ফাল্গুন নিয়ে ক্যাপশন – Falgun niye caption | ঋতুরাজ বসন্ত ফুল ফোটার মধ্য দিয়েই আসে। ঋতু রাজ বসন্ত অনেক সৌন্দর্যের অধিকারী। বসন্তের আগমনে প্রকৃতি যেন নতুন ভাবে সেজে উঠে। ফাল্গুনের সময়টা যেন সবার মনকে রাঙিয়ে তোলে।
অনেক সময় আমরা বিভিন্ন সোস্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য ফাল্গুন নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস খুঁজে থাকি। তাই সবার ভালো লাগার এই বসন্ত ঋতু বা ফাল্গুন নিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি ফাল্গুন নিয়ে ক্যাপশন, পহেলা ফাল্গুনের শুভেচ্ছা,ফাল্গুন নিয়ে উক্তি ও ফাল্গুন নিয়ে কবিতা। আশা করছি সম্পূর্ণ আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে।
ফাল্গুন নিয়ে ক্যাপশন
(১)
***ফাল্গুনের হাওয়ায় মন–
নতুন স্বপ্ন দেখার অনুপ্রেরণা পায়…!!
অনুপ্রেরণা পায়ে নিজেকে গড়ে তোলার…
সকলকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।***
(২)
‘“””শেষমেষ কোন এক ফাল্গুন বেলায়~•~
তোমার আমার মুহূর্তটা…
আরো বেশি রঙিন হয়ে উঠবে,,,,
সেদিনের অপেক্ষায় এখনো আমি।””””
(৩)
✓✓✓ফাল্গুনে প্রকৃতির যে নতুন আবেশ থাকে,,,,
সে আবেশে মেয়েরা যদি হলুদ শাড়ি পড়ে….
তাহলে তাদেরকে অপরূপা সুন্দরী মনে হয়।✓✓✓
(৪)
**!!**বসন্ত জানে ভালোবাসার মানে,,,
তাই সে নিজেকে রিক্ত করে,,,,,
ভরিয়ে দিয়েছে এ বিশ্ব ভুবন**!!**
(৫)
✓∆✓তুমি আমার জীবনে আসা…
ফাল্গুনের কোকিলের মতোই ক্ষণস্থায়ী….
এই মৌসুমীর উপস্থিতিতে আমার জীবন,,,
তুমি রাঙিয়ে দিয়ে যাও।✓∆✓
(৬)
★★ফাল্গুনের আগমনে বন বনান্ত ফিরে পেল–
যেন নতুন জীবন,,,
আর আমরা পেলাম নতুন প্রকৃতি।★★
(৭)
***মনের সকল কলুষতা দুর করে…
আজকের পহেলা ফাল্গুনের এই সকালে…..
নিজেদেরকে নতুন রঙে রাঙিয়ে নেওয়ার-*-
শপথ গ্রহণ করি।।।
সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা থাকলো।***
(৮)
“”***কচি পাতার শিহরণে হৃদয়ে লেগেছে দোল~•~
বসন্তে তাই প্রকৃতিও আজ হয়েছে বিহ্বল***””
(৯)
∆•∆•তুমি আমার জীবনে আসো,,,
ফাল্গুনের মত মৌসুমী ক্ষণস্থায়ী ঋতু হিসেবে,
যা আমার সমস্ত বছরকে
পুলকিত করে তুলতে পারে।•∆•∆
(১০)
***ফাগুনের রঙের যে রঙিন হয়….
সে কি মনের কথা না বুঝে ফেরত চলে যায়? তোমাকে আজ সমস্ত মনের কথা~•~
খুলে বলবো আমি, শুনতে কি পাবে তুমি????
(১১)
∆•∆•এখনো কি তুমি দেখনি ফাগুনের মহাপাল,,
বসন্তের তরীকে ডেকে এনেছিল।
ফলাফল প্রকৃতি যেন এক রঙিন উন্মাদনায়,,,
মেতে উঠেছে।•∆•∆
(১২)
★!!★চৈত্রের রৌদ্র তাপের হাহাকার শেষে…
এক প্রশান্তি ফাগুন আসে।।।
আর এই ফাগুনের ঘোষিত হয়–
এক রঙিন কথা কাব্য।★!!★
আরও পড়ুনঃ
- কষ্টের স্ট্যাটাস – Koster Status | স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন
- সেরা ভালোবাসার স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কবিতা ও ছন্দ
- মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, ছন্দ
পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
(১)
✓★✓ফাল্গুনের শুরু হয় ভ্রমরের গুনগুনানি সুরে,,,
ভ্রমরটা গায় ঘুম ভাঙানি গান….
ফাল্গুনের এই নবজাগরণে তোমাদেরকে জানাই~•~
পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।✓★✓
(২)
✓!!✓ফাগুনের প্রভাতের এই মন মাতানো স্নিগ্ধতায়~
তোমাকে ফিরে পাই পরম আবেশ ভরে,,,
তাইতো তোমাকে জানাই~•~
পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।✓!!✓
(৩)
★✓★আজকের এই পহেলা ফাল্গুনের দিনে~~
নিজেদেরকে সবাই ফাল্গুনের রঙে রাঙিয়ে তুলি,,,
এবং ভালোবাসা দিয়ে বিশ্ব মাতিয়ে রাখি…
সবার জন্য থাকলো পহেলা ফাল্গুন এবং ভালোবাসা~
দিবসের শুভেচ্ছা।★✓★
(৪)
- •✓✓আজ এই ফাল্গুনের দিনে মন থেকে>>>
সকল দুঃখকে বিতাড়িত করে মনকে ভরে রাখি,,,
নতুন আশা এবং উদ্দীপনায়,,,
সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।✓✓••
(৫)
- •{{}}••আজ এই ফাল্গুনের দিনে~~
সবাই অন্ধকারকে পেছনে ফেলে~~
আলোর পানি ছুটে বেড়াই,>>>
সবাইকে জানাই~•~
পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।••{{}}••
(৬)
∆•∆•ফুলের ছড়াছড়ি নিয়ে যে ভালোবাসা দিবস ~~
আমাদের কাছে ধরা দেয় তা কিন্তু ফাল্গুনেরই দান….
সবাইকে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা।•∆•∆
(৭)
***ফাল্গুনের কাঞ্চন ফুল~
যেন গাছের ডালে জমে থাকা~~
আমের মুকুলের মত>>>,
সামান্য মৃধূ হাওয়াতেও যেন–
তাদের ঝরে যাওয়ার আশঙ্কা থাকে….
সবাইকে জানাই ফাল্গুনের শুভেচ্ছা।***
(৮)
*✓✓অচেনা ঠিকানায় মেঘের চিঠি,,,,
দক্ষিণা বাতাস জমে থাকে রুক্ষ পৃথিবীর বুকে,,,,
তবুও হে বসুমতি,,ফাল্গুনের এই সকল তুমি রাঙিয়ে দাও তোমার আপন মহিমায়…
সকলকে জানাই পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।✓✓
(৯)
★!!★বসন্ত আসে আবার বসন্ত চলে যায়,…!!
শুধু থেকে যায় কোকিলের পথ হারানো কন্ঠ,,,,
অবলীলায় প্রকৃতির সব রাস্তায়,,,,
সবাইকে জানাই ফাল্গুনের শুভেচ্ছা।★!!★
(১০)
- •{}••ফাল্গুনের এই দিনে মনের দক্ষিণ দুয়ার~•~
আজে খুলে দেবো,,
ফাগুনের এই দিনে যেন মন আজ~•~
ফিরতে চায় না ঘরে,,,
সবাইকে জানাই ফাল্গুনের শুভেচ্ছা।••{}••
(১১)
✓∆✓ফাল্গুনে প্রতিটি পত্র পল্লবে যেন,,,
ভ্রমরের আনাগোনা বেড়ে যায়।।।
ফুলে ফুলে বসন্তের ছোঁয়া লেগে যায়,,
আর ভ্রমরের ব্যস্ত ভূমিকা আরও বেশি–
প্রাণবন্ত হয়ে ওঠে।✓∆✓
(১২)
✓§✓ফাগুন ঠাঁই পেয়েছে নদীজল ঝিলমিলে….
কিংবা জোছনার ছায়ায়।
মানুষের মনেও যে ফাগুন আসে….
তা যেনো চোখে ধরা পড়ে।✓§✓
আরও পড়ুনঃ
- চাঁদ নিয়ে ক্যাপশন, উক্তি, স্ট্যাটাস ও ভালোবাসার ছন্দ
- স্বপ্ন নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন
- মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, ছন্দ
ফাগুন নিয়ে উক্তি
(১)
“”হলুদ বরন মেঘলা এ তার যৌবন~~
উছলায় লাল ওরনার আড়াল দিয়া–
চক্ষু দুটি চায় খোপায় টগর ময়না বুঝি,,,
আমায় খুঁজে হায় বসন্তে~
এ বিহুর লগন উত্তাল হয়ি যায়”””
(সংগৃহীত)
(২)
***ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান~•~
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান~•~
আমার আপনহারা প্রাণ….
আমার বাঁধন ছেঁড়া প্রাণ***
(রবীন্দ্রনাথ ঠাকুর)
(৩)
★★কি কর শ্বশুর মিছে খেটে ফাল্গুনে–
এঁটে পোত কেটে বেড়ে যাবে ঝাড়কি ঝাড়,,,
কলা বইতে ভাংগে ঘাড়।★★
(ক্ষনা)
(৪)
✓✓ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম,,,,,
ছন্দে দিল তারে বনবীথি কোকিলের কলগীতি…..
ভরি দিল বকুলের গন্ধে✓✓
(রবীন্দ্রনাথ ঠাকুর)
(৫)
★✓★ফাল্গুনে শুরু হয় গুনগুনানী,,,
ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি★✓★
(ফররুখ আহমেদ)
(৬)
ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল..…..
ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল।।।।
চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়,,,,
বেণুবনে মর্মরে দক্ষিণবায়….
(রবীন্দ্রনাথ ঠাকুর)
(৭)
- •{}••সূর্য-ঘড়ি সাত সকালে,,,,
ফাগুন রাঙ্গা শাড়ি পড়ে দিন গোনে আজ কার??
বাসন্তিরা সবুজ টিপে, লাল, সাদা–
আর হলুদ পাড়ে হাত ধরেছে তার••{}••
(সংগৃহীত)
(৮)
∆✓∆বসন্ত এলো এলো এলোরে,,,
পঞ্চম স্বরে কোকিল কুহুরে….
মুহু মুহু কুহু কুহু তানে মাধবী নিকুঞ্জে,,,
পুঞ্জে পুঞ্জে ভ্রমর গুঞ্জে গুঞ্জে গুনগুন গানে∆✓∆
(কাজী নজরুল ইসলাম)
ফাগুনের কবিতা
(১)
∆•∆•ফাল্গুনের গায়ে আজি দোল লেগেছে,,,
দোল লেগেছে দোলনচাঁপায়…
শ্যামল পাতার কোলে কোলে–
বন গোপিনী ফুল ছুঁড়ে যায়,,,
ফাল্গুনের গায়ে আজি দোল লেগেছে…
দোল লেগেছে বৃন্দাবনে প্রেম যমুনায়~•~
তাইতো মন ছুটে যায় গোকুলে….
খুঁজে ফেরে হলদে পাখির দোদুল দোলে,,,
কৃষ্ণচূড়ার ফুলেল শাখায়…
রঙিন প্রজাপতি দুলে বেড়ায়,,,,
তাইতো আজি দোল লেগেছে….
ফাল্গুনের গায়ে আজি দোল লেগেছে….•∆•∆
(২)
✓★✓বসন্তের প্রতি এই তীব্র বিমুখতা–
আমার একদিনে তৈরি হয়নি!!!
প্রতিটি বসন্ত আমার কাছে এসেছে…
উপেক্ষার তরী হাতে নিয়ে।।।
কুহেলি উত্তরীয় তলে মাঘের সন্ন্যাসীবেশে,,,
বসন্ত এসেছে আজ আমারি দ্বারে–
তবুও আমার নেই কোন উচ্ছ্বাস..
নেই কোন স্বপ্ন ফাল্গুন কে ঘিরে….!!!
সে এসেছিল আবার গিয়েছে চলে…
পুষ্প শূন্য দিগন্তের পথে,,,
সে গিয়েছে রিক্ত হস্তে।।
তাইতো তাহাকে বারবার পড়ে মনে…
ভুলিতে পারিনা কোনমতে !!!✓★✓
(৩)
- •{}••আজ এই নীরব ফাল্গুনের নেমে আসার দিনে,,,
দক্ষিণ দুয়ারের দরজা খুলেছে…
ফুটেছে বাতাবি লেবুর ফুল।।।
ফুটেছে গাছে গাছে আমের মুকুল,,,
দখিনা সমীর পাগল হয়েছে বাতাবি লেবুর মন।।।
মাতানো গন্ধে এবং আমের পল্লবে–
এখনো কি দেখনি তুমি তা??
এত উন্মনা কেন তুমি!!!!
তোমার এই পুষ্পসাজ বৃথা যাবে…
যদি তুমি উপভোগ করতে না পারো..!!
আমের মুকুলের সুগন্ধ,,,,
ফাগুনের রক্ত ঝরা আগুনের দিন…
তরী এসেছে তীরে, বেজেছে আগমনী গান…
ডেকেছে সে আমারে, করেছে আমারি গুনগান…
তবুও আমি শুনি নাই তা, রাখি নাই সে সন্ধান!!!!•••
(৪)
***আমার ইচ্ছে করে বসন্ত হয়ে,,,
পলাশের রং মাখতে।।।
ইচ্ছে করে ভোরবেলা হয়ে,,,,
বকুলের কাছে থাকতে।।।
কৃষ্ণচূড়ার আবির মেখে রঙিন হয়ে সাজতে।।
সবার রঙে রং মিশিয়ে নতুন করে বাঁচতে।***
(৫)
- •{}••এসেছে আবার ফিরে ঋতুরাজ~~
বসন্ত দক্ষিণা বাতাস মনকে করেছে আনমনা।।।
নব কলেবরে সেজেছে প্রকৃতি….
হয়েছে সে প্রাণবন্ত।।।
আবার এসেছে বসন্ত••{}••
(৬)
★★দোলের রঙে মাতোয়ারা বসন্ত আজ পাগলপারা.
বেণুবনে লাগে দোলা দখিনা বাতাসে~~
প্রজাপতি দলবেঁধে ওড়ে ঘাসে ঘাসে।
বসন্ত আজ এসেছে দ্বারে~|~
নিজেকে উজাড় করে দিতে,
রং লেগেছে প্রকৃতিতে,,,
প্রাণ লেগেছে ক্ষেতে।★★
(৭)
✓✓ফাল্গুনের এই হাওয়ায়,,,
প্রকৃতি যে রূপে সেজে ওঠে ।।
সেই রূপে তুমি হলে রানী আর আমি হলাম রাজা,,, এখানেই হোক সার্থক তোমার আমার প্রেমের ধারা।✓
শেষকথা
আজকের এই পোষ্টটি যদি আপনাদের ভালো লেগে থেকে তাহলে আপনারা আপনাদের বন্ধু মহলে, স্ত্রী ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন । এমনকি আপনারা চাইলে সোশ্যাল মিডিয়াতে ক্যাপশন, উক্তি ও কবিতা শেয়ার করতে পারবেন।