সুন্দর ফেসবুক স্ট্যাটাস

সুন্দর ফেসবুক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, কবিতা, কিছু কথা ও ছন্দ

সুন্দর ফেসবুক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, কবিতা, কিছু কথা ও ছন্দ পোষ্টে আপনাকে জানাই স্বাগতম। প্রিয় মানুষকে খুশি করার জন্য আমরা অনেকেই সুন্দর ফেসবুক স্ট্যাটাস খুঁজে থাকি।

আবার অনেকেই সুন্দর ফেসবুক ক্যাপশন ফেসবুক টাইমলাইনে শেয়ার করে থাকেন। কিন্তু পছন্দমত ভালো ক্যাপশন গুলো কোথাও খুঁজে পান না। আর তাই আপনাদের জন্য আমরা সেরা সত্যিকারের সুন্দর ফেসবুক স্ট্যাটাস নিয়ে এসেছি।

সুন্দর ফেসবুক রোমান্টিক স্ট্যাটাস কার না ভালো লাগে। প্রিয়জনকে হ্যাপি করতে একটি ক্যাপশন অনেক ভূমিকা পালন করে। তাকে আপনি চাইলে ছোট একটি মেসেজ দিয়ে সুন্দর ফেসবুক ছন্দ পাঠাতে পারেন। এতে সে আরো বেশি আপনার প্রতি এডিক্টেড থাকবে।

তাহলে চলুন আসল বিষয়ে এখন যাই।

সুন্দর ফেসবুক স্ট্যাটাস

সুন্দর ফেসবুক স্ট্যাটাস

স্ট্যাটাস গুলো সবার জন্য উন্মুক্ত । আপনার পছন্দের স্ট্যাটাসটি খুঁজে নিতে পারেন এখান থেকে। তবে একটি অনুরোধ , স্ট্যাটাসগুলো কপি করে পোষ্ট করার সময় অবশ্যই লেখকের নাম সহ পোষ্ট করবেন। এতে লেখক আপনাদের জন্য লেখার জন্য অনুপ্রেরণা পাবেন।

স্মৃতির আঙুল ছুঁড়ে ফেলে ব্যথাদের ঝিলে,
এসো আজ নৈশভোজ সারি ঘুমের টেবিলে।

পারাপার করে বহু লোক। এই মন দূর থেকে সাঁকো।
এ শহরের গন্ধ মেখে ছুটে যায়, যাকে তুমি ট্রাম বলে ডাকো।

দুচোখের ক্ষত ঢেকে থেমে যাওয়া ঝড়।
যদি না ফিরেই আসে। বৃথা এ অবসর।

জানিনা কিসের এই টান। এ কোনো ম্যাজিক তো নয়
সব স্মৃতি মুছে ফেলি। তবু অতীত আজও বিস্ময়।

নতুনের মায়া প্রিয়। এতো কোলাহল, রবে।
মানুষও মেতে ওঠে তোমায় ভোলার উৎসবে।

মানুষ এক আশ্চর্য জীব। জ্যোৎস্নার গালে
ভালোবাসা জমিয়ে রাখে। ঘৃণার আড়ালে।
মন থেকে মন যাচ্ছে দূরে একলা হওয়ার পরও।
তবু এ হৃদয়েই চাইছি তোমার জরুরি অবতরণ।

হারের কাছে ক্ষত সে। জেদের কাছে খতরা।
অপমানের গায়ে লেগে থাকা বিষণ্ণ ছত্রাক।

তোমার মতোই শান্ত। তোমার মতোই তার জেদ।
হঠাৎ তোমায় কুড়িয়ে পেয়ে স্মৃতির খননকার্যে।
হাওয়ায় চিঠি আসে। ফের ভাঙে মন।
পাখিকে পিওন ভাবি। তোমাকে উঠোন।

দূর পাহাড়ে নিঃস্ব ছেলে। কান্না কেবল লোকায়
বৃষ্টিভরা এক মেঘের কাছে। শান্ত উপত্যকায়।

এক বালিশ ঘুম জমে আছে চোখে। মেঘেদের গালে টোল।
নীরবতা তো জটিল হয় স্রেফ। কথা আজও সহজ, সরল।
দুচোখে রাত নামে। ফিরে আসে ভোর।
ক্লান্তিতে আজও আরাম। মায়ের আদর।

উপশম ভেবেছি তোমায়। পৃথিবীকে কোল
তুমি তো শুধু ছায়া নও। মায়ের আঁচল।

সুদের ওপর সুদ জমে যোগ হয় আসলে,
ভালোবাসা বাঁধা থাকে মায়েদের আঁচলে।

কথা কমে আসে ফের। স্মৃতি জমে তারে
শ্রাবণের বিষাদ হয় স্রেফ, বাইশের ভারে।

না থামা বৃষ্টিতে, বিষাদের কোণে।
দুচোখে জল জমে। বাইশে শ্রাবণে।

গাছেরা দোভাষী। কাঠুরের মনে।
তুমি এলে বৃষ্টি আসে, এ শ্রাবণে।

স্মৃতি থেকে গান হোক। ভালোবাসা, টানে।
শরীরে গোলাপ ঝড়ুক। যুদ্ধ বিমানের।

আবারো খোদাই করে লিখে দিলো ছেনি।
শূন্যতার আজও কোনো দশমিক লাগেনি।

এজীবন তো ক্রিকেট’ই। প্রতি বলে বলে ছয়, চার, নো।
খেলছে সবাই। দেখছি আমি, তুমি, আর জব চার্নক।

টুকরো হওয়া হৃদয়কুচি অল্প নিয়ে ছড়িয়ে দিও ঘাসে,
ভেতরে বিঁধে থাকা আঘাত যেমন বাইরে থেকে হাসে।

এ বুকে মেঘ জমুক। ভিজে যাক চোখের কিনার।
বড়ো হয়ে আমরা কেন প্রকাশ্যে কাঁদতে পারিনা?

ঘুমের থেকে দুহাত দূরে চোখের মায়ায় জাল বুনে
তোমায় এবার পলাশ দেবো। এই বসন্তে ফাল্গুনে।

সময় থেকে খুলে ফেলে রাতের ছিপি,
পাঠোদ্ধারে বসেছি আজ। তোর শিলালিপির।

নিন্দার ঝড় থেমে যাবে। ভাসিয়ে নেবে বানে।
পতনের ধর্মই নীচে নামা। অহংকার জানে।

ঝোড়ো হাওয়া থেমে যায়। ভেঙে যায় পাখিদের ঘরও।
যে তোমায় ছেড়ে যেতে চায়। তার থেকে দূরেই সরো।

বোকাদের কাছে জ্ঞানী আর বিবেকের কাছে নির্বোধ।
নিজেকে ভাঁজ করে তাই আজ, কাগজের মতো ছিঁড়বো।

বয়সের ভাঁজে লুকিয়ে মোহ, স্নেহের আলোকে
স্পষ্ট হল মুখোশ। আরো এক বিশ্বাসঘাতকের।

গাছেদের আয়ু থেকে কেড়ে নিলে কিতাব,
মানুষের বুকে ধীরে ধীরে সেজে ওঠে চিতা।

বোবাদের বুকে খোদাই করে, অপেক্ষার জেলে
স্মৃতির হরফে লেখা আছে কিছু রোদের নভেলে।

বুকের ভেতর দগদগে ঘা। ঠোঁটে হাসি। আর হাতে রাখা ফুলের তোড়া।
ক্ষতের উপর পরিচিতেরা ছিটিয়েছে নুন। সান্ত্বনা দিয়েছে বহিরাগতরা।
বিরহে সেতারের সুর। এ এক অস্থির আবহ।
হঠাৎ ফিরে আসা লোক। চিরকাল’ই ভয়াবহ।

অনিদ্রার কাছে রেখে যাবতীয় দেনা, জেগে আছি ঠায়।
যদি কেউ এসে মেলে যায় ঘুম। চোখের বারান্দায়।

কোলাহলে ভেঙে যাবে ঘুম। খুলে যাবে দোর।
মানুষের কলরব ফিরে পাবে ঠিক। বিষণ্ণ শহর।

হিংসা এক অদৃশ্য পোকা। মানুষের দেহে বাসা বেঁধে, সে
চিরকাল মানুষকেই ধীরে ধীরে ধ্বংস করে এসেছে।

অতীতের সব স্মৃতি পুড়িয়ে আগুনে,
কথার নকশা আঁকি নীরবতা বুনে।

মন তো আগন্তুক। জানি চলে যাবে ফের
তোমার উপকথা লিখে এ ব্যর্থ শায়ের।

মুখে আঁটা সেলোটেপ। কথা জমে স্তূপে।
বোবাকে ঠেলেছো খাদে। অন্ধকে কূপে।

অপেক্ষা প্রবাহমান। নিশুতি ঘুমের সারি।
রাত জাগা গাছ আজও সুদূরপ্রসারী।

চোখ থেকে নেমে, ঠোঁট বেয়ে, মাটিতে মিশে যাবে।
কয়েকফোঁটা কান্না সহ; মোহ, মায়া, টান, আবেগ।

সময় বদলায় দ্রুত। প্রযুক্তি তো সকলেরই প্রিয়।
আধুনিকতার হাতে চিঠি দিয়ে, ফেরেনি কোনও পিওন।

এতদিন পর বুঝতে পেরেছি। এই ঢের
ব্যর্থতায় ফেটে যায় বুক। সাফল্যে নিন্দুকের।

পিঠপিছে চালিয়েছো ছুরি। আর হত্যায় ঢেকেছো সব, লজ্জা।
তবুও তুমি শিখে উঠতে পারলেনা। আমায় ভাঙার কলকব্জা।

যেকোনো আর্তনাদ শেষে যতবার থেমে গেছে স্বর
মানুষ তখনই বোবা। নিজেকে বোকা বানানোর পর।

নিঃস্ব আগুনের বুকে জমা রেখে প্রিয় কিছু প্রাণ,
খিদের চৌকাঠ পেরিয়ে শুধু মৃতদেহ চেয়েছে শ্মশান।

অভিমান ক্রমশই ঘন হয়। ইশারাও বুঝে নেয় বোবা পাখিদের মন।
নিঃশব্দে তুমি মারছো যাকে রোজ। ভাঙছে। তবু করছেনা আত্মসমর্পণ।

এ জীবনে ডাহা ফেল। শূন্যই প্রিয় হয়। শোকে
আমি যত কম চাই। তত বেশি দিয়ে যায় লোকে।

আকাশের চালান কাটে মেঘ। শুধু ছাড় পায় ফিঙে
রাস্তা তোর হৃদয়গামী হলে। মন রেখে আসি পার্কিং এ।

মেঘের কাছে শিখেছি জেদ। পাখিদের কাছে ওড়া।
আকাশের গায়ে ছুটে যেতে দেখি যত মহীনের ঘোড়া।

আবারো তোমায় করছি প্রপোজ। লিখে দুএক লাইন।
এ জীবনে বেকার ছেলের তুমিই ভ্যালেন্টাইন।

এ পন্থা চিরকালই সহজ আর কম হয় শ্রমও
নিজেকে দুভাগ করে দেখি আয়নায় প্রতিসম।

শুকিয়ে যাওয়া জখম, স্মৃতি ফেরৎ আসে দাগে।
আমার কথা পড়বে মনে? তাকে আবির দেওয়ার আগে।

অপমানে গুন হয় জেদ। হৃদয় কেটে ভাগ করে লোকে।
ব্যর্থতা আমায় ভেঙে যায় রোজ। মৌলিক উৎপাদকে।

যে জোৎস্নায় আলো পায় এ হৃদয়ের গ্রহ।
সে হাসিতেই লেগে থাক, চাঁদের মোহর।

যোগ্য জবাবের পর পতনের ভীড়ে
নিজেকে খুঁজে নিও, প্রেমের আবিরে।

ব্যর্থতা এক অজানা মহৌষধী। সব মানুষেরই কাছে-
সাফল্য এক পাহাড়ি ফল। ফ’লে থাকে পরিশ্রমের গাছে।

আবেগের সুতোয় জড়িয়ে যাক ভালোবাসা। দুটো মন হয়ে যাক চুরি।
সব প্রেমিকের ছাদে আজ এসে পড়ুক, প্রেমিকার নাম লেখা কাটাঘুড়ি।

ছায়া থেকে দূরে। অবসর কোনো এক সময়ের পায়ে।
আমাদের হেঁটে যাওয়া পথ। ঘুম ভেঙে শেষ হয়ে যায়।

ছাদের কোণে নির্জনতা। সমস্ত শোক পুষে রাখে কাঁধে।
মেঘের শুনানি শেষে। দূরত্বের ভার গ্রাস করে যাদের।

আকাশের বুকে হিংসে। পাড়ায় পাড়ায় রটে যায় দুর্নাম।
নিজের অজানা কথাগুলো আজ। দেওয়ালের কাছে শুনলাম।

যদি ঠান্ডা মগজে ঢেলে দাও বিষ। হিংসার মন্ত্রটুকু বলে দাও কানে।
ঘৃণার কাছে আর কবেই বা ক্ষমতা ছিল? সব মুশকিল আসানের।

হেরে যাওয়ার চিরকালীন প্রথায়, তোমাকে রেখে দিয়ে মনে
জল ঢেলে গেছি ভালোবাসার চারায়, প্রতিটা বৃক্ষরোপণে।

সোহাগের বাসা বেঁধে অন্তরে, রেখেছি তোমায় হৃদয়ের দিকে।
তুমি এসেও ফিরে গেলে, জলের উপর চাঁদ যেমন ক্ষনিকের।

দুটি তারে বাঁধা আছে মন। বেজে ওঠে ঝুমুরের তালে।
পাখিরাও শুনে যায় গান। তুমি এসে দোতারা বাজালে।

হিংসা এক অদৃশ্য পোকা; মানুষের দেহে বাসা বেঁধে, সে-
চিরকালই মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে এসেছে।

স্বপ্নের ডানায় উড়ি আমি, অনন্তের পথে।

তোমার স্মৃতিতে জাগে মন, হৃদয়ের আঙিনায়।

বৃষ্টির ফোঁটায় মিশে যায়, ভালোবাসার সুর।

নীল আকাশে মেঘের খেলা, কল্পনার ডানায়।

চাঁদের আলোয় জেগে থাকে, মনের অজানা গল্প।

ফুলের গন্ধে ভরে আছে, ভালোবাসার ছন্দ।

নদীর জলে ভেসে যায়, স্মৃতির মধুরতা।

প্রেমের গানে বাজে, হৃদয়ের তার।

গোধূলির আলোয় মেলে ধরা, স্বপ্নের পথ।

ঝর্ণার সুরে বাজে, মনের মধুর সঙ্গীত।

সূর্যের কিরণে জেগে উঠে, জীবনের আশ্বাস।

পাখির ডাকে ভোরের আলো, নতুন দিনের শুরু।

শীতের কুয়াশায় মিশে যায়, ভালোবাসার আভাস।

ফুলের বাগানে রঙের খেলা, মনের উৎসব।

মেঘলা আকাশে জেগে থাকে, কল্পনার দেশ।

প্রজাপতির ডানায় মেলে ধরা, রঙিন স্বপ্ন।

সাগরের ঢেউয়ে মিশে যায়, মনের উত্তাল ভাবনা।

পাহাড় চূড়ায় সূর্যোদয়, জীবনের নতুন আলো।

নদীর তীরে বসে থাকি, প্রেমের গভীরতায়।

রাতের তারা মেলে ধরা, মনের গহীনে।

মনের আকাশে উড়ে চলে, ভালোবাসার পাখি।

ঝরাপাতার সুরে বাজে, স্মৃতির মধুর গান।

রাতের নীলে হারিয়ে যায়, মনের আকাশ।

বসন্তের বাতাসে ভাসে, প্রেমের মিষ্টি গন্ধ।

দিগন্ত জুড়ে ছড়িয়ে আছে, স্বপ্নের রঙ।

নীরব রাতের নিভৃতে, মনের কথা বলে।

ফুলের পরশে জেগে উঠে, হৃদয়ের গান।

বৃষ্টির রিমঝিমে ভিজে যায়, মনের আকাশ।

সূর্যের হাসিতে ফুটে উঠে, জীবনের আশীর্বাদ।

পাহাড়ের চূড়ায় ভোরের আলো, নতুন দিনের গান।

পাখির ডাকে ভোরের আলো, নতুন দিনের গান,
জীবন যেন সুরের সেতু, সুখের স্রোতে প্রাণ।

চাঁদের আলো সাগর জলে, সোনালি সে তির,
তোমার চোখের দৃষ্টিতে পাই, ভালোবাসার নীর।

দিঘির জলে পদ্মফুল, ফুটে দিনের শেষে,
তোমার সাথে কাটাই বেলা, প্রেমের মধুর বেশে।

মেঘলা আকাশ, বৃষ্টির ঝাপটা, ঘুমের মধ্যরাত,
মনে পড়ে তোমার মুখ, হৃদয় চায় জমাত।

সাগর পারে দাড়িয়ে থাকি, দেখছি ঢেউয়ের খেলা,
তেমনি করে মন বলে, ভালোবাসি বেলা।

নদীর পাড়ে বসে আছি, হাতে রেখে হাত,
তোমার সাথে কাটাই যেন, প্রহরের রাত।

প্রজাপতি উড়ছে ফুলে, রঙের খেলা সারা,
তেমনি করে ভালবাসি, তোমার হাসির ধারা।

নদীর জলে চাঁদের আলো, সোনালি সেই পথ,
তোমার সাথে কাটাই যেন, প্রতিটি মধুর রত।

তোমাকে ঘিরে আমার সমস্ত অনুসন্ধান,
তোমার সিক্ত ভালোবাসায় করবে কি আমায় দান ?

এই হৃদয়ে দাবিয়ে রেখেছি কতশত চিৎকার,
বলতে শুধু ইচ্ছে করে তুমি যেন আমার।

স্বপ্ন ছুঁয়ে প্রেম খুঁজে যাই নিকষ আঁধার ঘরে,
যেমন করে পাখির ঘরেও সুখ লুটিয়ে পড়ে।

একটি ছোট্ট আশা ভালবাসার জন্ম দেয়,
যেখানে একজন মানুষ অপরজনের প্রতি প্রেম উপহার দেয়।

চলো হাতে হাত ধরে আমরা জীবনের পথটা একসাথে হতে পার করি,
সুখী হতে যতটা প্রয়োজন ততটা সুখ-দুঃখ ভাগাভাগি করি।
১৪। যখন দুঃখ এসে আমাকে গ্রাস করবে তোমার কোলে আমাকে ঠাঁই দিও,
আমার সমস্ত না বলা কথাগুলো ও তুমি জেনে নিও।

তুমি কি জানো তোমাকে দেখতে চাওয়ার ইচ্ছার কাছে আমি কতটা অসহায়?
কত বিনিদ্র রাত কেটে গেছে তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষায়!

এত প্রহরায় নিজেকে লুকিয়ে রেখো না,
আমার সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছি, আমাকে ফিরিয়ে দিও না।

তোমাকে কাছে পাওয়ার অনন্তকালের অনুভূতি কখনো শেষ হবার নয়,
তুমি কাছে এলেই বুঝতে পারবে কতটা একা আমার এই হৃদয়।

তোমাকে পাওয়ার জন্য হৃদয় ভাঙ্গার ঝুঁকি নিতে আমি প্রস্তুত,
কারণ তোমার ওই ভালোবাসা যে বড়ই অদ্ভুত।

আমার ভালোবাসা পেয়ে তুমি যতই করো হাঁস ফাঁস,
তোমাকে ভালোবাসি কারণ আমি প্রেমের দাস।

সৃষ্টিকর্তার কাছ থেকে তোমাকে চেয়ে নিয়েছিলাম,
প্রথম দেখাতে ই তোমার ওই চোখে নিজেকে বিলিয়ে দিয়েছিলাম।

তুমি যতবার আয়নার সামনে দাঁড়াবে ততবার আমার কথা মনে পড়বে,
মনে রেখো আমাকে ততটাই কাছে পাবে যতটা ভালবাসবে।

যে সম্পর্ক মন থেকে শুরু হয়েছে সেখানে অভিমান মানায় না,
তাইতো আমার এই মন তোমাকে ছেড়ে থাকতে চায় না।

তোমাকে পাওয়ার পর দুঃসময় আমাকে করেনি দখল,
তোমায় ছুঁয়ে পেলাম আমি সমস্ত মঙ্গল।

আমার প্রেমের রানী,
তোমার লাগি মন এত আনমনা,
নাই কাছে তোমার ছবি
করি যে তাই কল্পনা।

আকাশ ভরা জ্যোৎস্না ধারা
মায়াবী চাঁদের সাথে,
জুই চামেলি ফুটেছে আজ
এমন মধুর রাতে।
বসন্ত বাতাস খুলে দিলো প্রেমের দুয়ার,
এ সোনা ঝরানো রাত তোমার আমার।

রাত জাগা দুটি পাখি,
জেগে আছে নীড়ে।
মিলনের সূর বাজে
হৃদয় মাঝারে।

দূর নীল নভে, জেগে আছে তাঁরা,
তুমি গেলে আমি একা হবো, হবো সাথী হারা।

আমার বরণ মালার তুমি করো নাকো মান,
নিশি জাগি গাইবো আমি, তোমার প্রেমের গান।

ভেঙ্গে দিও নাকো প্রিয়, আমার প্রেমের স্বপন,
বৃথা যেন যায় না গো, এ গোধূলি লগন।

তোমার লাগি আমি বসে আছি অপেক্ষায়,
ফুলমালা লয়ে হাতে, বসে আছি আশায়।

তোমার রুপের আগুনে যে, মরছি আমি পুড়ে,
কাছে সরে এসো প্রিয়া, থেকো না আর দূরে।

আমাদের আরও পোষ্ট পড়তে হলে:

অবাক করা ফেসবুক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, কবিতা ও কিছু কথা

সিঙ্গেল ফানি স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও কিছু কথা

বসন্তের রোমান্টিক স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ও কবিতা

সাদামাটা জীবন নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও কিছু কথা

মায়া নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কিছু কথা ও কবিতা

সুন্দর ফেসবুক উক্তি

আজ আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হলাম সুন্দন ফেসবুক উক্তি যা সবার জন্য প্রযোজ্য। উক্তিগুলো অনেক সুন্দর ও শিক্ষনীয়। চলুন উক্তিগুলো দেখে নেয়া যাক।

বিশ্বের সবচেয়ে অজ্ঞেয় বিষয় তা বোধগম্য হয় না।
-অ্যালবার্ট আইনস্টাইন

আজকালকার আধিকাংশ পি এইচ ডি অভিসন্দর্ভই মনে আশার আলো জ্বালায়। মনে হয় এখানেই নিহিত আমাদের শিক্ষাসমস্যা সমাধানের বীজ। প্রথম বর্ষ অনার্স শ্রেণীতেই এখন পি এইচ ডি কোর্স চালু করা সম্ভব, এতে ছাত্ররা আড়াই বছরে একটি ডক্টরেট ডিগ্রি পেতে পারে। এখানকার অধিকাংশ ডক্টরেটই স্নাতকপূর্ব ডক্টরেট। অদূর ভবিষ্যতে উচ্চ- মাধ্যমিক ডক্টরেটও পাওয়া যাবে।
-হুমায়ূন আজাদ।

একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলে, কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয়।
– হেনরি এডামস

ক্যাডার দুই প্রকার- অস্ত্রধারী ও কলমধারী। কেউ ফাইল আটকে রেখে অর্থ আদায় করে আবার কেউ অস্ত্র মাথায় রেখে অর্থ আদায় করে। কিন্তু বাস্তবে কলমধারীরাই অস্ত্রধারীদের গালি দেয়।
-রেদোয়ান মাসুদ

মাঝারি মানের শিক্ষক বলেন, ভালো শিক্ষক বুঝিয়ে দেন, শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান। মহান শিক্ষক অনুপ্রাণিত করেন।
– উইলয়াম আর্থার ওয়ার্ড

একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না।
-শেখ সাদি।

আমরা অজ্ঞ থাকবো বলে বদ্ধপরিকর ছিলাম আর আমাদের শিক্ষকরা আমাদের মন পাল্টানোর চেষ্টা করে যাচ্ছিলো।
-এলান ব্রায়েন।

আপনি একদিনের জন্য একটা ছাত্রকে একটা পড়া পড়াতে পারেন; কিন’ যদি তাকে আপনি কৌতুহলী হতে শেখান সে যতোদিন বাঁচবে শিক্ষা চালিয়েই যাবে।
– ক্লে পি বেডফোর্ড

ধর্ম ও নৈতিকতার শিক্ষা সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ।
-আল কুরআন।

পরিবেশের প্রয়োজন মেটানোর তাগিদে আমাদের মধ্যে যেসব আচরণগত পরিবর্তন ঘটে তাই হল শিখন।
– আর্ডেনার মরফি

শিক্ষা হল দ্বিমুখী প্রক্রিয়া।
– জন অ্যাডাম্স।

ওঠো, জাগো, নিজে জেগে অপরকে জাগাও।

-স্বামী বিবেকানন্দ

তাকেই বলি শ্রেষ্ট শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।
– রবীন্দ্রনাথ ঠাকুর

যেই দেশে সৃজনশীলদের চেয়ে চাকরদের দাম বেশি সেই দেশে শিক্ষা ব্যবস্থার অধঃপতন সুনিশ্চিত।
-রেদোয়ান মাসুদ

শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি।
-এরিস্টটল।

পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
-আল কুরআন।

আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়; যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়।
-রবীন্দ্রনাথ ঠাকুর

টিয়া পাখির মতো মুখস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না, শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়।
-রেদোয়ান মাসুদ

আমরা অজ্ঞ থাকবো বলে বদ্ধপরিকর ছিলাম আর আমাদের শিক্ষকরা আমাদের মন পাল্টানোর চেষ্টা করে যাচ্ছিলো।
– এলান ব্রায়েন

শিক্ষার প্রথম কাজ হলো কৌতুহলের শিকে ছেঁড়া।
– আইভরি ব্রাউন

অসম্পূর্ণ শিক্ষায় আমাদের দৃষ্টি নষ্ট করিয়া দেয়। পরের দেশের ভালোটা তো শিখিতে পারিই না, নিজের দেশের ভালোটা দেখিবার শক্তি চলিয়া যায়।

– রবীন্দ্রনাথ ঠাকুর

বাবা মা আমাদের প্রথম শিক্ষক, কিন্তু আসল শিক্ষক হলেন প্রাতিষ্ঠানিক শিক্ষক যারা আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলেন।

-রেদোয়ান মাসুদ

মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হল শিক্ষা।
– স্বামী বিবেকানন্দ

যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না।
-অ্যালবার্ট আইনস্টাইন।

আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।
-নেপোলিয়ন বোনাপার্ট।

বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকার টা বেশি শিক্ষা করে।
-আহমদ ছফা।

স্কুল জীবনের প্রস্তুতির জন্যে তৈরি হওয়া উচিত নয়। স্কুলই জীবন হওয়া উচিত।
– এলবার্ট হাবার্ড

ভাবনার জগতের সাথে একাত্ম হওয়া এটাই হলো শিক্ষা।
– এডিথ হেমিলটন

শিক্ষা হলো সভ্যতার রূপায়ন।
– উইল এণ্ড এরিয়াল ডুরান্ট

আমাদের দেশের শতকরা নব্বই জনই অশিক্ষিত, অথচ কে তাহাদের বিষয় চিন্তা করে? এই সকল বাবুর দল কিংবা তথাকথিত দেশ হিতৈষীর দল কি?
-স্বামী বিবেকানন্দ

জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মুল্য দিতে।

– এ পি জে আব্দুল কালাম

সার্টিফিকেট বাড়ছে মানেই এই নয় যে দেশ ভারমুক্ত হচ্ছে, এ দেশে সার্টিফিকেট বাড়ছে মানে শিক্ষিত বেকারের সংখ্যাটাও ভারী হচ্ছে।
-রেদোয়ান মাসুদ

সত্যিকারের শিক্ষক তাঁরাই, যাঁরা আমাদের ভাবতে সাহায্য করেন।

-সর্বপল্লী রাধাকৃষ্ণন

মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।
-রবীন্দ্রনাথ ঠাকুর

একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন কেন একজন দারোয়ানের মতো হবে? কেন তাঁদের সঙ্গে আপনারা পিয়নের মতো আচরণ করবেন? যদি তাঁদের সঙ্গে দারোয়ানের মতো আচরণ করেন, আপনার ছেলেমেয়েদেরও দারোয়ানের মনোবৃত্তি হবে।
-মুনতাসীর মামুন।

অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।
-শেখ সাদি

মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের শিক্ষা সমাপ্ত হয় না।
– রবার্ট ই লি

মানুষের সুখী হওয়ার জন্যে সবচেয়ে বেশি দরকার বুদ্ধির এবং শিক্ষার মাধ্যমে এর বৃদ্ধি ঘটানো সম্ভব।
– বাট্রাণ্ড রাসেল

শেখাতে গেলেই শেখা হয়।
– জাপানী প্রবাদ

পাপে নিমগ্ন যে জন, তাঁরও একটা ভবিষ্যৎ আছে। মহানতম ব্যক্তিরও একটা অতীত আছে। কেউই ভালো খারাপের অতীত নয়।

-সর্বপল্লী রাধাকৃষ্ণন

এমন ভাবে বাঁচো যেন কাল তুমি মরবে। এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে।
-মহাত্মা গান্ধী

সুন্দর ফেসবুক ক্যাপশন

এখানে পাবেন অনেক গুলো সুন্দর ফেসবুক ক্যাপশন। অনেকেই আমরা সুন্দর সুন্দর ক্যাপশন পড়তে ভালোবাসি এবং ক্যাপশন গুলো আমরা আমাদের ফেসবুকেও শেয়ার দিয়ে থাকি মাঝে মাঝে। তাদের জন্যই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আসুন তাহলে শুরু করা যাক।

অতিরিক্ত টেনশন মানুষকে সন্দেহভাজন করে তোলে।

ভীতু মানুষের ২য় বৈশিষ্ট হল তারা অন্যদের অকারনে সন্দেহ করে। ৩য় বৈশিষ্ট হল তারা নিজেরা অকারনে টেনশন করে এবং অন্যদের মাঝে সেই টেনশন বিলিয়ে দেয়।

পৃথিবীর প্রত্যাকটি মানুষের উচিত রুটিন করে রোজ ১০০ জন কে সালাম দেয়া এবং ১০০ জনের সালামের উত্তর দেয়া। তাতে যদি মানুষের মাঝে একটু শান্তি আসে!

হাসিমুখে বিদায় দিতে গিয়ে অনুভব করলাম চোখে জল টলমল করছে।

কিছু কিছু স্মৃতি আছে যা আমাদের জোঁকের মত আঁকড়ে ধরে বসে থাকে, আর কিছু কিছু স্মৃতি আছে যাকে আমরা জোঁকের মত আঁকড়ে ধরে বসে থাকি।

চোখ দিয়ে সারা দুনিয়া দেখতে পারি কিন্তু নিজের মুখ দেখতে গেলে আয়নার সাহায্য নিতে হয়!!!

একমাত্র দক্ষ শিকারীরাই সহজে অন্যের কাঁধে বন্দুক রেখে শিকার করতে পারে। আর যারা সহজে অন্যের কাঁধে বন্দুক রেখে শিকার করতে পারদর্শী রাজনীতিতে তাদের ভাল করা সম্ভবনা খুব বেশি।

তৈলাক্ত মাথায় তৈল দিতে অনেক সুবিধা এবং লাভজনক। কারন তেলের খরচ কম হয় এবং বেশিক্ষন ডলতে হয়না।

কিছু কিছু মানুষ মরে গিয়ে বেঁচে যায়! আর কিছু কিছু মানুষ বেঁচে থেকেও মরে থাকে।

দিন বদলের সুরে গাই মুক্তির গান।

আসলে ঔ সব আয়োজন তোমার প্রেমের জন্য,
ভেবে দেখো কার জীবনটা করবে তুমি ধন্য।

তোমার নিঠুর মৌন ঝড়ে, আমার হৃদয়ের সুখ লুট হয়ে গেছে।

আজ তোমার এই অস্থির অনুভূতি হচ্ছে তাই না? মনে হচ্ছে এতো কাছে পেয়ে ও আমায় হারিয়ে ফেলবে? অথচ আমি তোমায় প্রথম দেখার মুহূর্ত থেকেই এই দহনে পুড়ছি।

কতো ছল, কতো আঁখি জলে পূর্ণ করে আমায় কাছে ডাকবে তুমি?

শত চেষ্টা করেও তুমি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না। তোমার প্রতি আমার ভালোবাসা টা চিরন্তন।

সব দুঃখ ছুঁয়ে ও আমি তোমার কাছে আসবো তুমি ই না হয় আমায় একটু ছুঁয়ে দিও।

যে সূর্য দিনে প্রখর, সেও রাতে চাঁদকে নিজের আলোয় রাঙিয়ে দেয়। আমি ও সূর্য হতে চাই। সমস্ত দহন নিজে সয়ে ও তোমায় শত জোছনায় ঢেকে দিতে চাই।

শুধু তোমায় নিয়ে কতো দুঃখ সয়েছি, কতো রাত জেগেছি, কতো মালা গেঁথেছি।

কতো শত চেষ্টা তোমাকে ঘিরে। তুমি কেন্দ্রিক সবকিছু ই সুন্দর।

এই নশ্বর পৃথিবীতে তোমায় ভালোবাসার মতো এতো সুন্দর সত্যি খুব কম ই আছে।

ধন্য করো আমায় ধন্য করো,
হৃদ মাঝারের মরু হাহাকার পূর্ণ করো।

শত সহস্র সময়ের খেয়া পার হয়ে এসেছিলাম। আমি যে ধরতে আসিনি, এসেছিলাম ধরা দিতে।

কতো টা কাছে চাও আমাকে?
যতোটা কাছে আসলে আর দূরে যাওয়া যায় না ততোটা কাছে।

আমি আমার সমস্ত আয়োজন নিয়ে তোমাকে ধারন করবো।

তুমি আমাকে বন্ধুর মতো ভালোবাসো তাই তো?
একজন মানব একজন মানবীকে যেভাবে ভালোবাসে, আমি ও তোমাকে সেভাবেই ভালোবাসি।

তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত যেনো তপ্ত মরুর বুকে প্রশান্তির বৃষ্টির মতো।

তাহলে কি এক প্রহর ও যথেষ্ঠ নয়?
নাহ। তোমাকে দেখার তৃষ্ণা যে অনন্ত কালের।

কিছুক্ষণের জন্য আমার সামনে একটু বসো। আমার খালি চোখ আর খালি হৃদয় পূর্ণ করে তোমায় দেখবো।

এতো কাল পরে দেখেছিনু তোমায়, মোর আখিদ্বয় ভরে।
পূজারী যেমন প্রতিমার মুখে প্রদীপ তুলিয়া ধরে।

সৃষ্টির প্রতিটি কণা যেনো একটি আলাদা গল্প বলে।

আপনি কি জানেন, মধু কখনো নষ্ট হয় না?

আজকে আমি এমন একটি বই পড়েছি, যা আমার মনকে বিস্ময়ে ভরিয়ে দিয়েছে।

মানুষের মস্তিষ্কের ক্ষমতা পুরোপুরি ব্যবহার করলে কি হতে পারে, তা আমরা এখনও জানি না।

আপনি কি জানেন, আমরা জীবনের মাত্র ১০% সম্ভাবনা ব্যবহার করি?

আজকে আমি এমন একজন মানুষের কথা শুনেছি, যার সাহসিকতা আমার হৃদয় ছুঁয়ে গেছে।

পৃথিবীর প্রতিটি মানুষের জীবনই একটি অবিশ্বাস্য কাহিনী।

আপনি কি জানেন, সমুদ্রের গভীরে এমন অনেক জীব আছে, যা আমরা কখনো দেখিনি?

আজকে আমি এমন একটি অভিজ্ঞতা পেয়েছি, যা আমার জীবনকে নতুন দিক দিয়েছে।

আমাদের চারপাশের পৃথিবী কতটা বিস্ময়কর, তা আমরা কখনো পুরোপুরি বুঝতে পারি না।

আজকে আমি স্বপ্নের মধ্যে উড়ে বেড়িয়েছি, বাস্তবতাও যেনো অবিশ্বাস্য লাগে।

আপনি জানেন কি, পৃথিবীর প্রতিটি মানুষই স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষই তা মনে রাখে?

বিজ্ঞানীরা বলছেন, আমাদের মস্তিষ্কের ক্ষমতা প্রায় অসীম!

আমি আজ একটি অসাধারণ অভিজ্ঞতা পেলাম, যা আমার জীবনকে নতুন রঙ দিয়েছে।

আপনি জানেন কি, আমরা যখন হাসি তখন আমাদের মস্তিষ্কে ৭০০০ এরও বেশি রাসায়নিক প্রতিক্রিয়া ঘটে?

আজকে আমি জীবনের সবথেকে বড় রহস্যের মুখোমুখি হলাম।

মানুষ যা চায় তা যদি পায়, তবে সে আবার নতুন কিছু চাইতে শুরু করে।

আপনি কি জানেন, একটি গাছের বয়স ১০০০ বছরেরও বেশি হতে পারে?

আমি আজ এমন একটি জিনিস দেখেছি, যা আমার কল্পনাতেও ছিল না।

কখনো কখনো ছোট ছোট কথাগুলোই আমাদের জীবনে বড় পরিবর্তন আনে।

আপনি জানেন কি, চাঁদে জুতা পরে হাঁটলে সেখানে চিহ্ন থেকে যায় চিরকাল?

আজকে আমি এমন একজন মানুষের সাথে দেখা করলাম, যার জীবন কাহিনী আমাকে হতবাক করেছে।

আমাদের মস্তিষ্ক প্রতিদিন ৭০,০০০ চিন্তা করে!

প্রকৃতির সৌন্দর্য কখনো কখনো ভাষায় প্রকাশ করা যায় না।

আমি আজ এমন একটি সুর শুনেছি, যা আমার হৃদয়কে নড়ে দিয়েছে।

আপনি জানেন কি, মহাবিশ্বে এমন অনেক গ্রহ আছে যেখানে সময় আমাদের মতো চলে না?

আজকে আমি এমন একটি স্থান দেখেছি, যা স্বপ্নের থেকেও সুন্দর।

মানুষের মনে এত রহস্য লুকিয়ে আছে, যা আজও আমাদের কাছে অস্পষ্ট।

আপনি কি জানেন, একজন মানুষের শরীরে প্রায় ৩৭.২ ট্রিলিয়ন কোষ থাকে?

আজকে আমি এমন কিছু শিখেছি, যা আমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।

ঘুম থেকে উঠে দেখি দিন শেষ, ঘুমাতে গিয়ে দেখি রাত শেষ।

বন্ধু যখন শত্রু হয় তখন বোঝতে হবে আর রেহাই নাই।

স্বভাবের কারনে অধিকাংশ মানুষই অভাবে পড়ে।

কঠিন শব্দ দিয়ে কবিতা লেখা সহজ। সহজ শব্দ দিয়ে কবিতা লেখা কঠিন।

বার বার ফিরে আসার আনন্দের চেয়ে একবার বিদায় নিয়ে চলে যাওয়াটা বেশি কষ্টের।

ভালবাসা মানে হল অভিমান করে অপেক্ষা করা।

হতাশা মানুষের ভাগ্যকে কপাল থেকে হাতের রেখায় নামিয়ে নিয়ে আসে।

শুনেছি দেয়ালেরও নাকি কান আছে কয়েকদিন পর শুনব দেয়াল হল আরেক প্রজাতির মানুষ।

সাপ প্রেমে পড়ার পর বিষাক্ত হয়ে উঠে। এর আগে সে বিষহীন থাকে।

অধিকাংশ মানুষ বলতে চায় কিন্তু শুনতে চায় না। যারা শুনতে চায় তারা বোঝতে চায় না। আর যারা বোঝতে চায় তাদরকে বোঝানো সবার পক্ষে সম্ভব হয় না।

ইদানিং কোন কিছু চাইতে ভয় হয় কারন যদি না পাই কিংবা যার কাছে চাইব সে যদি ফিরিয়ে দেয় । তাই মনে মনে পেয়ে গেছি চিন্তা করে নিজেকে শান্তনা দেই।

পৃথিবীর lucky মানুষগুলোই শুধু দুঃখকে নিয়ে বিলাসিতা করতে পারে।

কেউ যদি ভালবাসে না তাহলে কষ্ট হয়। তারচেয়ে বেশি কষ্ট হয় কেউ যদি ভুলে যায়।

ভুলে যাওয়া আর বদলে যাওয়া খুব কঠিন দুটি কাজ আর এই কঠিন কাজ দুটি কিছু কিছু মানুষ খুব সহজে করে ফেলে।

চোখের সামনে হাজার হাজার প্রশ্নবোধক চিহ্ন । অবিরাম ছুটছি অগনিত প্রশ্নবোধক চিহ্ন চোখের সামনে চশমার মত ঝুলিয়ে।এই প্রশ্নবোধক চিহ্নের আগে যে বাক্যটি বেশি আসে সেটা হল “আমি কে”?

প্রত্যেকটা হারের পর একটা জিত থাকে। আমি হেরে যাওয়ার পর সেই জিতের পিছনে ছুটি।

অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, ভালো কিছু অবশ্যই আপনার জীবনে আসবে, এই কথা বিশ্বাস করুন।

কিছু মানুষ আপনার ক্ষতি করবে, কিন্তু তারা এমন ভাব করবে যেন আপনিই তার ক্ষতি করেছেন।

কাউকে জীবন্ত লাশ বানাতে চান? তাকে প্রচুর ভালোবাসা দিয়ে তারপর তাকে ভুলে যান।

পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করে দেখুন, অনেক অলৌকিক ঘটনা বুঝতে পারবেন।

কিছু কিছু মানুষ আছে যারা ঋণ শোধ করতে এসে ঋণী করে দিয়ে যায়!

অন্যকে ঠকিয়ে যে নিজেকে চালাক মনে করছে, সে আসলে বোকা। কারণ সে নিজেকেই ঠকিয়েছে।

কারোর বিশ্বাস নিয়ে কটাক্ষ করার মাঝে কোনরকম ক্রেডিট নেই! বরং এটা হল নিজের দূর্বলতা!

অতীত যতবেশি এক্সপায়ার হয় ততবেশি সুস্বাদু হয়ে উঠে।

ঘুমাও কিংবা জেগে থাকো, রাত করে কারো জন্যে অপেক্ষা করো না।

কেউ যদি আপনাকে ভালো না বাসে, তাতে মনে কষ্ট রাখবেন না, মনে রাখবেন কেউ না কেউ অবশ্যই আপনার ভালোবাসা পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে।

কেউ অবহেলা করলে তার প্রতি কোন অভিযোগ না রেখে নিরবে তাকে ভুলে যান। এটাই সবচেয়ে বড় প্রতিশোধ।

আপনি যাকে ভালোবাসেন, তাকে নয়, যে আপনাকে ভালোবাসে, তাকে নিয়েই ভাবুন। জীবনে কখনই ঠকবেন না।

মানুষ নাটকে যতটা না অভিনয় করে, তার চেয়ে হাজার গুন বেশী অভিনয় করে বাস্তব জীবনে।

সুন্দর ফেসবুক কবিতা

সুন্দর সুন্দর ফেসবুকে শেয়ার করার মতো কিছু কবিতা তুলে ধরলাম আপনাদের জন্য। আশা করি এগুলো পড়তে অনেক ভালো লাগবে।

হে অন্তপ্রান

বিষবাষ্প আছে কি?
হৃদয় গহিন তলে,
বাজে কি বিষের বাঁশি?
লাগে কি টান সিনায় সিনায়?
প্রখর চৈত্রের শেষে, বৃষ্টির ঘ্রাণে
উন্মাতাল হতো যে চাতকের চোখ
আজ তার কেবলই শূন্য দৃষ্টি।
বদলে যায়, থেমে যায় হৃদয়ের সব কলতান।

উড়ন্ত বলাকার দুরন্ত ডানায়
উঠত যে ঝড়, আপ্রাণ আগ্রহ বিশ্ব দেখার
আছে কি আজ সেই তৃষ্ণা?
তবে কি ধেয়ে আসছে? নেমে আসছে?
সবই কি তবে কেন্দ্রের প্রতি ধাবমান?
পার কি কিছু শুধাতে হে অন্তপ্রান?
গুটি গুটি পায়ে ছুটে চলে অভিসারে
উল্টে দেয়া, হৃদয়ের বেলা ভূমি
উর্বর হয়ে উঠে, নোনতা ফলের চাষে,
কিন্তু তাও থেকে যায় অনাবাদি,
আবার কখনো হয় আবাদ

এ মন বড়ই উচাটন, বার বার চায় বার বার
রসদ ফুরালো জড়ালো জীবন
বেলা শেষে ক্লান্ত সবাই, একে একে নীড়ে পানে
তুমি ও কি আছ সেই দলে?
জীবনের পথে, জীবনের রথে, সদা চলমান।
তোমরা তারে বল প্রেম
প্রাণের বিনিময়ে প্রাণ দান
আর আমি চলি উল্টো পথে উল্টো রথে
আমার অন্ধ আঁখি, সবই হৃদয়ের অনুধাবন
আমি বলি, এ প্রেম নয়, দান নয়, মহা প্রয়াণ।

প্রেমহীন ভালবাসা

প্রেমহীন ভালবাসা সুখের আশ্বাসে
দীর্ঘ সংগমে রাত্রি জাগরণ শেষে
ক্লান্ত আঁখি খুঁজে ফেরে আবারও সুখের প্রদীপ
হৃদয়ে প্রেম নেই শুধুই ভালবাসা,
ক্ষণিকের জ্বালা-দ্বীপ।
প্রেম হীন দীর্ঘ রজনি চাই না,
চাই না চোখ ধাঁধানো আলোর ঝিলিক
স্বচ্ছ স্রোতস্বিনী জলের ন্যায় অবগাহনের জল চাই,

হোক নিভু নিভু ছোট্ট প্রেমের প্রদীপ
হোক না কয়েক পলক হোক কিছু সময়
তবুও প্রেম থাকুক বেঁচে
লোম ক‚পে ছুঁয়ে যাওয়া ছোট্ট প্রহর
এতটুকুই চাই, শুধু সুখকে যেচে।

রাত যেন এমনই হয়

রাত যেন এমনই তবে, নির্জন অতনু প্রসাদ
রমণের করে সমর্পিত বিনোদিনীর অবসাদ
শিয়রে সি-থানে, অনায়াসে ছুতে পারা চাঁদ
বিনোদিনীর কপোলে উদাসী অবসাদ।
নিতম্বে আঁকা রুপোর উল্কি, স্মরণে মরণ ফাঁদ

হৃদয়ে জেগে উঠা জোৎন্সা কুমারীর, আজন্ম শত পাপ।
কমল শোভিত কুঞ্চিত কেশ রাশি, পায়ের রুপোর মল
সুবাসিতার অতলে ডোবার সাধে, হৃদয় ছলছল।
বুকের ভেতর জমিয়া থাকা, কষ্টের যত ঢালি
উথলিয়া উঠে ব্যাকুল প্রাণ, সপিঁতে পরান খানি
মূর্ছিত রমণের প্রাণ, শ্র“তিয়া নূপুরের সিঞ্জনে
রুপোর বিছায় লাগিয়ে ফাঁস মরিবার সাধ জাগে।

এ আমার ভ্রান্তি। ক্ষমা করো।
যদি ভুল করে ভালবেসে থাকি
এ আমার ভ্রান্তি। ক্ষমা করো।
কতটা ছিলাম হিয়ার মাঝে
ভুলে না হয় একবার স্মরো।
যদি ভুল করে এসে থাকি
নেড়ে থাকি কড়া তব হৃদয়ের
তবে আবারও বিনম্র চিত্ত,
ফেলে আসা দিন গুলি থাক স্মরণে
আর নয় ভুল, আর নয় কস্ট অবগাহন
তবে দ্বার খোল, মনকে বলো আবারও
যদি ভুল করে দুরে সরে থাকি
এ আমার ভ্রান্তি। ক্ষমা করো।

আমি মনে হয় আর বড় হব না

আমি মনে হয় আর বড় হব না
ষাটের দশকে আমি ছিলাম বত্রিশের যুবক
এখনও আমার বয়স বত্রিশ
দুই হাজার চল্লিশ সালেও আমি বত্রিশেই থাকব।
যেদিন নন্দিনীর সাথে প্র ম দেখা হয়
সেদিন নন্দিনীর বয়স ছিল ষোলো
আমার বয়স নেমেছিল আঠারো তো
এখনও আঠারো, আর বাড়বে না
তোমরা বড় হবে, অনেক বড়,
তোমরা বড় হতে হতে আকাশকে ছোঁবে
আমি কেবল তোমাদের চেয়ে চেয়ে দেখব।
আমি হয়তো আর বড় হব না।
বড় হতেও চাই না।
চিরকালই আঠারতো তে থাকব
চির সবুজ হয়ে থাকব।

নারীকে আমি বুঝি কিন্তু রমণী

যতবার ছুঁয়েছি তোমার সিক্ত উষ্ণ অধর
তুমি হেসেছ আপন মনে।
আধো অবনত হয়েছ লজ্জায় কিংবা
আরো প্রাপ্তির নীরব প্রত্যাশায়।
আর আমার সৃষ্টি হয়েছে একটি গল্প।
এমন অনেক গল্প আমার আছে
কতক পড়েছি যখন ছিলে তুমি নারী
আর কিছু রয়েছে বাকি
যতবার হয়েছ রমণী।
নারীকে আমি বুঝি কিন্তু রমণী?
আমার কাছে দুর্বোধ্য,
বুঝতে সময় লেগেছিল এক দিন
এক যুগ কিংবা একটা জন্ম।
তারপরও আমি চাই,
তুমি রমণী হয়েই থাকো।

সুন্দর ফেসবুক কিছু কথা

কথাগুলো অনেক সুন্দর চাইলে আপনি আপনার ফেসবুকে শেয়ার দিতে পারেন। কথাগুলো চলুন পড়ে দেখি।

সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও।
– মেরিডিথ

সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয়।
– হযরত সুলায়মান

যদি তুমি কখনো অপমানিত বোধ কর তবে অপরকে সেটা বুঝতে দেবে না।
– জন বেকার

যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী।
– জন লিলি

ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধিতার কাছে আকাশের তারার মত উজ্জ্বল।
– জনসন

চিন্তা কর বেশী, বল কম, লেখো তার চেয়েও কম।
– জনরে

পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ের থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই।
– উলিয়ামস হেডস

প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।
– রবী ঠাকুর

সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষত্রুতি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে।
– লর্ড হ্যলি ফক্স

সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন।
– মার্ক টোয়াইন

পুরুষের লক্ষ্য রাখা উচিত যত দিন বেশী তারা অবিবাহিত জীবনযাত্রা করতে পারে।
– জর্জ বানাডস

যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য।
– আলেক জান্ডার

বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন।
– সক্রেটিস

যে সব দৃশ আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সে সব দৃশ্য কখনো ভালভাবে দেখতে পারি না সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়।
– রবার্ট ফ্রস্ট

সুন্দর ফেসবুক ছন্দ

এপর্যায়ে আপনাদের জন্য রইল কিছু সুন্দর সুন্দর ছন্দ। যে ছন্দ গুলো আপনি চাইলে আপনার ফেসবুক টাইমলাইনে রাখতে পারেন। তাহলে চলুন দেখে নেই ছন্দগুলো।

কতো যে তোমায় ভালোবেসেছি,
মনে হয় এতটাও কিছুই নয়।
কেন যে ভালোবেসে, আর
যেতে চায় না হৃদয়।

সব শুন্য মনে হয়,
যখন তুমি কাছে নাই থাকো,
আশা নিয়ে বসে থাকি শুধু,
কখন আমাকে তুমি ডাকো।

রাত্রির প্রদীপ সম জেগে রব বাসরে,
তুমি-আমি ছাড়া কেউ রবে না সেই আসরে।
হাতে হাত, মুখে মুখে সেই ভাষা,
ওগো হৃদয়ের রানী এইতো মোর আশা।

যেদিন প্রথম দেখেছি আমি,
সেই দিন ভালোবেসে ফেলেছি,
স্বপ্ন চারিণী না সেই থেকে,
তোমারেই দিয়েছি।

কাছে যদি না আসো,
প্রানের কথা বোঝাই কেমন করে ?
আমার ভালোবাসা যত,
রেখেছি তোমার তরে।

গগনে উঠেনি রবি, উঠেনি পাখির কলতান
কাছে এসো প্রিয়তমা, শোনাবো তোমায় প্রেম গান।

ফুটেছে মহুয়া ফুল, ভেসে আসে গন্ধ
তোমার প্রেমেতে আমি হয়েছি যে অন্ধ।

দিয়ে আমায় উপহার, মন করলে জয়,
জানতে যদি পায় বাবা, তাই তো করছি ভয়।

প্রেম স্বর্গের পরিজাত সেই ফুল দুটি,
ওই ফুল দুটি ঝরবে না তো, থাকবে সদাই ফুটি।

আমায় তুমি কোন দিন, ভুলে যেও না,
আর যদি ভুলে যাও, প্রানে বাঁচব না।

আমাদের আরও পোষ্ট পড়তে হলে:

দৃষ্টিভঙ্গি নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও কিছু কথা

ভ্রমন নিয়ে স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও কিছু কথা

নীরবতা নিয়ে স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন

সফলতা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও গল্প

মানসিক চাপ নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও কিছু কথা

সমালোচনা নিয়ে উক্তি, স্ট্যাটাস, কবিতা, ক্যাপশন ও কিছু কথা

মুখোশধারী মানুষ নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

হতাশা নিয়ে উক্তি, ইসলামিক উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

শেষ কথা

প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই সুন্দর ফেসবুক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, কবিতা, কিছু কথা ও ছন্দ গুলো? আশা করি, আজকে পোষ্টটি আপনারা অনেক উপভোগ করেছেন। ক্যাপশন গুলো আমরা অনেক কষ্ট করে কালেকশন করেছি, শুধু মাত্র আপনাদের জন্য। যদি সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে আমাদের সাইট সম্পর্কে আপনার বন্ধদের কেও জানিয়ে দিবেন। আর আমাদের সাথেই থাকবেন, আমরা আরো নতুন নতুন চমক নিয়ে আসবো প্রতিদিন।
ধন্যবাদ।

About Durud Ahmed

সম্মানিত ভিজিটর আমি দুরুদ আহমেদ,পেশায় আমি একজন ব্লগ লেখক। প্রযুক্তি ও শিক্ষা, ইতিহাস-ঐতিহ্য, লাইফস্টাইল এবং ইসলামিক লেখাই আমার প্রিয়। এই ব্লগের মাধ্যমে আমি সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভিজিটরদের সহযোগিতা করাই মূল লক্ষ্য।