ইসলামিক স্ট্যাটাস – Islamic Status| পৃথিবীতে ইসলাম মানুষকে দিয়েছে সুশৃংখল ও শান্তির জীবন ব্যবস্থা। জীবনে চলার পথে আমাদের যা যা দিকনির্দেশনা প্রয়োজন, তার প্রতিটি রয়েছে পবিত্র আল কুরআনের এবং রাসূলুল্লাহ (সাঃ) হাদিসে। বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটি স্ট্যাটাস আমাদের রুচিবোধের বহিঃপ্রকাশ করে। ইসলামিকভাবে সোশ্যাল মিডিয়াতে মনের ভাব প্রকাশ করতে তাই আমরা অনেকেই ইসলামিক ফেসবুক স্ট্যাটাস খুঁজে থাকি। তাই আপনাদের সুবিধার্থে আকর্ষণীয় ও বাছাই করা সেরা ইসলামিক স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ও ইসলামিক পিকচার থাকছে এই লেখাতে।
ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস
(১)
✓✓মোনাজাতের এক ফোটা চোখের পানি,,,
একদিন আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে!! ঈন-শা-আল্লাহ।✓✓
(২)
§§ধ্বংস তার জন্য,,,§
যার আজকের দিনটি পূর্ববর্তী দিন থেকে উত্তম হলো না।§§
(আল-কোরআন)
(৩)
✓✓একদিন সাদা কাপড় পড়ে,,,
যেতে হবে অন্ধকার কবরে।••
তোমার সব কিছু পড়ে রবে দুনিয়াতে,,,
একটু ভাবো মরন কালে তোমার সাথে কি যাবে?
তাই ভয় করো আল্লাহকে।✓✓
(৪)
§•§কিয়ামতের দিন জান্নাতের দিকে সর্বপ্রথম সেই সকল লোকদের আহবান করা হবে,,,§§
যারা সুখে-দুঃখে আল্লহর প্রশংসা করে।§•§
(বায়হাকী)
(৫)
~•~নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না!!!
কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না।~•~
(৬)
✓✓যদি কখনো হতাশ হয়ে যাও, তাহলে দুই রাকাত নফল নামাজ পড়ে নিও।
হতাশা কেটে যাবে!!! ঈন-শা-আল্লাহ।✓✓
(৭)
§•§পৃথিবীর সবচেয়ে জটিল অংকের নাম জীবন!!!
যেকোন সূত্রই প্রয়োগ করা হোক না কেন>>• অংকের ফলাফল কিন্তু মৃত্যুই আসবে।§•§
(৮)
§~§ভবিষ্যতে সবকিছু অনিশ্চিত হলেও>>• নিজের মৃত্যু নিশ্চিত।§~§
(৯)
✓✓ইসলাম ধর্ম সহজ,,, কিন্তু এতটা সহজ নয় যে,,,>>>•
কোন মেসেজ ২০ জনকে ফরোয়ার্ড করলেই জান্নাত পেয়ে যাবেন।✓✓
ইসলামিক উক্তি
(১০)
§§জান্নাতি লোক হবে দুনিয়াতে দূর্বল ও মাজলুম;;;
আর জাহান্নামীরা হবে অবাধ্য ঝগড়াটে ও অহংকারী।§§
(বুখারী: ৬২০২)
(১১)
§•§মুসলিম যে গাছ লাগায় তা থেকে– কোন মানুষ+••
কোন জন্ত কিংবা কোন পাখী যা কিছু খায়>>•
তবে তা তার জন্য সাদকাহ হয়ে যায়।§•§
{{বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)}}
(১২)
~•~মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো,,,
•••কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে।>>•
মৃত্যুর দূত ডাক দেওয়ার পর, আর প্রস্তুত হবার সময় থাকেনা।~•~
{{হযরত আলী (রাঃ)}}
(১৩)
✓✓যখন তোমার জীবনের উপর আঘাত আসবে,,,ইসলাম দিয়ে তা প্রতিহত কর।✓✓
✓✓আর যখন ইসলামের উপর আঘাত আসবে,,, তোমার জীবন দিয়ে তা প্রতিহত কর।✓✓
{{হযরত আলী (রাঃ)}}
(১৪)
§§আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না>>•
যতক্ষণ না সে নিজের কর্ম দ্বারাই নিজের ভাগ্য পরিবর্তন না করে।§§
(১৫)
••~আমরা প্রতিদিন আমাদের মত মানুষকে মৃত্যুবরণ করতে দেখি>>•
কিন্তু নিজের মৃত্যুর কথাই ভুলে যাই।~••
{{হযরত উসমান (রাঃ)}}
(১৬)
✓✓এরমক চরিত্রের কাউকে বিশ্বাস করোনা,,,
যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেনা।✓✓
{{হযরত উমার (রাঃ)}}
(১৭)
§§যে চক্ষু মহান আল্লাহ তা’য়ালার ভয়ে কাঁদে,,,•••
সে চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবেনা।}}
(তিরমিযী: ১৬৩৯)
ইসলামিক স্ট্যাটাস ফেসবুক
(১৮)
✓✓গোটা পৃথিবীর পানি দিয়েও জাহান্নামের আগুন নিভানো সম্ভব হবেনা।
কিন্তু মোনাজাতে ফেলা দুই ফোটা চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেবে।✓✓
(১৯)
•~•ধৈর্য্য রাখুন,,, সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ তা’আলা কখনোই আপনাকে ঠকাবেন না!!!
(২০)
✓✓মানুষ সর্বদা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু জাহান্নাম থেকে নয়,,,
অথচ মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু মৃত্যু থেকে নয়।✓✓
(২১)
§×§দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো, নিজে সংশোধন হওয়া।
আর দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হলো, অন্যকে নিয়ে সমলোচনা করা।§×§
(২২)
§•§রাত যখন গভীর হয়– তখন কেউ কেউ ডুবে থাকে পাপে,,,
আর কেউবা তাহাজ্জুদ পড়ে অশ্রু ঝরায় পূর্বের গুনাহ মাফে।§•§
(২৩)
•••আল্লাহর কাছে সেজদায় মাথানত করুন!!! আল্লাহ কোনদিনও পৃথিবীর কারো কাছে আপনার মাথা নত হতে দেবে না!!! ঈন-শা-আল্লাহ।•••
(২৪)
|||আল্লাহ তওবাকারীদের কে ভালবাসেন
এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন|||
(সূরা বাকারা)
ইসলামিক স্ট্যাটাস বাংলা
(২৫)
§§ফুল কে ভালবাসলে পাবে ঘ্রাণ,,
ইসলামকে ভালবাসলে পাবে সম্মান,,
রাসূল (সাঃ) -কে ভালবাসলে হবে আদর্শবান,,
আল্লাহ -কে ভালবাসলে পাবে দুজাহান।§§
(২৬)
✓✓তিনটি প্রেমে কোন কষ্ট নাই।
(১) আল্লাহর তা’আলার সাথে,,,
(২) রাসূলুল্লাহ (সঃ) -এর সাথে,,,,
(৩) বাবা-মার সাথে।✓✓
(২৭)
~×~দামি পোশাক পড়ে কি লাভ হবে! নামাজের জন্য ডাকলে যদি বলতে হয় এখন তো কাপড়টি নাপাক।~×~
(২৮)
✓✓অন্য একটি মেয়ের সম্পর্কে ঠিক ততটাই বলুন,,,
যতটা নিজের বোনের সম্পর্কে শুনতে পারবেন।✓✓
(২৯)
•§•মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি,,,
যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম অর্থাৎ দোয়া করে না।•§•
{{হযরত মুহাম্মদ (সাঃ)}}
(৩০)
✓✓কি হবে জিমে গিয়ে,,, পেশীবহুল দেহ বানিয়ে!!!
যদি ফজরের নামাজ পড়তে ওঠার মতো কোন শক্তি না থাকে।✓✓
ইসলামিক স্ট্যাটাস ক্যাপশন
(৩১)
§•§যাকে ভয় করি, তার নাম হাশর।••
যাকে বিশ্বাস করি, তার নাম আল-কোরআন।••
যার কাছে আমি ঋণী, তার নাম মা।••
যাঁকে নেতা মানি, তিনি হলেন রাসূলুল্লাহ মুহাম্মদ (সাঃ)।••
আর যার কাছে মাথা নত করি, তিনি হলেন মহান আল্লাহ তা’আলা।§•§
(৩২)
~•~মায়ের সাথে উচ্চস্বরে কথা বলোনা,,,
কারন ‘মা’ তোমাকে কথা বলা শিখিয়েছেন।~•~
(৩৩)
✓✓হারামের টাকায় টেবিল ভর্তি খাবারের চেয়ে,,,
হালাল টাকার সীমিত খাবারের মজাই আলাদা।✓✓
(৩৪)
§×§একটি মশার ভয়ে যদি আপনি মশারীর ভিতরে ঢুকতে পারেন,,,
তাহলে জাহান্নামের আগুনের ভয়ে কেন নামাজে যেতে পারেন না।§×§
(৩৫)
§§দেখতে চাই স্বপ্ন, থাকতে চাই মগ্ন।
হতে চাই কবি, লিখবো আমি সবই।
বাসতে চাই ভালো, জ্বালাতে চাই ইসলামের আলো।§§
মেয়েদের ইসলামিক স্ট্যাটাস
(৩৬)
§×§যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে,,,
কিয়ামতের দিন তার এক একটা চুল সাপ হয়ে তাকে কামড়াবে।§×§
(আল হাদিস)
(৩৭)
ו×পর্দা করতে আপনার যদি লজ্জা লাগে,,,
তবে দুশ্চরিত্রবান পুরষদের খারাপ ও লোভাতুর দৃষ্টি যখন আপনার সস্তা দেহের উপর পড়ে,,,ו×
তখন কোথায় থাকে আপনার লজ্জা, কোথায় থাকে আত্বমর্যাদাবোধ!✓✓
(৩৮)
✓✓পর্দা হলো কোনো ব্যক্তির ব্যক্তিগত পছন্দ।
এটা ফ্যাশনের জন্য না পরে,,,
স্রষ্টার প্রতি আনুগত্যের জন্য পরা উচিত।•••
এটা মানুষকে দেখানোর জন্য না পরে,,,
বরং স্রষ্টার নৈকট্য পাবার জন্য পরা উচিত।✓✓
(৩৯)
•~•যে নারী স্বগৃহ, স্বামীগৃহ, মায়ের বাড়ি ছাড়া অন্য কোনো স্থানে পর্দা ভঙ্গ করে>>>
সে তার ও তার রবের মধ্যকার পর্দা ও লজ্জাশীলতাকে বিদীর্ণ করে দেয়।•~•
{{হযরত মুহাম্মদ (সাঃ)}}
(৪০)
§§যেসকল নারীদের স্বামী মারা যাওয়ার পর এতিম সন্তানদের পিছনে জীবন কাটিয়ে দেয়,,,তারা জান্নাতি।§§
{{হযরত মুহাম্মদ (সাঃ)}}
(৪১)
✓✓সূর্য মেঘে আড়ালে ঢাকা থাকলে যেমন তার সৌন্দর্য হারিয়ে যায় না;;;
তেমনি একজন নারী পর্দা করলে তার সৌন্দর্য কমে যায় না।✓✓
নিজের জন্মদিনের ইসলামিক স্ট্যাটাস
(৪২)
~§~অতীতের সকল ভুল ত্রুটি এবং সকল প্রকার ইচ্ছা ও অনিচ্ছাকৃত, প্রকাশ্যে-অবকাশের পাপাচার আল্লাহ তা’আলা ক্ষমা করুক।••
আলহামদুলিল্লাহ!!! নিজের অস্তিত্বের আরও একটি বছর অতিক্রম করলাম।•••আমি প্রার্থনা করি যে আল্লাহ রাব্বুল আলামীন আমাকে ধার্মিকতার পথে পরিচালিত করুন এবং আমাকে উভয় জগতেই সাফল্য দান করুক,,, আমিন।~§~
(৪৩)
[{{••আজ আমি আমার অস্তিত্বের উদ্দেশ্য নিয়ে ভাবছি এবং আমার কর্মকে ইসলামের শিক্ষার সাথে সামঞ্জস্য করার চেষ্টা করছি~•~•~•এক এবং অদ্বিতীয় রাব্বুল আলামিন আমাকে এই জীবনে এবং পরকালে সফলতা দান করুক, আমিন।••}}]
(৪৪)
•••§§আমি যখন বছরের পর বছর বড় হচ্ছি;;; আমি ইসলামকে গভীরভাবে বোঝার জন্য এবং এর নীতিমালা অনুযায়ী বেঁচে থাকার ক্ষমতার জন্য প্রার্থনা করি।••• রাব্বুল আলামিন আমাকে জ্ঞান, ধৈর্য এবং অটলতার সাথে অনুগ্রহ করুক, আমিন।§§•••
কন্যা সন্তান নিয়ে ইসলামিক স্ট্যাটাস
(৪৫)
•§•যেই ব্যক্তিকে কন্যা সন্তান লালন-পালনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে ধৈর্যের সাথে তার দায়িত্ব পালন করেছে>>>
সেই কন্যা সন্তানই ঐ ব্যক্তির জন্য জাহান্নাম থেকে আড়াল হবে।•§•
(জামে তিরমিযী, হাদীস ১৯১৩)
(৪৬)
§§•যেই ব্যক্তির ৩টি কন্যা সন্তান বা ৩জন বোন আছে/// অথবা দু’জন কন্যা সন্তান বা বোন আছে।>>>
ব্যক্তিটি তাদের সাথে ভালো ব্যবহার করেছে এবং তাদের ব্যাপারে আল্লাহ তা’আলাকে ভয় করেছে।>>>
তার জন্য রয়েছে জান্নাত।•§§
(জামে তিরমিযী, হাদীস ১৯১৬)
(৪৭)
✓✓ওই স্ত্রী স্বামীর জন্য অধিক বরকতময়,,,
যার দেন-মোহরের পরিমান কম হয় এবং যার প্রথম সন্তান হয় মেয়ে।✓✓
{{হযরত মুহাম্মদ (সাঃ)}}
(৪৮)
§§যে ব্যক্তি ২জন কন্যা সন্তানকে লালন-পালন ও দেখাশুনা করল>>>
সে এবং আমি (রাসূলুল্লাহ (সাঃ)) জান্নাতে এরূপভাবে একসাথে প্রবেশ করবো,,, যেরূপ এ দুটি আঙুল।>>>
তখন তিনি (রাসূলুল্লাহ (সাঃ)) নিজের দুই আঙুল মিলিয়ে দেখালেন।§§
(জামে তিরমিযী, হাদীস ১৯১৪)
(৪৯)
§§ এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সুন্দর নেয়ামত গুলোর মধ্যে একটি হলো কন্যা সন্তান।•>>>
যার আগমনে পুরো পরিবারই যেন আলোকিত হয়ে ওঠে।§§
অসুস্থতা নিয়ে ইসলামিক স্ট্যাটাস
(৫০)
~•~মাটির দেহ নিয়ে কখনো করিওনা বড়াই,,,
দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই,,,
যাকে তুমি আপন ভাবো সে ভাবে পর,,,
আপন হবে নামাজ-রোজা অন্ধকার কবর।~•~
(৫১)
§•§পবিত্র কোরআনে মহান আল্লাহ তা’আলা বলেন- “এবং আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন তিনিই আমাকে সুস্থ করে তোলেন।”§•§
(সূরা আশ-শোয়ারা, আয়াত: ৮০)
(৫২)
•••§যে রোগাক্রান্ত হয়, তার থেকে গুনাহসমূহ এমনভাবে ঝরে যায় >>> যেভাবে গাছ থেকে পাতাগুলো ঝরে যায়।§•••
(সহিহ বুখারী: ৫৬৪৭)
(৫৩)
✓✓রাসুলুল্লাহ (সাঃ) আমাদেরকে -পানপাত্রে নিঃশ্বাস ফেলতে এবং পানপাত্রে ফুঁ দিতে নিষেধ করেছেন।✓✓
(আবু দাউদ, ৩৬৮৬)
(৫৪)
§§মহান আল্লাহ কখনো কখনো কঠিন বিপদ দিয়েও পরীক্ষা করেন!!!
যার ঈমান যত বেশি দৃঢ় হয়,,, তার পরীক্ষাও তত বড় হয়।
রাসুল (সাঃ) বলেন, আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন তাকে তিনি দুঃখকষ্টে পতিত করেন।§§
(বুখারি, ৫৬৪৫)
ইসলামিক স্ট্যাটাস রমজান
(৫৫)
••~সামনে আসছে রোজা,,,
হালকা কর গোনাহের বোঝা,,,
যদি কর পাপ চেয়ে নাও মাফ,,,
এসো নিয়ত করি,,,
আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পরি।~••
(৫৬)
§•§শীত কালে গাছের পাতা ঝড়ে,,,
রমজান মাসে বান্দার গুনা ঝড়ে।§•§
(৫৭)
✓✓বান্দার ও আল্লাহ্র সাথে সম্পর্ক জোরদার করার মাস হলো রমজান মাস।✓✓
(৬৮)
§••রোজার সবচেয়ে বড় ফজিলত হচ্ছে,,,
রোজার প্রতিদান আল্লাহ্ নিজের হাতে দিবেন।••§
(৫৯)
•••জান্নাতে রাইয়্যান নামক একটি দরজা আছে,,,!
কিয়ামতের দিন শুধু রোজা পালনকারীরাই এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে।•••
(আল কোরআন)
(৬০)
✓✓রমজান মাস এমন একটি মাস,,,
যে মাসে ১টি আমল করলে ৭০ গুন বেশি আমলনামায় লেখা হয়।✓✓
(৬১)
§•§জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য>>• মানুষের সবচেয়ে বড় ঢাল হলো রোজা।§•§
(আল হাদিস)
স্বামী স্ত্রীর ইসলামিক স্ট্যাটাস
(৬২)
✓✓সেই নারী সবচেয়ে উত্তম,,,
যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য।✓✓
(৬৩)
✓✓চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রসাদে থাকার চেয়ে•••~ গরীব ও আদর্শবান স্বামীর সাথে কুঁড়েঘরে থাকা অনেক সুখের।✓✓
(৬৪)
§•§~~সফল দাম্পত্য সেটা নয় যখন আপনি আপনার স্ত্রীর সাথে শান্তিতে থাকতে পারবেন।•••
বরং সফল দাম্পত্য সেটাই যখন আপনি তাকে ছাড়া শান্তিতে থাকতে পারবেন না।~~§•§
(৬৫)
~~•পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে>>>
যে একজন নেককার স্ত্রী পেয়েছে।•~~
(৬৬)
§§সেই মেয়েটি সত্যিই খুব ভাগ্যবতী,,,
যার ভালোবাসার মানুষটির (তার স্বামীর) রোজগার কম হলেও চরিত্র ও ভালোবাসাটা একদম খাঁটি।§§
বিয়ে নিয়ে ইসলামিক স্ট্যাটাস
(৬৭)
|•••যে বিয়েতে খরচ কম এবং সহজ হয়,
সে বিয়ে বরকতময় হয়।•••|
(মিশকাত)
(৬৮)
~•~হে যুবসমাজ! তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে, তাদের বিয়ে করা কর্তব্য।
কেননা,,, বিয়ে দৃষ্টি নিয়ন্ত্রণকারী এবং যৌনাঙ্গের পবিত্রতা রক্ষাকারী।~•~
(মিশকাত)
(৬৯)
§§§আর এক নিদর্শন এই যে,,, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন,,,,
যেন তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন।§§§
(সূরা রুম, আয়াত: ২১)
(৭০)
§•§তারা (স্ত্রী-গণ) তোমাদের পোশাক এবং তোমরা (স্বামী-গণ) তাদের পোশাকস্বরূপ।§•§
(সূরা বাকারা, আয়াত: ১৮৭)
আরও পড়ুন: কষ্টের স্ট্যাটাস – Koster Status | স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন
(৭১)
✓✓✓যখন কোনো বান্দা বিবাহ করলো,,,
তখন সে তার ঈমানের অর্ধাংশ পূর্ণ করলো।✓✓✓
(মিশকাত)
ইসলামিক স্ট্যাটাস পিকচার
এই আর্টিকেলে ইসলামিক স্ট্যাটাস সম্পর্কিত বাছাই করা ও ইউনিক পিকচার সংযুক্ত করা হয়েছে। এ সকল পিকচার গুলো সুনিপুণভাবে ক্যালিওগ্রাফি করে তৈরি করা হয়েছে একটি সুন্দর ফেসবুক স্ট্যাটাসের জন্য। ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি আমরা অনেকেই স্ট্যাটাস লেখা পিকচার পোস্ট করে থাকি। সেক্ষেত্রে উপরোক্ত পিকচার গুলো দিয়ে অনুভূতির প্রকাশ করা সম্ভব।
শেষকথা
আজকের আলোচনা থেকে আমরা সেরা ও আকর্ষণীয় ইসলামিক স্ট্যাটাস গুলো জানতে পারলাম। এই স্ট্যাটাস গুলো থেকে আপনার পছন্দের ইসলামিক স্ট্যাটাসটি বাছাই করে ব্যবহার করুন।