রিভিউ করুন।

কোন তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ না হলে, কিংবা খালিঘর থাকলে তা সঠিক তথ্য দিয়ে পূরণ করে পরবর্তী পেজে যান। 

ধাপ ৭: রেজিস্ট্রেশন সাবমিট করুন | উপায় একাউন্ট খোলার নিয়ম

এবার “Agree with Upay Terms of Services & Privacy Policy” লেখা ঘর গুলোতে টিক মার্ক করে দিন। তারপর কনফার্ম বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সাবমিট করুন।

ধাপ ৮: PIN কোড সেট করুন

এবার আপনার উপায় একাউন্টের নিরাপত্তার জন্য একটি PIN কোড সেট করে নিন। পিন কোড সেট করার জন্য মোবাইল স্ক্রিনে ৪ সংখ্যার একটি পিন কোড লিখুন। তারপর একই কোড পুনরায় লিখে কনফার্ম করুন। 

পিনকোড দেওয়ার ক্ষেত্রে উপায় এর কিছু শর্তাবলী রয়েছে। এগুলো হলো:

  • পিনকোডের প্রথম সংখ্যা হিসেবে ‘০’ দিতে পারবেন না।
  • একই সংখ্যা বারবার ব্যবহার করে তৈরি করা পিনকোড দেওয়া যাবে না। যেমন: ২২২২, ৫৫৫৫।
  • একই ধারাবাহিকতার সংখ্যা দিয়ে পিন কোড তৈরি করা যাবে না। যেমন: ৩৪৫৬, ৬৭৮৯ ইত্যাদি।

এগুলো অনুসরণ করে পিন সেট করলেই একাউন্টের ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন।

ধাপ ৯: উপায় অ্যাপে লগইন করুন

সঠিকভাবে পিন কোড সেট করার পর, পরবর্তীতে আপনার উপায় একাউন্টে দেওয়া মোবাইল নাম্বার ও সেট করা পিন কোড দিয়ে লগইন করতে পারবেন। তারপর উপায় অ্যাপের ড্যাশবোর্ড থেকে অথবা *২৬৮# ইউএসএসডি কোড ডায়াল করে উপায় এর সেবাগুলো ভোগ করতে পারবেন।

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম

বাটন ফোন দিয়ে নিজে নিজে উপায় একাউন্ট খোলার সুযোগ নেই। আপনার কাছে স্মার্ট ফোন না থাকলে, আশেপাশের অন্য কারো স্মার্ট ফোন দিয়ে একটি উপায় একাউন্ট খুলে নিতে পারেন। অথবা স্থানীয় উপায় এজেন্ট পয়েন্টে গিয়ে আপনার কাঙ্খিত SIM ও আইডি কার্ড নিয়ে একটি অ্যাকাউন্ট খুলিয়ে নিতে পারবেন।

উপায় একাউন্ট খুললে কত টাকা বোনাস | উপায় একাউন্ট রেফার বোনাস

উপায় অ্যাকাউন্ট খুললে নতুন গ্রাহকরা সর্বমোট ৭৫ টাকা বোনাস পায়। তবে এই ৭৫ টাকা বোনাস পেতে হলে কিছু নিয়মনীতি অনুসরণ করতে হয়। নিজে নিজে স্মার্টফোনের মাধ্যমে উপায় অ্যাপ ব্যবহার করে, একাউন্ট রেজিস্টার করে লগইন করার সাথে সাথেই ২০ টাকা ইন্সট্যান্ট বোনাস পাবেন।

রেজিস্ট্রেশনের ৩০ দিনের মধ্যে কমপক্ষে ৫০০ টাকা ক্যাশ ইন বা অ্যাড মানি করলে আরো ২০ টাকা। ৩০ দিনের মধ্যে নিজের নাম্বারে ৪০ টাকা মোবাইল রিচার্জ করলে আরো ২০ টাকা। ৩০ দিনের মধ্যে কমপক্ষে ১০০ টাকা পে বিল বা মার্চেন্ট পেমেন্ট করলে আরো ১৫ টাকা বোনাস পাবেন। অর্থাৎ নতুন গ্রাহকরা সর্বমোট ৭৫ টাকা পর্যন্ত বোনাস পাবে।

উপায় একাউন্ট রেফার বোনাস

উপায় এর রেফার অপশন এখনো চালু আছে। একটি উপায় একাউন্ট রেফার করলে ১০ টাকা বোনাস পাওয়া যাবে। আপনার রেফার কোড ব্যবহার করে যতগুলো উপায় একাউন্ট খোলা হবে, তার প্রতিটির বিনিময়ে আপনার উপায় একাউন্টে ১০ টাকা করে যুক্ত হবে। 

উপায় একাউন্ট রেফার করার জন্য, সর্বপ্রথম আপনার নিজের একাউন্টে লগইন করুন। তারপর উপায় অ্যাপ এর ড্যাশবোর্ড থেকে ‘মোর’ অপশনে গিয়ে রেফার অপশনে ক্লিক করুন। সেখান থেকে রেফার কোড নিয়ে আপনি অন্য কারো নতুন অ্যাকাউন্ট খোলার সময় রেজিস্ট্রেশন অপশনে কোডটি বসিয়ে দিন। ব্যাস, রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি উপায় একাউন্ট রেফার বোনাস পেয়ে যাবেন।

উপায় একাউন্ট এর সুবিধা | উপায় একাউন্ট খোলার নিয়ম

অন্যান্য সকল মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মতোই উপায় এর বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। তবে গ্রাহকদের কাছে পছন্দের শীর্ষে থাকতে উপায় বাড়তে কিছু সুবিধা যুক্ত করেছে। নিচে উপায় একাউন্ট এর সকল সুবিধা গুলো তুলে ধরা হলো:

  • ক্যাশ আউট: সবচেয়ে কম খরচে ক্যাশ আউট করার সুবিধা দিচ্ছে উপায়। উপায় মূলত UCB ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা। তাই বাংলাদেশে UCB ব্যাংকের নিজস্ব ৫০০ এর অধিক UCB ATM booth ব্যবহার করার সুযোগ পাচ্ছে উপায় গ্রাহকরা। সেখানে প্রতি হাজারে মাত্র ৮ টাকা চার্জে ক্যাশ আউট করতে পারবে। তবে এজেন্ট থেকে ক্যাশ আউট করার ক্ষেত্রে প্রতি হাজারে ১৪ টাকা ফি প্রযোজ্য হবে।
  • বিল পেমেন্ট: অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মতোই উপায় অ্যাকাউন্ট ব্যবহার করে, *২৬৮# করে বা উপায় অ্যাপের মাধ্যমে বিল প্রদান করা যাবে। পে-বিল অপশনের সাধারণ সেবা গুলোর পাশাপাশি, ট্রাফিক মামলার বিল, ইন্ডিয়ান ভিসার বিল, ই পর্চার ফি পরিশোধেরও সুযোগ রয়েছে।
  • ফান্ড ট্রান্সফার: ব্যাংকিং প্রতিষ্ঠান বন্ধ থাকার দিনেও উপায় অ্যাপ ব্যবহার করে ফান্ড ট্রান্সফার ও অ্যাড মানি করতে পারবেন।

তাছাড়া মোবাইল রিচার্জ, ফ্রি সেন্ড মানি ইত্যাদি সুযোগ তো রয়েছেই।

উপায় একাউন্ট কোড | Upay Dial Code

উপায় একাউন্টের USSD কোড হলো *২৬৮#। এই কোডটি ব্যবহার করে যেকোন স্মার্টফোন কিংবা বাটন ফোন থেকে উপায় মোবাইল ব্যাংকিংয়ের সেবাগুলো ভোগ করা যাবে।

শেষকথা

উপরোক্ত আলোচনার উপায় একাউন্ট খোলার নিয়ম অনুসরণ করে ঘরে বসেই আপনি একটি একাউন্ট খুলে নিতে পারবেন। বাংলাদেশের সকল মোবাইল ব্যাংকিং সম্পর্কিত এরকম প্রয়োজনীয় তথ্যগুলো জানতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য আর্টিকেলগুলো পড়তে পারেন। ধন্যবাদ।

About Durud Ahmed

সম্মানিত ভিজিটর আমি দুরুদ আহমেদ,পেশায় আমি একজন ব্লগ লেখক। প্রযুক্তি ও শিক্ষা, ইতিহাস-ঐতিহ্য, লাইফস্টাইল এবং ইসলামিক লেখাই আমার প্রিয়। এই ব্লগের মাধ্যমে আমি সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভিজিটরদের সহযোগিতা করাই মূল লক্ষ্য।