তোমাকে নিয়ে স্ট্যাটাস

তোমাকে নিয়ে স্ট্যাটাস, উক্তি, কবিতা ও গল্প

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা -:তোমাকে:- সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, উক্তি, কবিতা ও গল্প ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন।

আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতো হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে। তাহলে চলেন পড়ে নেয়া যাক।

সেরা কিছু স্ট্যাটাস

তোমাকে নিয়ে স্ট্যাটাস

কুয়াশা ঘন পথে কেমনে পাবো তোমাকে খোঁজার রাস্তা, কুয়াশা তবে কি সুন্দর সম্পর্ক ভেঙ্গে দেবে সেই আস্থা?

যতবার ভেবেছি আমার আমিটা আবার স্বেচ্ছায় হেরে গিয়ে চাইবে তোমাকে ততবারই তোমার অহং তুমিটা মিথ্যের মোড়কে হারিয়ে ফেলেছে আমাকে।

তোমাকে ভালোবাসার অজুহাতে – একটু বাঁচি আমি জীবনকে,তোমার সাথে হাসার অজুহাতে, নিজের মনকে খুঁজে পাই তোমাতে, তোমার অভিমানের নিঃশ্বাসে – কখনো ঝরে যাই চুপিসারে তোমার সরলতার আবেশে – ভালো লাগা বাড়ে বারবারে তোমার না বলা প্রেমের মাঝেও – তোমাকেই আপন করে পাই প্রতি বারে।

যদিও তুমি আমার স্বপ্নের ‘শ্রী, যতবার দেখি তোমায় ফিরে পাই অন্য এক অনুভূতি। চোখ তো শুধু তোমায় চায়, ঘুরে ফিরে সেই তোমাকেই পায়, চেনা মানুষ যেমন অচেনা কে খুঁজে পায়।

তোমাকে দিলাম ভোরের পাখি, রাত জাগাটা আমার হোক, তোমাকে দিলাম চাঁদের হাসি, অমাবস্যার তারারা আমার হোক।
তোমাকে নিয়ে ভাবাটা আমার কাছে কল্পনার মতোন, তোমার সাথে স্বপ্নে দেখাটা আমার কাছে বাস্তবের মতোন, তোমার সাথে বাস্তবে দেখা হওয়াটা আমার কাছে স্বপ্নের মতোন৷

আজ তোমাকে কবিতায় ডাকছি আবার যতক্ষণ না সাড়া দাও ততবার। তুমি শুনতে পাবে কি?

যতই তুমি যাও সরে, আমি তোমাকেই ভালবাসব, যতই পাঠাও দূরে আমায়, তোমারই কাছে আসব।

আমার সাথে চলতে পারো, আমায় সব বলতে পারো, আমার সাথে হাঁটবে কী রাতে,জ্যোৎস্না ভেজা সবুজ ঘাসে? আমার সাথে কবিতা লেখা তোমায় সেদিন প্রথম দেখা, আমার আজ অবাক মন, তোমার সাথে অকারণ৷ হাতটি নিতে পারো ধরে তোমার হাতে আলতো করে, এই জীবন তোমাকে দিলাম, জেনো,শুধু তোমারই ছিলাম।

পরিচিত সুর বাজে না আর কানে, কেউ তো আর বলে না ভালোবাসি তোমাকে!

চেনা ডাকনাম ধরে ডাকো যাকে তুমি জানোনা, সে হারিয়েছে ফেলে আসা বাঁকে, পুরোনো গিটারটাও miss করছে তোমাকে; আর আমি miss করছি তোমার পাশের সেই আমাকে।

অনুভবে পাই ভালোবেসে যায় সব সোহাগ উজাড় করে দিতে চাই তোমাকে।

একদিন তোমাকে তোমার কাছ থেকেই চুপিসারে নিয়ে চলে যাব। তখন হঠাৎ করে তুমি খেয়াল করবে যে তোমার হৃদয়ের সব রঙ এলোমেলো হয়ে গেছে।
নিশির বিষন্ন মন বোঝেনি তো প্রিয়জন, ঘুমহীন কল্পনার বাঁকে নীরব আঁখি আঁকে তোমাকে।

প্রাণ দিতে চাই, মন দিতে চাই সবটুকু ধ্যান, সারাক্ষণ দিনে চাই তোমাকে।

আমি তোমাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি পলকে চোখে হারাই। তোমাকে না দেখাটা যেন এক দুঃস্বপ্নের মত।

যতবার ভেবেছি আরো একবার ফিরে দেখি তোমাকে ততবারই তোমার দেওয়া অবহেলা ঘিরে ফেলেছে আমাকে৷

তোমার আমার সমান্তরাল রেখায় সৃষ্টিছাড়া ভালোবাসার মেঘ জমেছে নিতান্তই অকারণে, প্রাক্তনের শহরে তো বসন্ত প্রতিবারই নামে, তোমাকে নিয়ে না হয় ভিজে যাব শেষ শ্রাবণে।

ঘুড়ি থেকে ফানুস, দানব থেকে মানুষতবু ভালোবাসছি—আরও কাছে আসছি- স্কন্ধ থেকে কুরুশ পাথর থেকে পুরুষ, তবু ভালোবাসছি তোমাকে।

তোমাকে নিয়ে আমার অনুভূতি তোমার কাছে হয়তো আদিখ্যেতা বলে মনে হতে পারে, কিন্তু আমার কাছে তা অমূল্য সম্পদ।

তোমাকে নিয়ে আমার সমস্ত অনুভূতিগুলো যদি প্রকাশ্যে আনতে পারতাম, তবে হয়তো ভালোবাসার এক অভিনব জগৎ তৈরি করতে পারতাম।

প্রতি রাতে তোমাকে নিয়ে আমার দু চোখে সহস্র কাব্য রচিত হয়। যেন এক পলকে এক একটি ইতিহাস গড়ে ওঠে তোমাকে নিয়ে।

তোমাকে দিয়ে আমার গল্পের শুরু? আমার গল্পের শুরুতে তুমি গোধূলির লগন, নীরবতার শেষে রয়েছো তুমি ভালবাসার আসক্ত চিঠিতে!

তাহলে কি এক প্রহর যথেষ্ট নয়?
নাহ। তোমাকে দেখার আকাঙ্ক্ষা চিরদিনের।

তোমাকে প্রকৃতভাবে খুঁজতে খুঁজতে আমি যে বড্ড ক্লান্ত। আমায় ছুঁয়ে দাও, কাছে টেনে নাও।

প্রতি রাতে তোমাকে নিয়ে আমার এই চোখে সহস্র কাব্য রচনা হয়। যেন একক পলকে এক এক ইতিহাস তোমাকে নিয়ে।

তোমাকে নিয়ে আমার এই ভালোবাসা তোমার কাছে হয়তো আদিখ্যেতা মনে হতে পারে। কিন্তু আমার কাছে তা এক অমূল্য সম্পদ।

তোমাকে সাথে নিয়ে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে খুবই মূল্যবান। একদিন তুমিও আমার মতো করে নিজের অনুভূতিগুলোকে বুঝতে শুরু করবে।

মাঝে মাঝে তোমাকে তোমার অজান্তে আমি মনের মধ্যে সাজিয়ে নিই। তুমি কল্পনাও করতে পারবে না চেয়েও প্রেয়সীর ভূষণে তুমি কত সুন্দর!

তোমাকে এক সমুদ্র পার হয়ে আসতে হবে আমার কাছে। কারণ এক সমুদ্র দুঃখ ধারণ করে আছি। তুমি না হয় এক পশলা সুখ এনে আমার দুয়ারে দাঁড়িও।

আমি তোমাকে প্রতিদিন মুহূর্তে, প্রতিটি পলকে চোঁখে হারাই। তোমাকে না দেখা যেন দুঃস্বপ্নের মত।

কতকাল, কত প্রহর, কত সহস্রবার যে তোমাকে ভালবাসি বলতে চেয়েছি তার কোন ইয়াত্তা নেই। তুমি কি টের পাও?

তোমাকে নিয়ে যত নির্বাক অভিমান ছিল মনে, আজ সবটুকু তুলে নিলাম। আমি আমার সবটুকু নিয়ে তোমাকে কাছে টেনে নেব।

কেন আমাকে অধরা রেখে যাচ্ছ? তোমাকে কাছে পেতে চাওয়াটাও কি আমার অন্যায় নাকি অযাচিত আবদার! প্রেমিক হৃদয় অধরা থাকলে শাপ লাগে শাপ। সুখে থাকার অভিশাপ।

যদি বিধাতার কাছে কোন অভিযোগ করার সুযোগ পেতাম, তাহলে তোমাকে নিয়ে পরিপূর্ণ হতে চাইতাম।

তোমাকে হৃদয় দিয়ে ছুঁতে পারি না বলেই হয়তো, তোমার হাত ছোঁয়ার এত আকাঙ্ক্ষা আমার। বোঝো তুমি ?

তোমাকে নিয়ে ভাবা সমস্ত অনুভূতিগুলো যদি প্রকাশ্যে আনতে পারতাম, তাহলে হয়তো এক অভিনব জগৎ তৈরি হতো।

একদিন তোমাকে তোমার কাছ থেকে চুপিসারে নিয়ে যাব। তুমি হঠাৎ করে খেয়াল করবে, তোমার হৃদয়ের সব কিছু এলোমেলো হয়ে গেছে।

আরও পড়তে:

প্রেরণামূলক উক্তি (Motivational Quotes)

উপদেশ মূলক উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কিছু কথা

ডিপ্রেশন নিয়ে স্ট্যাটাস

মেয়েদেরকে পটানোর উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন

শুভ রাত্রি নিয়ে স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন

তোমাকে নিয়ে উক্তি

আমাদের প্রিয় মানু্ষ হল সেই যাকে দেখার পর মনে হয় যেন আমাদের সময়টা থেমে গেছে, তার নিরীহত্ব দেখে মন টা মায়ায় ভরে যায়।

তোমাকে সারাক্ষণ যতো হাজার বার,ভালোবাসি বলি ততোবার,চোখের পলকও ফেলিনা,তোমাকে সারাক্ষণ যতো অজস্রবার,হাত ধরতে বলি ততোবার,বুকের কম্পনও গুনি না।তোমাকে সারাদিন যতো,সহস্রবার দেখতে চাই,ততোবার নিশ্বাসও ফেলিনা,তোমাকে সারাদিন যতো অসংখ্য বার,পাশে পেতে চাই ততোবার, বাঁচতেও চাই না।

বসন্ত গুলো চলে যায়, উত্তপ্ত বালুকায়,বাতাস ঝরা পাতার,শব্দ শোনায় নিরালা,চলে যায় স্বপ্ব গুলো,আশা এবং প্রত্যাশা,পূরণ-অপূরণ, চিহ্ন বিচিহ্ন,যতো বলা নাবলা ভাবনা,চলে যায় ভেসে যায় ,সমস্ত ব্যাথা-বেদনা।

মানুষের অনুপস্থিতি টের পাওয়া অনেক বেদনা দায়ক হয়। যদি আপনি কারোর জন্য একাকিত্ব বোধ করে থাকেন তবে ভেবে নিন যে আপনার জীবনেও প্রিয় মানুষ বলতে কেউ আছে।

যে তোমার মনের ভাব বুঝতে পারে এবং সেই সাথে তোমার অনুভূতিকে অনুভব করে, ধরে নিও সেই তোমার প্রিয় মানুষ।

ভালবাসা হলো একটি গোপন রহস্য। আপনি ততক্ষণ এর কথা জানবেন না যতক্ষণ না আপনার প্রিয় মানুষ এসে এই রহস্যের পর্দাটা উন্মুক্ত করে।

তোমাকে নিয়ে কবিতা

তোমাকে নিয়ে
আশরাফুল ইসলাম শিমুল

যদি কোন একটা সকাল আসতো তোমাকে ঘিরে,
সবুজ আর মেঘ পাহাড়ের কোল ঘেষে তোমার হাত ধরে হেটে যেতাম এই বাংলার অরণ্যে।

যদি কোন একটা বিকেল আসতো খোলা আকাশে নিচে কোন এক নদীর পারে গোধূলি দেখতাম তোমার চোখে চোখ রেখে কাধেঁ মাথা রেখে।

যদি কোন একটা রাত. আসতো তোমাকে ঘিরে
জোৎস্না ভরা রাতে, মায়াবী চাঁদের আলোয়, জোনাকির আলোতে, ঝিঁঝিপোকা ডাকে, ডাহুকী পাখির কলবরে তোমার কোলে মাথা রেখে সারাটা রাত কাটিয়ে দিতাম তোমার সাথে। ছাঁদের কোন এক কোনে বসে খোলা হাওয়ায় মেলে দিতে তোমার কালো কেশ, তোমার শাড়ির আচল, কথায় কথায় বলতে

হয়তো, কি জানি জানিনা’

তোমার ছেলেমানুষি চিন্তা, তোমার সুরেলা কণ্ঠে গানে ভরে যেত আমার প্রাণ,আমি শুধু চেয়ে চেয়ে দেখতাম তোমায় ,আর তোমার চুলেতে বেনী করে দিতাম।

যদি এমনটা বৃষ্টি ভেজা যদি বর্ষার দিন আসতো তোমাকে নিয়ে

তাহলে ছাঁদের রেলিংয়ে ভিজতাম তোমায় জড়িয়ে আপন প্রাণে।

যদি এমন একটা দিন আসতো তুমি শুধু আমার,
সারাজীবনের জন্য আমার হয়ে যেতে,
তোমায় যদি নিজের করে পেতাম,
তোমার হাতটা সারাজীবনের জন্য ধরার অনুমতি পেতাম,
তাহলে আমি তোমার মাঝে সর্গ খুজে নিতাম,
হারিয়ে গল্প লিখতাম তোমাকে নিয়ে, শুধু তোমাকে নিয়ে, তোমার ভালো লাগা সব বিষয় একান্ত আপন করে নিতাম, তোমার জন্যই ছুটে যেতাম বার বার তোমার জীবনের করিডোরে।
আমার কবিতা মাঝে তোমায় ডুবিয়ে দিতাম, সব ছন্দ, সব কাব্য শুধু তোমায় ঘিরে হতো।

একটি বার তোমাকেই দেখার জন্য,
আমি ছুটে যেতাম তোমার কাছে,
তোমার হাতটি ধরে ব্যস্ত রাস্তায় ভীড়ে আপন করে আপন হাত ধরে নিয়ে আসতাম বড় ভালোবেসে।

যদি এমন একটা মুহুর্ত আসতো
এমন একটা সময়, এমন একটা দিন,
এমন একটা মাস , এমন একটা বছর
এমন একটা কাল, এমন একটা যুগ
এমন একটা ভালোবাসা তোমার মতো মানবীর,
এমন একটা তোমার মতো মনের মতো মানুষ পেতাম?

যদি তোমাকে পেতাম শুধু তোমাকে।

তোমাকে নিয়ে গল্প

তোমায় নিয়ে কতদিন লিখি না, মহারাণী!

দিন যায়, যায় রাত, মাসের পর মাস,
তুমি থাকো হৃদয় কোণে,
সংগোপনে,
অহর্নিশ বেজে যাও প্রতিটি হৃদস্পন্দনে।

রোজ ভাবি, লিখবো আজ, লিখবোই তোমায় নিয়ে। কিন্তু সেই লেখা আর হয়ে উঠে না।

মহারাণী! তোমায় নিয়ে লিখবো বলে।

নির্ঘুম রাত শেষে ঊষা লগ্নে বসলাম যখন তোমায় নিয়ে আবার লিখবো বলে, বেহায়া ঘুমের ফিরে ফিরে আসে। ছাইপাশ কত কিছু লিখে যাই, লেখা হয় না তোমাকে নিয়ে। সকালের নাস্তা শেষে ধুমায়িত চায়ে চুমুক দিতে দিতে কলম ধরি, স্মরণ করি তোমায়, আর তোমার আমার স্মৃতিগুলোকে, তোমায় নিয়ে লিখবো বলে। বারান্দায় ঘুরে বেড়ায় ছোট্ট চড়ুই, তাকে দেখে দেখেই হয়ত বেলা কেটে যায়, হয় না লেখা নিয়ে তোমায়। তোমায় নিয়ে কতদিন লিখি না, মহারাণী!

মহারাণী! তোমায় নিয়ে লিখবো বলে।

মধ্য দুপুরে ব্যস্ত সড়কে অথবা বাদুড়ঝোলা হয়ে যখন বাসে করে যাচ্ছি আমি, তখনও ভাবি আজ লিখবো তোমায় নিয়ে। ক্লান্তিরা সব ভুলিয়ে দেয় আমায়, লেখার কথা যে তোমাকে নিয়ে। আজ কত দিন হল, লিখি না তোমায় নিয়ে কোন গল্পকথা। পড়ন্ত দুপুরে, মৃদুলয়ে যবে বাজে চৌরাসিয়া অথবা জগজিৎ কেঁদে যায় আমার উঠোনে; তখনও ভাবি এই তো বেলা, তোমায় নিয়ে লেখার। সুরের মদিরায় বুঁদ হয়ে মাতাল আমি অতলে হারাই, হারাও তুমি আর তোমার গল্পগুলো। হয় না লেখা তোমায় নিয়ে। তোমায় নিয়ে কতদিন লিখি না, মহারাণী!

মহারাণী! তোমায় নিয়ে লিখবো বলে।

মিষ্টি বিকেলে, হাসনাহেনা অথবা দোলনচাঁপা নয়ত বাগান বিলাসের মাঝে যখন হেঁটে বেড়াই ঝিরিঝিরি হাওয়া মেখে অলস বদনে; ভাবি তোমায়, তোমায় নিয়ে কত কথা এসে হানা দেয় নিউরনের অলিগলিতে; ঘরে ফিরি তোমায় নিয়ে লিখবো বলে। হয় না লেখা শেষ বিকেলের কণে দেখা রোদের মাঝে দেখা অপরূপা তোমাকে নিয়ে; অথবা সন্ধ্যে লগণে সর্পিল কোন নদী তীরে; খোলা চুলে খালি পায়ে হেঁটে যাওয়া তুমি আমি আর আমাদের গল্প। রাতের নিয়ন আলোয়, এই শহরে হেঁটে যাওয়া অথবা হুড ফেলে দিয়ে রিকশায় তুমি আমি; আমাদের খুনসুটিগুলো, নির্বাক চেয়ে থাকার ক্ষণগুলো আরও কত কি। হয় না লেখা তোমায় নিয়ে জমে থাকা গল্পগুলো। তোমায় নিয়ে কতদিন লিখি না, মহারাণী!

মহারাণী! তোমায় নিয়ে লিখবো বলে।
তবু রোজ স্বপ্ন দেখি,
মহারাণী! তোমায় নিয়ে লিখবো বলে।

আরও দেখুন:

গীবত নিয়ে উক্তি

বোন কে নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন

সেরা কিছু উক্তি, যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে!

সেরা ভালোবাসার স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কবিতা ও ছন্দ

ইসলামিক স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ও পিকচার

শেষ কথা

আজকের পোস্টটি শুধু তোমাকে নিয়ে ছিল। কেমন লাগলো আজকে এই আয়োজনটি। আশা করছি ভালো লেগেছে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

About Durud Ahmed

সম্মানিত ভিজিটর আমি দুরুদ আহমেদ,পেশায় আমি একজন ব্লগ লেখক। প্রযুক্তি ও শিক্ষা, ইতিহাস-ঐতিহ্য, লাইফস্টাইল এবং ইসলামিক লেখাই আমার প্রিয়। এই ব্লগের মাধ্যমে আমি সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভিজিটরদের সহযোগিতা করাই মূল লক্ষ্য।