বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা| বিবাহ বন্ধন এবং স্বামী-স্ত্রীর সম্পর্ক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। বিয়ে করার পর বছর পেরিয়ে গেলে জীবনসঙ্গী/ সঙ্গিনীর কাছে, তার প্রতি নিজের মনের ভালোবাসা ও অনুভূতি প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন স্ট্যাটাস, মেসেজ, ছন্দ ও কবিতার সন্ধান করে থাকি। তাই আপনাদের জন্য স্বামী-স্ত্রীর, নিজের কিংবা বন্ধুদের বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা, বিবাহ বার্ষিকীর ফেসবুক স্ট্যাটাস, শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা মেসেজ ও কবিতা সমূহ তুলে ধরা হলো এই লেখাতে।
নিজের বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস
(১)
চিনিনা জানিনা অচেনা একজনকে বিয়ে করে,,,
আজকের এই দিনেই, আমার জীবনের মূল্যবান উপহার হিসেবে পেয়েছিলাম।
তাই আজকের এই দিনটি আমার জীবনে চির স্মরণীয় হয়ে থাকবে।
(শুভ বিবাহ বার্ষিকী)
(২)
পৃথিবীর সবচেয়ে আকর্ষনীয় সম্পর্ক হলো স্বামী-স্ত্রীর সম্পর্ক।
সৃষ্টিকর্তা কতই না সুন্দর করে এই সম্পর্কটি গড়ে তুলেছেন।
আজকের এই দিনেই আমরা সেই সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম।
আমাদের এই বিবাহ বার্ষিকী উপলক্ষে তোমাকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই প্রিয়তমা।
(৩)
আমাদের এই ছোট সংসারটার আজ ২ বছর হয়ে গেল।
সময় কিভাবে পেরিয়ে গেল, জানা নেই।
তবে আমাকে এই সময়জুড়ে ভালোবাসা দিয়ে
আগলে রাখার জন্য, তোমাকে জানাই অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।
(শুভ বিবাহ বার্ষিকী)
(৪)
ওগো প্রিয়তমা।
বিবাহিত জিবনের প্রথম ১ম ১টি বছর কাটালাম তোমার সাথে।
আজ নিজেকে ধন্য মনে হয়, তোমাকে আপন করে পেয়েছি বলে।
তোমাকে জানাই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
(৫)
তোমাকে পেয়ে আজ আমি কতটা খুশি,
তা কিভাবে আজ তোমাকে বুঝাবো জানিনা।
তোমাকে আমি আমার হৃদয়ের মণিকোঠায় রেখেছি।
রাখবো সারাজীবন ঈন-শা-আল্লাহ।
(শুভ বিবাহ বার্ষিকী)
বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ইসলামিক
(১)
আমি জীবনে অনেক কিছু পেয়েছি,,,
তবে তার মধ্যে সবচেয়ে দামি জিনিসটা মনে হয় তুমি।
আমি চাই সারাজীবন তুমি আমার পাশে এরকম করে দামি হয়ে থাকো।
আমরা সারা জীবন একে অপরের হাত ধরে থাকবো, ঈন-শা-আল্লাহ।
(শুভ বিবাহ বার্ষিকী)
(২)
তুমি আল্লাহর কাছ থেকে পাওয়া একটি রহমতস্বরূপ।
আমার এই জীবনে একইসাথে স্বামী, প্রেমিক ও বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ।
(শুভ বিবাহ বার্ষিকী)
(৩)
আল্লাহ তা’আলা অনুগ্রহ করে, তোমাকে পাঠিয়েছেন আমার জীবনে।
আল্লাহর এই অনুগ্রহের জন্য আমার লাখো কোটি শুক্রিয়া।
শুভ বিবাহ বার্ষিকী, আমার প্রিয়তমা স্ত্রী।
(৪)
আমি নিজেকে ভাগ্যবান বোধ করি,
কারন আমার সবচেয়ে ভালো বন্ধুকে,,, আমার আত্মার সঙ্গী হিসাবে পেয়েছি।
আমি তোমাকে ভালোবাসি।
(শুভ বিবাহ বার্ষিকী)
(৫)
তুমি আমার স্ত্রী হয়ে আমার জীবনে আজকের এই দিনটিতে প্রবেশ করেছিলে।
তোমাকে জানাই- বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা,,,
আমার প্রানপ্রিয় সহধর্মিনী।
বিবাহ বার্ষিকী স্ট্যাটাস/ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা
(১)
আমি এই পৃথিবীতে খুবই ভাগ্যবান একজন স্ত্রী।
কারন জীবনে অত্যন্ত প্রেমময় এবং দায়িত্বশীল স্বামী পেয়েছি।
তুমি আমার জীবনে আসার জন্য প্রতিদিন আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করি।
তোমাকে জানাই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
(২)
আজ আমাদের ২য় বিবাহ বার্ষিকী।
সেই যেদিন থেকে তুমি আমার জীবনে এলে,,
আমি যেন নতুন করে বাঁচতে শিখলাম।
এখন আমার জীবনের বড় একটি অংশ শুধু তুমি।
তোমাকে জানাই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
(৩)
আজকের এই দিনেই জন্ম জন্মান্তরের জন্য কেউ আমার জীবনে এসেছিলো।
এক অবিশ্বাস সুতায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছিলাম আমরা।
(শুভ বিবাহ বার্ষিকী)
(৪)
আপনার সাথে কাটানো আমার ১ম বছরটি ছিল একটি রূপকথার গল্পের মতো।
এটি আমার জীবনের এক নতুন ও ভিন্ন্রকম অধ্যায়।
এর চেয়ে বেশি কিছু চাই না,,
শুধু আপনার মুখের হাসি চিরকাল থাকুক,
এই কামনা করি।
(শুভ বিবাহ বার্ষিকী)
(৫)
আজকের এই দিনেই আমি আমার জীবনের
সবচেয়ে মধুর ও সুন্দরতম মানুষটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি।
আমি তোমাকে অনেক ভালোবাসি এবং
শেষ নিশ্বাস পর্যন্ত ভালোবেসে যাবো, ঈন-শা-আল্লাহ।
(শুভ বিবাহ বার্ষিকী)
শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা মেসেজ
(১)
একজন ভালো স্বামী/ স্ত্রী জীবনে থাকলে,
আর কোন বন্ধুর প্রয়োজন হয় না।
দিনশেষে ঘরে ফিরলে, যার কাধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমানো যায়।
যার হাসি দেখলে জুড়িয়ে যায় পরান।
যার একটু ভালোবাসা পেলে আমার সকল কষ্ট, হতাশা, সবকিছু দূর হয়ে যায়।
তুমি আমার জীবনে সেই একজন।
তোমাকে জানাই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
(২)
তোমাকে নিয়ে যতই বলবো ততই বলে যেতে ইচ্ছে হবে।
আজ আমাদের এই বিবাহ বার্ষিকীতে,
তোমার জন্য রইলো হাজারো ফুলের শুভেচ্ছা ও অবিরাম ভালোবাসা।
(৩)
বিয়েটা ছিল আমার জীবনের সম্পূর্ণ নতুন একটি অধ্যায়।
যে যাত্রাটা খুব সহজ ছিল না আমার জন্য।
কিন্তু তুমি সে যাত্রাটাকে সহজ করে,,
আমার জীবনটাকে নতুন করে সাজিয়ে দিয়েছো।
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়।
(৪)
ঠিক ১ বছর আগের এই দিনে,,
বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে ধরেছিলাম তোমার হাত।
কখনো ভাবতে পারিনি, আমি এতটা ভাগ্যবান হবো।
কখনো ভাবিনি জীবনের সব দুঃখ-কষ্ট দূর হবে তোমার ভালোবাসা পেয়ে।
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়।
(৫)
তুমি আমার জীবনে মহান আল্লাহর দেওয়া খুবই বড় একটি উপহার।
কখনো ভাবিনি এতো ভালোবাসা-সুখ দিয়ে তুমি ভরিয়ে দিবে আমার জীবন।
তোমাকে জানাই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
নিজের বিবাহ বার্ষিকী কবিতা
(১)
অচেনার পথ দুটি অজানার দুটি মন,
সাথে নিয়ে চলা পথে আসে সেই শুভ ক্ষণ।
বেশ হল পরিচয় পরিশেষে পরিণয়;;;
পাশাপাশি চলা পথ আবেগেই শুরু হয়।
আরও পড়ুন: বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, ছবি
(২)
সারাজীবন ছিলাম পাশে,
সারাজীবন থাকবো পাশে।
চাওয়া বলতে এক যে শুধু,
তোমায় নিয়ে থাকবো শুধু!
(৩)
জীবনের অনুভূতি ভাগাভাগি দোলা দেয়,
সুখ দুখ হাসিটায় পিছুটান না যে রয়।
দিবস যে বয়ে চলে স্বপ্নের মাঝেতে;;;
অতীতের স্মৃতিগুলো উঁকি মারে মনেতে।
(৪)
বিবাহ বার্ষিকীর এই দিনে
খুশিতে মাতি সবজনে।
ফিরে আসুক বারে বারে
আনন্দের এই মহাক্ষণে।
(৫)
বিশ্বাসের উপর ভর করে
ভালোবাসার হাত ধরে।
সন্দেহ অবিশ্বাস দূর করে
পরম প্রভুর কৃপাতে।
স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
(১)
দিনের পর দিন চলে যাবে বছরের পর বছর,,,
কিন্তু আমাদের ভালোবাসা থাকবে চিরকাল, ঈন-শা-আল্লাহ।
তোমাকে জানাই শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, প্রিয়তমা।
(২)
শুধু যে আমাদের ভাগ্যটাই পরস্পরের সাথে জুড়ে আছে এমন নয়।
বরং, আমাদের মনটাও জুড়ে আছে একে অপরের সাথে।
কারন, আমরা শুধু স্বামী-স্ত্রীই,,,
আমরা পরস্পরের সবচেয়ে প্রিয় বন্ধু।
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা।
(৩)
জীবনের নতুন অধ্যায়ে, তোমাকে পেয়েছি আপন করে।
তুমি আমার ময়না পাখি, যতন করে এই বুকের মাঝে,
আমি শুধু তোমাকেই রাখি।
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা।
(৪)
তোমাকে বিয়ে করার সেই দিনটি আমি ভুলতে পারবো না।
কারণ সেদিন থেকেই বুঝতে পেরেছি, কারও জন্য চিন্তা কি।
বারবার কাউকে দেখার ইচ্ছা আসলে কি?
আমি বুঝতে পেরেছি কাউকে ভালোবাসার মানে কি।
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা।
(৫)
ওগো প্রিয়তমা, তোমাকে জানাই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
সারাজীবন তুমি শুধু আমাকেই ঘীরে থেকো, এই বাসনাই করি।
স্বামীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
(১)
আমার মনের সব অনুভূতিরাই যেন সেদিন হঠাৎ করে তাদের চেতনা ফিরে পেয়েছিল।
যেদিন আমি তোমায় পেয়েছিলাম আমার করে,
যেদিন আমার আকাশে খুশীর বৃষ্টি এসেছিল।
(২)
আমার জীবন সঙ্গিনী হিসেবে তোমাকে পেয়ে নিজেকে ধন্য মনে হয়।
জীবনভর থেকে যেতে চাই তোমার সাথে।
ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই তোমার।
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়।
(৩)
আমার হাসির কারণ হয়ে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তম স্বামী।
আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি,,,
আর সরাজীবন ভালোবাসাবো ঈন-শা-আল্লাহ।
(৪)
অচেনা ভাবে আমরা শুরু করেছিলাম আমাদের নতুন জীবন।
কিন্তু এখন তুমি ধীরে ধীরে হয়ে উঠেছো আমার জীবনের সবচেয়ে বড় অংশ।
আজ তোমায় ছাড়া জীবনের পথ চলা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
সারাজীবন এভাবেই আমার হাতটা ধরে থেকো।
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়।
(৫)
যদি আমাকে আবার পুনরায় জীবনসঙ্গী বেঁছে নিতে বাধ্য করা হয়,,,
তাহলে সেবারও আমি আপনাকেই বেঁছে নিবো।
অনেক ভালোবাসি আপনাকে প্রিয়।
আপনাকে জানাই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছে।
বন্ধুর বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা
(১)
এই শুভেচ্ছা পৃথিবীর সবচেয়ে সুন্দর দম্পতির জন্য,,,
সর্বদা যেন বসন্ত বিরাজ করে তোমাদের খুশীর অরণ্যে।
শুভ বিবাহ বার্ষিকী।
(২)
তোমাদের জীবন হয়ে উঠুক মধুময়।
প্রতি বছর তোমাদের প্রেম আগের থেকে যেন হয়ে ওঠে দ্বিগুন।
শুভ বিবাহ বার্ষিকী।
(৩)
তোমার বিবাহিত জীবন আরো সুন্দর হউক, এই কামনাই করি;;
সুখে এবং শান্তিতে থাকো তোমরা দুজন একে অপরের সাথে জীবনের শেষ সময় পর্যন্ত।
(৪)
নবদম্পতি অভিনন্দন তোমাদের!!!
বংশের প্রদীপ কে আরও উজ্জ্বল করো;;
এই দায়িত্ব তোমাদের-ই।
(৫)
বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধু।
দোয়া করি, সারা জীবন এভাবেই একসাথে থাকো,,
কোন কালো ছায়া তোমাদের স্পর্শ না করুক।
বিবাহ বার্ষিকী স্ট্যাটাস ইংরেজি
(1)
The sound of the sea and the echo of your love share a few characteristics in common:
They are both constant and eternal.
Happy Anniversary!
(2)
Sometimes I get jealous of you.
After all, you married the world’s most beautiful and brilliant woman.
Happy Anniversary! Dearest Husband!
(3)
I believe everything happens for a reason,,
because it led me to you.
I love you so much,
Happy Anniversary!
(4)
To the most beautiful woman who has given me the most beautiful life,
a very Happy Anniversary!
(5)
Every love story is special, unique and beautiful,,
but ours is my favourite.
শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ছবি
ফেসবুকে পোস্ট করার জন্য কিংবা প্রিয় মানুষকে সেন্ড করার জন্য আমরা শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা স্ট্যাটাস সংযুক্ত ছবি খুঁজে থাকি। গুরুত্ব আর্টিকেলে আপনাদের জন্য শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ছবি যুক্ত করা হয়েছে। এখান থেকে আপনার পছন্দের ছবিটি ডাউনলোড করে শেয়ার করতে পারবেন।
শেষকথা
উপরোক্ত বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা, বিবাহ বার্ষিকীর ফেসবুক স্ট্যাটাস, শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা মেসেজ ও কবিতা সমূহ থেকে আপনার পছন্দের স্ট্যাটাসটি বাছাই করে শেয়ার করুন। ধন্যবাদ।