সেরা কিছু শিক্ষণীয় স্ট্যাটাস

আজকের পোষ্টটি বিশেষ করে তাদের জন্য, যারা শিক্ষামূলক স্ট্যাটাস পোষ্ট করতে ভালবাসেন। এই পোষ্টটি আপনার জন্যই তৈরি করা। চাইলে আপনিও আরেকজন কে শেয়ার দিয়ে তাকে উপদেশ দিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন মুল পোষ্টটিতে যাওয়া যাক।

শিক্ষামূলক স্ট্যাটাস

শিক্ষণীয় স্ট্যাটাস

আমরা প্রতিনিয়ত ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করতে ভালবাসি। এর মধ্যে অনেকেই আছেন যারা উপদেশমূলক বা শিক্ষামূলক পোষ্ট পেতে এবং পোষ্ট করতে খুবই পছন্দ করি।

আপনার একটি শিক্ষামূলক দুই লাইনের স্ট্যাটাস হয়তো অন্য একজনের জীবন বদলে দিতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই শিক্ষামূলক স্ট্যাটাসগুলো দেখে নেওয়া যাক।

যারা শুধু আল্লাহ তাআলার প্রতি । বিশ্বাস স্থাপন করেন। -আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেন।

যে ব্যাক্তি দিনে ৭০হাজার বার কালিমা পড়লো তার জন্য জান্নাত ওয়াজিব।

যে বিয়েতে খরচ কম এবং সহজ হয়, সে বিয়ে বরকতময় হয়। — মিশকাত ২৬৭

সুন্দর ফেসবুক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, কবিতা, কিছু কথা ও ছন্দ

আপনি যদি আপনার চোখের ক্ষমতা বৃদ্ধি করতে চান এবং জ্ঞান বৃদ্ধি করতে চান তাহলে কুরআন পড়েন। কেননা কোরআন তিলাওয়াত করতে চোখের জ্যোতি বাড়ে পাশাপাশি জ্ঞান বাড়ে।

ফজরের নামাজ বিহীন।একটি সকাল কখনোই শুভ হতে পারে না।

কোনো নেতার পিছনে নয়– মসজিদের ইমামের পিছনে দাড়াও জীবন বদলে যাবে ইনশাআল্লাহ।

হে আল্লাহ আমাকে কখনো নিজের উপরে ছেড়ে দিও না। সর্বদা তোমার গোলাম হয়ে থাকার তৌফিক দিও।

তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনও তাদের ওপর আজাব দেবেন না।

একটি মশার ভয়ে যদি আপনি মসারীর ভিতরে ঢুকতে পারেন, তাহলে দোযখের আগুনের ভয়ে কেন মসজিদে যেতে পারবেন না।

আমাদের সবারই যৌবনের চেহারাটা মানুষ বেশি পছন্দ করে। অপরপক্ষে মহান আল্লাহ তায়ালা যৌবন কালের ইবাদত পছন্দ করেন।

ইসলাম একমাত্র ধর্ম। যেখানে হাসলে সওয়াব, কাঁদলে গুনাহ্ মাফ। —সুবহানআল্লাহ

আমার রব চেয়েছেন বলেই আমি অনেক কিছু হারিয়েছি,পাওয়ার সময় হলে তিনিই দিবেন! ইনশাআল্লাহ

যা চেয়েছি তা সব হয়তো পাইনি কিন্তু যা পেয়েছি তা কোন অংশে কম নয়। আল্লাহই উত্তম পরিকল্পনাকারি।

প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। হযরত মোহাম্মদ (সাঃ)

পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কি জানেন? বেয়াদবের জিহ্বা!

পৃথিবীতে সব নিয়ামত শেষ পর্যন্ত কখনোই আর্শীবাদ হয়না, পাশাপাশি সব দুঃখ-কষ্ট মানেই সবসময় আজাব হয় না।

ছিঁড়ে ফেলুন অতীতের সকল পাপের অধ্যায়। ফিরে আসুন রবের ভালোবাসায়।

জালেমকে ক্ষমা করা মজলুমের উপর জুলুম করার সামিল। (হযরত ওমর রাঃ)

কোরআন হল জীবন্ত মুজিযা জ্ঞানভাণ্ডারের মহা গ্রন্থ। ছড়িয়ে দেয় মুক্তির বার্তা দিক হতে দিগন্ত।

মাটির দেহ নিয়ে কখনো করিওনা বড়াই, দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই, যাকে তুমি আপন ভাবো সে ভাবে পর , আপন হবে নামাজ-রোজা অন্ধকার কবর।

মুসলিম আমার নাম! কুরআন আমার জান! নামাজ আমার গাড়ি! জান্নাত আমার বাড়ী! আল্লাহ্ আমার রব! নবী আমার সব! ইসলাম আমার ধর্ম! এবাদত আমার কর্ম।

এই শহরের সাথে থেমে গেছে প্রিয় মানুষগুলো আর ফুল ফুটছে আমাদের টবে, আমার নিঃশ্বাস যেনো আটকে যেতে চায়, আবার আমাদের দেখা হবে কবে?

১০০+ ইসলামিক উক্তি। আল্লাহর বাণী, হাদিস এবং বিখ্যাত মনীষীদের ইসলামিক উক্তি

আমার লাখো মন্দ জানার পরও, একমাত্র আমার প্রভু যিনি আমাকে অসীম ভালোবাসেন।

যে ব্যক্তি ধোঁকাবাজি করে।-আমার সাথে তার কোন সম্পর্ক নেই। – হযরত মুহাম্মদ [সা:]

তুমি ফিরে যাও আল্লাহ’র দিকে সৌভাগ্য ফিরে আসবে তুমার দিকে!!

রাসুলের অপমানে যদি না কাঁদে তোর মন মুসলিম না, মুনাফেক তুই। রাসুলের দুশমন!

লোকে লাখো বার চেষ্টা করবে তোমাকে বদনাম করার,কিন্তু মনে রেখো, সম্মান আর অপমান আল্লাহর হাতে।

সেই আসল বীর,যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। হযরত মুহাম্মাদ সাঃ।

I Wish? আমি ও একদিন হজ্জ করবো, নবীজির রোওজা দেখবো- ইনশাআল্লাহ

আমার স্বভাবতই এমনই কারো খোঁজ খবর নেওয়ার কথা ভাবি না, কিন্তু প্রতিদিন আমাদের কাছের মানুষ গুলোর জন্য আমরা কখনোই দোয়া করতে ভুলি না!

বেপর্দা নারী যদি নায়িকা হতে পারে -তবে পর্দাশীল নারী গুলো সব ইসলামের শাহাজাদী মাশাল্লাহ।।

যদি একটি এমন রাত্রী হয় এবং পরবর্তী দিন যদি আর রাত্রি না হয়!

শুনেছি প্রশ্ন ফাঁস হলে নাকি সবাই পাস করে। কবরের প্রশ্ন তো মহান আল্লাহ তা’ আলা কবেই ফাঁস করে দিয়েছেন। কিন্তু তবুও যদি পাস করতে না পারি তাহলে আর দায়ভার কার?

২৩ টি বছরের ধরে হলে তুমি নাজিল তোমার সব অনুসারী পাবে উত্তম মানজিল।

কোনো এক বৃষ্টি ভেজা দিনে আমিও বৃষ্টিতে ভিজবো কিন্তু সেটা হবে শত শত লাশের মাঝখানে কোন এক নির্দিষ্ট বা অনির্দিষ্ট কবরস্থানে!

ইসলাম একমাত্র ধর্ম। যেখানে হাসলে সওয়াব, কাঁদলে গুনাহ্ মাফ। -সুবহানআল্লাহ

আমি আল্লাহকে দেখিনি -কিন্তু দেখেছি তার সুন্দর সৃষ্টিকে আলহামদুলিল্লাহ।

সর্বদা আল্লাহর উপর আশা রাখুন, কারণ এই সমগ্র বিশ্বে আল্লাহ যত তাড়াতাড়ি সন্তুষ্ট হন, তত তাড়াতাড়ি কেউ সন্তুষ্ট হয় না।

Successful তো সেই দিন হবো।– যেদিন পুলসিরাতপাড় করে জান্নাতে যাবো।

মোনাজাত শেষে একটাই চাওয়া,– ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা! – আমিন!

কোনো এক বৃষ্টি ভেজা দিনে আমিও বৃষ্টিতে ভিজবো কিন্তু সেটা হবে শত শত লাশের মাঝখানে কোন এক নির্দিষ্ট বা অনির্দিষ্ট কবরস্থানে!

রিলেশন করলে নামাযের সাথে করুন -ইনশাআল্লাহ কোনদিন ও ঠকবেন না।

ইসলামিক স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ও পিকচার

সবচেয়ে নিকৃষ্ট প্রকারের বদান্যতা হলোঃ পরচর্চা, চোগলখুরী, অপবাদ, গালমন্দ ও ভর্ৎসনা করার মাধ্যমে নিজের নেকী অন্যকে প্রদান করে বদান্যতা দেখানো। -ইবনু তাইমিয়্যা রাহিঃ, মাজমুউল ফাতওয়াঃ ৮/৪৫৪

এমনটা পাপী মুসলিমদের ক্ষেত্রেও হবে তবে ঈমান নিয়ে মারা গেলে জাহান্নামে শাস্তি ভোগ করার পর আল্লাহর হুকুমে সে জান্নায়ে যেতে পারবে।

কোরআন হল আলোর পাখি দেখায় মুক্তি পথ। কোরআনের জন্য শহীদ হব এই হল মোর শপথ।

জীবন একটা বইয়ের মত, প্রতিটি ঘটনা থেকেই একটি করে শিক্ষা লাভ করবে এবং প্রতিটি করে পৃষ্ঠা পড়া হবে।

আমি হয়তো পৃথিবীর একমাত্র মানুষ, যার কাছে জীবনের অনেক কিছুর উত্তর আছে কিন্তু প্রশ্নগুলো জানা নেই।

সকালে হাতে এক কাপ চা আর একটি সবুজ বেলকনি সারাটা দিন ভালো করার জন্য যথেষ্ট।

জীবনের এই মিথ্যা অভিনয় থেকে বের হওয়ার জন্য মাঝে মাঝে নিজেকে একটু সময় দিতে হয় যেখানে আপনি ছাড়া আর কেউ থাকবে না।

আপনার সারাটা দিন কেমন যাবে তা নির্ভর করে আপনি সকালটা কিভাবে শুরু করছেন তার উপর, তাই সকালেই পছন্দের কাজগুলো করার চেষ্টা করুন।

কারো চোখের ভাষা বোঝার জন্য তার হৃদয় প্রবেশ করতে হয়, মুখের ভাষা থেকে চোখের ভাষা বোঝা কঠিন।

আসলে পৃথিবীর স্বার্থপর না, স্বার্থপর আমি, আপনি আমরা সকলে।

সম্পর্ক এর মধ্যে একজন হলে গরম, অন্যজন থেকো নরম না হলে সম্পর্ক টিকবে না।

বন্ধু বাড়াতে চাও! হৃদয়টা বড় করো এবং হাসি মুখে থাকো।

মানুষের আবরণ দেখেই নিশ্চিত হওয়া যায় তার বিদ্যা কতটুকু, আর আচরণ দেখে নিশ্চিত হওয়া যায় তার শিক্ষা কতটুকু!

তর্ক করে যারা যেতে যেতে চায় তারা আসলে বোকা, কারণ তর্কের মাধ্যমে একবারই জেতা যায় বারবার না।

মানুষের মত মানুষ হতে চাইলে সম্মান বাড়াতে হবে, সম্মান বাড়ানোর জন্য অন্য কেও সম্মান দিতে হবে।

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন – তুমি যদি ভালো মানুষের কাতারে পড়তে চাও তাহলে আগে মিথ্যা কথা বলা ছেড়ে দাও।

তুমি যদি কাউকে নিয়ে অনবরত ভুল ভাবনা ভাবতে থাকো তাহলে তুমিও অন্যায় করছো।

জীবন যেহেতু তোমার,
চিন্তা টাও তোমাকে করা লাগবে।
অন্যের আসায় বসে থাকলে,
পরে কিন্তু কাঁদবে।

সবার জীবনে ভালো বন্ধু জোটেনা,
যদি তোমার জীবনে জোটে থাকে,
তাকে কখনো ছেড়ে দিওনা।

রুপ দেখিয়া জীবনসঙ্গী বানায়,
গুণের প্রয়োজন মনে করে নাই।
দেখা গেলো সারাজীবন পরে করে হায় হায়।

অভাব বুঝিয়ে দিল,
জীবনে পরিশ্রম খুবই দরকার।
অলসতা করে থেকোনা বেকার।

সেরা ভালোবাসার স্ট্যাটাস পড়তে এই লেখার উপর ক্লিক করুন।

আমি আমার জীবনে,
অতীতকে সহজেই ভুলতে পারিনা।
তাই কষ্ট ও আমাকে ছাড়ে না।

দুই দিনের পরিচয় হয়ে,
সারাজীবনের কষ্টের কথা বলেছো মানে,
খোটা খাওয়ার জন্য প্রস্তুত থাকো।

যার জীবনে আবদার করবে এমন কোনো মানুষ নাই,
তাকে নিজের পায়ে দাড়াতে হয়।

এতিমের জীবন অনেক দুঃখের হয়,
তাদের মহব্বত করতে শিখো।

অন্যের জীবনে সুখ দেখে কাতরায়ওনা,
পারলে নিজের জীবনে সুখ আনার চেষ্টা করো।

হতে পারে আজই জীবনের শেষ দিন,
তাই প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন।

মরে গেলে আর এই জীবনে পিরবেনা সবাই জানে,
তবুও গুনাহ করে অনেকে নিজের বিপদ নিজে ডেকে আনে।

জীবনকে করো কর্মময়,
শেষটা সুখের হবে।
আরামে আরামে শেষে বিশ্রাম নেবে।

এ জীবনে টাকা পয়সার অনেক দাম,
রুজু করতে গিয়ে শরীর থেকে গরিয়ে পরে ঘাম।

জীবনে দুইটা জিনিস সবার দরকার,
একটা হলো,টাকা।
আরেকটা হলো সুখ।
টাকা ছাড়া জীবন ফাঁকা,
সুখ ছাড়া শান্তির হয়না দেখা।

জীবন এমন ভাবে গড়,
যেন পা বাড়ালে দেখা হয়,
হাত বাড়ালে মুসাফা হয়।

গুমরামুখীদের সুন্দর চেহেরাও মায়া লাগেনা,
তাই হাসতে শিখোন।
কালো হলেও লাগবে ভালো।

রাত জেগে অযথা ফেসবুকে যাওয়ার চাইতে,
দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়া ভালো।

ভাগ্য খারাপ হলে,
আল্লাহর কাছে কেঁদে কেঁদে,
ভালো করার চেষ্টা করো।

বন্ধুকে পাপে ঠেলে দিওয়া না,
পারলে জান্নাতে যেতে সাহায্য করো।

দশদিন পাপ করলে,
একদিন হলেও ধরা খায়।
সেই ধরাতে কেউ কেউ,
একেবারে মারা যায়।

কাল কাল করে,
পার করবা আর কত কাল?
এখন মারা গেলে,
শুরু হবে পরকাল।

তুমি মানুষ হয়ে হাজার কষ্ট করলেও, কুকুরের কষ্টের সমান হবেনা।
তুমি তিন বেলা খেতে না পেলেও,
একবেলা হলেও পারো।
আর কুকুরে একবেলা খাই কিনা কেউ সন্ধানও করেনা।
তাই শুকরিয়া আদায় করো প্রভুর কাছে।

পরিক্ষায় বানানে ভুল হলে,
নাম্বার কেটে দেয়।
আর জীবনে পাপ করে মারা গেলে,
জাহান্নামে দেয়।

শুধু রঙের ভুবন নিয়ে চিন্তা নয়,
পরকালের চিন্তা ও করতে হয়।

বন্ধুর মত বন্ধু সে,
নামাজেতে ডাকে যে।
আর যে নামাজে ডাকে,
সে তোমায় আখিরাতেও চাই।

আরও সুন্দর সুন্দর পোষ্ট পড়তে:

তোমাকে নিয়ে স্ট্যাটাস, উক্তি, কবিতা ও গল্প

প্রেরণামূলক উক্তি (Motivational Quotes)

উপদেশ মূলক উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কিছু কথা

যখনই কোনো মানুষকে বলতে শুনবে যে তার আর কিছু শেখার নেই, তখন ধরে নেবে সে মরতে বসেছে। আত্মিক মৃত্যুর তার আর দেরি নেই। — স্বামী বিবেকানন্দ।

হতাশা এবং চেষ্টা না করা মানুষের সবচেয়ে বড় বদ অভ্যাস। এইগুলোকে একবার ত্যাগ করতে পারলেই জ্ঞানের দরজা স্বয়ংক্রিয় ভাবে খুলে যায়। — সংগৃহীত।

জীবনে ঠকলে আপনি হয়তো বিশ্বাসটা হারাবেন কিন্তু যে শিক্ষা আপনি পাবেন তা অনেক মূল্যবান। — এপিজে আব্দুল কালাম।

কোনো কাজের সময় ধৈর্য্য ধারণ করতে শিখুন, এতে সময় হয়তো বেশি লাগবে কিন্তু সফলতা নিশ্চয়ই আসবে। — ডব্লিউ এস ল্যাণ্ডের।

জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক | জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মুল্য দিতে। — এ.পি.জে আব্দুল কালাম।

শিশুবয়সে নির্জীব শিক্ষার মতো ভয়াবহ ভার আর কিছুই হতে পারে না, তাহা মনকে না যতটা দেয় তাহার চেয়ে পিষিয়া বাহির করে অনেক বেশি। — রবীন্দ্রনাথ ঠাকুর।

ছাত্রদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা প্রয়োজন তা হলো প্রশ্ন করার ক্ষমতা, তাদের প্রশ্ন করার সুযোগ দিন। — এপিজে আব্দুল কালাম।

দেহের সৌন্দর্যের চাইতে চিন্তার সৌন্দর্য অধিকতর মোহময় ও এর প্রভাব যাদুতুল্য। তাই চেহারা নয়, চিন্তাকে সুন্দর করুন। — সক্রেটিস।

বই হল শিক্ষার এমন এক মাধ্যম যার সাহায্যে আমরা বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতু নির্মাণ করতে পারি, শিক্ষার সার্বজনীনতার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ । — সর্বপল্লী রাধাকৃষ্ণন।

যে ব্যাক্তি সময়কে অর্থের সীমানায় বাঁধতে চায়, তার চেয়ে মূর্খ ব্যাক্তি আর দুনিয়ায় নেই। — সংগৃহীত।

বিদ্বান সকল গুণের আধার আর অজ্ঞ হলো সকল দোষের আকর। তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক বেশি কাম্য। — চাণক্য।

দুনিয়া টা হলো একটা এমন জায়গা যেখানে আপনি যেমন আচরণ করবেন, ঠিক তেমন আচরণই ফেরত পাবেন। — সংগৃহীত।

শিক্ষা হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের অন্তর্নিহিত শক্তির পরিপূর্ণ বিকাশ ঘটে। — আব্রাহাম লিংকন।

আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না। আর সেটাই আমাদের সবচেয়ে বড় ভুল। — শিলার।

আমাদের আরও পোষ্ট পড়তে:

ডিপ্রেশন নিয়ে স্ট্যাটাস

মেয়েদেরকে পটানোর উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন

শুভ রাত্রি নিয়ে স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন

গীবত নিয়ে উক্তি

বোন কে নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন

সেরা কিছু উক্তি, যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে!

শেষ কথা

সম্মানিত পাঠক ভাই-বোন শিক্ষণীয় স্ট্যাটাস শিরোনামের আজকের এই পোষ্টটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ

Scroll to Top